water container

পড়ার টেবিল যে আয়তনের জায়গা দখল করে সে আয়তনে একটি পাত্র কত লিটার পানি ধরবে তা যোক্তিক কারনসহ ব্যাখ্যা কর

ষষ্ঠ শ্রেণির চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর বিজ্ঞান বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। যেখানে প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ অংশ থেকে একটি সৃজনশীল প্রশ্ন করা হয়েছে। উল্লেখিত প্রশ্নের ৩ নং প্রশ্নের সমাধান করার জন্য আমরা আজকে উপস্থিত হয়েছি।

১। পড়ার টেবিলের পৃষ্টের ক্ষেত্রফল নির্ণয় কর।
২। এটি ঘরের কতটুকু জায়গা (আয়তন) দখল করেছে তা বের কর

পড়ার টেবিল যে আয়তনের জায়গা দখন করে সে আয়তনে একটি পাত্র কত লিটার পানি ধরবে তা যোক্তিক কারনসহ ব্যাখ্যা কর।

২ নং হতে পাই,

টেবিলের আয়তন = ২,০০,০০০ ঘন সেন্টিমিটার

সিজিএস পদ্ধতিতে আয়তনের একক ঘন সেন্টিমিটার।

তরল পদার্থের আয়তন মাপা হয় লিটারে।

আমরা জানি,

১০০০ ঘন সেন্টিমিটার = ১ লিটার

১ ঘন সেন্টিমিটার = ( ১ / ১০০০ ) লিটার

২,০০,০০০ ঘন সেন্টিমিটার = ( ১ X ২০০০০০) / ১০০০ লিটার

= ২০০ লিটার।

সুতরাং, পড়ার টেবিল যে আয়তনের জায়গা দখল করে সে আয়তনের একটি পাত্রে ২০০ লিটার পানি ধরবে। যৌক্তিক কারন সহ ব্যাখ্যা করা হলো ।

এসাইনমেন্ট এর সকল সমাধান ও নতুন খবর পেতে আমাদের গ্রুপে জয়েন করুন

লিঙ্কঃ https://www.facebook.com/groups/eassignment/

Similar Posts