এটি ঘরের কতটুকু জায়গা (আয়তন) দখল করেছে তা বের কর
ষষ্ঠ শ্রেণির চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর বিজ্ঞান বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। যেখানে প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ অংশ থেকে একটি সৃজনশীল প্রশ্ন করা হয়েছে। উল্লেখিত প্রশ্নের ২ নং প্রশ্নের সমাধান করার জন্য আমরা আজকে উপস্থিত হয়েছি।
এটি ঘরের কতটুকু জায়গা (আয়তন) দখল করেছে তা বের কর
এখানে,
টেবিলের দৈর্ঘ্য ১০০ সেন্টিমিটার,
প্রস্থ ৫০ সেন্টিমিটার এবং
উচ্চতা ৪০ সেন্টিমিটার
যতটুকু জায়গা আয়তন দখল করেছে তা হল- দৈর্ঘ্য X প্রস্থ X উচ্চতা
= (১০০ X ৫০ X ৪০) ঘন সেন্টিমিটার
= ২,০০,০০০ ঘন সেন্টিমিটার
সুতরাং, ২,০০,০০০ ঘন সেন্টিমিটার আয়তনের জায়গা দখল করেছে ।