3rd Week Assignment Answer 2024 For Class 6,7,8 & 9
As the lockdown decision is being prolonged, the authority of the directorate of the secondary and higher secondary has published the 3rd week assignment syllabus recently. We hope that you all have already downloaded the assignment syllabus based on the classes you are studying in. Most of you are completing your assignment tasks on your own. But many are struggling to complete it. So we have come up with the assignment answer of this week in this article.
3rd Week Assignment Answer 2024
In the 3rd week assignment answer topic, you will get different tasks on different subjects such as Math, Agriculture, Home Science, Economics, etc. In this article, we have provided the answer to all the subjects that you need to complete assignments this week. If you want to download your desired assignment answer, you just need to click on the link we have provided here. You will get different links for the assignment on different subjects.
সকল শ্রেণির এ্যাসাইনমেন্ট সমাধান পেতে জয়েন করুন
গ্রুপ লিঙ্কঃ https://www.facebook.com/groups/eassignment
3rd Week Class 6 Math assignment answer
Students who are studying in class 6 and need Math assignment answer, we have provided that here on our website. If you want to download your class 6 math assignment answer, you have to click on the link mentioned here.
অ্যাসাইনমেন্ট-১ ল.সা.গু
১। তিনটি সংখ্যা ২৮, ৪৮ ও ৭২
(ক) ১ থেকে ৭২ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি সনাক্ত কর।
(খ) ৮ ও ১২ সংখ্যা দুইটির সাধারণ ভাজক নির্ণয় কর।
(গ) মৌলিক গুণনীয়কের সাহায্যে সংখ্যা তিনটির বৃহত্তম সাধারণ গুণনীয়ক নির্ণয় কর।
(ঘ) ইউক্রিভীয় প্রক্রিয়ায় সংখ্যা তিনটির ন্যুনতম সাধারণ গুণিতক নির্ণয় কর।
(ঙ) দেখাও যে উদ্দীপকের ১ম ও ২য় সংখ্যাদ্বয়ের গুণফল, এদের ল.সা.গু ও গ.সা.গু এর গুণফলের সমান।
নির্দেশনাঃ ল.সা.গু ও গ.সা.গু নির্ণয় করে সমস্যাটি সমাধান করবে।
3rd Week Class 6 Agriculture assignment answer
If you are struggling to solve your agriculture assignment, we are here to help you. We have also arranged the answer copy of your agriculture assignment. So to download your class 6 agriculture assignment, you have to click on the link here.
Class 6 Home Science Assignment Answer
১। তোমার গৃহ পরিবেশের বিভিন্ন অংশের নামগুলো লেখ।
শোবার ঘর, ড্রইং রুম, রান্নাঘর, খাওয়ার ঘর, পড়ার ঘর, বাথরুম;
3rd Week Class 7 Math assignment answer
Students of class 7 must be looking for class 7 math assignment. If you are facing any difficulty to solve and complete your assignment on this subject, you can take help from our assignment answer. To download the class 7 Math assignment answer, you have to click on the link given here.
আ্যাসাইনমেন্ট-১
১. তুমি একটি তিন অঙ্কের পূর্ণ বর্গসংখ্যা লিখ এবং দুটি ভিন্ন পদ্ধতিতে সংখ্যাটির বর্গমূল নির্ণয় কর।
২. একটি সৈন্যদলকে ৯, ১২ ও ২০ সারিতে সাজানো যায় কিন্তু বর্গাকারে সাজানো যায় না। সৈন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে, তা নির্ণয় কর।
3rd Week Class 7 Agriculture assignment answer
Students of class 7 are also looking for agriculture assignment answer along with all other subjects. We have also solved the assignment task and published that on our website. So if you would like to download your class 7 agriculture assignment answer, you have to click on the link provided here.
কৃষি শিক্ষা বিষয়ের ৩য় সপ্তাহের সপ্তম শ্রেণির এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ:
তাহিরপুর গ্রামের আদর্শ কৃষক রফিক তার বাড়িটি একটি আদর্শ খামারে পরিণত করেছেন। তিনি বাড়ির পাশের জমিতে ধান, গম চাষ করেন। বাড়িতে ফল, শাকসবজি, ভেষজ উদ্ভিদ ও কাষ্ঠল গাছ রােপন করেছেন।
পাশাপাশি তিনি পুকুরে মাছ চাষ, হাঁস-মুরগি পালন ও গরু-ছাগল লালন-পালন করেন। তােমার দেখা এরূপ একজন কৃষক গ্রামের আর্থ সামাজিক উন্নয়নে কীভাবে ভূমিকা পালন করছেন। নিচের প্রশ্নগুলাের আলােকে উত্তর দাও-
১. পরিবারের মৌলিক চাহিদা পূরণে তার ভূমিকা কী?
২. তার কার্যক্রম পরিবারের অর্থনৈতিক উন্নয়নে কীভাবে সহায়তা করতে পারে?
৩. তােমার গ্রামের অন্যান্য কৃষিজীবীদের স্বাবলম্বি করতে তিনি কীভাবে সহায়তা করতে পারবেন?
3rd Week Class 7 Home Science assignment answer
বিষয়ের নাম: গার্হস্থ্য বিজ্ঞান, এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ নং-০১;
অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম: প্রথম অধ্যায়
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ,
বর্তমান কোভিড পরিস্থিতিতে বাড়ির বাইরে ও বিদ্যালয়ে যাওয়া তোমার পক্ষে সম্ভব হচ্ছেনা। এই পরিস্থিতিতে অবসর সময়ে আনন্দ পাওয়ার জন্য তুমি বাড়ির আডিনায়/ ছাদে বাগান করার সুযোগ পেলে কী কী পদক্ষেপ গ্রহণ করবে তা নিচের ছক ও বিবেচ্যবিষয় অনুসরণ করে একটি ধারণাপত্র তৈরী করো।
বিবেচ্য বিষয়:
১। বাগানে তুমি কি কি গাছ লাগাতে চাও?
২। বাগান করতে তুমি কী কী সম্পদ ব্যবহার করবে?
৩। এ কাজের মাধ্যমে তুমি কীভাবে উপকৃত হবে বলে মনে করছো?
3rd Week Class 8 Math assignment answer
We understand that many students of class 8 cannot solve many mathematical problems on their own. As a result, many of them cannot also solve their math assignment. So we have solved the assignment and published that here. To download your class 8 Math assignment answer, you have to click on the link given here.
উপরের জ্যামিতিক চিতরগুলো সমান দৈর্ঘের রেখাংশ দিয়ে তৈরি করা একটি প্যাটার্ন
(ক) প্যাটার্নর চতুর্থ চিত্রটি তৈরি করে রেখাংশের সংখ্যা নির্ণয় কর।
(খ) উল্লেখিত প্যাটার্নটি কোন বীজ গণিতীয় রাশিকে সমর্থন করে তা যুক্তিসহ উপস্থাপন কর।
(গ) উল্লেখিত পাটানটির প্রথম ২০টি চির তৈরি করতে মোট কতটি রেখাংশ দরকার হবে- তা নির্ণয় কর।
3rd Week Class 8 Agriculture assignment answer
Class 8 agriculture assignment is also important for students of class 8. If you are searching for class 8 agriculture assignment answer, then you are at the right place. To download your class 8 agriculture assignment, you have to click on the link here.
রুমির বাবা একজন কৃষি বিজ্ঞানী। তিনি মিষ্টি ও উচ্চ ফলনশীল আমের একটি জাত উদ্ভাবন করেন যা বারি-৪ নামে মাঠ পর্যায়ে সফলভাবে উৎপাদিত হচ্ছে। গত ১৬ই ডিসেম্বর ২০২০ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর এই অবদানের জন্য তাকে রাষ্ট্রপতি পদক প্রদান করে সম্মানিত করেন।
রুমির বাবার এমন সম্মান প্রাপ্তির পিছনে নিম্নলিখিত বিষয়গুলো তার মনে যে আলোড়ন সৃষ্টি করেছে সে ব্যাপারে তোমার সুচিন্তিত মতামত উল্লেখ করো –
২. কোন কোন প্রতিষ্ঠান গবেষণার মাধ্যমে এসব নতুন জাত উদ্ভাবন করেছেন?
৩. ধান গবেষণা প্রতিষ্ঠান(BRRI) থেকে ধানের কোন কোন জাত উদ্ভাবন করেছেন?
৫. এ সমস্ত কৃষিজাত দ্রব্য উৎপাদনের মাধ্যমে মানুষের কোন ধরনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে?
3rd Week Class 8 Home Science assignment answer
However, we are here with our solution manual also so that you can easily complete your assignment. If you need any help regarding solving your assignment, you can check out our solution manual here.
১। বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় তুমি সারাদিন বাসায় অবস্থান করছাে। সময় তালিকা প্রণয়ন করে লেখা-পড়া ও অন্যান্য কাজ–কর্ম করা উচিত। তাই এ পরিস্থিতিতে তােমার দৈনন্দিন কাজকর্ম কীভাবে করছাে –
- তােমার সারাদিনের কর্মকান্ডের জন্য একটি সময় তালিকা প্রণয়ন কর।
- সময় তালিকা প্রণয়নের প্রয়ােজনীয়তা ব্যাখ্যা কর।
- সময় তালিকা প্রণয়নের ক্ষেত্রে তুমি কোন কোন বিষয় বিবেচনা করেছাে?
নির্দেশনা: শিক্ষার্থীদেরকে নিজের পাঠ্যপুস্তক ভালােভাবে পড়তে নির্দেশ দিন।
3rd Week Class 9 Math assignment answer
To help the students of class 9, we have also come up with class 9 math assignment answer. If you need any help regarding the answer to this subject, you can follow our assignment answer. To download your class 9 math assignment answer, you have to click on the link mentioned here.
A X2-2X+1, B=X2-3X+1, C=X2+10X+16 নিচের সমস্যাগুলো সমাধান কর ।
সমস্যা ১ঃ A= 0 হলে, X এর মান নির্ণয় কর।
সমস্যা ২: C রাশিকে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করা সম্ভব কী? উত্তরের স্বপক্ষে গাণিতিক যুক্তিসহ উপস্থাপন কর।
সমস্যা ৩: সূত্রের সাহায্যে A2 নির্ণয় কর।
সমস্যা ৪: যদি B হয়;তবে X2+1/X2 এবং X3+1/X3 এর মান পরষ্পর সমান হবে কী? গাণিতিকভাবে যুক্তি উপস্থাপন কর।
3rd Week Class 9 Agriculture assignment answer
We have also thought about the students of class 9 who are looking for the agriculture assignment answer. If you want to download the class 9 agriculture assignment, you have to click on the link given here.
তোমার এলাকার প্রধান প্রধান ফসলের নাম উল্লেখপূর্বক ফসল সমূহ চাষের কারন ও সেগুলোর জন্য জমি প্রুস্থতির বিবরণ উল্লেখ করে একটি প্রতিবেদন তৈরি কর।
3rd Week Class 9 Home Science Assignment Answer
Home science is one of the most interesting assignment subjects for students. We have published the assignment answer to the home science subject for students of class 9. To download the class 9 Home Science assignment, you need to click on the link provided here.
১। কেন তােমার কক্ষটাকে সুন্দর করতে চাও।
২। কক্ষটি সুন্দর করতে চাইলে প্রথমে তােমাকে কি করতে হবে এবং কেন?
৩। একাজে তােমাকে কে কে সাহায্য করতে পারবে এবং কিভাবে?
৪। কক্ষটি সাজানাে তােমার পছন্দমত হচ্ছে? না হলে তুমি কি করতে চাও
৫। সাজানাে গােছানাে পরিপাটি কক্ষটিতে বসে এখন তােমার কেমন লাগছে? তােমার অনুভূতি ব্যক্ত কর।
3rd Week Class 9 Economics Assignment Answer
If you want to know about money management and demand or supply of goods or other things, you should get knowledge on economics. We have solved the economics assignment for class 9 students. So if you are looking for the class 9 economics assignment answer, you have to click on the link here.
সংকেত:
- * সূচনা
- * অর্থনীতির দশটি মৌলিক নীতি
- * আমাদের জীবনের নীতিগুলোর প্রভাব পর্যালোচনা করে অভিজ্ঞতার বর্ণনা
- * তোমার জীবন যাপনে নীতিগলোর ভূমিকা
- * উপসংহার
3rd Week Class 9 Arts and Crafts Assignment Answer
Arts and Crafts is another interesting subject for students to do the assignment on. Our team has also solved the assignment task on this subject and we have posted the answer on our website here. If you want to download the class 9 arts and crafts assignment answer, you have to click on the link mentioned here.
3rd Week Class 9 Higher Math Assignment Answer
ক) বর্ণিত অন্বয়টি ফাংশন হলে তা কী ধরনের ফাংশন যুক্তিসহ উল্লেখ কর।
(খ) (a) এর বিপরীত ফাংশন সম্ভব কিনা তা যুক্তিসহ উপস্থাপন কর।
(গ) (b) এর ক্ষেত্রে x ≠ 3 এর জন্য ফাংশনটি এক-এক এবং সার্বিক কিনা তা যুক্তি দিয়ে নিজস্ব মতামত উপস্থাপন কর।
নির্দেশনা: উচ্চতর গণিত পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়ে আলােচিত সেট ও ফাংশন সম্পর্কে সম্যক ধারণা নিয়ে সমস্যাগুলাে সমাধান কর।
Hopefully, you have understood every point and part of this article of 3rd week assignment answer. We have tried our best to make it clear for you. We also have provided the links to the assignment answers on different subjects so that you can get help. We wish you all the best with your assignment in 3rd week.