HSC Accounting 2nd paper Suggestion 2026 | হিসাববিজ্ঞান সাজেশন ২য় পত্র
One of the most daunting subjects for those who will be appearing for the HSC Business stream in 2026 is Accounting 2nd Paper. While it is easy to prepare for other subjects of Commerce at the Higher Secondary level, many people struggle with Accounting 2nd Paper. Even due to lack of good preparation in the 2nd Paper, it becomes difficult to get good marks in both the 1st and 2nd Papers. So today we are going to publish HSC Accounting 2nd Paper Suggestion 2026 for you.
Earlier, we published HSC Accounting 1st Paper Suggestion 2026. So that you can complete a good preparation in the 2nd Paper as well, we are giving the suggestion for the 2nd Paper today. We hope that after reading this suggestion of ours, you will be able to prepare best for the exam.
We have reviewed the previous year’s questions and checked and selected various suggestions and then prepared a final suggestion. So, no matter from which board you appear in the exam, this is going to be the best suggestion for you. So let’s see what is in our suggestion today.
Read also: HSC English 2nd Paper Suggestion 2026
HSC Accounting 2nd Paper Suggestion 2026
সৃজনশীল অংশ
পূর্ণমান – ৭০
১ম অধ্যায় (অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব)
- চাদা বাবদ আয় নির্ণয়; মুনাফা জাতীয় আয় নির্ণয়; মোট বেতনের পরিমাণ নির্ণয়
- প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয়
- আয়-ব্যয় হিসাব প্ৰস্তুত
- উদ্বতপত্র প্রস্তুত
২য় অধ্যায় (অংশীদারি ব্যবসায়ের হিসাব)
- লাভ-লোকসান আবন্টন হিসাব
- মূলধন হিসাব
- চলতি হিসাব
- ঋণ হিসাব
৩য় অধ্যায় (নগদ প্রবাহ বিবরণী)
- অনগদ লেনদেনের সমষ্টি নির্ণয়; পুরাতন আসবাবপত্র বিক্রয়জনিত লাভ/ক্ষতির পরিমাণ নির্ণয়
- পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ নির্ণয়
- বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ নির্ণয়
- অর্থায়ন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ নিৰ্ণয়
- নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত (পরোক্ষ পদ্ধতি)
৪র্থ অধ্যায় (যৌথমূলধনী কোম্পানির মূলধন)
- প্রয়োজনীয় জাবেদা
- ব্যাংক হিসাব
- আর্থিক অবস্থার বিবরণী
৫ম অধ্যায় (যৌথমূলধনী কোম্পানির আর্থিক বিবরণী)
- বিশদ আয় বিবরণী
- সংরক্ষিত আয় বিবরণী
- আর্থিক অবস্থার বিবরণী
৬ষ্ঠ অধ্যায় (আর্থিক বিবরণী বিশ্লেষণ)
- অনুপাত নির্ণয় কর (চলতি অনুপাত; তরল অনুপাত;
- চলতি মূলধন/কার্যকরি মূলধন অনুপাত;
- দায়-মালিকানা অনুপাত; মূলধন গিয়ারিং অনুপাত
- মোট মুনাফা অনুপাত; নিট মুনাফা অনুপাত;
- বিনিয়োজিত মূলধন আয় অনুপাত;
- মজুদ আবর্তন অনুপাত; দেনাদার আবর্তন অনুপাত; পাওনাদার আবর্তন
৭ম অধ্যায় (উৎপাদন ব্যয় হিসাব)
- উৎপাদন ব্যয় বিবরনী
- দরপত্র বিবরণী
- আয় বিবরণী
- মুনাফার পরিমাণ নির্ণয়
- বেতন ও মজুরি বিবরণী
- প্রয়োজনীয় জাবেদা
৮ম অধ্যায় (মজুদ পণ্যের হিসাবরক্ষণ পদ্ধতি)
- মাল খতিয়ান প্রস্তুত
- বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়
৯ম অধ্যায় (ব্যয় ও ব্যয়ের শ্রেণিবিভাগ)
- প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম, প্রত্যক্ষ অন্যান্য ব্যয়ের পরিমাণ নির্ণয়
- কারখানা ব্যয়/ উৎপাদন ব্যয় নির্ণয়
- পরিবর্তনশীল ব্যয়; স্থায়ী ব্যয়; মিশ্র ব্যয়; কালীন ব্যয় নির্ণয়
- অফিস ও প্রশাসনিক উপরি ব্যয় নির্ণয়
- বিক্রয় ও বন্টণ উপরি ব্যয় নির্ণয়
১০ম অধ্যায় (ব্যবস্থাপনা হিসাববিজ্ঞান পরিচিতি)
- একক প্রতি পরিবর্তনশীল ৰায় নির্ণয়: মোট ব্যয় নির্ণয়
- কন্ট্রিবিউশন মার্জিন (দত্তাংশ) অনুপাত নির্ণয়
- সমচ্ছেদ বিন্দু বিজয় নির্ণয় “নিট লাভ এবং নিরাপত্তা প্রান্ত নির্ণয়
এখানে আমরা গুরুত্বের বিচারে যে কয়টি অধ্যায়ের উল্লেখ করেছি এগুলোর প্রতিটি থেকেই তোমাদেরকে অংক করতে হবে। এইসব অধ্যায় গুলোতে আলাদা আলাদা নিয়মের অংক রয়েছে। পরীক্ষায় কমন পেতে অবশ্যই তোমাদেরকে প্রতিটি অধ্যায় থেকে নিয়মিত প্র্যাকটিস করতে হবে। তবে এখানে অনেক অধ্যায় দেখে ঘাবড়ে যাবার কিছু নেই কারণ কোন কোন অধ্যায়ের অংক একেবারেই সহজ। এছাড়া সব অধ্যায় থেকেই যে অংক আসবে এমন কোন কথা নেই। কিন্তু এইচএসসিতে হিসাববিজ্ঞানে তুলনামূলকভাবে বেশি সময় দিতে হয়। তাই কষ্ট হলেও পরীক্ষার আগ পর্যন্ত বেশি বেশি অংক করতে হবে নিয়মিত। বিগত সালের প্রশ্ন গুলো দেখে প্র্যাকটিস করলে আরও ভালোভাবে বুঝতে পারবে।
বহুনির্বাচনী প্রশ্ন
পূর্ণমান – ৩০
বহুনির্বাচনী অংশে ৩০ টি প্রশ্ন থাকবে। এখানে বলে রাখা ভালো যে বহুনির্বাচনী প্রশ্ন কমন পেতে হলে প্রায় সব অধ্যায় পড়তে হবে। এখানে আমরা কোন সাজেশন দিতে চাই না কারণ mcq এর জন্য কোন সাজেশনই যথেষ্ট নয়। সবথেকে ভালো হয় যদি বোর্ড বই থেকে প্রতিটি অধ্যায় পড়া হয়। তবে কোন অধ্যায় যদি তোমাদের রিডিং পড়তে না ইচ্ছা করে তাহলে গাইড বই থেকে অধ্যায় ভিত্তিক mcq গুলো পড়ে রাখতে হবে। মোটকথা, mcq এর জন্য কোন অধ্যায়ই বাদ দেয়া যাবে না। এছাড়া বোর্ড প্রশ্ন তো অবশ্যই পড়তে হবে।
এইচএসসি হিসাববিজ্ঞান সাজেশন ২য় পত্র PDF ডাউনলোড
তোমরা যাতে সাজেশনটি নিজের কাছে রেখে সুবিধাজনক ভাবে প্রস্তুতি নিতে পারো সেজন্য আমরা এটির পিডিএফ ফাইলও দিয়ে দিচ্ছি। সবসময় ওয়েবসাইট এ ঢুকে সাজেশন দেখা সম্ভব হয় না। তাই তোমরা যদি এটি ডাউনলোড করে রাখো তাহলে যেকোনো স্থানে বসেই সাজেশনটি দেখতে পারবে। নিচের লিঙ্কটি থেকে pdf টি ডাউনলোড করে নাও।
Download HSC Accounting 2nd paper Suggestion 2026
Ending Note
Accounting is a very important subject for HSC Business Education students. Every year many students fail in this subject, so today we have published HSC Accounting 2nd paper Suggestion 2026 in light of the short syllabus. If you study in the light of this suggestion, your A+ is guaranteed. So, since you have already got the suggestion, start studying now without delay. If you have any other questions, let us know.
