HSC Accounting 1st paper Suggestion 2026 | হিসাববিজ্ঞান সাজেশন ১ম পত্র
One of the most daunting subjects for those who want to appear for the HSC Business stream exam is Accounting. This subject requires calculations and there are 1st and 2nd papers at the Higher Secondary level. So it is quite difficult to prepare in a short time. For those who are going to appear for the exam in 2026, the time is very important and for you, we are going to publish HSC Accounting 1st paper Suggestion 2026 in this article.
Complete suggestions for several Higher Secondary subjects have already been published on our website. In continuation of that, today we will publish the suggestion for Accounting 1st paper. Our HSC Accounting suggestion has been prepared following the newly revised suggestion. So, we believe that this suggestion will be sufficient for everyone, no matter which board you appear for the exam from.
Read more: HSC English 1st Paper Suggestion 2026
HSC Accounting 1st paper Suggestion 2026
সৃজনশীল অংশ
পূর্ণমান – ৭০
১ম অধ্যায়
- প্রারম্ভিক মূলধন নির্ণয়
- হিসাবের শ্রেণিবিভাগ
- হিসাব সমীকরণ
২য় অধ্যায়
- সাধারণ জাবেদা
- খতিয়ান (সাধারণ ও সহকারী)
- চালান, ক্যাশমেমো
- ক্রয় জাবেদা ও বিক্রয় জাবেদা
- নগদ প্রাপ্তি ও নগদ প্রদান জাবেদা
- দু’ঘরা, তিনঘরা ও খুচরা নগদান বই
৩য় অধ্যায়
- জাবেদা
- ব্যাংক সমন্বয় বিবরণী (একক জের ও সংশোধনী জের পদ্ধতি)
৪র্থ অধ্যায়
- যেসব দফা রেওয়ামিলে আসবে না তার পরিমাণ নির্ণয়
- সমন্বিত ক্রয় নির্ণয়
- সমাপনী মালিকানাস্বত্ব
- মূলধন জাতীয় প্রাপ্তি ও ব্যয়
- চলতি ও স্থায়ী সম্পদ; বহিদায় নির্ণয়
- চলতি মূলধন/কার্যকরি মূলধন নির্ণয়
- রেওয়ামিল প্রস্তুত কর
- মুনাফা জাতীয় আয় ও ব্যয়
৬ষ্ঠ অধ্যায়
- নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ নির্ণয়
- অনাদায়ী পাওনা খরচের পরিমাণ নির্ণয়
- অনাদায়ী পাওনা হিসাব প্রস্তুত; অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব প্রস্তুত
- প্রাপ্যবিল হিসাব প্রস্তুত; প্রাপ্য নোট হিসাব প্রস্তুত
- প্রয়োজনীয় জাবেদা দাখিলা
- আর্থিক অবস্থার বিবরণীতে দেনাদারের অবস্থান দেখাও
৭ম অধ্যায়
- সমন্বয় দাখিলা
- বিপরীত দাখিলা
- সমাপনী দাখিলা
৮ম অধ্যায়
- অবচয়যোগ্য মূল্য নির্ণয়
- অবচয় সারণী
- প্রয়োজনীয় জাবেদা
- অবচয় হিসাব; পুঞ্জীভূত অবচয় হিসাব; যন্ত্রপাতি হিসাব প্রস্তুত *সম্পত্তি বিক্রয় জনিত লাভ বা ক্ষতির পরিমান নির্ণয়
৯ম অধ্যায়
- বিশদ আয় বিবরণী
- মালিকানাস্বত্ব বিবরনী
- আর্থিক অবস্থার বিবরণী
১০ম অধ্যায়
- বিশদ আয় বিবরণী
- প্রারম্ভিক মূলধন নির্ণয়; সমাপনী মূলধন নির্ণয়
- মোট সম্পদের পরিমাণ নির্ণয়
- লাভ-লোকসান বিবরণী প্রস্তুত/আয় বিবরণী প্রস্তুত
- আর্থিক অবস্থার বিবরণী/বৈষয়িক বিবৃতি প্রস্তুত
এখানে আমরা প্রতি অধ্যায় থেকে যেসব নিয়মের অংক গুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা উল্লেখ করলাম। তোমরা এইসব অধ্যায় থেকে এই ধরণের অংক গুলো বেশি বেশি প্র্যাকটিস করবে। সব অধ্যায় থেকেই যে অংক আসবে এমনটা না। কিন্তু যেহেউ সৃজনশীল আকারে প্রশ্ন আসবে সেহেতু সব অধ্যায়ের অংক গুলো দেখে যাওয়া ভালো হবে।
গাইড বা টেস্ট পেপারে তোমরা এই অংক গুলোর সমাধান আকারে পেয়ে যাবে, অথবা দেখবে যে এই নিয়মের প্রচুর অংক রয়েছে। এছাড়া বোর্ড বইয়ের উদাহরণ গুলো প্র্যাকটিস করতে ভুলবে না। এই অংশ থেকে তোমাদের ৭০ নম্বরের উত্তর দিতে হবে, তাই বেশি বেশি প্র্যাকটিসের কোন বিকল্প নেই।
বহু নির্বাচনী প্রশ্ন
পূর্ণমান – ৩০
বহু নির্বাচনী অংশের জন্য তোমাদেরকে অবশ্যই বোর্ড বইটি খুব ভালো ভাবে পড়তে হবে। বোর্ড বই পড়া হয়ে গেলে বিগত সালে পরীক্ষায় আসা mcq প্রশ্ন গুলো পড়ে ফেলবে। এরপর বিভিন্ন মডেল টেস্টের প্রশ্ন গুলো পড়বে। যত বেশি বেশি পড়বে mcq অংশের উত্তর দেয়া ততই সহজ হবে।
হিসাববিজ্ঞান সাজেশন ১ম পত্র সাজেশন PDF
তোমরা যাতে সাজেশনটি নিজের কাছে রেখে দিতে পারো এবং অফলাইনেও দেখে দেখে প্রস্তুতি নিতে পারো সেজন্য আমরা এটির pdf তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এর আগে প্রতিটি সাজেশনের সাথেই আমরা pdf দিয়েছি। নিচে পিডিএফ লিঙ্কটি দেয়া হলো, তোমরা এতে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবে।
Download HSC Accounting 1st paper Suggestion 2026
Final Words
Accounting is a huge syllabus subject. Not all chapters and every detail are equally important. Since suggestions are a concise and effective guide, it helps students optimize their preparation time. Without reading the entire book or practicing everything in detail, it is possible to prepare more effectively in less time by following HSC Accounting 1st paper Suggestion 2026. This is especially helpful at the last moment of the exam. When students see that they have mastered the important points of the suggestions well, their confidence increases.
