HSC Bangla 2nd Paper Suggestion 2026 | বাংলা ২য় পত্র সাজেশন
Bangla 2nd paper is one of the compulsory subjects of HSC examiners. In the meantime, the high school is relatively less time to get less time to prepare for the board examination. There is no alternative to a reliable HSC Bangla 2nd Paper Suggestion 2026 to get very good preparation in less time. Dear student brothers and sisters, those who are about to take part in the 2026 HSC exam will have to study for the finals from now on.
As we said earlier, the intermediate level is less available, so it is better to prepare according to the recommendation. Earlier, we published a few subjects for the HSC exam. In this way, we are going to publish the recommendation of Bangla 2nd Paper today.
Read also: HSC Bangla 1st Paper Suggestion 2026
We will give the recommendation in as short a time as possible so that you can finish it quickly and give it a revision again and again. This suggestion applies to everyone, no matter the board you take the test. So let’s start.
HSC Bangla 2nd Paper Suggestion 2026
ব্যাকরণ অংশ
পূর্ণমান – ৩০
১। উচ্চারণের ৫টি নিয়ম উদাহরণসহ
অথবা
৮টি শব্দের মধ্যে ৫টি শব্দের উচ্চারণ নির্দেশ করতে হবে
২। বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের ৫টি নিয়ম
অথবা
১৮টি ভুল বানানের শব্দ থেকে যেকোনো ৫টি শুদ্ধ করে লিখতে হৰে
৩। বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণি থেকে ১টি বর্ণনামূলক প্ৰশ্ন
অথবা
প্রদত্ত অনুচ্ছেদ থেকে নির্দিষ্ট পাঁচটি শব্দশ্রেণি চিহ্নিতকরণ বা নিম্নরেখ শব্দের ব্যাকরণিক শ্রেণি নির্দেশ করতে হবে
৪। উপসর্গ থেকে বর্ণনামূলক প্রশ্নের উত্তর / প্রত্যয় ৮টির মধ্যে পাঁচটির উত্তর দিতে হৰে
অথবা
সমাসের ৮টির মধ্যে পাঁচটির উত্তর দিতে হবে
৫। বাক্যতত্ত্ব অংশ থেকে ১টি বর্ণনামূলক প্রশ্নের উত্তর লিখতে হবে
অথবা
৮টি বাক্যের মধ্যে ৫টির বাক্যান্তর করতে হবে
৬। বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ থেকে ৮টি অশুদ্ধ
বাক্যের মধ্যে ৫টিকে শুদ্ধ করতে হবে
অথবা
একটি অনুচ্ছেদে বিদ্যমান অপপ্রয়োগসমূহ শুদ্ধ করতে হবে।
বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্নে মোট দুইটি অংশ থাকে। এখানে বলে রাখা ভালো যে এইচএসসি তে বহুনির্বাচনী প্রশ্ন আসে না, তাই বলা যায় যে পুরো ১০০ নম্বরই থিওরি। প্রথম অংশ হচ্ছে ব্যাকরণ, এই অংশে তোমাদেরকে ৩০ নম্বরের উত্তর দিতে হবে। এখানে মোট ১২ টি প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমাদেরকে ৬ টি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান ০৫। তবে ১২ টি প্রশ্ন অথবা দিয়ে ৬ টি প্রশ্নের মধ্যে থাকবে। অর্থাৎ ১ থেকে ৬ নম্বরের প্রশ্নের মধ্যে প্রতিটি থেকে ১ টির উত্তর দিতে হবে।
এক্ষেত্রে তোমাদেরকে বোর্ড বই আগে ভালো করে পড়তে হবে কারণ এখান থেকে খুঁটিনাটি প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। একইসাথে কোন গাইড বই বা টেস্ট পেপার থেকে যতটা পারো প্রশ্ন পড়বে। বিগত সালের প্রশ্ন গুলো সমাধান করবে, সেখান থেকেও কমন পাবার সম্ভাবনা আছে। আমরা এখানে কিছু প্রশ্ন দিয়ে দিয়েছি, এগুলো অবশ্যই পড়বে কারণ এগুলো বাছাই করা প্রশ্ন। আশা করছি এখান থেকেও তোমরা কমন পাবে।
নির্মিতি অংশ
পূর্ণমান – ৭০
৭। ১৫টি পারিভাষিক শব্দ থাকবে, ১০টির বাংলা রূপ লিখতে হৰে
অথবা
১টি ইংরেজি অনুচ্ছেদ বাংলা ভাষায় অনুবাদ করতে হবে
পারিভাষিক শব্দ
Museum, Cold War, Bail, Agenda, Bio-Data, Rank, Oath, Embargo, Biography, Nutrition, Attestation, Dialect, Civil – war, Global, Urban, Prepaid, Legend, Diplomatic, Fine – Arts, Ballot, Cabinet, Galaxy, Memorandum, Phonetics, Impeachment, Prefix, Census, Editor, Manuscript, Hostage Academy. Booklet, Capital, Farce, Delta, Vacation, Dynamic, Vision, Ordinance, Payee, Isolation, Re Fundamental, Colony, Decimal, Myth, Prefix, Notice Board, Code, Public Works, Public, Registration, Brand, Violation, Union
বাংলা অনুবাদ
- Book are man’s Best campaign in life
- A good teacher in on the most important people in a country
- Bangladesh is now a free country
- Illiteracy is a great problem of our country
- Trees are our friend. it helps us is different way
- The air of education is to make a man fully fit for himself
- A patriot is a man who loves his country
- Man is the architect of his own life
এখানে তোমরা পারিভাষিক শব্দ লিখতে পারো আবার অনুবাদও লিখতে পারো, যেটা তোমাদের কমন পড়ে। এখানে এই প্রশ্নের মান হচ্ছে ১০। আমরা কিছু পারিভাষিক শব্দ এবং অনুবাদ সাজেশন হিসেবে দিয়েছি। এগুলো পড়লেই যথেষ্ট। আমাদের পরামর্শ হচ্ছে তোমরা এই দুই অংশই পড়ে রাখবে, তাহলে যেকোনো একটি অংশ কমন অবশ্যই পড়বে।
৮। দিনলিপি লিখন অথবা অভিজ্ঞতা বর্ণন থেকে ১টি প্রশ্ন
অথবা
ভাষণ অথবা প্ৰতিবেদন থেকে ১টি প্রশ্ন থাকৰে
দিনলিপি
- তোমার এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের দিন করনীয় নিয়ে দিনলিপি লেখ।
- লঞ্চ ডুবির ঘটনা নিয়ে একটি দিনলিপি লেখ।
- কলেজে তোমার প্রথম দিনের অভিজ্ঞতা বর্ণনা কর।
- বইমেলা সম্পর্কে দিন দিনলিপি লেখ।
- ঐতিহাসিক স্থান ভ্রমণে অর্জিত অভিজ্ঞতা বর্ণনা দিনলিপি লেখ।
- বাংলা নববর্ষ উদযাপনের উপর একটি দিনলিপি লেখ।
প্রতিবেদন অথবা ভাষণ
- তোমার শহরের যানজট সমস্যার উপরে একটি প্রতিবেদন লেখ।
- ভয়াবহ সড়ক দুর্ঘটনার বিবরণ দিয়ে একটি প্রতিবেদন লেখ।
- বন্যার পর তোমার এলাকায় গৃহীত পুনর্বাসন কাজ সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি কর।
- নিত্য প্রয়োজনীয় জিনিস দাম বৃদ্ধি সম্পর্কে পত্রিকায় প্রকাশের জন্য প্রতিবেদন লেখ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণ ও প্রতিকারের উপায় সম্পর্কে একটি প্রতিবেদন রচনা লেখ। খাদ্যদ্রব্যে ভেজাল মেশানোর কারন ও এর প্রতিকার বিষয়ে একটি প্রতিবেদন রচনা লেখ।
- তোমার কলেজ গ্রন্থাগার সম্পর্কে একটি অনুসন্ধানীমূলক প্রতিবেদন রচনা করো।
- ২১ শে ফেব্রুয়ারি / ২৫ শে মার্চ / ১৬ ডিসেম্বর পালন উপলক্ষে কলেজ কর্তৃপক্ষ আয়োজিত অনুষ্ঠান সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো।
এই অংশেও অপশনাল প্রশ্ন থাকবে এবং সেখান থেকে তোমাদেরকে একটির উত্তর দিতে হবে। এখানেও প্রশ্নের মান ১০। আমরা উভয় অংশের জন্যই সাজেশন দিয়েছি। তোমরা এটি দেখে তোমাদের মত করে প্রস্তুতি নিতে পারবে।
৯। বৈদ্যুতিন চিঠি/ইমেইল অথবা খুদে বার্তা
অথবা
পত্রলিখন অথবা আবেদনপত্র
বৈদ্যুতিন চিঠি/ইমেইল অথবা খুদে বার্তা
- ইন্টারনেট ব্যবহারের সুফল ও কুফল সম্পর্কে পরামর্শ জানিয়ে ছোট ভাই বা বোনকে একটি বৈদ্যুতিন চিঠি লেখ।
- বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে একটি ই-মেইল পাঠাও।
- জরুরী রক্তের প্রয়োজনের কথা জানিয়ে একটি ই-মেইল পাঠাও।
- কলেজের অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ জানিয়ে জেলা প্রশাসককে একটি ই-মেইল বার্তা পাঠাও
- দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত জানিয়ে বন্ধুকে একটি ই-মেইল পাঠাও।
- জন্মদিনের শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা নববর্ষের শুভেচ্ছা সম্পর্কিত বন্ধুকে একটি ই-মেইল পাঠাও
আবেদনপত্র
- বিনা বেতনে পড়ার অনুমতি চেয়ে অধ্যক্ষ বরাবর একটি আবেদন পত্ৰ লেখ
- শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে অধ্যক্ষ বরাবর একটি আবেদন পত্র লেখ।
- বাণিজ্যিক প্রতিষ্ঠানে অফিসার পদের জন্য একটি আবেদন পত্র রচনা কর।
- প্রাথমিক / মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য একটি আবেদন পত্র লেখ
- বিদ্যুৎ বিভ্রাটের / মাত্রাতিরিক্ত লোডশেডিং / বিদ্যুৎ সরবরাহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দরখাস্ত লেখা।
- পাবলিক পরীক্ষায় নকল বন্ধ করার পক্ষে যুক্তি দেখিয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য সম্পাদকের নিকট একটি আবেদন পত্র লেখ।
ইমেইল অথবা আবেদনপত্রের মধ্যে তোমরা যেকোনো একটি পড়তে পারো যেটা তোমাদের কাছে সহজ মনে হয়। তবে দুইটির ফরম্যাটই দেখে যাবে। এতে করে যদি একটি অংশ কমন না পড়ে তাহলে অন্যটি থেকে উত্তর দিয়ে আসতে পারবে। এখানে সর্বচ্চো কমন উপযোগী প্রশ্নগুলোই আমরা রেখেছি।
১০। সারাংশ/সারমর্ম /সারসংক্ষেপ
অথবা
ভাব-সম্প্রসারণ
সারাংশ/সারমর্ম
- মানুষের মূল্য কোথায়?
- মাতৃস্নেহের তুলনা নেই
- তুমি জীবনকে সার্থক ও সুন্দর করিতে চাও ভালো কথা
- পরীক্ষায় পাস করিবার
- মানুষের সুন্দর মুখ দেখে আনন্দিত হয়ো না
- অভ্যাস ভয়ানক জিনিস
- কিসে হয় মর্যাদা
- স্বাধীন হবার জন্য যেমন সাধনার প্রয়োজন
- বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ হয়
- অনেকে বলেন, স্ত্রীলোকদের উচ্চ শিক্ষার প্রয়োজন নাই
ভাব-সম্প্রসারণ
- জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর।
- প্রাণ থাকলে প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না
- স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন।
- ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়
- স্বদেশের উপকারে নাই যার মন কে বলে মানুষ তারে, পশু সেইজন
- দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য।
- সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত
- কীর্তিমানের মৃত্যু নেই
- অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণসম দহে
- যে সহে, সে রহে ।
সারমর্ম এবং ভাব-সম্প্রসারণের মধ্যে তোমাদের যেটা ভালো লাগে সেটাই পড়তে পারো। সারাংশ বা সারমর্ম যেহেতু একটু ছোট আকারে লিখতে হয় সেজন্য সময় বাঁচাতে অনেকেই এটি লিখতে চান। এটি ভালো সিদ্ধান্ত। সারাংশ/সারমর্ম যতটা সম্ভব ছোট করে লিখতে হয় বিধায় বেশ সময় বাঁচে, অথচ এখানেও নম্বর হচ্ছে ১০। এখানে আমরা যে কয়টি সারাংশ/সারমর্ম বা ভাব-সম্প্রসারণ দিয়েছি এগুলোই পরীক্ষার প্রস্তুতি নিতে যথেষ্ট হবে।
১১। সংলাপ রচনা
অথবা
খুদে গল্প রচনা
সংলাপ
- ইন্টারনেট – কম্পিউটার শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে সংলাপ নারী শিক্ষার গুরুত্ব বিষয়ে সংলাপ
- ইংরেজি শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে সংলাপ
- বৃক্ষের প্রয়োজনীয়তা বিষয়ে সংলাপ
- মোবাইল ফোন – ফেইসবুক ব্যবহারের সুফল ও কুফল নিয়ে সংলাপ
- সম্প্রতি পড়া একটি বই সম্পর্কে সংলাপ
- বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সংলাপ
- বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ
- বিজ্ঞান চর্চার গুরুত্ব ও সম্পর্কের উপরে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সংলাপ
খুদে গল্প
- সততার পুরস্কার শিরোনামে খুদে গল্প
- স্বনির্ভরতার জন্য চাই ইচ্ছা শক্তি শিরোনামে খুদে গল্প
- সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়ে খুদে গল্প
- রক্তদানের পূর্ণ শিরোনামে খুদে গল্প
- তোমার শৈশব স্মৃতি শিরোনামে খুদে গল্প
- অসময়ের বই প্রকৃত বন্ধু শিরোনামে খুদে গল্প
- পানি দূষণ বিষয়ে খুদে গল্প
- আলোকিত মানুষ শিরোনামে খুদে গল্প
১২। প্রবন্ধ রচনা
- স্বদেশ প্রেম /দেশপ্রেম
- ২১শে ফেব্রুয়ারি/আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
- অধ্যবসায়
- ডঃ মুহাম্মদ ইউনুস ও গ্রামীণ ব্যাংক
- মানবকল্যাণে বিজ্ঞান
- কম্পিউটার
- বই পড়ার আনন্দ
- নারী শিক্ষার গুরুত্ব
- দ্রব্যমূল্য বৃদ্ধি ও তার প্রতিকার
- জুলাই অভ্যুত্থান
- দেশ গঠনে ছাত্র সমাজের ভূমিকা
- ইন্টারনেট
সবশেষে রয়েছে প্রবন্ধ রচনা। এখানে বেশ কয়েকটি রচনার টপিক আমরা দিয়েছি যেগুলো পড়লেই তোমাদের আগামী বছর এইচএসসি পরীক্ষার জন্য যথেষ্ট হবে। মনে রাখবে যে রচনায় ২০ নম্বর রয়েছে, কাজেই এটি যতটা সম্ভব বড়, প্রাসঙ্গিক এবং সুন্দর করে লিখতে হবে। তোমাদের প্রতি একটি পরামর্শ থাকবে যে, রচনা কমন থাকলেও কখনও শুরুতেই লিখতে যাবেনা। মাঝের দিকে বা শেষের দিকে লিখতে পারো। সর্বদা ছোট ছোট প্রশ্ন দিয়ে শুরু করাই ভালো।
নির্মিতি অংশের এই ৭০ নম্বর খুবই গুরুত্বপূর্ণ। এখানে তোমরা চাইলেই অনেকটা নম্বর তুলতে পারবে। এই অংশের প্রস্তুতি নিতে হলে আমাদের এই সাজেশনটি খুব ভালো ভাবে পড়তে হবে। এছাড়া ব্যাকরণ অংশের ৩০ নম্বরের প্রশ্নের উত্তর ঠিকঠাক ভাবে দিতে পারলেই তোমরা বাংলা ২য় পত্রে ৮০+ নম্বর তুলতে পারবে।
এইচএসসি বাংলা ২য় পত্র সাজেশন PDF ডাউনলোড
এ পর্যায়ে আমরা তোমাদের জন্য এই সাজেশনটির PDF ফাইল দিয়ে দিবো যেটা আমরা প্রতিটি সাজেশনের ক্ষেত্রেই করে থাকি। আমরা পিডিএফ দেই যাতে তোমরা অফলাইনেও আমাদের সাজেশনটি দেখে দেখে পড়তে পারো। সবসময় অনলাইনে থাকলে পড়াশুনার ক্ষতি হতে পারে। তাই একবার ডাউনলোড করে রাখলে বাকি সময় এটি দেখেই পড়ে নিতে পারবে।
Download HSC Bangla 2nd Paper Suggestion 2026
Final Words
Proper planning and strategy are very important to score good marks in HSC Bangla 2nd paper. This paper contains grammar and composition sections, where it is possible to get maximum marks if you know the rules and regulations correctly. For your better preparation, we have already published HSC Bangla 2nd Paper Suggestion 2026.
You do not just have to follow the suggestions, but you have to understand each part of the suggestion well and prepare. We had earlier given a suggestion for Bangla 1st paper. You have to follow the suggestions for these two papers for the best preparation in Bangla. Finally, best wishes to everyone. If you have any questions regarding the suggestions, do not forget to let us know.
