speed

তুমি 20 ms-1 বেগে একদম খাড়াভাবে একটি 400 gm ভরের ক্রিকেট বল উপরের দিকে ছুড়ে মারলে

২০২২ সালের আলিম পরীক্ষা এর মাদ্রাসা দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের পদার্থ বিজ্ঞান পাঠ্যবই থেকে প্রথম সপ্তাহে সংক্ষিপ্ত পাঠ্যসূচির আলোকে প্রথম এসাইনমেন্ট নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীরা শিখনফল ও বিষয়বস্তুর আলোকে নির্দেশনা অনুসরণ করে পদার্থবিজ্ঞান প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সম্পন্ন করবে।

তুমি 20 ms-1 বেগে একদম খাড়াভাবে একটি 400 gm ভরের ক্রিকেট বল উপরের দিকে ছুড়ে মারলে।

(ক) বলটির বেগ নাম সময়ের গ্রাফ আঁকো।

(খ) গতিপথে সর্বোচ্চ বিন্দুতে বলটির বেগ কত।

(গ) ঐ বিন্দুতে ত্বরণ কত?

(ঘ) ঐখানে ক্রিকেট বলটির উপর ক্রিয়ারত মােট বল কত?

(ঙ) Fig-1 এ 1.5 kg ভরটি একটি টেবিলের উপর স্থির অবস্থানে আছে। 2 kg ভরের আরেকটি ভর একটি অসম্প্রসারণশীল সূতা দিয়ে ঝােলানাে হলাে। টেবিল ও 1.5 kg ভরের মাঝে ঘর্ষণ গুণাঙ্ক 0.2

(১) ভরদ্বয়ের ত্বরণ কত? সুতাটি অসম্প্রসারণশীল না হলে তােমার উত্তরের কী পরিবর্তন হতাে? (২) সূতার টান কত? (৩) 2 kg ভরের সরণ বনাম সময় গ্রাফ আঁকো?

শিখনফলঃ ১. অবস্থান সময় ও বেগ-সময় লেখচিত্র বিশ্লেষন পারবে। ২। পড়ন্ত বস্তুর সূত্র ব্যাখ্যা করতে পারবে। ৩। বলের স্বামূলক ধারণ ব্যাখ্যা পারবে।

এ্যাসাইনমেন্ট লেখার নির্দেশনাঃ গতিবিদ্যা ও নিউটনিয়ান বলবিদ্যা;

২০২২ প্রথম সপ্তাহের এ্যাসাইনমেন্ট পদার্থ বিজ্ঞান

উত্তরঃ

https://i0.wp.com/i.imgur.com/pPfeF0s.jpg?resize=1280%2C770&ssl=1https://i0.wp.com/i.imgur.com/DDKT8Bp.jpg?resize=1280%2C737&ssl=1https://i0.wp.com/i.imgur.com/54OUo7G.jpg?resize=1280%2C747&ssl=1https://i0.wp.com/i.imgur.com/UtFSi26.jpg?resize=768%2C844&ssl=1https://i0.wp.com/i.imgur.com/9Ojwfvc.jpg?resize=1280%2C792&ssl=1

https://i0.wp.com/i.imgur.com/8tQaY1C.jpg?resize=1193%2C844&ssl=1

২০২২ প্রথম সপ্তাহের এ্যাসাইনমেন্ট পদার্থ বিজ্ঞান PDF

Similar Posts