Class 6

তোমার গৃহ পরিবেশের বিভিন্ন অংশের নামগুলো লেখ।

নিম্নে উল্লেখিত গৃহের অভ্যন্তরীণ স্থানগুলোকে ছকে সাজাও এবং সেই স্থানগুলোতে তোমার পরিবারের সদস্যরা কী কী কাজ করে তা উল্লেখ কর

১।তোমার গৃহ পরিবেশের বিভিন্ন অংশের নামগুলো লেখ।

২। নিম্নে উল্লেখিত গৃহের অভ্যন্তরীণ স্থানগুলোকে ছকে সাজাও এবং সেই স্থানগুলোতে তোমার পরিবারের সদস্যরা কী কী কাজ করে তা উল্লেখ কর;

শোবার ঘর, ড্রইং রুম, রান্নাঘর, খাওয়ার ঘর, পড়ার ঘর, বাথরুম;

আজ তোমাদের গৃহ পরিবেশের বিভিন্ন অংশের নাম, গৃহের অভ্যন্তরীণ স্থান এবং সেই স্থানগুলোতে পরিবারের সদস্যরা যে যে কাজ করে সে সম্পর্কে ধারণা দেয়া হবে।

আজকের আলোচনার মূল বিষয়- গৃহ পরিবেশের বিভিন্ন অংশের নাম, অভ্যন্তরীণ স্থান এবং সেই স্থানগুলোতে সম্পাদিত কাজ।

গৃহ হল এমন একটা স্থান যেখানে আমরা পরিবার বদ্ধ হয়ে বাস করি। গৃহ আমাদের মৌলিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম । আমরা আমাদের বিভিন্ন রকম চাহিদা পূরণের জন্য সারাদিন নানা কাজে ব্যস্ত থাকি। কাজের শেষে বিশ্রাম ও আরামের জন্য আমরা গৃহে ফিরে আসি । ফলে আমাদের সব ক্লান্তি দূর হয় ।

গৃহে আমাদের খাদ্য, বস্ত্র ও পোশাক পরিচ্ছদ, শিক্ষা ,স্বাস্থ্য, নিরাপত্তা, বিনোদন, বিভিন্ন শখ ইত্যাদি পূরণ হয় । এখানে সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা ও সহযোগিতা থাকার ফলে পারিবারিক বন্ধনটা ও মজবুত হয়।

১। তোমার গৃহ পরিবেশের বিভিন্ন অংশের নামগুলো লেখ

প্রতিটি মানব শিশুর জীবনের প্রথম পরিবেশ হল গৃহ। আশেপাশের সব কিছু নিয়ে গৃহ পরিবেশের সৃষ্টি হয়। গৃহের ভিতর ও বাইরের সব অংশ নিয়েই গড়ে ওঠে গৃহপরিবেশ।

পরিবারের সদস্যদের সুখ-শান্তি এবং শারীরিক ও মানসিক সুস্থতা নির্ভর করে গৃহ পরিবেশের উপর।

গৃহপরিবেশের অংশগুলোর অন্তর্ভুক্ত হলোঃ

  • বিভিন্ন ঘর বা কক্ষ,
  • ছাদ/চালা,
  • বারান্দা,
  • আঙিনা ইত্যাদি।

গৃহে প্রবেশ করার দরজা থেকে শুরু করে বারান্দা, বিভিন্ন ঘর, বাগান, গাড়ি ইত্যাদি সবই গৃহের অন্তর্ভুক্ত বিভিন্ন স্থান।

গৃহের কাজের উপর ভিত্তি করে গৃহের অভ্যন্তরীণ স্থানকে মোটামুটি তিন ভাগে ভাগ করা হয়। যথা-

  • ১। আনুষ্ঠানিক স্থান
  • ২। অনানুষ্ঠানিক স্থান
  • ৩। কাজের স্থান।

নিম্নে উল্লেখিত গৃহের অভ্যন্তরীণ স্থানগুলোকে ছকে সাজাই এবং সেই স্থানগুলোতে আমার পরিবারের সদস্যরা যে যে কাজ করে তা উল্লেখ করি-

  • শোবার ঘর,
  • ড্রইং রুম,
  • রান্নাঘর,
  • খাওয়ার ঘর,
  • পড়ার ঘর,
  • বাথরুম ।

গৃহের অভ্যন্তরীণ বিভিন্ন স্থানের বিন্যাসঃ

আনুষ্ঠানিক স্থান :-

গৃহের অভ্যন্তরীণ স্থানের নাম-

  • ড্রইং রুম,
  • খাওয়ার ঘর।

সম্পাদিত কাজ-

  • • অতিথি, বন্ধু বান্ধব এলে এই স্থানে তাদের অভ্যর্থনা জানাই, আপ্যায়ন করি।
  • • তাদের থাকার ব্যবস্থা করে থাকি।

অনানুষ্ঠানিক স্থান :-

গৃহের অভ্যন্তরীণ স্থানের নাম-

  • শোবার ঘর,
  • পড়ার ঘর।

সম্পাদিত কাজ-

  • • এখানে আমরা বিশ্রাম নেই, ঘুমাই।
  • • এসব স্থানে আমরা পড়াশোনা, সাজসজ্জা করি ইত্যাদি।

কাজের স্থান :-

গৃহের অভ্যন্তরীণ স্থানের নাম-

  • রান্নাঘর,
  • বাথরুম।

সম্পাদিত কাজ-

  • • এ স্থানে রান্না করা, বিভিন্ন রকম পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ , বিভিন্ন দ্রব্য যথাযথভাবে সংরক্ষণ ইত্যাদি কাজ করা হয়।
  • • এছাড়াও খাবার পরিবেশন করার জন্য বাসনপত্র, গ্লাস, জগ, চামচ, ছুরি, কাঁটা চামচ, টেবিল ম্যাট ইত্যাদি যথাযথভাবে রাখার কাজগুলো হয়ে থাকে।

eassignment

eAssignmentBD is a resource center for teachers and students all around the world, especially in Bangladesh. We provide educational notes for students and teachers.

Related Articles

Back to top button