Class 7

তাহিরপুর গ্রামের আদর্শ কৃষক রফিক তার বাড়িটি একটি আদর্শ খামারে পরিণত করেছেন। তিনি বাড়ির পাশের জমিতে ধান, গম চাষ করেন।

কৃষি শিক্ষা বিষয়ের ৩য় সপ্তাহের সপ্তম শ্রেণির এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ:

আরও দেখুনঃ

তাহিরপুর গ্রামের আদর্শ কৃষক রফিক তার বাড়িটি একটি আদর্শ খামারে পরিণত করেছেন। তিনি বাড়ির পাশের জমিতে ধান, গম চাষ করেন। বাড়িতে ফল, শাকসবজি, ভেষজ উদ্ভিদ ও কাষ্ঠল গাছ রােপন করেছেন।

পাশাপাশি তিনি পুকুরে মাছ চাষ, হাঁস-মুরগি পালন ও গরু-ছাগল লালন-পালন করেন। তােমার দেখা এরূপ একজন কৃষক গ্রামের আর্থ সামাজিক উন্নয়নে কীভাবে ভূমিকা পালন করছেন। নিচের প্রশ্নগুলাের আলােকে উত্তর দাও-

১. পরিবারের মৌলিক চাহিদা পূরণে তার ভূমিকা কী?

২. তার কার্যক্রম পরিবারের অর্থনৈতিক উন্নয়নে কীভাবে সহায়তা করতে পারে?

৩. তােমার গ্রামের অন্যান্য কৃষিজীবীদের স্বাবলম্বি করতে তিনি কীভাবে সহায়তা করতে পারবেন?

এ্যাসাইনমেন্ট এর উত্তর লেখার নির্দেশনা:

১. অ্যাসাইনমেন্ট তৈরি করতে এনসিটিবি প্রণীত ২০২১ শিক্ষাবর্ষের কৃষিশিক্ষা পাঠ্য বই এ প্রদত্ত প্রথম অধ্যায়ের পাঠ ১, ২ ও ৩ থেকে সহায়তা নেওয়া যেতে পারে;

২. এছাড়াও বিষয় শিক্ষক, অভিভাবক, ইন্টারনেট ও কৃষি বিষয়ে অভিজ্ঞ ব্যক্তি বর্গের সহায়তা নেওয়া যেতে পারে;


আমার দেখা এরপর একজন কৃষক গ্রামের আর্থ সামাজিক উন্নয়নে যেভাবে ভূমিকা পালন করছেন তা নিচে লিখা হলো-

কৃষিকাজ কে কেন্দ্র করে আমাদের পরিবার ও সমাজ গঠনের সূচনা হয়েছিল।

কৃষিকাজ করার আগে মানুষ পশুপাখি শিকার করে অথবা গাছের ফল আহরণ করে খাদ্য সংগ্রহ করত।

বর্তমানে কৃষি আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত।

কৃষির মাধ্যমে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ চাহিদা যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, বিনোদন ইত্যাদি পূরণ হয়ে থাকে।

বিভিন্ন ফসল উৎপাদন পশুপাখি প্রতিপালন মৎস্য চাষ ও বনায়নের মাধ্যমে কৃষকরা তাদের পরিবারের সদস্যদের মৌলিক চাহিদা পূরণ করে থাকেন।

তার কার্যক্রম পরিবারের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ সহায়তা করতে পারে।

কৃষিকাজের মাধ্যমে ফসল উৎপাদন করে পরিবারের মৌলিক চাহিদাগুলো পূরণের পাশাপাশি অতিরিক্ত উৎপাদন ক্রয়-বিক্রয়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন করতে পারেন।

এক্ষেত্রে অর্জিত অর্থ পরিবারের যেকোনো ক্ষেত্রে সহজেই ব্যবহার করতে পারেন।

আমার গ্রামের অন্যান্য কৃষিজীবীদের স্বাবলম্বী করতে তিনি বিভিন্নভাবে সহায়তা করতে পারবেন।

কৃষি কৌশলের উন্নয়নের প্রয়োজনে এবং দৈনন্দিন জীবনের বিভিন্ন মানবিক চাহিদা মেটাতে কৃষিভিত্তিক শিল্প যেমন- বস্ত্র, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, কৃষিযন্ত্র ইত্যাদির একে একে বিকাশ ঘটল।

উৎপাদনের জন্য পুঁজি বিনিয়োগ বাড়তে লাগল। ফলে অধিকাংশ মানুষ কৃষির দিকে ঝুকে পড়ে।

একজন কৃষক সঠিকভাবে কৃষিকাজ করে অন্যান্য কৃষিজীবীদের আদর্শ হতে পারেন।

তাদেরকেও স্বাবলম্বী করে তুলতে পারেন। গ্রামের বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন।

গ্রামের কৃষিজীবীদের সঠিক তথ্য দিয়ে কৃষিকাজে সহায়তা করতে পারেন।

যার ফলে, গ্রামের কৃষিজীবীরা বেশি ফসল উৎপাদন করতে পারবে। এভাবে অন্য কৃষিজীবীরাও স্বাবলম্বী হতে পারেন।


মূল্যায়ন নির্দেশক/রুব্রিক্স:

অতি উত্তম:

১. সকল প্রশ্নের উত্তরের বিষয়বস্তু পরিপূর্ণ মাত্রায় সঠিক ও ধারাবাহিক;
২. তথ্য, ধারণা পাঠ্যপুস্তকের সাথে সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ;
৩. লেখায় লক্ষণীয় মাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতা;

উত্তম:

১. অধিকাংশ প্রশ্নের উত্তরের বিষয়বস্তু সঠিক ও ধারাবাহিক;
২. তথ্য,ধারণা পাঠ্যপুস্তকের সাথে অধিকাংশ ক্ষেত্রেই সঙ্গতিপূর্ণ;
৩. লেখায় আংশিক নিজস্বতা ও সৃজনশীলতা।

ভালাে:

১. অধিকাংশ প্রশ্নের উত্তরের বিষয়বস্তু সঠিক হলেও ধারাবাহিকতার অভাব;
২. তথ্য, ধারণা পাঠ্যপুস্তকের সাথে আংশিক সঙ্গতিপূর্ণ;
৩. লেখায় সামান্য মাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতা;

অগ্রগতি প্রয়ােজন:

১. প্রশ্নের উত্তরের বিষয়বস্তুর সঠিকতা ও ধারাবাহিকতার অভাব;
২. তথ্য, ধারণা পাঠ্যপুস্তকের সাথে সঙ্গতির অভাব;
৩. লেখার নিজস্বতা ও সৃজনশীলতা অনুপস্থিত;

eassignment

eAssignmentBD is a resource center for teachers and students all around the world, especially in Bangladesh. We provide educational notes for students and teachers.

Related Articles

Back to top button