SSC Math suggestion 2026

SSC Math suggestion 2026 (এসএসসি গনিত সাজেশন)

Our post today is for those of you who are preparing for SSC 2026 with Maths. Our SSC Math suggestion 2026 serves as an important tool for students, which makes your exam preparation easier, more constructive and more effective.

Our suggestion selects important topics, questions and problems from each chapter, which are more likely to appear in the exam. As a result, students can practice the most important parts for the exam without wasting time on unnecessary things. This suggestion will be very helpful for those of you who have a target of 90+ marks.

Read also: SSC Bangla 1st Paper Suggestion 2026

In addition, our suggestion board also gives guidance on the type of exam questions, mark distribution and time management, so that students can answer questions with confidence and feel less pressure during the exam. Here we will also provide the suggestion in PDF form.

SSC Math suggestion 2026

সৃজনশীল অংশ

পূর্ণমান – ৭০ 

  • ক-বিভাগ ——- বীজগণিত : ২, ৩, ১১
  • খ-বিভাগ —— জ্যামিতি: ৭, ৮
  • গ-বিভাগ —— ত্রিকোণমিতি ও পরিমিতি: ৯, ১৬
  • ঘ-বিভাগ ——- পরিসংখ্যান: ১৭

সাধারণ গনিতের সৃজনশীল অংশের জন্য এখানে যে অধ্যায় গুলো আমরা দিয়েছি এগুলো থেকে অংক করলেই তোমরা কমন পাবে। গণিত বিষয়ের পরীক্ষার প্রথম ৩০ মিনিট বহুনির্বাচনী অংশের এবং দ্বিতীয় আড়াই ঘণ্টা সৃজনশীল অংশের পরীক্ষা নেওয়া হয়। সৃজনশীল অংশে ৭০ নম্বরের উত্তর দিতে হবে, সুতরাং এই ৭০ নম্বরের জন্য তোমাদেরকে বেশ ভালমতোই প্র্যাকটিস করতে হবে। তবে এই ৭০ নম্বরের যে শুধু সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে এমন না, এখানে ৫০ নম্বরের সৃজনশীল প্রশ্ন এবং বাকি ২০ নম্বরের ১০ টি প্রশ্নের উত্তর দিতে হবে, মানে ১৫ টি থেকে ১০ টির উত্তর দিতে হবে যেখানে প্রতিটি প্রশ্নের মান ২। 

SSC Bangla 2nd Paper Suggestion 2026

প্রতিটি অধ্যায়ের মূল বিষয়, সংজ্ঞা, সূত্র ও নিয়ম আগে ভালোভাবে বুঝে নিতে হবে কারণ সৃজনশীল প্রশ্নে একই সমস্যাকে বিভিন্নভাবে উপস্থাপন করা হয়। একই প্রশ্ন বিভিন্নভাবে করা হলে কিভাবে সমাধান করতে হবে তা অনুশীলন করতে হবে। একাধিক বোর্ডের বিগত বছরের প্রশ্নপত্র নিয়ে চর্চা করলে সময়ের সাথে সাথে তোমাদের দক্ষতা বাড়তে থাকবে। বোর্ড বইয়ের উদাহরণ বাদ দিবে না, কারণ উদাহরণ থেকেও অনেক্স অময় অংক আসে। এছাড়া পরীক্ষার আগে প্রতিদিন অন্তত একটি সৃজনশীল প্রশ্নের পূর্ণ সেট সমাধান করবে। এতে তোমাদের টাইম ম্যানেজমেন্টে দক্ষতা আসবে।

বহু নির্বাচনী প্রশ্ন

পূর্ণমান – ৩০ 

গনিতের বহু নির্বাচনী অংশে তোমাদেরকে ৩০ টি প্রশ্নের উত্তর দিতে হবে যেটা আমরা আগেই বলেছি। এই অংশের প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিতে হলে তোমাদেরকে প্রতিটি অধ্যায়ের খুঁটিনাটি পড়তে হবে। পাশাপাশি কোন সূত্র বাদ দেয়া যাবেনা। তোমরা অধ্যায় ভিত্তিক যত বেশি প্র্যাকটিস করবে তত বহু নির্বাচনী প্রশ্নগুলো তোমাদের কাছে আরও সহজ হবে। তোমাদের প্রশ্নের ধরণ বোঝার সুবিধার্থে আমরা একটি প্রশ্ন নিচে দিয়ে দিচ্ছি। এটি দেখলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে তোমাদেরকে এই অংশের প্রস্তুতি নিতে হবে। গনিতে ৩০ মিনিটের মধ্যে ৩০ টির উত্তর দেয়া একটু কঠিন হতে পারে কারণ এখানে কোন কোন প্রশ্নে ছোট অংকও করতে হয়। তাই প্র্যাকটিসের কোন বিকল্প নেই। 

এসএসসি গনিত সাজেশন PDF ডাউনলোড 

তোমরা আমাদের শর্ট সাজেশনটি PDF আকারেও ডাউনলোড করে নিতে পারো। সাজেশনটি ডাউনলোড করে রাখলে তোমরা যেকোনো সময় এটি দেখে পড়াশুনা করতে পারবে। এখানে একটি পরামর্শ দিতে চাই, তা হচ্ছে – আমাদের সাজেশন অনুসরণ করার পাশাপাশি তোমরা আমাদের পরামর্শ গুলোও মেনে চলবে কারণ এখানে আমরা মানবণ্টন এবং কিভাবে সে অনুযায়ী পড়তে হবে তা উল্লেখ করেছি। যাইহোক, নিচে ডাউনলোড লিঙ্কটি আছে, তোমরা ক্লিক করে ডাউনলোড করে নিতে পারো।  

Download SSC Math suggestion 2026

Last Words

We know that SSC and equivalent exams General Mathematics is a mandatory subject, so it is for all students. If it is said that after English 1st and 2nd papers, which subject is the most difficult, then the name of Mathematics will come first. Especially, the students of our country are afraid of SSC level Mathematics. Due to which they want to check the question solutions after completing the SSC Mathematics exam and return home. We believe that our SSC Math suggestion 2026 will be your best help to overcome your fear of Mathematics.

Author

  • শারমিন সিমি একজন প্রতিশ্রুতিশীল শিক্ষিকা, যিনি বর্তমানে ঢাকা কলেজে শিক্ষকতা করছেন। তিনি অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন নিজ বিভাগে কৃতিত্বের সঙ্গে। শিক্ষাদানে তাঁর গভীর ভালোবাসা ও নিষ্ঠা তাঁকে শিক্ষার্থীদের প্রিয় করে তুলেছে।

    শিক্ষাক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগিয়ে তিনি ওয়েবসাইটে নিয়মিত শিক্ষাবিষয়ক তথ্য, পরামর্শ এবং অনুপ্রেরণামূলক লেখা প্রকাশ করেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *