SSC Biology Suggestion 2026

SSC Biology Suggestion 2026 (এসএসসি বায়োলজি সাজেশন)

Dear student friends, welcome to the SSC Biology Suggestion 2026 episode. Today in the article you will get to know the details about the SSC Biology final and final suggestions of all boards. Those of you who want to get good results in a very short time in 2026 in Biology. I hope that you will be able to complete your preparation for general biology in a very short time from today’s Biology Suggestion. I hope that you will have almost 100% common in your exam from your SSC Biology Short Suggestion.

We have not thought about every student before giving suggestions. Because many students could not prepare well because Biology is difficult. So that weak students can easily complete their exam preparation from our Biology short suggestion. Besides, good students can achieve better results in a short time from the suggestion.

Read also: SSC Physics Suggestion 2026

The short and final suggestion that we have prepared for SSC Biology has been added to the suggestion after verifying the SSC model test results, previous year questions, test papers, etc. of some renowned institutions in Bangladesh. Therefore, today’s suggestion is going to be very important for SSC 2026 examinees.

SSC Biology Suggestion 2026

সৃজনশীল প্রশ্ন 

পূর্ণমান – ৫০ 

গুরুত্বপূর্ণ অধ্যায়সমূহঃ 

  • ১ম অধ্যায়ঃ জীবনপাঠ
  • ২য় অধ্যায়ঃ জীবকোষ ও টিস্যু 
  • ৩য় অধ্যায়ঃ কোষ বিভাজন 
  • ৪র্থ অধ্যায়ঃ জীবনী শক্তি 
  • ১১ম অধ্যায়ঃ জীবে প্রজনন
  • ১২ম অধ্যায়ঃ জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি 
  • ১৩শ অধ্যায়ঃ জীবের পরিবেশ

বায়োলজিতে কাঙ্ক্ষিত প্রিপারেশন এর জন্য আমাদের দেয়া এই অধ্যায় গুলোই হবে বলে আশা রাখি। সব অধ্যায় পড়ার প্রয়োজন নেই সৃজনশীল অংশের জন্য। তোমরা যাতে এই সময়ের মধ্যে একটি শর্ট সাজেশন পড়ে সেরা প্রস্তুতি নিতে পারো সেজন্যই আমরা এই অধ্যায় গুলো বাছাই করেছি। এর প্রতিটি থেকে তোমরা যত বেশি বেশি পারো সৃজনশীল প্রশ্ন পড়বে। টেস্ট পেপার থেকে বিগত সালের প্রশ্ন গুলো ধরে ধরে প্র্যাকটিস করলেও অনেক এগিয়ে থাকবে। এ অংশে ৭ টি বড় প্রশ্ন ও ৭ টি ছোট প্রশ্ন থাকবে। ৭ টি থেকে ৪ টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান ১০। বাকি ৭ টি থেকে ৫ টি প্রশ্ন লিখতে হবে, এখানে প্রতিটি প্রশ্নের মান ২। 

বহু নির্বাচনী প্রশ্ন

পূর্ণমান – ২৫

১। চিকিৎসা সম্পর্কিত শাখা কোনটি?

ক. Medical science

খ. Biochemistry

গ. Pathology

ঘ. Parasiology

২। জীববিজ্ঞানের কোন শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয়?

ক. এন্টোমোলাজি

খ. ইকোলজি

গ. এন্ডোক্রাইনোলজি

ঘ. মাইক্রোবায়োলজি

৩। ক্যারোলাস লিনিয়াস কিসের অধ্যাপক ছিলেন?

ক. ফার্মেসী

খ. জিন প্রযুক্তি

গ. এনাটমী

ঘ. ফিজিওলজি

৪। লিনিয়াস জীব নমুনার বৈশিষ্ট্যের উপর জীবজগতকে কয়টি ভাগে বিভক্ত করেন?

ক. ২টি

খ. ৩টি

গ. ৫টি

ঘ. ৬টি

৫। কোনটিকে কোষের পাওয়ার হাউস বলা হয়?

ক. মাইটোকন্ড্রিয়াকে

খ. নিউক্লিয়াসকে

গ. গলজিবস্তুকে

ঘ. রাইবোসোমকে

৬। সেন্ট্রিওল থাকে নিচের কোনটিতে?

ক. সেন্ট্রোজোম

খ. সেন্ট্রোমিয়ার

গ. মাইটোকন্ড্রিয়া

ঘ. প্লাস্টিড

৭। প্রকৃত কোষের ক্রোমোজোমে কোনটি থাকে না?

ক. DNA

খ. প্রোটিন

গ. হিস্টোন

ঘ. RNA

৮। শ্বসনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন এনজাইম কোথায় সুবিন্যস্ত থাকে?

ক. রাইবোসোমে

খ. অক্সিসোমে

গ. কোয়ান্টোসোমে

ঘ. ক্রোমোজোমে

৯। ATP কে ভেঙে কোনটি তৈরি করে?

ক. ADP

খ. NAD

গ. NADH2

ঘ. GTP

১০। পত্ররন্ধ্রের মাধ্যমে সবুজ উদ্ভিদ বায়ু থেকে কী গ্রহণ করে?

ক. O2

খ. CO2

গ. H2

ঘ. কোনটিই নয়

১১। মাইক্রোনিউট্রিয়েন্ট বা মাইক্রো উপাদান কয়টি?

ক. ৪টি

খ. ৫টি

গ. ৬টি

ঘ. ১০টি

১২। কোনটি ক্লোরোফিল অণুর একটি উপাদান?

ক. পটাসিয়াম

খ ক্যালসিয়াম

গ. ম্যাগনেসিয়াম

ঘ. বোরন

১৩। নিউক্লিক এসিডের গাঠনিক উপাদান কোনটি?

ক. পটাসিয়াম

খ. ম্যাগনেসিয়াম

গ. লৌহ

ঘ. নাইট্রোজেন

১৪ কোনটির অভাবে উদ্ভিদের পাতা হলুদ হয়?

ক. নাইট্রোজেন

খ. ফসফরাস

গ. লৌহ

ঘ. তামা

১৫। উদ্ভিদে কয়টি প্রক্রিয়া সম্মিলিতভাবে শোষণ কাজ সম্পাদন করে?

ক. ২

খ. ৩

গ. ৪

ঘ. ৫

১৬। গ্লোমেরুলাসে কোন পদার্থটি আটকা পড়ে?

ক. পানি

খ. ইউরিয়া

গ. আমিষ

ঘ. গ্লুকোজ

১৭। দেহের মূল রেচন পদার্থ কী?

ক. রক্ত

খ.মূত্র

গ. মল

ঘ. কার্বন ডাইঅক্সাইড

১৮। মূত্রে পানির পরিমাণ কত ভাগ?

ক. ৮০ ভাগ

খ. ৯০ ভাগ

গ. ৭০ ভাগ

ঘ. ৬০ ভাগ

১৯। মূত্রের অম্লতা বৃদ্ধির কারণ কী?

ক. ভিটামিন সমৃদ্ধ খাদ্য

খ. স্নেহ জাতীয় খাদ্য

গ. শর্করা জাতীয় খাদ্য

ঘ. আমিষ জাতীয় খাদ্য 

২০। ইউরেটার থেকে মূত্র কোথায় যায়?

ক. বৃক্কে

খ. পেলভিসে

গ. মূত্র থলিতে

ঘ. মূত্রনালিতে

২১। দেহে অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষা করে কোন অঙ্গ?

ক. ফুসফুস

খ. বৃক্ক

গ. হৃৎপিণ্ড

ঘ. যকৃত

২২। কোন পদ্ধতিতে উদ্ভিদে পানি ও খনিজ পার্শ্বীয় কোষে স্থানান্তরিত হয়?

ক. অভিস্রবণ

খ. ব্যাপন

গ. সালোকসংশ্লেষণ

ঘ. ইমবিবিশন

২৩। প্রস্তুতকৃত খাদ্য উদ্ভিদে পরিবহনের দায়িত্ব গ্রহণ করে-

ক. জটিল টিস্যু

খ. ফ্লোয়েম টিস্যু

গ. ভাজক টিস্যু

ঘ. পেশি টিস্যু

২৪। শীতকালে প্রস্বেদন কম হয়, কারণ-

ক. আর্দ্রতা কম থাকে

খ. পত্ররন্ধ্র বন্ধ থাকে

গ. পাতা ঝরে যায়

ঘ. সবগুলোই

২৫। নিচের কোনটি নিম্নমানের আমিষ?

ক. মাছ

খ. মাংস

গ. ডাল

ঘ. কলিজা

Read also: SSC Chemistry Suggestion 2026

এভাবেই ২৫ টি প্রশ্ন আসবে এবং তোমাদেরকে ২৫ টিরই উত্তর দিতে হবে। এখানে ২৫ এর মধ্যে ২৫ই পাওয়া সম্ভব যদি তোমরা প্রতিটি অধ্যায় মন দিয়ে পড়ো। এক্ষেত্রে গাইড আর টেস্ট পেপারের প্রশ্ন গুলো পড়তে হবে। আর বিজ্ঞানে যেহেতু বিভিন্ন সূত্র বেশি সেহেতু সেগুলোও পড়তে হবে কারণ তোমরা দেখতেই পাচ্ছো যে আমাদের দেয়া এই অল্প কিছু প্রশ্নের মধ্যেই বেশ কিছু সূত্র বা সমগকেত সম্পর্কিত প্রশ্ন রয়েছে। এমন আরও অনেক প্রশ্ন তোমাদের পড়তে হবে। 

ব্যবহারিক পরীক্ষা  

পূর্ণমান – ২৫ 

এসএসসি বায়োলজি সাজেশন PDF ডাউনলোড 

প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পড়াশোনাকে আরও সহজ ও কার্যকর করার জন্য আমরা জীববিজ্ঞান বিষয়ের সাজেশনটি পিডিএফ ফরম্যাটে প্রস্তুত করেছি। যারা অল্প সময়ে জীববিজ্ঞান বিষয়ে ভালো প্রস্তুতি নিতে চাও বা চূড়ান্ত পরীক্ষায় ভালো ফল করতে চাও, তাদের জন্য এই সাজেশনটি বিশেষভাবে সহায়ক হবে। চাইলে তোমরা এটি ডাউনলোড করে মোবাইল বা কম্পিউটারে সংরক্ষণ করতে পারো, কিংবা প্রিন্ট করেও পড়তে পারো। নিচে ডাউনলোড লিঙ্ক দেওয়া হলোঃ 

Download SSC Biology Suggestion 2026

Final Words

The SSC Biology Suggestion 2026 that we have provided today has been prepared by the subject-based experienced teachers and suggestion makers. Today’s biology suggestion has been shortened and discussed in order to complete it in a very short time. Because your SSC exam is not so far. So those who have not been able to prepare well in advance. They can easily complete today’s biology suggestion.

Author

  • শারমিন সিমি একজন প্রতিশ্রুতিশীল শিক্ষিকা, যিনি বর্তমানে ঢাকা কলেজে শিক্ষকতা করছেন। তিনি অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন নিজ বিভাগে কৃতিত্বের সঙ্গে। শিক্ষাদানে তাঁর গভীর ভালোবাসা ও নিষ্ঠা তাঁকে শিক্ষার্থীদের প্রিয় করে তুলেছে।

    শিক্ষাক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগিয়ে তিনি ওয়েবসাইটে নিয়মিত শিক্ষাবিষয়ক তথ্য, পরামর্শ এবং অনুপ্রেরণামূলক লেখা প্রকাশ করেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *