SSC History Suggestion 2026 | এসএসসি ইতিহাস সাজেশন
History is one of the most important subjects for the students of the humanities department. Those of you who are in the humanities department must know well that there is a lot of reading here because there is nothing or practical in the humanities. So every subject needs good preparation if you want to make good results. Our article today is about SSC History Suggestion 2026. Later we will also recommend other things for this section.
As I said earlier, history means reading and remembering a lot. So it is very difficult to read all the chapters of the book. So we have made a short suggestion so that you can get a beautiful prep by reading repeatedly during this period. We prepared this suggestion after reviewing the last year’s questions and various suggestions.
Read also: SSC General Science Suggestion 2026
So, no matter what the board you take the SSC exam in 2021, this one suggestion will be sufficient. Besides, we will give it PDF. So let’s dear students, let’s see what we have kept in this suggestion.
SSC History Suggestion 2026
সৃজনশীল অংশ
পূর্ণমান – ৭০
- ২য় অধ্যায়: বিশ্ব সভ্যতা
- ৪র্থ অধ্যায়: প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস
- ৬ষ্ঠ অধ্যায়: মধ্যমুগের বাংলার রাজনৈতিক ইতিহাস
- ৮ম অধ্যায়: বাংলায় ইংরেজ শাসনের সূচনাপর্ব
- ৯ম অধ্যায়: ইংরেজ শাসনামলে বাংলার প্রতিরোধ নবজাগরণ
- ১৩শ অধ্যায়: ৭০ নির্বাচন এবং মুক্তিযোদ্ধা
- ১৫শ অধ্যায়: সামরিক শাসন ও পরবর্তী ঘটনাপ্রবাহ
এখানে মোট ৭ টি অধ্যায় উল্লেখ করেছি এবং বোর্ড পরীক্ষার জন্য এগুলো পড়লেই যথেষ্ট হবে। এর প্রতিটি অধ্যায় তোমাদেরকে আগে বোর্ড বই থেকে ভালো করে পড়তে হবে, এরপর গাইড পড়বে। ইতিহাসে এমন অনেক খুঁটিনাটি বিষয় থাকে যেগুলো বারবার না পড়লে ভুল হবার সম্ভাবনা থেকে যায়। এজন্য সৃজনশীল প্রশ্নে তোমাদেরকে আলাদা সময় দিতে হবে। এখানে ৫০ নম্বরের সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে এবং বাকি ২০ নম্বরের থাকবে ছোট প্রশ্ন, প্রতি প্রশ্নের মান ০২, অর্থাৎ তোমাদেরকে ১০ টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এজন্য বিগত বছরের প্রশ্ন সহ গাইডের প্রশ্ন বেশি বেশি পড়তে হবে।
বহুনির্বাচনী অংশ
পূর্ণমান – ৩০
১। মিশরীয়রা সর্বপ্রথম কয়টি ব্যঞ্জনবর্ণ আবিষ্কার করে?
ক. ১৪
খ. ২০
গ. ২৪
ঘ. ২৮
২। “মিশর নীলনদের দান।” কথাটি কে বলেছেন?
ক. লিওপোল্ড ডন র্যাংকে
খ. হেরোডোটাস
গ. র্যাপসন
ঘ. ফা-হিয়েন
৩। কোন সভ্যতায় মাতৃপূজা জনপ্রিয় ছিল?
ক. মিশরীয়
খ. সিন্ধু
গ. রোমান
ঘ. গ্রিক
৪। বালেশ্বর ও মেঘনার মধ্যবর্তী অঞ্চলে কোন জনপদে অবস্থিত ছিল?
ক. হরিকেল
খ. চন্দ্রদ্বীপ
গ. বরেন্দ্র
ঘ. গৌড়
৫। গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে?
ক. ২২০ খ্রিস্টাব্দে
খ. ৩২০ খ্রিষ্টাব্দে
গ. ৪২০ খ্রিষ্টাব্দে
ঘ. ৫২০ খ্রিস্টাব্দে
৬। কার মৃত্যুর পর বাংলার ইতিহাসে অন্ধকারময় যুগের সূচনা হয়?
ক. গোপাল
খ. শশাংক
গ. হর্ষবর্ধন
ঘ. প্রভাকর বর্ধন
৭। ধর্মপালকে পাল বংশের শ্রেষ্ঠ রাজা বলা হয়-
- শিক্ষানুরাগী ছিলেন বলে
- নিজ ধর্ম ছাড়াও অন্যান্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন বলে
iii. উত্তর ভারতে প্রভুত্ব স্থাপনে সক্ষম হয়েছিলেন বলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৮। আগরতলা মামলার আসামি হিসেবে সমর্থনযোগ্য নাম হলো-
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- সার্জেন্ট সামসুল হক
iii. মাহফুজুল বারী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৯। জাতীয় পরিষদের মোট সদস্যসংখ্যা কত ছিল?
ক. ২১৩
খ. ৩১৩
গ. ৩৩০
ঘ. ৩৫০
১০। স্বাধীন বাংলার বিপ্লবী বেতার কেন্দ্র কোথায় অবস্থিত ছিল?
ক. সাভারে
খ. মুজিবনগরে
গ. কালুরঘাটে
ঘ. গাজিপুরে
১১। বাংলায় সেন শাসন অব্যাহত ছিল কয় বছর?
ক. প্রায় এক শ বছর
ড়. প্রায় দু শ বছর
গ. প্রায় তিন শ বছর
ঘ. প্রায় চার শ বছর
১২। বাংলার রাজনৈতিক জীবনের বিকাশ ঘটেছে কীভাবে?
ক. ধারাবাহিকভাবে
খ. পরিকল্পিতভাবে
গ. সাধারণভাবে
ড়. বিচ্ছিন্নভাবে
১৩। সেন রাজত্বের অবসান ঘটে কাদের হাতে?
ড়. মুসলমানদের হাতে
খ. হিন্দুদের হাতে
গ. ইংরেজদের হাতে
ঘ. পর্তুগিজদের হাতে
১৪। পাটলিপুত্রের নন্দবংশীয় রাজার নাম কী?
ড়. মগধাদি
খ. আলেকজান্ডার
গ. গোপাল
ঘ. শশাংক
১৫। উত্তর বাংলায় মৌর্য শাসন প্রতিষ্ঠিত হয় কার রাজত্বকালে?
ক. শশাঙ্কের
খ. গোপালের
গ. আলেকজান্ডারের
ড়. সম্রাট অশোকের
১৬। সমগ্র বাংলা জয় করা হয় কার রাজত্বকালে?
ক. শশাঙ্কের
খ. গোপালের
গ. চন্দ্রগুপ্তের
ড়. সমুদ্রগুপ্তের
১৭। কোন সময়ে ভারতে গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়?
ড়. ৩২০ খ্রিষ্টাব্দ
খ. ৩২১ খ্রিষ্টাব্দ
গ. ৩২২ খ্রিষ্টাব্দ
ঘ. ৩২৩ খ্রিষ্টাব্দ
১৮। আদিম যুগের মানুষ কীভাবে পশু শিকার করত?
ক. কাঠের অস্ত্র দিয়ে
খ. বাঁশের অস্ত্র দিয়ে
গ. বালামের অস্ত্র দিয়ে
ড়. পাথরের অস্ত্র দিয়ে
১৯। মিশরের সাথে সাদৃশ্য রয়েছে কোনটির?
ড়. ইজিপ্ট
খ. ইসিকা
গ. ইপ্তিকা
ঘ. ইসিপ্ট
২০। মিশরের উত্তরে কী রয়েছে?
ক. লোহিত সাগর
খ. সাহারা মরুভূমি
ড়. ভূমধ্যসাগর
ঘ. আফ্রিকা
২১। মিশরের ভূপ্রকৃতির প্রধান বৈশিষ্ট্যের ক্ষেত্রে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
ক. ব্রহ্মপুত্র নদ
ড়. নীলনদ
গ. ইয়াংসিকিয়াং
ঘ. আমাজান
২২। আদিম যুগের মানুষ কিসের ব্যবহার জানত না?
ক. মোবাইলের
খ. কম্পিউটারের
গ. ইন্টারনেটের
ড়. আগুনের
২৩। প্রথম রাজবংশের শাসন আমল শুরু হয় কখন থেকে?
ক. খ্রিষ্টপূর্ব ৩০০০ অব্দ থেকে
খ. খ্রিষ্টপূর্ব ৩১০০ অব্দ থেকে
ড়. খ্রিষ্টপূর্ব ৩২০০ অব্দ থেকে
ঘ. খ্রিষ্টপূর্ব ৩৩০০ অব্দ থেকে
২৪। আদিম যুগের মানুষ কী জানত না?
ড়. কৃষি
খ. ব্যবসায়
গ. লেখাপড়া
ঘ. রান্না করা
২৫। নীলনদের উৎপত্তিস্থল হিসেবে কোনটি সমর্থনযোগ্য?
ক. ভিক্টোরিয়া
খ. আমাজান
গ. ব্রহ্মপুত্র
ঘ. লোহিত সাগর
২৬। মিশর কিসের দান?
ক. লোহিত সাগরের
ড়. নীলনদের
গ. সাহারা মরুভূমির
ঘ. রাজাদের
২৭। ‘মিশর নীলনদের দান’ কথাটি কে বলেছেন?
ক. আল্লামা ইকবাল
খ. জুলিয়েট
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ড়. হেরোডোটাস
২৮। নীলনদ না থাকলে মিশর কিসে পরিণত হয়?
ক. মিঠা পানিতে
খ. গরম পানিতে
ড়. মরুভূমিতে
ঘ. উন্নত রাজ্যে
২৯। প্রাচীনকালে নীলনদে প্রতিবছর কী হতো?
ক. বড় বড় মাছ
খ. ঘূর্ণিঝড়
গ. টর্নেডো
ড়. বন্যা
৩০। ফারাওরা ঈশ্বরের কী হিসেবে দেশ শাসন করতেন?
ক. গোলাম
খ. নেতা
ড়. প্রতিনিধি
ঘ. উত্তরাধিকারী
এখানে নমুনা হিসেবে ৩০ টি বহুনির্বাচনী প্রশ্ন দিয়েছি, তোমাদের প্রশ্ন গুলো এভাবেই আসবে। বহু নির্বাচনী অংশের ৩০ নম্বরের মধ্যে ৩০ নম্বরই পেতে চাইলে যত বেশি বেশি সম্ভব mcq পড়তে হবে। বিগত বছরের সব mcq পড়ার পাশাপাশি, গাইড বই থেকে মডেল টেস্ট হিসেবে যা থাকবে তাও পড়বে। তবে এর আগে বোর্ড বই ভালো করে পড়ে নিতে হবে।
এসএসসি ২০২৬ ইতিহাস সাজেশন PDF ডাউনলোড
আমাদের এই সাজেশনটি যদি তোমরা তোমাদের ডিভাইসে সেভ করে রাখতে চাও তাহলে সেটাও পারবে কারণ আমরা এখানে pdf ফাইলটিও শেয়ার করবো। এতে করে সাজেশন দেখতে বারবার ওয়েবসাইট এ ঢুকতে হবেনা। নিচের লিঙ্ক থেকে pdf ডাউনলোড করে নাও।
Download SSC History Suggestion 2026
Last Words
History is a very complex subject for the SSC Humanities Department examiners. It is not possible to get good numbers on this topic without suggestions. So we have published SSC History Suggestion 2026 for you today. If you read this suggestion with your mind, you will surely do well in the exam. The answer to creative questions is a big number, which is a misconception.
Do not write unnecessary and irrelevant answers. Relevant and appropriate small numbers are available. Writing irrelevant answers will waste time if the account is filled, not much number will be available. On the other hand, the MCQ part should be practiced regularly. Good luck to you, let us know if you have any questions.
