SSC General Science Suggestion 2026

SSC General Science Suggestion 2026 | বিজ্ঞান সাজেশন এসএসসি

Dear students, for those of you who are candidates for business education and humanities, today I will talk about how to prepare well for science. Science is an essential subject for humanities and business education. Therefore, you should give importance to this subject for good results. So that you can take the best preparation in less time, in today’s article, we are going to publish SSC General Science Suggestion 2026.

We had previously published several subject suggestions for next year’s SSC candidates. No matter which department you study in, there is nothing to worry about because we will publish all the suggestions here in stages. Moreover, you will also get PDF copies of each suggestion from our website.

We prepare each suggestion very carefully and review last year’s questions. So no matter which board you participate in the exam, this one suggestion will be helpful for you.

Read also: SSC Math suggestion 2026

বিজ্ঞান সাজেশন এসএসসি ২০২৬ 

এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র পাঠ্যবইয়ের ভিত্তিতেই তৈরি হয়। আগে সৃজনশীল অংশে মোট ১১টি প্রশ্নের মধ্যে যেকোনো ৭টির উত্তর দিতে হতো। তবে এখন কিছুটা ভিন্নতা এসেছে যা আমরা পরবর্তী সেকশনে আলোচনা করবো।  প্রতিটি প্রশ্ন ভালোভাবে বুঝে তারপর উত্তর দেওয়া জরুরি। তাই প্রথমে উদ্দীপকটি মনোযোগ দিয়ে পড়ো এবং প্রতিটি স্তরের জন্য উপযুক্তভাবে উত্তর দেওয়ার চেষ্টা করো। বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য বিজ্ঞান অতি গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট যেটিতে অনেকেই ভয় পায়। মনে রেখো, বিজ্ঞানের নম্বর অংকের মত, যদি তোমরা সঠিক উত্তর দাও তাহলে এখানে অনেক প্রশ্নের পূর্ণ নম্বর পাওয়া যায়। 

আমাদের প্রদত্ত সাজেশনটি যদি তোমরা ঠিকভাবে শেষ করতে পারো তাহলে তোমরা নিঃসন্দেহে ভালো নম্বর প্রত্যাশা করতে পারো। প্রতিদিন নিয়মিত পড়ার পাশাপাশি লেখার অনুশীলনও করতে হবে। কারণ, পরিষ্কার ও সুন্দর হাতের লেখা ভালো নম্বর অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাছাড়া, যা পড়ছো তা দীর্ঘস্থায়ীভাবে মনে রাখার জন্য লিখে অনুশীলনের কোনো বিকল্প নেই।

SSC General Science Suggestion 2026

সৃজনশীল অংশ

পূর্ণমান – ৭০ 

  • অধ্যায়: ১ __উন্নততর জীবনধারা  
  • অধ্যায়: ২ __জীবনের জন্য পানি
  • অধ্যায়: ৩ __হৃদযন্ত্রের যত কথা
  • অধ্যায়: ৭ __অম্ল, ক্ষারক ও লবনের ব্যবহার
  • অধ্যায়: ১০ __এসো বলকে জানি
  • অধ্যায়: ১১ __প্রত্যাহিক জীবনে তড়িৎ 

বিজ্ঞান বইতে বেশ কয়েকটি অধ্যায় রয়েছে এবং তোমরা দেখতেই পাচ্ছো যে এখানে আমরা সব অধ্যায় গুলো উল্লেখ করিনি। আসলে যেগুলো সবথেকে গুরুত্বপূর্ণ সেগুলোই আমরা এখানে উল্লেখ করেছি। এই ৬ টি অধ্যায় পড়লেই তোমরা এখান থেকে ৮ টি সৃজনশীল প্রশ্ন কমন পাবে। এখন সৃজনশীল প্রশ্ন আসে ৮ টি এবং সেখান থেকে তোমাদেরকে ৫ টি লিখতে হবে। ৫ টির মান ৫০। এরপর থাকবে ১৫ টি ছোট প্রশ্ন যেখান থেকে ১০ টির উত্তর দিতে হবে এবং প্রতিটির মান ০২। তাহলে এখানে মোট ২০ নম্বরের উত্তর দিতে হবে। এই হচ্ছে তোমাদের সৃজনশীল অংশের ৭০ নম্বর।

বহুনির্বাচনী অংশ

পূর্ণমান – ৩০ 

১। উদ্ভিজ্জ আমিষ কোনটি?

ক. দুধ

খ. ছানা

গ. পনির

ঘ. বাদাম

২। ভিটামিন C এর অভাবে-

i. স্কার্ভি রোগ হয়

ii. ত্বকে ঘা হয়

iii. ক্ষত শুকাতে দেরি হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii 3 iii

৩। শিরার বৈশিষ্ট্য-

i. প্রাচীর পাতলা

ii. CO2 সমৃদ্ধ রক্ত বহন করে

iii. O2 সমৃদ্ধ রক্ত বহন করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. ii ও iii

গ. i ও iii

ঘ. i, ii 3 iii

৪। উচ্চ ঘনত্ব বিশিষ্ট লাইপোপ্রোটিন কোনটি?

ক. L.D.L

খ. DLL

গ. HDL

ঘ. DHL

৫। টর্নেডো শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

ক. গ্রিক

খ. জাপানি

গ. স্প্যানিশ

ঘ. বাংলা

৬। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় কোনটি?

ক. এনজাইম

খ. হরমোন

গ. লসিকা

ঘ. বিলিরুবিন

৭। শিরার বৈশিষ্ট্য-

i. প্রাচীর পাতলা

ii. CO2 সমৃদ্ধ রক্ত বহন করে

iii. O2 সমৃদ্ধ রক্ত বহন করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. ii ও iii

গ. i ও iii

ঘ. i, ii ও iii

এই অংশে ৩০ টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এবং প্রতিটির মান ০১। আসলে বহু নির্বাচনী প্রশ্নের কোন সাজেশন হয়না। এখানে আমরা কয়েকটি প্রশ্ন দিয়েছি যাতে তোমরা প্রশ্নের ধরণ বুঝতে পারো। যে অধ্যায় গুলো আমরা উপরে দিয়েছি এগুলোর বেসিক তোমাদের ক্লিয়ার থাকতে হবে। এছাড়াও তোমরা অন্যান্য অধ্যায় থেকেও mcq পড়ে রাখতে পারো। পরীক্ষায় mcq কমন পেতে হলে বেশি বেশি পড়তে হবে। 

এসএসসি ২০২৬ বিজ্ঞান সাজেশন PDF ডাউনলোড 

তোমরা যদি সাজেশনটি সবসময় তোমাদের কাছে রেখে দিতে চাও তাহলে pdf আকারে ডাউনলোড করে নিতে পারবে। আমরা প্রতিটি সাজেশনের ক্ষেত্রেই এটি করে থাকি। PDF ডাউনলোড করা থাকলে তোমরা যেকোনো জায়গায় বসেই এটি দেখে দেখে প্রস্তুতি নিতে পারবে। নিচে আমরা পিডিএফ এর লিঙ্কটি নিচে দিয়ে দিচ্ছি। মাত্র এক ক্লিক করেই তোমরা যেকোনো ডিভাইসে ডাউনলোড করে রাখতে পারো।

 Download SSC General Science Suggestion 2026

Conclusion

The General Science Exam is a very important subject in SSC. If you want to get good results in the exam, there is no alternative to a good exam in this subject. To give a good exam, you need to practice according to the SSC General Science Suggestion 2026 and that is why we have presented the final suggestions for science exams in this post for good practice.

If you follow the suggestions given by us at the end of the exam, you will definitely be able to write well in the exam book and get good results. At your end, we have collected these suggestions from various places after much scrutiny and are presenting them to you, we hope that by following these suggestions, your science exam will be as good as possible and you will definitely get good results.

Author

  • শারমিন সিমি একজন প্রতিশ্রুতিশীল শিক্ষিকা, যিনি বর্তমানে ঢাকা কলেজে শিক্ষকতা করছেন। তিনি অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন নিজ বিভাগে কৃতিত্বের সঙ্গে। শিক্ষাদানে তাঁর গভীর ভালোবাসা ও নিষ্ঠা তাঁকে শিক্ষার্থীদের প্রিয় করে তুলেছে।

    শিক্ষাক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগিয়ে তিনি ওয়েবসাইটে নিয়মিত শিক্ষাবিষয়ক তথ্য, পরামর্শ এবং অনুপ্রেরণামূলক লেখা প্রকাশ করেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *