SSC Bangla 1st Paper Suggestion 2026 (বাংলা ১ম পত্র সাজেশন)
For those of you who are preparing for the SSC for 2026, we have brought SSC Bangla 1st Paper Suggestion 2026 today. The first paper of Bangla is something that is very understandable and readily read because each question is to be answered in a creative form. Therefore, a reliable suggestion of this subject plays a very important role in preparing for students.
We provide suggestions on various topics for the front tests on our blog. We combine the wonders of last year’s questions to the most reliable and common wonders of the data. So we believe that you will be able to make a beautiful preparation only by following our suggestions.
If you want to prepare the best in the first paper, you will have to study according to the rules from now on. So, read this article from first to last. For your convenience, we will also give this suggestion to PDF so that you can download it. So let’s get started.
Read also: SSC English 1st Paper Suggestion 2026
SSC Bangla 1st Paper Suggestion 2026
তত্ত্বীয় অংশ ( মান – ৭০)
ক বিভাগ – গদ্য
- সুভা**
- বইপড়া**
- প্রত্যুপকার**
- আম আঁটির ভেঁপু**
- শিক্ষা ও মনুষ্যত্ব**
- নিমগাছ
- একুশের গল্প
- মানুষ মুহাম্মদ (সাঃ)
- প্রবাস বন্ধু
খ বিভাগ – পদ্য (কবিতা)
- জীবন বিনিময়**
- কপোতাক্ষ নদ**
- সেইদিন এই মাঠ**
- আমি কোন আগন্তুক নই**
- উমর ফারুক
- বৃষ্টি
- বোশেখ
- তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা
গদ্য এবং কবিতা দুইটি অংশে ৪ টি করে মোট ৮ টি সৃজনশীল প্রশ্ন দেয়া থাকবে। এখান থেকে শিক্ষার্থীদেরকে প্রতি বিভাগ থেকে বাধ্যতামুলক দুইটি করে মোট ৫ টি প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ ক এবং খ বিভাগে মোট ৫০ নম্বরের উত্তর দিতে হবে। এই ৫০ নম্বরের উত্তর সঠিকভাবে দিতে চাইলে প্রতিটি গল্প এবং কবিতা যত্ন সহকারে পড়তে হবে।
এতে করে যদি প্রশ্ন কমন নাও আসে তারপরও তোমরা উত্তর লিখে আসতে পারবে। বাংলা ১ম পত্রে খুব সাবলীলভাবে লেখার মাধ্যমে প্রশ্নের উত্তর দিতে হয়। এক্ষেত্রে মনে রাখতে হবে যে বোর্ড বইয়ের গল্প বা কবিতার কাহিনী, মূলভাব, লেখক পরিচিতি ও পাঠ পরিচিতি সম্পর্কে ভালো জ্ঞান না থাকলে লিখিত পরীক্ষায় ভালো মার্ক পাওয়া কঠিন।
একইসাথে বিগত সালের বোর্ড পরীক্ষার প্রশ্ন গুলোও ভালোভাবে পড়তে হবে। তোমরা যারা এই বিষয়ে A+ পেতে যাও তাঁরা অবশ্যই আমাদের দেয়া সাজেশন এবং নির্দেশনা অনুযায়ী প্রস্তুতি নিতে থাকো।
গ বিভাগ – সহপাঠ
- উপন্যাস – ১৯৭১
- নাটক – বহিপীর
গ বিভাগে উপন্যাস থেকে ২টি এবং নাটক থেকে ২টি সহ মোট ৪টি সৃজনশীল প্রশ্ন দেয়া থাকবে। প্রতিটি অংশ থেকে ১টি করে মোট ২টি প্রশ্নের উত্তর দিতে হবে। নাটক এবং উপন্যাসের ক্ষেত্রেও আমাদের একই পরামর্শ থাকবে তা হচ্ছে উপন্যাস ও নাটকের কাহিনী খুব ভালোভাবে পড়তে হবে।
Read also: SSC English 2nd Paper Suggestion 2026
বহুনির্বাচনী প্রশ্ন
মান – ৩০
১। ‘বীরবল’ সাহিত্যিক ছদ্মনামে কে লিখতেন?
ক. বলাইচাঁদ মুখোপাধ্যায়
খ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
গ. প্রমথ চৌধুরী
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
২। ‘বই পড়া’ প্রবন্ধে লাইব্রেরির সার্থকতা কীসের চেয়ে কম নয় বলা হয়েছে?
ক. হাসপাতাল
খ. প্রকৃতির
গ. জাদুঘর
ঘ. লীলাভূমি
৩। ‘বই পড়া” প্রবন্ধটি প্রমথ চৌধুরীর কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
ক. বীরবলের হালখাতা
খ. প্রবন্ধ সপ্তাহ
গ. নীললোহিত
ঘ. পদচারণ
৪। ‘বই পড়া’ প্রবন্ধে লাইব্রেরিকে কী বলা হয়েছে?
ক. মনের হাসপাতাল
খ. প্রকৃতির নিভৃত কোণ
গ. মনের জাদুঘর
ঘ. প্রকৃতির লীলাভূমি
৫। প্রমথ চৌধুরীর মতে মানুষের উদরপূর্তিতে সরাসরি কাজে লাগে না কোনটি?
ক. লাইব্রেরি
খ. বিজ্ঞান
গ. সাহিত্য
ঘ. ধর্ম
৬। নীতির চর্চা কোথায় হয়?
ক. জাদুঘরে
খ. কলেজে
গ. ঘরে
ঘ. লাইব্রেরিতে
৭। প্রমথ চৌধুরীর মতে দর্শনের চর্চা কোথায় হয়?
ক. জাদুঘরে
খ. কলেজে
গ. ঘরে
ঘ. লাইব্রেরিতে
৮। ‘বই পড়া’ প্রবন্ধটিতে প্রমথ চৌধুরী কীসের সমালোচনা করেছেন?
ক. সাহিত্যের
খ. শিক্ষা ব্যবস্থার
গ. সুশিক্ষার
ঘ. মনোরাজ্যের
৯। কোন জাতি জ্ঞানে বড় নয়?
ক. যারা অর্থে বড় নয়
খ. যারা ধ্যানে বড় নয়
গ. যারা মনে বড় নয়
ঘ. যারা আভিজাত্যে বড় নয়
১০। মামলায় জেতার জন্য কোনটি করতে হবে?
ক. কবিতা আবৃত্তি করতে হবে
খ. নজির আওড়াতে হবে
গ. বিজ্ঞানচর্চা করতে হবে
ঘ. স্বশিক্ষার সার্থকতা বুঝতে হবে
১১। ধনের সৃষ্টি কোনটির ওপর নির্ভরশীল?
ক. ভাগ্যের
খ. জ্ঞানের
গ. মুখস্থবিদ্যার
ঘ. ইচ্ছার
১২। মানুষের পুরো মনটার সাক্ষাৎ পাওয়া যায় একমাত্র কিসে?
ক. দর্শনে
খ. বিজ্ঞানে
গ. সাহিত্যে
ঘ. ধর্মনীতিতে
১৩। ‘সুসার’ অর্থ কী?
ক. নিষ্ফল
খ. প্রাচুর্য
গ. ঘাটতি
ঘ. সফল
.১৪। ‘ভাঁড়ে ভবানী’- শব্দটি কী বোঝাতে ব্যবহৃত হয়?
ক. ক্লান্ত অবস্থা বোঝাতে
খ. রিক্ত অবস্থা বোঝাতে
গ. অশান্ত অবস্থা বোঝাতে
ঘ. সচ্ছল অবস্থা বোঝাতে
১৫। ‘প্রচ্ছন্ন’ বলতে কী বোঝানো হয়?
ক. প্রকাশ্য
খ. প্রকট
গ. গোপন
ঘ. গভীর
১৬। ‘অবগাহন’ শব্দটির অর্থ কী?
ক. ইচ্ছেমতো জলপান
খ. সর্বাঙ্গ ঢেকে রাখা
গ. ইচ্ছেমতো ঘুরে বেড়ানো
ঘ. সর্বাঙ্গ ডুবিয়ে গোসল
১৭। ‘বই পড়া’ প্রবন্ধে উল্লিখিত ‘জীর্ণ” শব্দটির অর্থ কী?
ক. পুরাতন
খ. হজম
গ. নতুন
ঘ. লেহন
১৮। ‘গতাসু’ শব্দটির অর্থ কী?
ক. জীবিত
খ. মৃত
গ. স্বাস্থ্যবান
ঘ. স্বাস্থ্যহীন
১৯। মুসলমান ধর্মে মানবজাতি কয় ভাগে বিভক্ত?
ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
২০। ‘কারদানি’ বলতে কী বোঝানো হয়?
ক. চালবাজি
খ. বাহাদুরি
গ. মনরক্ষা
ঘ. দেহরক্ষা
২১। প্রমথ চৌধুরী রচিত কোন পত্রিকাটি বাংলা সাহিত্যে চলিত ভাষারীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা পালন করে?
ক. সাহিত্যপত্র
খ. সবুজপত্র
গ. যুগবাণী
ঘ. প্রবাসী
২২। বাংলা সাহিত্যে গদ্যধারার সূচনা ঘটে কার নেতৃত্বে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুরের
খ. প্রমথ চৌধুরীর
গ. সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের
ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের
২৩। প্রমথ চৌধুরী কোন তারিখে মৃত্যুবরণ করেন?
ক. ২রা আগস্ট ১৯৩৬
খ. ১লা জুলাই ১৯৪৬
গ. ৭ই আগস্ট ১৯৩৬
ঘ. ২রা সেপ্টেম্বর ১৯৪৬
২৪। প্রমথ চৌধুরীর রচিত গ্রন্থ কোনটি?
ক. মাধবীলতা
খ. বৈকুণ্ঠের উইল
গ. নীললোহিত
ঘ. পদ্মরাগ
২৫। মানুষের সর্বশ্রেষ্ঠ শখ কী?
ক. সাঁতার কাটা
খ. বাগান করা
গ. বই পড়া
ঘ. গান শোনা
২৬। প্রমথ চৌধুরীর মতে আমাদের এখন করার সময় নয়?
ক. পরিশ্রম করার
খ. শখ করার
গ. সন্দেহ করার
ঘ. আশা করার
২৭। প্রমথ চৌধুরীর মতে তিনি কোন পরামর্শটি দিলে অনেকে সেটিকে কুপরামর্শ হিসেবে দেখবেন?
ক. আয় বুঝে ব্যয় করো
খ. শখ করে বই পড়ো
গ. অসৎ সঙ্গ ত্যাগ করো
ঘ. বইয়ের পড়া মুখস্থ করো
২৮। প্রচলিত শিক্ষাব্যবস্থার ফলে শিক্ষার্থীরা কোনটি হচ্ছে?
ক. স্বশিক্ষিত
খ. কুশিক্ষিত
গ. অশিক্ষিত
ঘ. সুশিক্ষিত
২৯। ত্রুটিপূর্ণ শিক্ষাপদ্ধতি কাদেরকে জখম করতে পারলেও একেবারে বধ করতে পারে না?
ক. যাদের মন অত্যন্ত নরম
খ. যাদের প্রাণ অত্যন্ত কড়া
গ. যারা গুরুপ্রদত্ত নোট পড়ে
ঘ. যারা পরীক্ষায় ভালো করে
৩০। কোথায় মানুষ স্বেচ্ছায়, স্বচ্ছন্দচিত্তে স্বশিক্ষিত হওয়ার সুযোগ পায়?
ক. স্কুলে
খ. কলেজে
গ. লাইব্রেরিতে
ঘ. জাদুঘরে
বহুনির্বাচনী প্রশ্নে কিন্তু তোমরা একদম সলিড নাম্বার পেতে পারো, অর্থাৎ ভালো পরীক্ষা দিলে এখানে ৩০ এর মধ্যে ৩০ই পাওয়া সম্ভব যেহেতু প্রতিটি mcq এর নাম্বার ১। এখানে গদ্য থেকে ১৫টি এবং পদ্য থেকে ১৫টি প্রশ্ন থাকবে এবং এজন্য তোমাদের সময় দেয়া হবে মাত্র ৩০ মিনিট। যদি প্রতিটি অধ্যায় ভালোভাবে পড়া থাকে তাহলে এই নির্ধারিত সময়ের মধ্যেই সবগুলো mcq এর সঠিক দিয়ে আসতে পারবে। বহুনির্বাচনী প্রশ্নের ক্ষেত্রেও তোমাদেরকে বিগত সালের প্রশ্ন গুলো পড়তে হবে, এছাড়া বিভিন্ন মডেলটেস্ট থেকেও প্রশ্ন সল্ভ করতে হবে।
এসএসসি ২০২৬ বাংলা সাজেশন ১ম পত্র সাজেশন PDF
প্রিয় বন্ধুরা, আমরা আমাদের প্রতিটি সাজেশনের পিডিএফ ফাইল দিয়ে থাকি। তাঁরই ধারাবাহিকতায় এখন বাংলা ১ম পত্রের সাজেশনটি এখন আমরা পিডিএফ আকারে দিবো যাতে তোমরা এটি ডাউনলোড করে রেখে সুবিধা অনুযায়ী পড়তে পারো। নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নাও।
Download SSC Bangla 1st Paper Suggestion 2026
Final Words
Preparing for the SSC Bangla 1st Paper exam isn’t just about reading the textbook, it’s about studying smartly. A perfect suggestion acts as a roadmap, helping students focus on the most important and frequently asked topics. With limited time and a vast syllabus, a reliable SSC Bangla 1st Paper Suggestion 2026 can significantly reduce pressure by highlighting what truly matters for the exam.
We ensure that our suggestion will increase the chances of common questions appearing on the test, making revision more effective. For students aiming to secure the highest marks, following a reliable suggestion isn’t optional, it’s essential.
