HSC Physics 1st Paper Suggestion 2026 (পদার্থবিদ্যা ১ম পত্র সাজেশন)
Dear 2026 HSC examinees, I hope you who are in the science department are working tirelessly for the physics exam. With this hard work, you will be able to make final preparations at this time by adopting a reliable HSC Physics 1st Paper Suggestion 2026 and the right strategy. Earlier, we had given several subject suggestions for the upcoming hsc examinees. In continuation of that, today we are going to give the physics suggestion.
Proper preparation and strategy are required for good results in the exam. To get your desired results in the physics 1st paper exam, you must follow a prescribed suggestion. There are many who find physics very difficult. After seeing our 1st paper suggestion, this fear will be removed.
Read also: HSC Accounting 1st paper Suggestion 2026
We have prepared this suggestion by analyzing the questions of various boards and test exams. If you just read the chapters of this suggestion, you will not have to read anything else. So see what we have prepared today’s suggestion with.
HSC Physics 1st Paper Suggestion 2026
সৃজনশীল অংশ
পূর্ণমান – ৫০
গুরুত্বপূর্ণ অধ্যায়সমুহ
- অধ্যায় – ২ঃ ভেক্টর
- অধ্যায় – ৪ঃ নিউটনীয় বলবিদ্যা
- অধ্যায় – ৫ঃ কাজ, ক্ষমতা ও শক্তি
- অধ্যায় – ৬ঃ মহাকর্ষ ও অভিকর্ষ
- অধ্যায় – ৭ঃ পদার্থের গাঠনিক ধর্ম
- অধ্যায় – ৮ঃ পর্যায় বৃত্তিক গতি
- অধ্যায় – ১০ঃ আদর্শ গ্যাস ও গতিতত্ত্ব
HSC পদার্থবিজ্ঞান প্রথম পত্রে কয়েকটি নির্দিষ্ট অধ্যায় রয়েছে যেগুলো থেকে প্রায় প্রতি বছরই একটি করে সৃজনশীল প্রশ্ন আসার প্রবণতা দেখা যায়। তাই এই অধ্যায়গুলো মনোযোগ দিয়ে পড়লে ও ভালোভাবে অনুশীলন করলে পরীক্ষায় অন্তত একটি সৃজনশীল প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এই কারণে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোতে বিশেষ জোর দেওয়া প্রস্তুতির জন্য কার্যকর কৌশল হতে পারে।
তোমরা দেখতেই পাচ্ছো যে বোর্ড পরীক্ষার সাজেশন সত্ত্বেও এখানে আমরা কিন্তু সব অধ্যায় গুলো দেইনি। কারণ হচ্ছে, সব অধ্যায় পড়ার প্রয়োজন নেই। পদার্থবিজ্ঞান এমন একটি সাবজেক্ট যেখানে মুখস্ত করলেই বিপদ, অর্থাৎ তুমি যেটাই পড়ো না কেন তোমাকে অবশ্যই বুঝে পড়তে হবে। তাই তোমরা যাতে বুঝে বুঝে খুব ভালো ভাবে একটি প্রস্তুতি নিতে পারো সেজন্যই মূলত আমরা একটি শর্ট সাজেশন দিয়েছি। এই অধ্যায় গুলোর প্রতিটি টপিক খুব মনোযোগ দিয়ে পড়বে। সৃজনশীল অংশের ৫০ নম্বর সহ বহুনির্বাচনীতেও এই অধ্যায় গুলোও যথেষ্ট হবে। এক্ষেত্রে আমাদের কিছু পরামর্শ থাকবে।
যে অধ্যায়টি পড়বে, প্রথমেই সেই অধ্যায়ের অন্তর্ভুক্ত সব টপিকস বা বিষয়বস্তুর একটি তালিকা আলাদা খাতায় লিখে রাখবে। এতে করে পুরো অধ্যায়টি সম্পর্কে একটি পরিষ্কার ধারণা তৈরি হবে এবং পড়াশোনার রূপরেখা মাথায় থাকবে। এরপর প্রতিটি টপিক অনুযায়ী গুরুত্বপূর্ণ সূত্র, সংজ্ঞা বা মূল পয়েন্টগুলো শুধু নোট আকারে লিখে রাখবে। পরে যখন অধ্যায়টি গভীরভাবে পড়বেন, তখন এই নোটগুলো কাজে লাগবে এবং মুখস্থ করাও অনেক সহজ হবে। এভাবে ধাপে ধাপে পড়লে বিষয়টি ভালোভাবে আয়ত্তে আসবে এবং পরীক্ষার সময় দ্রুত পুনরায় দেখে নেওয়া সম্ভব হবে।
বহু নির্বাচনী অংশ
পূর্ণমান – ২৫
১। তিনটি শব্দের কম্পাঙ্কের অনুপাত ৪ : ৫ : ৬ হলে তাদের সমন্বয়ে যে সুরযুক্ত শব্দের উৎপত্তি হয় তাকে কী বলে?
ক. সমমেল
খ. ত্রয়ী
গ. সমতান
ঘ. স্বরসঙ্গতি
২। আনুভূমিকের সাথে 45° কোণে নিক্ষিপ্ত একটি বস্তুর আনুভূমিক পাল্লা 100 m। সর্বোচ্চ উচ্চতা কত?
ক. 14.43m
খ. 17.68 m
গ. 25.00 m
ঘ. 43.00m
৩। কোনো সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য 1.96 গুণ করলে এর দোলনকাল কত হবে?
ক. 3.92 s
খ. 2.8 s
গ. 3.88 s
ঘ. 1.4 s
৪। 2400 J গতিশক্তিবিশিষ্ট একটি চাকা প্রতি মিনিটে 602 বার ঘুরে। চাকাটির জড়তার ভ্রামক কত?
ক. 0.605 kg m2
খ. 0.828 kg m2
গ. 1.21 kg m2
ঘ. 76.16 kg m2
৫। প্রকৃত মান ও পরিমাপ্য মানের পার্থক্যকে কোন ত্রুটি বলে?
ক. পরম ত্রুটি
খ. সামগ্রিক ত্রুটি
গ. আপেক্ষিক ত্রুটি
ঘ. পুনরাবৃত্তিক ত্রুটি
৬। গ্যাসের গতিতত্ত্ব অনুসারে কোনটি সঠিক?
ক. অণুগুলোর সংঘর্ষ অস্থিতিস্থাপক
খ. অণুগুলোর স্থিতিশক্তি নেই
গ. অণুগুলোর গতিশক্তি নেই
ঘ. অণুগুলোর ভরবেগ নেই
৭। কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজ-
ক. অসীম
খ. শূন্য
গ. ধনাত্মক
ঘ. ঋণাত্মক
৮। কোন ধর্মের কারণে পানির ফোঁটা গোলাকৃতি হয়?
ক. তলটান
খ. সান্দ্রতা
গ. কৈশিকতা
ঘ. স্থিতিস্থাপকতা
৯। বিভিন্ন পদার্থের অণুগুলোর মধ্যে পারস্পরিক আকর্ষণ বলকে বলা হয়-
ক. পৃষ্ঠটান
খ. আসঞ্জন বল
গ. সংশক্তি বল
ঘ. সান্দ্র বল
১০। একজন শিশু শিশুপার্কের একটি দোলনায় বসে দোল খাচ্ছে। হঠাৎ তার মাকে দেখে সে দাঁড়িয়ে গেল।
দোলনাটির গতি প্রকৃতি কেমন হবে?
ক. ধীরে চলবে
খ. দ্রুত চলবে
গ. থেমে যাবে
ঘ. প্রথমে দ্রুত এবং পরে ধীরে চলবে
১১। রাস্তার বাঁকে গাড়ির নিরাপদ সর্বোচ্চ বেগ নির্ভর করে—
i. বাঁকের ব্যাসার্ধের ওপর
ii. গাড়ির ভরের ওপর
iii. ব্যাংকিং কোণের ওপর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১২। আণবিক গঠনের জন্য দায়ী বল কোনটি?
ক. মহাকর্ষ বল
খ. দুর্বল নিউক্লীয় বল
গ. সবল নিউক্লীয় বল
ঘ. তড়িৎ চুম্বকীয় বল
১৩। কেন্দ্রবিমুখী বলের উদাহরণ—
i. চলন্ত গাড়ির চাকা থেকে পানি ছিটকে পড়া
ii. পৃথিবীর বিষুবীয় অঞ্চল স্ফীত হওয়া
iii. বক্রপথে দ্রুতগতিতে চলন্ত সাইকেল দুর্ঘটনায় পতিত হওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৪। মহাকর্ষ বলের মান—
i. দূরত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে হ্রাস পায়
ii. নির্দিষ্ট দূরত্বের বাইরে শূন্য হয়
iii. কখনো শূন্য হয় না
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৫। রাস্তার বাঁকে ঢাল দিলে—
i. যানবাহন চলাচল অধিকতর নিরাপদ হয়
ii. কেন্দ্রমুখী বল পাওয়া যায়
iii. সাইকেল আরোহী বক্রপথের কেন্দ্রের দিকে হেলে থাকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৬। দুটি সমান ভরের বস্তুর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটলে—
i. সংঘর্ষের আগের ও পরের মোট ভরবেগ একই থাকবে
ii. সংঘর্ষের আগের ও পরের মোট গতিশক্তি একই থাকবে
iii. সংঘর্ষের পর বস্তুদ্বয় বেগ বিনিময় করবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৭। সুষম বৃত্তাকার গতির বৈশিষ্ট্য—
i. সমকৌণিক বেগ বিদ্যমান
ii. কৌণিক ত্বরণ শূন্য
iii. কেন্দ্রমুখী ত্বরণ থাকে না
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
আগেই বলেছি যে, mcq অংশে ভালো করতে হলে তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন ভালো করে পড়তে হবে। সৃজনশীল এর ৫০, আর mcq এর ২৫; এই ৭৫ নম্বরের মধ্যে ৬৫/৭০ পাওয়া অনেক সহজ হবে যদি তোমরা বুঝে বুঝে পড়তে পারো। প্রথমত আগে বোর্ড বই পড়ে শেষ করবে। এরপর গাইড বই ও টেস্ট পেপার থেকে mcq গুলো বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। এখানে আমরা নমুনা হিসেবে কয়েকটি প্রশ্ন দিয়ে দিয়েছি, মূলত প্রশ্ন গুলো এভাবেই আসবে। তোমরা পড়ার সময় যত খুঁটিনাটি পড়বে ততই তোমাদের প্রস্তুতি ভালো হবে।
এইচএসসি পদার্থবিদ্যা ১ম পত্র সাজেশন ২০২৬ PDF ডাউনলোড
পদার্থবিদ্যা ১ম পত্রের সাজেশনটি তোমরা ডাউনলোড করে রেখে দিতে পারো যাতে পরে পড়তে সুবিধা হয়। আমরা প্রতিটি সাজেশনের ক্ষেত্রেই এটি করে থাকি শিক্ষার্থীদের কথা বিবেচনা করে। তোমরা এখানে যা যা দেখছো pdf ফাইলেও এগুলোই থাকবে। তাহলে ডাউনলোড করে নাও এখনই!
Download HSC Physics 1st Paper Suggestion 2026
Final Words
Remember, our HSC Physics 1st Paper Suggestion 2026 will guide you, but your success will depend on focus, perseverance and regular practice. If your effort is 100%, the results will be equally brilliant. Along with following our suggestions, keep our advice in mind. If you can score good marks in creative and mcq, then you will definitely get very good marks in Physics, since it is practical.
