HSC ICT Suggestion 2026 | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাজেশন
Every year after the results of the Higher Secondary Examination, it is seen that many students are getting less marks in ICT than other subjects. Even though they are ahead in other subjects, they have to lag behind in grading due to not having good marks in ICT. The biggest reason for this is that many students do not master the ICT subject well. HSC ICT seems difficult to many students, but if you study with the right strategy, getting an A+ in ICT is not difficult at all. In today’s article, we will publish HSC ICT Suggestions 2026.
You don’t have to struggle much to get an A+ in HSC ICT. If you prepare with the right strategy. Just practice and a little guideline can take you to the path of success. And to give you that guideline, today we will give you the best suggestion. Our suggestion will also contain the necessary advice so that you can prepare easily in this subject.
Read also: HSC Chemistry 1st Paper Suggestion 2026
Our suggestion is very reliable. So no matter from which board you participate in the exam, this suggestion will be enough. Read this article till the end and prepare yourself for the 2026 exam in the best possible way. If you want, you can download the pdf of the suggestion.
HSC ICT Suggestion 2026
সৃজনশীল অংশ
পূর্ণমান – ৫০
গুরুত্বপূর্ণ অধ্যায়সমূহঃ
- অধ্যায় – ১মঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
- অধ্যায় – ২য়ঃ কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
- অধ্যায় – ৩য়ঃ সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস
- অধ্যায় – ৪র্থঃ ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML
- অধ্যায় – ৫মঃ প্রোগ্রামিং ভাষা
- অধ্যায় – ৬ষ্ঠঃ ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম
ICT বিষয়ে কাঙ্ক্ষিত নম্বর পেতে হলে তোমাদেরকে সাজেশনে দেয়া অধ্যায়গুলো খুব ভালোভাবে পড়তে হবে। তোমরা হয়তো ভাবছো যে বইতে তো ৬ টি অধ্যায়ই আছে তাহলে সাজেশনেও কেন আমরা ৬ টি অধ্যায় পড়তে বলছি। মনে রাখবে, প্র্যাকটিক্যালে ২৫ পাওয়াটা তুলনামূলকভাবে সহজ।
তাই তোমার টার্গেট হবে থিওরি পার্টে ৫৫ নম্বর নিশ্চিত করা। ১ম এবং ২য় অধ্যায় তোমরা পড়বে থিওরির জন্য। এ অধ্যায় দুটি থেকে সৃজনশীল প্রশ্ন পড়বে বেশি বেশি। এরপর ৩য় এবং ৪র্থ অধ্যায়ে রয়েছে অংক। এই অংক গুলো ভালোভাবে প্র্যাকটিস করলেই এখান থেকে অন্তত ৩ টি প্রশ্ন কমন পাবে সৃজনশীল অংশে। এই হচ্ছে তোমাদের সৃজনশীল অংশে হিসাব। এই অংশে ৮ টি প্রশ্ন আসবে এবং সেখান থেকে ৫ টির উত্তর দিতে হবে তোমাদেরকে।
বহুনির্বাচনী অংশ
পূর্ণমান – ২৫
১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশে কোনটির অবদান সবচেয়ে বেশি?
ক. রেডিও
খ. টেলিফোন
গ. টেলিভিশন
ঘ. কম্পিউটার
২। টেলিযোগাযোগের মাধ্যমে সভা করাকে কী বলা হয়?
ক. টেলিকনফারেন্স
খ. টেলিকমিউনিকেশন
গ. ভিডিও কনফারেন্স
ঘ. ভিডিও চ্যাটিং
৩। বর্তমান সময়ের আধুনিক সকল যোগাযোগ ও সম্প্রচার ব্যবস্থাই মূলত কী নির্ভর?
ক. স্যাটেলাইট
খ. রেডিও
গ. টেলিভিশন
ঘ. দৈনিক পত্রিকা
৪। টেলিভিশন একটি
ক. প্রেরক যন্ত্র
খ. একমুখী যোগাযোগ ব্যবস্থা
গ. দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থা
ঘ. টেলিকমিউনিকেশন
৫। কোন প্রযুক্তি ব্যবহার করে ভিন্ন স্থানে থেকেও মিটিং এর কাজ সম্পন্ন করা যায়?
ক. ই-মেইল
খ. ফেসবুক
গ. টেলিকনফারেন্সিং
ঘ. টুইটার
৬। ডেটা কমিউনিকেশন কী?
ক. দুইটি ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময়
খ. মাধ্যমবিহীন তথ্যের প্রবাহ
গ. শুধুমাত্র তারযুক্ত তথ্যের প্রবাহ
ঘ. শুধুমাত্র কম্পিউটারনির্ভর যোগাযোগ
৭। কোনটি ট্রান্সমিশন সিস্টেমের উপাদান?
ক. ডিভাইস
খ. জিপিএস
গ. রিসিভার
ঘ. পার্সোনালডিজিটাল
৮। ট্রান্সমিশন সিস্টেম থেকে ডেটা সিগন্যাল গ্রহণ করা কার কাজ?
ক. সেন্ডারের কাজ
খ. রিসিভারের কাজ
গ. মডেমের কাজ
ঘ. সিগন্যালের কাজ
৯। ব্যান্ডউইথ কী?
ক. ডেটা প্রবাহের হার
খ. ডেটা প্রবাহের মাধ্যম
গ. ডেটা প্রবাহের দিক
ঘ. ডেটা প্রবাহের পদ্ধতি
১০। ডেটা স্থানান্তরের হারকে বলে
ক. ব্যান্ড মিটার
খ. ব্যান্ড উইথ
গ. ডেটা ট্রান্সমিশন
ঘ. ডেটা কানেকশন
১১। ভয়েস ব্যান্ড বেশি ব্যবহৃত হয় কোনটিতে?
ক. টেলিফোনে
খ. টেলিগ্রাফে
গ. স্যাটেলাইটে
ঘ. কম্পিউটারে
১২। নিচের কোনটিতে ন্যারোব্যান্ড ব্যবহৃত হয়?
ক. টেলিফোন
খ. টেলিগ্রাফ
গ. স্যাটেলাইট ফোন
ঘ. ওয়াকিটকি
১৩। ভয়েস ব্যান্ড এর সর্বোচ্চ গতি কত?
ক. 6900 bps
খ. 6900 kbps
গ. 9600 bps
ঘ. 9600 kbps
১৪। ব্রডব্যান্ডের ব্যান্ডউইডথ কত?
ক. 1 mps বা অধিক
খ. 9600 bps
গ. 45-300 bps এর মধ্যে
ঘ. 45 bps এর কম
১৫। একটি চ্যানেল দিয়ে ৩ সেকেন্ডে ৮১০০ বিট স্থানান্তরিত হলে তার ব্যান্ডউইথ কত?
ক. ৬০০ bps
খ. ১৮০০ bps
গ. ২৭০০ bps
ঘ. ৫৪০০ bps
১৬। ন্যারো ব্রান্ডে সর্বনিম্ন ডেটা স্পিড কত bps?
ক. ৩৫
খ. ৪৫
গ. ২০০
ঘ. ৩০০
১৭। URL দ্বারা কোনটি প্রকাশ করা হয়?
ক. ইন্টারনেট
খ. ডোমেইন নেম
গ. ইয়াহু
ঘ. ফেসবুক
১৮। URL এর তৃতীয় অংশের নাম কী?
ক. প্রোটোকল
খ. পাথ
গ. প্যারামিটার
ঘ. হোস্টনেম
১৯। কোন ওয়েবসাইটকে ইন্টারনেটে যে কমপিউটারে রাখা হয় তাকে কী বলা হয়?
ক. হোম কম্পিউটার
খ. মাদার কম্পিউটার
গ. হাউজ কম্পিউটার
ঘ. হোস্ট কম্পিউটার
২০ কোনটি ওয়েব ব্রাউজার?
ক. গুগল
খ. ইয়াহু
গ. মজিলা
ঘ. বিং
২১। কোন ওয়েবসাইটকে যেখানে হোস্ট করা হয় তার নাম কী?
ক. হোমপেজ
খ. ওয়েব সার্ভার
গ. হোস্টার
ঘ. মাদার কমপিউটার
২২। প্রোগ্রাম তৈরিতে প্রোগ্রাম ডিজাইনের পরবর্তী ধাপ কোনটি?
ক. সমস্যা বিশ্লেষণ
খ. প্রোগ্রাম কোডিং
গ. প্রোগ্রাম বাস্তবায়ন
ঘ. প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ
২৩। সি ভাষায় সমজাতীয় ডেটা সংরক্ষণের জন্য কোনটি ব্যবহার করা হয়?
ক. ফাংশন
খ. পয়েন্টার
গ. স্ট্রাকচর
ঘ. অ্যারে
২৪। প্রথম প্রজন্মের ভাষা বলা হয় কোনটিকে?
ক. যান্ত্রিক ভাষা
খ. অ্যাসেম্বলি ভাষা
গ. উচ্চস্তরের ভাষা
ঘ. অতি উচ্চস্তরের ভাষা
২৫। উচ্চস্তরের ভাষাকে যান্ত্রিক ভাষায় রূপান্তরিত করাকে কী বলে?
ক. প্রসেসিং
খ. ডিবাগিং
গ. অনুবাদ
ঘ. মডিউল
বহুনির্বাচনী অংশে ২৫ এর মধ্যে ২৫ পেতে হলে তোমাদেরকে অবশ্যই ৬ টি অধ্যায়ই ভালো করে পড়তে হবে। কারণ mcq প্রশ্ন কোথা থেকে আসবে তা কেউ বলতে পারেনা, তাই সব অধ্যায় পড়াই ভালো। এক্ষেত্রে অধ্যায় গুলোর টপিক গুলো বই থেকে পড়ার বই গাইড বই থেকে mcq প্র্যাকটিস করবে। এই অংশে সর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে পারলেই আর কোন চিন্তা নেই।
ব্যবহারিক অংশ
পূর্ণমান – ২৫
প্র্যাকটিক্যাল অংশের জন্য ক্লাসে যা করানো হয়, সেটা বাসায় রিভিশন দাও। এছাড়া প্র্যাকটিক্যাল রিপোর্ট ভালোভাবে তৈরি করতে হবে। একটু চর্চা করলেই এখানে ২৫/২৫ পাওয়া একেবারেই সম্ভব। তাই প্র্যাকটিক্যাল নিয়ে কোন চিন্তার কিছু নেই, তোমরা থিওরির জন্য ভালোভাবে প্রস্তুতি নাও।
এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাজেশন ২০২৬ PDF
আমাদের সাজেশনটি তোমরা pdf আকারেও ডাউনলোড করে রাখতে পারবে। আমরা নিচে এটির pdf লিঙ্ক দিয়ে দিবো। ডাউনলোড করা থাকলে তোমরা অফলাইনেও এটি দেখে দেখে প্রস্তুতি নিতে পারবে। আমরা এমনিতেই প্রতিটি সাজেশনের পিডিএফ দিয়ে থাকি। তাঁরই ধারাবাহিকতায় এটিও দিচ্ছি।
Download HSC ICT Suggestion 2026
Final Words
ICT seems complicated to many, but it is not that complicated. We believe that the HSC ICT Suggestions 2026 that we have prepared will be most helpful for you. We have given a very short suggestion for the creative part so that you can revise it again and again after reading it. Since you have received this suggestion from us, you do not need any more suggestions. If you have any questions about the suggestions, let us know.
