Class 9 Physics Assignment

Class 9 Physics Assignment Answer 2024 (6th Week)

As per the introduction of the Bangladesh Education Board, every class except the SSC and HSC candidates have to submit assignments as their final evaluation. Today, we will discuss Class 9 Physics Assignment Answer. Physics is a compulsory subject for the students of science and a bit complicated also. Many students of class 9 are finding it challenging to complete their Physics Assignment. So, most welcome you to our website to get the best and proper answer.

Class 9 Physics Assignment Answer 2024

The students of class nine often find difficulties in physics. As it is a bit complicated subject, students who not much sincere are usually made mistakes. Physics is considered one of the most exciting subjects in the world only if you can able to remember the laws and formulas correctly. However, for your convenience, we have solved your assignment and provided the answer for you.

Another thing is that physics is co-related vastly with higher mathematics. You have to have a good command over math subject as well. The most important thing that all students must remember is to be sincere while doing the Class 9 Physics Assignment Answer.

Class 9 Physics Assignment Answer 6th Week

We have provided the accurate Class 9 Physics Assignment Answer on our website here. There were two assignments of physics of class 9, and the 3rd one has already been assigned. The assignment and the answer are given in the PDF file. If you want to get the assignment answer, you need to open the PDF file first. After downloading the file, you can open it.

https://i1.wp.com/i.imgur.com/ulYJ2nJ.jpg?w=708&ssl=1

অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ :

নির্দেশনা :
নবম শ্রেণীর পদার্থ বিজ্ঞান বইয়ের ২৩ নং পৃষ্ঠার কাজের ধারা অনুসরণ করবেন। সম্ভব হলে ইউটিউব এর সাহায্য নিবে।

নবম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান

কাজের ধারা :

স্লাইড ক্যালিপার্সটি নিয়ে এর প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান এবং ভার্নিয়ার স্কেলের মোট সংখ্যা কত তা লক্ষ্য করি। এরপর যন্ত্রটির ভার্নিয়ার ধ্রুবক (VC) বের করি।犀利士

এখন মার্বেলটির ব্যাস বরাবর স্লাইড ক্যালিপার্সের দুই চোয়ালের মধ্যে স্থাপন করে চোয়াল দুটিকে বস্তুর দুই প্রান্তের সাথে স্পর্শ করি। এই অবস্থায় ভার্নিয়ারের শূন্য দাগ প্রধান স্কেলের যে দাগ অতিক্রম করে, সেই দাগের পাঠই হল প্রধান স্কেল পাঠ M নির্ণয় করি।

এই অবস্থায় ভার্নিয়ারের কত সংখ্যক দাগ প্রধান স্কেল এর যেকোনো একটি দাগের সাথে মিলে যায় তা নির্ণয় করা হলো। এটি ভার্নিয়ার সমপাতন V।

প্রয়োজনীয় হিসাবের সাহায্যে মার্বেলের ব্যাসার্ধ, আয়তন নির্ণয় করি।

হিসাব :

মার্বেলের ব্যাস পরিমাপের ক্ষেত্রে,
মূল স্কেলের পাঠ, M =1.7 inch
ভার্নিয়ার সমপাতন, V = 8
ভার্নিয়ার ধ্রুবক, VC = মূল স্কেলের ক্ষুদ্রতম ১ ভাগের দৈর্ঘ্য ÷ ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা

= 0.1 inch ÷ 10
= 0.01 inch
মার্বেলটির ব্যাস, L = M+V×VC
= 1.7+8×0.01
=1.78 inch
আবার,
1 inch =2.54 cm
1.78 inch =(2.54×1.78) cm = 4.52 cm
সুতরাং, মার্বেলটির ব্যাস = 4.52 cm
তাহলে মার্বেলটির ব্যাসার্ধ = 4.52÷2 cm
= 2.26 cm
মার্বেলটির আয়তন = 4/3π R^3
= 4/3 × 3.1416 × (2.26)^3
= 48.35 cm^3
মার্বেলটির পরিমাপ করা আয়তন = 48.35 cm^3

যেহেতু মার্বেলটির আপেক্ষিক ত্রুটি 10% কাজেই মার্বেলটির ব্যাসার্ধ পরিমাপ করা হলে সবচেয়ে কম 2.034 cm এবং সবচেয়ে বেশি 2.48 cm হতে পারে।

কাজেই আয়তন,
সবচেয়ে কম = 4/3π R^3
= 4/3 × 3.1416 × (2.034)^3
= 35.24 cm^3
এবং সবচেয়ে বেশি = 4/3π R^3
= 4/3 × 3.1416 × (2.48)^3
= 63.89 cm^3 হতে পারে।

কাজেই চূড়ান্ত ত্রুটি –
|48.35 – 35.24| = 13.11 cm^3
অথবা, |63.89 – 48.35| = 15.54 cm^3

যেহেতু দুটি সমান নয় আমরা বড়টি নিই। অর্থাৎ চূড়ান্ত ত্রুটি 15.54 cm^3
কাজেই আয়তন পরিমাপের আপেক্ষিক ত্রুটি শতাংশ = (15.54/48.35×100)%
= 32.14%

As per the instructions of the assignment, you need to measure the area of marble with the help of the slide calipers art paper. You will also have to provide a mathematical explanation if you have 10% inaccuracy.

Before submitting your assignment solution, you need to be sincere in calculations. Please check and re-check before submission. Follow our website for the other Class 9 Physics Assignment Answer.

Final Words

We hope you all are satisfied with the Class 9 Physics Assignment Answer. If you find any difficulty while doing the Class 9 Physics Assignment Answer, you can take help from our help guide as well. Leave comments about your confusions and questions. We also offer helpful guides to the students. We are always here to make your academic life easier.

Similar Posts