Class 8 Bangla 1st Paper Suggestion

Class 8 Bangla 1st Paper Suggestion | বার্ষিক পরীক্ষা ২০২৫

Dear students, those of you who are currently studying in class 8, the final exam is just a few months away. Your half-yearly exams have already ended and I hope you all did well. Since your annual exams are coming up, you will have to study more and more from now on. And for that, you need subject-wise suggestions. So that you can prepare well in each subject, we will publish some suggestions here and in continuation of that, we are going to publish Class 8 Bangla 1st Paper Suggestion today.

We think that this is the right time for class 8 to prepare yourself for the final exam because you will also have a scholarship exam this time. So if you continue to study according to a prescribed suggestion from now on, then your preparation for the junior scholarship exam will also be much ahead.

Read also: SSC Bangla 1st Paper Suggestion 2026

Overall, we have prepared a suggestion for Bangla 1st paper that will be sufficient for your annual exam. We will also provide the PDF of the suggestion, which we do in every suggestion. So you can download it and read it anytime. So let’s see what the suggestion has to offer.

Class 8 Bangla 1st Paper Suggestion 2025

সৃজনশীল অংশ 

পূর্ণমান – ৭০ (সৃজনশীল ৫ টি + ১০ টি সংক্ষিপ্ত প্রশ্ন)

গদ্য 

  1. সুখী মানুষ
  2. শিল্পকলার নানা দিক
  3. মদিনার পথে 
  4. বাংলা নববর্ষ
  5. বাংলা ভাষার জন্মকথা
  6. গণঅভ্যুত্থানের কথা

পদ্য 

  1. আবার আসিব ফিরে 
  2. রুপাই
  3. নদীর স্বপ্ন
  4. জাগো তবে অরণ্য কন্যারা
  5. প্রার্থী
  6. মাগো ওরা বলে
  7. একুশের গান

এখানে আমরা ৬ টি গদ্য এবং ৭ টি পদ্য উল্লেখ করেছি। তোমাদের সিলেবাস অনুযায়ী এই কয়টি গদ্য এবং কবিতা পড়লেই হয়ে যাবে। সৃজনশীল অংশের ৭০ নম্বর দুই ভাবে বিভক্ত। এক্ষেত্রে গদ্য থেকে ৪ টি সৃজনশীল প্রশ্ন এবং পদ্য থেকে ৪ টি সহ মোট ৮ টি সৃজনশীল প্রশ্ন দেয়া থাকবে। তোমাদেরকে এই ৮ টি প্রশ্ন থেকে ৫ টির উত্তর দিতে হবে। অর্থাৎ এখানে তোমরা ৫০ নম্বরের সৃজনশীল প্রশ্নের উত্তর দিবে। এরপর সংক্ষিপ্ত প্রশ্ন। এখানেও গদ্য এবং পদ্য থেকে মোট ১৫ টি সংক্ষিপ্ত প্রশ্ন দেয়া থাকবে, এখান থেকে ১০ টির উত্তর দিতে হবে এবং প্রতিটির মান ০২। অর্থাৎ এখানে রয়েছে ২০ নম্বর। 

এই হচ্ছে লিখিত অংশের ৭০ নম্বর। সৃজনশীল প্রশ্নের ভালো প্রস্তুতির জন্য তোমাদেরকে প্রতিটি গদ্য এবং পদ্য খুব ভালো করে পড়তে হবে কারণ ভালো পড়া না থাকলে সৃজনশীল প্রশ্নের ৪ টি অংশের উত্তর দেয়া সম্ভব নয়। তোমরা গাইড বইতে অধ্যায় ভিত্তিক অনেক প্রশ্ন পেয়ে যাবে, এগুলো নিয়মিত প্র্যাকটিস করতে হবে। সৃজনশীল প্রশ্ন ভালো করে পড়া থাকলে তোমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরও সঠিকভাবে দিতে পারবে। 

বহুনির্বাচনী অংশ 

পূর্ণমান – ৩০ 

বহুনির্বাচনী অংশে রয়েছে ৩০ নম্বর কারণ এখানে ৩০ টি প্রশ্ন থাকবে। এই অংশের জন্য কোন সাজেশন দেয়া সম্ভব না, উচিৎও না। তোমরা যত বেশি বেশি mcq পড়বে তোমাদের প্রস্তুতি তত ভালো হবে। এক্ষেত্রে বোর্ড বই পড়ার পাশাপাশি গাইড বই থেকে যত বেশি পারবে mcq পড়বে। আমরা বারবার একটাই কথা বলি যে, অনেকেই দেখবে mcq এর জয়ন সাজেশন দেয় বা বলে যে এই ৩০০ টি বা ৫০০ টি mcq পড়লেই কমন পাওয়া যাবে। আসলে এটি কতটা কাজে লাগে তা আমরা জানিনা। তবে আগেও যেটা বললাম যে, তোমরা যত বেশি mcq পড়বে তত ভালো তোমাদের জন্য। 

অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার বাংলা ১ম পত্র সাজেশন PDF

তোমরা যাতে যেকোনো সময় আমাদের এই সাজেশনটি দেখে পড়তে পারো সেজন্য আমরা এটির pdf ফাইল দিয়ে দিবো যেটা আমরা অন্যান্য সাজেশনের ক্ষেত্রেও করে থাকি। তাছাড়া ডাউনলোড করা থাকলে তোমরা সাজেশনটি বন্ধুদের সাথেও সহজে শেয়ার করতে পারবে। নিচের লিঙ্ক থেকে ফাইলটি ডাউনলোড করতে পারবে। 

দেখে নিনঃ ৮ম শ্রেণীর বৃত্তি পরীক্ষার সাজেশন ২০২৫

Download Class 8 Bangla 1st Paper Suggestion 2025

Final Words

To do well in the final exam of Class Eight, you have to study regularly now. So that you can prepare well before the annual exam, we have published the Class 8 Bangla 1st Paper Suggestion today. If you follow this suggestion, you will be able to prepare well for the Bangla 1st paper. The annual exam is still a few months away and this is the right time for you to prepare. So, without wasting time, start studying now. Hopefully, our suggestion will be useful for you. If you have any questions about it, let us know. All the best to you.

Author

  • শারমিন সিমি একজন প্রতিশ্রুতিশীল শিক্ষিকা, যিনি বর্তমানে ঢাকা কলেজে শিক্ষকতা করছেন। তিনি অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন নিজ বিভাগে কৃতিত্বের সঙ্গে। শিক্ষাদানে তাঁর গভীর ভালোবাসা ও নিষ্ঠা তাঁকে শিক্ষার্থীদের প্রিয় করে তুলেছে।

    শিক্ষাক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগিয়ে তিনি ওয়েবসাইটে নিয়মিত শিক্ষাবিষয়ক তথ্য, পরামর্শ এবং অনুপ্রেরণামূলক লেখা প্রকাশ করেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *