২০২৬ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস ও মানবণ্টন
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) নতুনভাবে পুনর্বিন্যাসিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস প্রকাশ করেছে। নির্ধারিত সময়ে সিলেবাস হাতে পেয়ে পরিকল্পনামাফিক পড়াশোনা শুরু করলে পরীক্ষার আগে অযাচিত চাপ বা দুশ্চিন্তার মুখে পড়তে হবে না। এ উদ্দেশ্যে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার জন্য বিষয়ভিত্তিক পূর্ণ নম্বর, নির্বাচিত অধ্যায় এবং মূল্যায়ন কাঠামো উল্লেখ করে পূর্ণাঙ্গ সিলেবাস প্রকাশ করা হয়েছে। এনসিটিবি জানায়, পরীক্ষার জন্য প্রযোজ্য অধ্যায়গুলো সিলেবাসে আলাদাভাবে চিহ্নিত করা হয়েছে।
এতে শিক্ষার্থীরা অপ্রয়োজনীয় অধ্যায় পড়ার ঝামেলা এড়িয়ে সময় ও শ্রম দুটোই সাশ্রয় করতে পারবে। ২০২৫ সালের পরীক্ষা ও রেজাল্ট উভয়ই সম্পন্ন হয়েছে। কাজেই এখন শুধু সামনে পরবর্তী এসএসসির জন্য প্রস্তুতির পালা। পরীক্ষার প্রস্তুতির প্রাথমিক মাধ্যমই হচ্ছে একটি সাজানো গোছানো সিলেবাস। আজকের আর্টিকেল টি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজ আমরা তোমাদেরকে সিলেবাস ও মানবণ্টন সম্পর্কে বলবো।
আরও পড়ুনঃ ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা ২০২৫ সিলেবাস ও মানবন্টন
২০২৬ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস
পূর্ববর্তী সরকার একটি নতুন শিক্ষাক্রম চালু করেছিল, যার ফলে বর্তমান দশম শ্রেণির শিক্ষার্থীরা মোট দশটি সাধারণ বিষয়ে অধ্যয়ন করেছে। সেখানে কোনো গ্রুপভিত্তিক বিভাজন ছিল না, সবাই একই ধরনের বই পড়েছে। তবে রাজনৈতিক পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে শিক্ষা উপদেষ্টারা দ্রুত সিদ্ধান্ত নেন যে দশম শ্রেণিতে আবারও বিভাগ বিভাজন চালু করা হবে। অর্থাৎ বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা পূর্বের মতো বহাল থাকবে।
২০১২ সালের কারিকুলাম অনুসারে, মাধ্যমিক পর্যায়ে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা একই বিষয় দুই বছর ধরে অধ্যয়ন শেষে এসএসসি পরীক্ষায় অংশ নিত। কিন্তু এবার একই বিষয়ের পাঠ্যক্রম শেষ করতে শিক্ষার্থীদের হাতে থাকবে মাত্র এক বছর। যাইহোক, আমরা তোমাদেরকে একটু সংক্ষিপ্ত সিলেবাস দেওয়ার ব্যাপারে ভাবছি কারণ NCTB কর্তৃক প্রদত্ত সিলেবাস বেশ বড়। যেহেতু সময় কম তাই এত বড় সিলেবাস ধরে পড়া একটু কঠিন। তাই আমরা সবথেকে গুরুত্বপূর্ণ টপিক ও অধ্যায় গুলো সহ একটি সিলেবাস তৈরি করেছি। আর সেই সিলেবাসটিই এখন তোমাদেরকে দিতে চলেছি।





তোমাদের সুবিধার্থে আমরা NCTB প্রদত্ত সিলেবাসটিও আমরা দিয়ে দিতে চাই। তোমরা এখান থেকে প্রতিটি বিষয়ের সিলেবাস pdf ডাউনলোড করে নিতে পারবে। ভালো প্রস্তুতির জন্য ছোট বড় সব সিলেবাসই কাছে রাখা উচিৎ বলে আমরা মনে করি।
|
বিষয় |
সিলেবাস PDF ডাউনলোড লিঙ্ক |
| বাংলা প্রথম পত্র | ডাউনলোড করুন |
| বাংলা প্রথম পত্র | ডাউনলোড করুন |
| ইংরেজি প্রথম পত্র | ডাউনলোড করুন |
| ইংরেজি দ্বিতীয় পত্র | ডাউনলোড করুন |
| গণিত | ডাউনলোড করুন |
| তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | ডাউনলোড করুন |
| রসায়ন | ডাউনলোড করুন |
| উচ্চতর গণিত | ডাউনলোড করুন |
| জীববিজ্ঞান | ডাউনলোড করুন |
| পদার্থবিজ্ঞান | ডাউনলোড করুন |
| বাংলাদেশ ও বিশ্বপরিচয় | ডাউনলোড করুন |
| বিজ্ঞান | ডাউনলোড করুন |
| পৌরনীতি ও নাগরিকতা | ডাউনলোড করুন |
| অর্থনীতি | ডাউনলোড করুন |
| বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতায় | ডাউনলোড করুন |
| ভূগোল ও পরিবেশ | ডাউনলোড করুন |
| হিসাব বিজ্ঞান | ডাউনলোড করুন |
| ব্যবসায় উদ্যোগ | ডাউনলোড করুন |
| ফিনান্স ও ব্যাংকিং | ডাউনলোড করুন |
| কৃষি শিক্ষা | ডাউনলোড করুন |
| গার্হস্থ্য বিজ্ঞান | ডাউনলোড করুন |
| ইসলাম শিক্ষা | ডাউনলোড করুন |
| হিন্দু ধর্ম শিক্ষা | ডাউনলোড করুন |
| খ্রিস্টান ধর্ম শিক্ষা | ডাউনলোড করুন |
| বৌদ্ধ ধর্ম শিক্ষা | ডাউনলোড করুন |
এসএসসি পরীক্ষার সিলেবাস কতটা গুরুত্বপূর্ণ?
এসএসসি পরীক্ষার সিলেবাস শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিকনির্দেশনা। সিলেবাস জানার মাধ্যমে শিক্ষার্থীরা বুঝতে পারে কোন বিষয় বা অধ্যায়ে কতটুকু গুরুত্ব দিতে হবে এবং কোন অংশ থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এর ফলে তারা সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে কার্যকর প্রস্তুতি নিতে সক্ষম হয়।
সিলেবাসের সবচেয়ে বড় সুবিধা হলো এটি শিক্ষার্থীদের পড়াশোনার পরিধি সীমিত করে দেয়, ফলে অপ্রয়োজনীয় বিষয় মুখস্থ করার ঝামেলা থাকে না। এতে সময় ও পরিশ্রম দুটোই সাশ্রয় হয়। এছাড়া রচনামূলক, বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে কত নম্বর বরাদ্দ রয়েছে, তা সিলেবাসেই পরিষ্কারভাবে উল্লেখ থাকে। এর মাধ্যমে শিক্ষার্থীরা পরিকল্পিতভাবে অনুশীলন করতে পারে এবং পরীক্ষায় ভালো ফলাফলের জন্য প্রয়োজনীয় কৌশল গ্রহণ করতে পারে।
শুধু তাই নয়, সিলেবাস শিক্ষার্থীদের মানসিক চাপও কমিয়ে আনে। কারণ যখন তারা জানে যে পরীক্ষার প্রশ্ন নির্দিষ্ট সীমার ভেতর থেকে আসবে, তখন অজানা বা অপ্রত্যাশিত প্রশ্নের ভয় থাকে না। একইসাথে এটি শহর ও গ্রামের শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ সৃষ্টি করে, কারণ সবাই একই কাঠামো অনুসারে পড়াশোনা করে।
২০২৬ সালের এসএসসি পরীক্ষার মানবণ্টন
২০২৫ এর মত ২০২৬ এও পূর্ণ নম্বরে পরীক্ষা হতে যাচ্ছে। তাই বরাবরের মত তোমাদের প্রস্তুতিও জোরালো হওয়া চাই। এনসিটিবি প্রকাশিত সিলেবাসে নম্বর বণ্টনের ক্ষেত্রে দেখা যায়, যেসব বিষয়ে ব্যবহারিক নেই, সেখানে রচনামূলক অংশে ৭০ এবং বহুনির্বাচনী অংশে ৩০ নম্বর বরাদ্দ রাখা হয়েছে। আর ব্যবহারিকসহ বিষয়গুলোতে মোট ২৫ নম্বর ব্যবহারিকের জন্য নির্ধারিত, বাকী ৭৫ নম্বর তত্ত্বীয় অংশে। এর মধ্যে রচনামূলক প্রশ্নের জন্য ৫০ এবং বহুনির্বাচনী প্রশ্নের জন্য ২৫ নম্বর নির্ধারিত হয়েছে।
প্রিয় শিক্ষার্থীরা, সিলেবাসের বাইরেও আরেকটি জিনিস সবথেকে বেশি প্রয়োজন হয় তা হচ্ছে একটি নির্ভর যোগ্য সাজেশন। আমরা এই ওয়েবসাইটে আগামী এসএসসি পরীক্ষার জন্য বেশ কিছু বিষয়ের উপর সাজেশন প্রকাশ করেছি যাতে তোমাদের প্রস্তুতি একদম পরিপূর্ণ হয়। তোমরা চাইলে সাজেশন গুলো দেখে আসতে পারো।
শেষ কথা
স্কুল সরকারিকরণ উদ্যোগ এবং শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করার ফলে দেশে শিক্ষার হার ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। অন্যান্য বছরের ধারাবাহিকতায় ২০২৬ সালেও এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার জন্য ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস ও মানবণ্টন ইতোমধ্যেই নির্ধারণ করে প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশে প্রতিবছর নবম ও দশম শ্রেণির পাঠ্যসূচির ওপর ভিত্তি করে এসএসসি পরীক্ষা গ্রহণ করা হয়। প্রতি বছরই ১০ লক্ষাধিক শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়। শিক্ষার হার যেমন ক্রমাগত বাড়ছে, তেমনি পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধির কারণে এসএসসি পরীক্ষার গুরুত্বও দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। তাই নিঃসন্দেহে এর সিলেবাসও অনেক বেশি গুরুত্ব বহন করে।
