Class 7 Math Assignment

তােমার পরিবারের দুইজন সদস্যের বয়স বছরে লিখ এবং তাদের বর্গমূল সংখ্যা রেখায় স্থাপন কর। ২. ২৪ ও ১৪৩ সংখ্যা দুইটির বর্গের সমষ্টির বর্গমূল নির্ণয় কর

সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভাল আছো।  ইতোমধ্যে তোমাদের সপ্তম সপ্তাহের গণিত বিষয়ের দ্বিতীয় এসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। তোমাদের জন্য ৭ম শ্রেণি গণিত ৭ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট এর বাছাইকরা উত্তর নিয়ে হাজির হলাম।

আমাদের প্রস্তুতকৃত সপ্তম শ্রেণীর সপ্তম সপ্তাহের গণিত বিষয়ের বাছাই করা নম্বরটি অনুসরণ করে সম্পন্ন করলে সর্বোচ্চ নম্বর পাওয়ার নিশ্চয়তা রয়েছে।

প্তম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের গণিত পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়ের মূলদ ও অমূলদ সংখ্যা এর সংখ্যার বর্গ ও বর্গমূল, উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে বর্গমূল, সংখ্যার বর্গমূল নির্ণয়, মুলোদ অমুলোদ সংখ্যা, সংখ্যারেখা মূলদ ও অমূলদ সংখ্যার অবস্থান পাঠ্যসূচি থেকে সপ্তম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট ২ নির্ধারণ করা হয়েছে।

শিক্ষার্থীরা সপ্তম শ্রেণীর গণিত পাঠ্যবইয়ের সংক্ষিপ্ত পাঠ্যসূচি অধ্যয়ন করার পর সপ্তাহের অ্যাসাইনমেন্ট সম্পন্ন করবে।

এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রমঃ এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ-২, অধ্যায় ও অধ্যায়ের শিরােনামঃ প্রথম অধ্যায়ঃ মূলদ ও অমূলদ সংখ্যা;

পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তুঃ ১. সংখ্যার বর্গ ও বর্গমূল, ২. উৎপাদক ও ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বর্গমূল, ৩. সংখ্যার বর্গমূল নির্ণয়, ৪. মূলদ ও অমূলদ সংখ্যা, ৫. সংখ্যারেখায় মূলদ ও অমূলদ সংখ্যার অবস্থান;

এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ

১. তােমার পরিবারের দুইজন সদস্যের বয়স বছরে লিখ এবং তাদের বর্গমূল সংখ্যা রেখায় স্থাপন কর। ২. ২৪ ও ১৪৩ সংখ্যা দুইটির বর্গের সমষ্টির বর্গমূল নির্ণয় কর। আবার, সংখ্যা দুইটির বর্গের অন্তরের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যােগ করলে যােগফল পূর্ণবর্গ সংখ্যা হবে, তা নির্ণয় কর।

https://i0.wp.com/i.imgur.com/WI1QJtC.jpg?resize=1280%2C528&ssl=1

৭ম শ্রেণি গণিত ৭ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট উত্তর

https://i0.wp.com/i.imgur.com/l2N9Pnf.jpg?w=1290&ssl=1

Similar Posts