SSC Home Science Suggestion 2026 (গার্হস্থ্য বিজ্ঞান সাজেশন)
Those who have Home Science in SSC have to read many chapters. Even though Home Science seems to be an easy subject, many times students fail to achieve A+ due to lack of reading. Well, if your reading range is small, then surely it will be easier for you to prepare, right? For this, you definitely need a reliable SSC Home Science Suggestion 2026.
Home Science is an important subject, which is not only useful for doing well in the exam, but also very useful in real life. By reading the suggestions of this subject, students can easily understand which chapters or topics are most important for the exam. In this, the necessary parts for the exam can be read well without wasting time on unnecessary parts.
Read also: SSC BGS Suggestion 2026
As a result, it is possible to make effective preparations in a short time. If you study according to the suggestions, it is also much easier to repeat, because it briefly brings up important questions. In this way, confidence increases before the exam and the chances of getting good results also increase. Therefore, reading suggestions on domestic science not only helps in success in exams but also helps in making your lifestyle more beautiful and orderly.
SSC Home Science Suggestion 2026
সৃজনশীল অংশ
পূর্ণমান – ৫০
গুরুত্বপূর্ণ অধ্যায় ও পাঠসমূহঃ
প্রথম অধ্যায়ঃ পাঠ – ১, ২, ৩, ৪, ৫
পঞ্চম অধ্যায়ঃ পাঠ -১, ২, ৩, ৪, ৫, ৬
ষষ্ঠ অধ্যায়ঃ পাঠ – ১, ২, ৩, ৪, ৫
সপ্তম অধ্যায়ঃ পাঠ – ১, ২, ৩, ৪
একাদশ অধ্যায়ঃ পাঠ – ১, ২, ৩
ত্রয়োদশ অধ্যায়ঃ পাঠ – ১, ২, ৩, ৪, ৫, ৬
পঞ্চদশ অধ্যায়ঃ পাঠ – ১, ২, ৩, ৪, ৫
ষোড়শ অধ্যায়ঃ পাঠ – ১, ২, ৩
সপ্তদশ অধ্যায়ঃ পাঠ – ১, ২, ৩, ৪, ৫
তোমরা জানো যে গার্হস্থ্য বিজ্ঞানে অনেক গুলো অধ্যায় রয়েছে এবং এইসব অধ্যায়ের বেশ কয়েকটি করে পাঠও রয়েছে। তবে আমাদের সাজেশনে আমরা মাত্র কয়েকটি অধ্যায় রেখেছি এবং এবং পাঠও কমিয়ে দিয়েছি। এই কয়টি অধ্যায় থেকে মাত্র এই কয়েকটি পাঠ পড়লেই হবে, সব অধ্যায় পড়ার কোন প্রয়োজন নেই। সৃজনশীল অংশে তোমাদেরকে ৪ টি বড় প্রশ্ন এবং ৫টি ছোট প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে মোট ৫০ নাম্বার। শিক্ষার্থীরা যখন এই পাঠগুলিকে ভালোভাবে বুঝে বুঝে পড়বে, তখন তারা সহজেই যেকোনো সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে পারে। নির্ধারিত পাঠ অনুযায়ী প্রস্তুতি নিলে পরীক্ষার সময় কোন অংশে বেশি গুরুত্ব দিতে হবে সে ব্যাপারেও স্পষ্ট ধারণা পাওয়া যায় এবং ফলাফল আরও ভালো হয়।
বহুনির্বাচনী অংশ
পূর্ণমান – ২৫
১। মানুষের জীবনের লক্ষ্যসমূহ কোথায় অর্জিত হয়?
ক. সমাজে
খ. গোত্রে
গ. গৃহে
ঘ. রাষ্ট্রে
২। গৃহ ব্যবস্থাপনার সর্বশেষ পর্যায় কোনটি?
ক. নিয়ন্ত্রণ
খ. সংগঠন
গ. মূল্যায়ন
ঘ. পরিকল্পনা
৩। গৃহ ব্যবস্থাপনার প্রথম ধাপ কোনটি?
ক. পরিকল্পনা
খ. সংগঠন
গ. নিয়ন্ত্রণ
ঘ. মূল্যায়ন
৫। গৃহ ব্যবস্থাপকের কোন গুণটি অন্য সদস্যদের মধ্যে সঞ্চারিত হয়?
ক. উদ্দীপনা
খ. অধ্যবসায়
গ. বিচারবুদ্ধি
ঘ. সৃজনীশক্তি
৬। কাজ বণ্টনের ক্ষেত্রে বিবেচ্য বিষয় হলো-
- ব্যক্তিগত পছন্দ
- আগ্রহ
iii. বয়স
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
৭। কোন সম্পদ অর্জন করার জন্য বারবার চর্চা করার প্রয়োজন হয়?
ক. অর্থ
খ. সময়
গ. দক্ষতা
ঘ. দৃষ্টিভঙ্গি
৮। সবার সাথে সবার মিত্রতাকে বলে—
ক. দ্বন্দ্ব
খ. সামঞ্জস্য
গ. ভারসাম্য
ঘ. সমানুপাত
৯। ফুলদানিতে ফুল সাজাবার সময় ফুল ও পাতার সাথে কোনটিকে প্রাধান্য দিতে হবে?
ক. বড় পাতা
খ বড় ফুল
গ. ফুলদানি
ঘ. আকর্ষণীয় ফুল
১০। ‘X’ ও ‘X’ ক্রোমজমের ফলে যমজ শিশুর ক্ষেত্রে-
- জাইগোট ভেঙ্গে ১টি ভ্রুণ হয়
- একই বৈশিষ্ট্যের হয়
iii. একই লিঙ্গের হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
১১। কোনটি শিশুর প্রথম টিকা হিসেবে কাজ করে?
ক. মধু
খ. শালদুধ
গ. গরুর দুধ
ঘ. টি টি টিকা
১২। কার মৃত্যুতে সন্তান দিশেহারা হয়ে যায়?
ক. বাবার
খ. মায়ের
গ. ভাইয়ের
ঘ. বোনের
১৩। শিশুদের ক্ষমতাকে বাড়িয়ে দেয় কোনটি?
ক. স্নেহ
খ. ধৈর্য
গ. প্ৰশংসা
ঘ. পরিশ্রম
১৪। বিষণ্ণতা কোন ধরনের সমস্যা?
ক. শারীরিক
খ. মানসিক
গ. সামাজিক
ঘ. আচরণিক
১৫। মানবদেহে প্লাজমা প্রোটিন কিসের সমতা রক্ষা করে?
ক. পানির
খ. এনজাইমের
গ. হরমোনের
ঘ. হিমোগ্লোবিনের
১৬। কোনটি উদ্ভিজ্জ প্রোটিন?
ক. মাছ
খ. মাংস
গ. ডাল
ঘ. ডিম
১৭। রান্নায় নতুনত্ব আনা যায় কিসের মাধ্যমে?
ক. মেনু
খ. রেসিপি
গ. পরিকল্পনা
ঘ. পরিবেশন
১৮। অতিথির সংখ্যা বেশি, জায়গা কম থাকলে কোন পরিবেশনের ব্যবস্থা করা যায়?
ক. ট্রে
খ. বুফে
গ. প্যাকেট
ঘ. টেবিল
১৯। কোন খাদ্যটি প্যাকেট পরিবেশন উপযোগী?
ক. পুডিং
খ. পায়েস
গ. সিঙ্গারা
ঘ. সবজি-ভাজি
২০। সম্পদের সুষ্ঠু ব্যবহারকে কী বলে?
ক. রূপান্তর
খ. বিনিময়
গ. পরিচালনা
ঘ. চাহিদা
২১। সুষ্ঠু গৃহ পরিচালনায় সর্বাধিক প্রয়োজন কোনটি?
ক. জ্ঞান
খ. আসবাবপত্র
গ. পুষ্টি
ঘ. খাদ্য
২২। টাকার বিনিময় ছাড়া সরাসরি অর্জনকে কোন আয় বলে?
ক. প্রত্যক্ষ প্রকৃত
খ. পরোক্ষ প্রকৃত
গ. মানসিক
ঘ. মোট
২৩। আর্থিক আয় বলতে কোনটি বোঝায়?
ক. দ্রব্য পাওয়া
খ. কর লেনদেন
গ. অর্থ উপার্জন করা
ঘ. অর্থ সঞ্চয় করা
২৪। সীমাবদ্ধতা সর্বজনীন, যার সাথে সাদৃশ্যপূর্ণ—
ক. সম্পদ
খ. সময়
গ. জ্ঞান
ঘ. চাহিদা
২৫। পরিবার সচেতন হলে কোন আয় বৃদ্ধি করতে পারে?
ক. আর্থিক
খ. মানবীয়
গ. প্রকৃত
ঘ. বস্তুবাচক
বহুনির্বাচনী প্রশ্নের জন্য তোমাদেরকে অধ্যায় গুলো খুব মন দিয়ে পড়তে হবে। MCQ প্রশ্ন কোথা থেকে আসবে কিছু বলা যায় না বা এর জন্য কোন সাজেশনও দেওয়া যায় না। তাই তোমরা যত বেশি বেশি mcq পড়বে ততো বেশি কমন পাবে। গার্হস্থ্য বিজ্ঞানে A+ পাওয়া সহজ আবার কঠিন। অবশ্যই mcq তে বেশি নাম্বার পেতে হবে। MCQ এবং সৃজনশীল মিলিয়ে ৬৫+ নাম্বার পেলে তুমি একেবারেই নিশ্চিন্ত থাকতে পারো যে এ+ হবেই। কারণ ব্যবহারিকে বেশিরভাগই পূর্ণ নাম্বারই পায়। যদি একটু কম বেশি হয়েও যায় তাহলেও রেজাল্ট তোমাদের আশানুরূপই হবে।
SSC Home Science Suggestion 2026 PDF Download
আমরা এসএসসি পরীক্ষার্থীদের সুবিধার্থে গার্হস্থ্য বিজ্ঞান সাজেশন পিডিএফ ডাউনলোড লিঙ্ক প্রদান করেছি, যাতে শিক্ষার্থীরা সহজেই সাজেশন সংগ্রহ করতে পারে। এই সাজেশন পিডিএফ শুধু পরীক্ষায় ভালো করার জন্য নয়, বরং বিষয়বস্তুকে সহজভাবে মনে রাখার জন্যও সহায়ক হবে। শিক্ষার্থীরা এক জায়গায় সব গুরুত্বপূর্ণ বিষয় পেয়ে যাওয়ায় আলাদা নোট তৈরি করার ঝামেলা কমে যাবে। তাই যারা এসএসসি গার্হস্থ্য বিজ্ঞানে ভালো ফলাফল করতে চায়, তাদের জন্য এই সাজেশন পিডিএফ ডাউনলোড লিঙ্ক অত্যন্ত উপকারী হবে বলে আমাদের বিশ্বাস। নিচের লিঙ্ক থেকে সাজেশনটি ডাউনলোড করে নাও।
Download SSC Home Science Suggestion 2026 PDF
Final Words
Planning your preparation according to the recommended chapters and lessons is crucial if you want to do well in the creative portion of home science. These lessons are just as crucial for learning the skills and knowledge required in real life as they are for passing the test. Hopefully, our SSC Home Science Suggestion 2026 will be quite helpful for you.
