SSC Geography suggestion 2026

SSC Geography suggestion 2026 (ভূগোল সাজেশন এসএসসি)

Are you going to take the ssc exam in 2026? And are you looking for a reliable suggestion for geography? Then you have come to the right place. You know that we have already published several subject suggestions for the ssc exam of 2026. So today we will publish SSC Geography suggestion 2026 for those who are looking for geography suggestions. This is the only suggestion that will help you for your exam.

We have arranged the suggestion in such a way that you can prepare the best by reading it again and again in a short time. This is not just a suggestion, but there will also be valuable suggestions for you so that you can score more marks.

Read also: Economics Suggestion SSC 2026

Geography is a subject where it is easy to get more marks. Only the candidates have to keep some things in mind while writing the answers. So before sitting for the exam, get advice from our article on how to prepare for geography at the last minute according to the section of the question paper.

SSC Geography suggestion 2026

সৃজনশীল অংশ

পূর্ণমান – ৭০ (৫০ + ২০)

  • অধ্যায় – ১মঃ ভূগোল ও পরিবেশ
  • অধ্যায় – ২য়ঃ মহাবিশ্ব ও আমাদের পৃথিবী
  • অধ্যায় – ৩য়ঃ মানচিত্র গঠন ও ব্যবহার
  • অধ্যায় – ৪র্থঃ পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন।
  • অধ্যায় – ৬ষ্ঠঃ বারিমণ্ডল
  • অধ্যায় – ১০মঃ বাংলাদেশের ভৌগলিক বিবরণ
  • অধ্যায় – ১৪শ বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ

তোমাদের জন্য আমরা মাত্র ৭ টি অধ্যায় দিয়েছি, এই ৭ টি অধ্যায় থেকেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। সৃজনশীল অংশে তোমাদের জন্য ৮ টি প্রশ্ন দেয়া হবে, সেখান থেকে ৫ টির উত্তর লিখতে হবে। এই ৫ টির মান ৫০। এরপর থাকবে ১৫ টি সংক্ষিপ্ত প্রশ্ন এবং এখান থেকে ১০ টির উত্তর দিতে হবে, প্রতিটির মান ০২। তাহলে এই হচ্ছে সৃজনশীল অংশের ৭০ নম্বর। এখানে সর্বোচ্চ নম্বর তুলতে হলে এই সাজেশনটি পড়ার বিকল্প নেই। এই অধ্যায় গুলো ভালোভাবে পড়ার পর যদি তোমরা গাইড বই থেকে সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করো তাহলে প্রায় সব প্রশ্নই কমন পাবে। এর পাশাপাশি বিগত বছর গুলোর প্রশ্ন পড়তে ভুলবে না। 

বহুনির্বাচনী অংশ 

পূর্ণমান – ৩০ 

১। মানচিত্রে কয়টি পদ্ধতিতে স্কেল নির্দেশ করা হয়?

ক. তিনটি

খ. চারটি

গ. পাঁচটি

ঘ. ছয়টি

২। জিআইএস কোন সাল থেকে ব্যাপকভাবে ব্যবহৃত হয়?

ক. ১৯৬৪

খ. ১৯৮০

গ. ১৯৮৮

ঘ. ২০০৬

৩। নদী উপত্যকার তলদেশকে কী বলে?

ক. নদী অববাহিকা

খ. নদী সংগম

গ. নদীগর্ভ

ঘ. দোয়াব

৪। ক্যালসাইট কী?

ক. লোহা

খ. সোনা

গ. গন্ধক

ঘ. চুনাপাথর

৫। ভৌত পরিবেশের উপাদান কোনটি?

ক. সাগর

খ. আচার-আচরণ

গ. বিদ্যালয়

ঘ. ঘর-বাড়ি

৬। প্রাকৃতিক ভূগোলের প্রধান আলোচ্য বিষয়-

i. বায়ুমণ্ডল

ii. বারিমণ্ডল

iii. জলবায়ু

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

৭। ‘Geography’ শব্দের অর্থ—

ক. পৃথিবীর বর্ণনা

খ. মানুষের বর্ণনা

গ. সমুদ্রের বর্ণনা

ঘ. মহাকাশের বর্ণনা

৮। গাণিতিক ভূগোলের বিষয় কী?

ক. উদ্ভিদরাজি

খ. ভূ-প্রকৃতি

গ. মহাবিশ্ব

ঘ. জনসংখ্যা

৯। চুনাপাথর রূপান্তরিত হয়ে কোন শিলায় পরিণত হয়?

ক. মার্বেল

খ. কাদা

গ. শ্লেট

ঘ. সাইনাইট

১০। বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর কোনটি?

ক. এক্সোমণ্ডল

খ. মেসোমণ্ডল

গ. স্ট্রাটোমণ্ডল

ঘ. ট্রপোমণ্ডল

১১। মনু, বাউলাই তিতাস, গোমতী কোন নদীর উপনদী?

ক. ব্ৰহ্মপুত্র

খ. মেঘনা

গ. যমুনা

ঘ. পদ্মা

১২। বাংলাদেশে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত সেন্টিমিটার?

ক. ২০৩

খ. ২০০

গ. ১৫০

ঘ. ১০৩ 

১২। খামসিন স্থানীয় বায়ুপ্রবাহ কোথায় হয়?

ক. ফ্রান্স

খ. জার্মানি

গ. ইরাক

ঘ. মিশর

১৩। কোপেন হেগেন কোন দেশের রাজধানী?

ক. ডেনমার্ক

খ. আয়ারল্যান্ড

গ. নেদারল্যান্ড

ঘ. ফ্রান্স

১৪। লালমাই পাহাড়ের গড় উচ্চতা কত মিটার?

ক. ২৫ মিটার

খ. ৩০ মিটার

গ. ২১ মিটার

ঘ. ৩১ মিটার

১৫। সুপিরিয়র হ্রদ কোন মহাদেশে অবস্থিত?

ক. এশিয়া

খ. ইউরোপ

গ. আফ্রিকা

ঘ. উত্তর-আমেরিকা

১৬। কোন মহাসাগরে স্রোত প্রবাহিত হয় না?

ক. ভারত

খ. প্রশান্ত

গ. উত্তর

ঘ. আটলান্টিক

১৭। বাংলাদেশের দক্ষিণ-পূর্বে কোন নদী মিয়ানমার সীমানায় অবস্থিত?

ক. হাড়িয়া ভাঙ্গা

খ. কর্ণফুলী

গ. নাফ

ঘ. মনু

১৮। সমুদ্রাস্রোতের অন্যতম ফলাফল-

i. কুয়াশা সৃষ্টি

ii. মগ্নচূড়ার সৃষ্টি

iii. হিমশৈলের আঘাতে সৃষ্ট বিপদ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. ii ও iii

গ. i ও iii

ঘ. i, ii ও iii

১৯। স্রোতজ সমভূমি বিরাজমান কোথায়?

ক. কুষ্টিয়া

খ. যশোর

গ. খুলনা

ঘ. সাতক্ষীরা

২০। পৃথিবী থেকে নক্ষত্রের দূরত্ব কোন এককে মাপা হয়?

ক. মিটার

খ. কিলোমিটার

গ. আলোকবর্ষ

ঘ. সেকেন্ড

২১। স্কেল অনুসারে মানচিত্র কত প্রকার?

ক. ৫

খ. ৪

গ. ৩

ঘ. ২ 

২২। অধ্যাপক ডাডলি স্ট্যাম্পের মতে ভূগোল হলো-

i. পৃথিবীর বর্ণনা

ii. পৃথিবীর অধিবাসীর বর্ণনা

iii. নদ-নদীর বর্ণনা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii 

২৩। পৃথিবীর সমস্ত পানিকে কয় ভাগে ভাগ করা যায়?

ক. ২

খ. ৪

গ. ৬

ঘ. ৮

২৪। ‘Sphere’ শব্দের অর্থ কী?

ক. পানি

খ. মণ্ডল

গ. আকাশ

ঘ. মাটি

২৫। পৃথিবীর প্রায় সর্বত্রই কী রয়েছে?

ক. পাহাড়

খ. পানি

গ. খাদ্যাভাব

ঘ. দুর্যোগ সমস্যা

২৬। বারিমণ্ডলের উন্মুক্ত বিস্তীর্ণ বিশাল লবণাক্ত জলরাশিকে কী বলে?

ক. সাগর

খ. মহাসাগর

গ. উপসাগর

ঘ. হ্রদ-সাগর

২৭। পৃথিবীতে কয়টি মহাসাগর রয়েছে?

ক. ২টি

খ. ৩টি

গ. ৪টি

ঘ. ৫টি

২৮। গভীরতার দিক দিয়ে পৃথিবীর তৃতীয় মহাসাগর কোনটি?

ক. ভারত মহাসাগর

খ. প্রশান্ত মহাসাগর

গ. দক্ষিণ মহাসাগর

ঘ. আটলান্টিক মহাসাগর 

২৯। বর্তমানে উপকূল থেকে কত নটিক্যাল মাইলের বাংলাদেশ দাবিদার?

ক. ৩০০

খ. ৩২৫

গ. ৩৫০

ঘ. ৩৭৫

৩০। বাংলাদেশের কোন অঞ্চলের উপর দিয়ে কর্কটক্রন্তি রেখা অতিক্রম করেছে?

ক. উত্তরাঞ্চল

খ. দক্ষিণাঞ্চল

গ. মাঝামাঝি

ঘ. পূর্বাঞ্চল 

এই অংশে তোমরা যদি ৩০ এর মধ্যে অনায়াসেই ২৭-২৮ পেতে চাও তাহলে প্রতিটি অধ্যায় খুব মন দিয়ে পড়তে হবে। পড়ার পর গাইড বই থেকে mcq পড়তে হবে। যত বেশি mcq পড়বে ততো বেশি কমন পাওয়ার সম্ভাবনা থাকবে। বিগত সালের প্রশ্ন একটাও বাদ দিবে না। এমনকি ২০২৫ এ যেসব প্রশ্ন চলে এসেছে সেগুলোও পড়বে। MCQ এর জন্য কোন সাজেশন হয়না, তোমরা যত বেশি প্র্যাকটিস করবে এখানে নম্বর তোলা ততই সহজ হবে। 

এসএসসি ভূগোল সাজেশন ২০২৬ PDF ডাউনলোড 

আমরা সাজেশন শুধু আর্টিকেল এর মধ্যে দিয়ে রাখি না, এটির একটি pdfও প্রস্তুত রাখি কারণ আমরা জানি যে প্রতিবার সাজেশন দেখার জন্য ওয়েবসাইট এ আসাটা সম্ভব নয়। তাই তোমরা আমাদের সাজেশনটির PDF ফাইল ডাউনলোড করে রাখতে পারবে। একবার ডাউনলোড করা থাকলে তোমরা যেকোনো সময় এটি বের করে পড়াশুনা করতে পারবে। নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নাও। 

Download SSC Geography suggestion 2026 PDF

Final Words

Hope you have understood our SSC Geography suggestion 2026. We prepare each of our suggestions with great care so that it is suitable for all boards. You will be able to prepare well for Geography after reading this suggestion. If you have any questions regarding the suggestion, let us know. Share the suggestion with your friends so that they can also study according to it.

Author

  • শারমিন সিমি একজন প্রতিশ্রুতিশীল শিক্ষিকা, যিনি বর্তমানে ঢাকা কলেজে শিক্ষকতা করছেন। তিনি অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন নিজ বিভাগে কৃতিত্বের সঙ্গে। শিক্ষাদানে তাঁর গভীর ভালোবাসা ও নিষ্ঠা তাঁকে শিক্ষার্থীদের প্রিয় করে তুলেছে।

    শিক্ষাক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগিয়ে তিনি ওয়েবসাইটে নিয়মিত শিক্ষাবিষয়ক তথ্য, পরামর্শ এবং অনুপ্রেরণামূলক লেখা প্রকাশ করেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *