SSC Civics Final Suggestion 2026 | এসএসসি পৌরনীতি সাজেশন
Looking for SSC Civics Final Suggestion 2026? Then your search ends here. Today’s article will discuss SSC Civics Suggestions. Today’s post is very important for those who are SSC students. There are several months left for the start of the exam. This time, students should read only the suggestions with great attention. Because if you do not spend time reading each chapter, but only the important chapters, you can achieve good results in the exam by reading a little.
The first battle of every student’s life is SSC. If you cannot achieve good results in this exam, you will not have a chance in a good college. If you do not have a chance in a good college, it will not be possible to achieve anything good in the future. Civics is a very important subject for the humanities department. So it is very important to prepare properly for it.
Read also: Economics Suggestion SSC 2026
One way to achieve good results in SSC is to read more and more according to the suggestions and study according to the rules. Not all chapters of the book are equally important, so there is no need to waste time reading all of them. So we have included only the important ones in this suggestion. This suggestion is very important for the students of the humanities department.
SSC Civics Final Suggestion 2026
সৃজনশীল অংশ
পূর্ণমান – ৭০ (৫০+২০)
গুরুত্বপূর্ণ অধ্যায়সমূহঃ
- ১ম অধ্যায়ঃ পৌরনীতি ও নাগরিকতা
- ৩য় অধ্যায়ঃ আইন, স্বাধীনতা ও সাম্য
- ৪র্থ অধ্যায়ঃ রাষ্ট্র ও সরকার ব্যবস্থা
- ৬ষ্ঠ অধ্যায়ঃ বাংলাদেশের সরকার ব্যবস্থা
- ৭ম অধ্যায়ঃ গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা
- ৮ম অধ্যায়ঃ বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা
এসএসসি পৌরনীতি পরীক্ষায় ভালো করার জন্য নির্দিষ্ট কিছু অধ্যায় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এর মধ্যে ৬টি অধ্যায় এমন আছে যেগুলো থেকে প্রতি বছরই গড়ে অন্তত সাতটি সৃজনশীল প্রশ্ন আসে। তাই যারা শর্ট সাজেশন অনুসারে পড়তে চান, তাদের জন্য এই অধ্যায়গুলো পুরোপুরি আয়ত্ব করা অত্যন্ত জরুরি। একটি প্রশ্নও এড়িয়ে যাওয়া উচিত নয়।
তবে কেবল এই ৬টি অধ্যায় পড়লেই নয়, অতিরিক্ত আত্মবিশ্বাস অর্জনের জন্য আরও বাড়তি ১/২ টি অধ্যায় পড়া ভালো। এতে পরীক্ষায় আসা যেকোনো প্রশ্নের মুখোমুখি হওয়া সহজ হবে। প্রিয় শিক্ষার্থীরা, যদি তোমরা মনোযোগ দিয়ে এই ৬টি অধ্যায় পড়ো এবং কোনো প্রশ্ন বাদ না দাও, তাহলে নিশ্চিতভাবেই আসন্ন পরীক্ষায় এ প্লাস অর্জন করতে পারবে।
সৃজনশীল অংশের ৭০ নম্বরের মধ্যে ৫০ নম্বরের থাকবে সৃজনশীল প্রশ্ন, এবং বাকি ২০ নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন। আমাদের দেয়া সাজেশনটির সাথে ভিগত বোর্ড পরীক্ষার প্রশ্ন গুলো পড়লেই তোমাদের প্রস্তুতি সম্পন্ন হবে।
বহুনির্বাচনী অংশ
পূর্ণমান – ৩০
১। ‘সিভিটাস’ শব্দের অর্থ কী?
ক. নাগরিক
খ. নগর-রাষ্ট্র
গ. অঞ্চল
ঘ. সরকার
২। পরিবারের সদস্যদের সাথে গল্প করা কোন ধরনের কাজ?
ক. জৈবিক কাজ
খ. শিক্ষামূলক কাজ
গ. মনস্তাত্ত্বিক কাজ
ঘ. বিনোদনমূলক কাজ
৩। কোনটি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান?
ক. পৌরনীতি
খ. অর্থনীতি
গ. সমাজবিজ্ঞান
ঘ. ইতিহাস
৪। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সবচেয়ে প্রাচীন মতবাদ কোনটি?
ক. সামাজিক চুক্তি
খ. বল বা শক্তি প্রয়োগ
গ. ঐশী
ঘ. ঐতিহাসিক বা বিবর্তনমূলক
৫। বৈবাহিক সূত্রের ভিত্তিতে পরিবার কয়টি শ্রেণিতে বিভক্ত?
ক. দুইটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
৬। ‘আমিই রাষ্ট্র’— উক্তিটি কার?
ক. রাণী ভিক্টোরিয়ার
খ. চতুর্দশ লুই
গ. ষোড়শ লুই
ঘ. রাণী এলিজাবেথ
৭। প্রাচীনকালে কোন দেশে ‘নগররাষ্ট্র’ ছিল?
ক. যুক্তরাজ্যে
খ. গ্রীসে
গ. ফ্রান্সে
ঘ. ইতালিতে
৮। পরিবারের কোন কাজ মানসিক বিকাশকে সমৃদ্ধ করে?
ক. জৈবিক কাজ
খ. শিক্ষামূলক কাজ
গ. মনস্তাত্ত্বিক কাজ
ঘ. বিনোদনমূলক কাজ
৯। “মানুষ স্বভাবগত সামাজিক জীব, যে সমাজে বাস করে না, সে হয় পশু না হয় দেবতা।”— উক্তিটি কার?
ক. অপেনহেম
খ. অ্যারিস্টটল
গ. লাস্কি
ঘ. গেটেল
১০। সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা কারা?
ক. সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল
খ. ম্যাকাইভার, লর্ড ব্রাইস, অগাস্টিন
গ. হবস, জন লক, রুশো
ঘ. মার্কস, লেলিন, মাওসেতুং
১১। পৌরনীতি কী ধরনের বিজ্ঞান?
ক. নাগরিকতা বিষয়ক
খ. রাষ্ট্র
গ. অর্থ
ঘ. নৃ বিজ্ঞান
১২। পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ কোনটি?
ক. Civis
খ. Civitas
গ. Civics
ঘ. Civiass
১৩। ‘সিভিক্স’ শব্দটি কোন ভাষা থেকে উৎপন্ন হয়েছে?
ক. ইংরেজি
খ. ল্যাটিন
গ. ফরাসি
ঘ. জার্মান
১৪। বিষয়বস্তুর দৃষ্টিতে পৌরনীতিকে কয়টি অর্থে আলোচনা করা হয়?
ক. দুই
খ. চার
গ. পাঁচ
ঘ. সাত
১৫। কোনটির মাধ্যমে রাষ্ট্র বহিঃশক্তির আক্রমণ থেকে দেশকে রক্ষা করে?
ক. জনগণ
খ. সরকার
গ. অভ্যন্তরীণ সার্বভৌমত্ব
ঘ. বাহ্যিক সার্বভৌমত
১৬। কোন দেশের সংবিধান বিবর্তনের মাধ্যমে গড়ে উঠেছে?
ক. ভারত
খ. বাংলাদেশ
গ. আমেরিকা
ঘ. ব্রিটেন
১৭। কোন ধরনের সংবিধান পরিবর্তিত সমাজের সাথে তাল মিলিয়ে চলতে অক্ষম?
ক. অলিখিত
খ. সুপরিবর্তনীয়
গ. লিখিত
ঘ. প্রথানির্ভর
১৮। বাংলাদেশের সংবিধানের সাথে দেশের প্রচলিত আইনের সংঘাত সৃষ্টি হলে কোনটি প্রাধান্য পাবে?
ক. দেশের প্রচলিত আইন
খ. সংবিধান
গ. ধর্মীয় প্ৰথা
ঘ. জনমত
১৯। সংবিধানকে কী বলা হয়?
ক. রাষ্ট্রের সম্পত্তি
খ. জনগণের বিষয়
গ. কাল্পনিক কাহিনী
ঘ. রাষ্ট্রের দর্পণ
২০। কোনটিকে রাষ্ট্রের আয়নাস্বরূপ বলা হয়?
ক. সংবিধানকে
খ. আইনকে
গ. স্বাধীনতাকে
ঘ. বিচার বিভাগকে
২১। রাষ্ট্রের স্বরূপ, সরকারের ধরন ও নাগরিক অধিকারের প্রকৃতি জানতে হলে কী করতে হবে?
ক. পাঠ্যবই পড়তে হবে
খ. সংবিধান পাঠ করতে হবে
গ. আইন জানতে হবে
ঘ. সাহিত্যিক হতে হবে
২২। একটি দেশকে কীভাবে জানা যায়?
ক. সরকারের মাধ্যমে
খ. সংবিধানের মাধ্যমে
গ. বিচারকার্য দ্বারা
ঘ. জনগণের মনোভাব দ্বারা
২৩। লেখার ভিত্তিতে সংবিধান কয় ধরনের?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
২৪। লিখিত সংবিধানের অধিকাংশ বিষয় কীসে লিপিবদ্ধ থাকে?
ক. খাতায়
খ. তাম্রপাতে
গ. দলিলে
ঘ. পুস্তকে
২৫। বাংলাদেশে কোন ধরনের সংবিধান বিদ্যমান?
ক. লিখিত
খ. অলিখিত
গ. চুক্তির ভিত্তিতে রচিত
ঘ. বিপ্লবের মাধ্যমে রচিত
২৬। পাকিস্তানের সংবিধান কোন ধরনের?
ক. লিখিত
খ. অলিখিত
গ. সুপরিবর্তনীয়
ঘ. নমনীয়
২৭। অলিখিত সংবিধান কীভাবে গড়ে ওঠে?
ক. ক্রমবিবর্তনের মাধ্যমে
খ. অনুমোদনের মাধ্যমে
গ. বিপ্লবের দ্বারা
ঘ. আলাপ-আলোচনার মাধ্যমে
২৮। কোন দেশের সংবিধান অলিখিত?
ক. পাকিস্তান
খ. ব্রিটেন
গ. আমেরিকা
ঘ. ভারত
২৯। কোন ধরনের সংবিধানের অধিকাংশ অংশ অলিখিত আর অল্প অংশ লিখিত থাকে?
ক. অলিখিত
খ. লিখিত
গ. দুষ্পরিবর্তনীয়
ঘ. সুপরিবর্তনীয়
৩০। সংশোধনের ভিত্তিতে সংবিধান কত প্রকার?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
যেকোনো কাজে সাফল্যের মূল চাবিকাঠি হলো নিয়মিত অনুশীলন। যত বেশি প্র্যাকটিস করা হবে, কাজটি তত নিখুঁতভাবে আয়ত্ত করা সম্ভব হবে। কোনো অধ্যায় বা টপিক বারবার রিভিশন দিলে সেই পড়া শুধু দীর্ঘদিন মনে থাকে না, বরং একেবারে নিখুঁতভাবে আয়ত্ত করা যায়।
একই নিয়ম বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের ক্ষেত্রেও প্রযোজ্য। এখানে ৩০ এর মধ্যে পূর্ণ ৩০ পাওয়ার চেষ্টা করতে হবে। এজন্য প্রতিটি প্রশ্ন নিয়মিত অনুশীলন ও রিভিশন করা জরুরি।
এছাড়া বেশি বেশি বোর্ড প্রশ্ন সমাধান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বোর্ড প্রশ্ন বলতে বোঝায় ২০১৪ সাল থেকে শুরু করে ২০২২, ২০২৩ এবং ২০২৪ কিংবা ২০২৫ পর্যন্ত যত প্রশ্ন বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছে। এগুলো ভালোভাবে পড়া ও অনুশীলন করতে হবে। কারণ বাস্তবে পরীক্ষায় প্রায়ই আগের বছরের প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়। তাই বোর্ড প্রশ্ন ভালোভাবে আয়ত্ত করলে হুবহু কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি।
এসএসসি পৌরনীতি সাজেশন ২০২৬ PDF ডাউনলোড
আসলে পড়াশোনার সময় মোবাইল কাছে রাখা মানেই নিজের মনোযোগকে বারবার বিঘ্নিত করা। একদিকে মনে হয় কিছুক্ষণ মোবাইল দেখলে ক্ষতি হবে না, কিন্তু সেই ‘কিছুক্ষণ’ ধীরে ধীরে ঘণ্টার পর ঘণ্টা নষ্ট করে দেয়। পরীক্ষার আগে যখন বুঝতে পারা যায় যে পড়া শেষ হয়নি, তখন শুধু আফসোস ছাড়া আর কিছুই করার থাকে না। তাই আমরা সাজেশনের পিডিএফ ফাইল দেইই সর্বদা যাতে তোমরা এটি একবারে ডাউনলোড করে রেখে অফলাইনেই বারবার পড়তে পারো।
Download SSC 2026 Civics Final Suggestion
Final Words
Dear students, we hope you have understood about SSC Civics Final Suggestion 2026. If you study according to the above suggestion, hopefully you will be able to achieve good results in the exam. This suggestion is very important, so keep it in your notebook. To achieve good results in the exam, you first have to create a routine. You have to study according to the routine and also read this short suggestion of civics.
Many people find it very difficult to get an A+ in SSC. But compared to HSC, SSC is the easiest exam to get an A+. If you follow a few rules, you can easily get an A+ in the exam. If you like our suggestion, then don’t forget to share it with your friends. Then like you, they too can prepare well by watching this short suggestion. Best wishes to all of you.
