SSC Accounting Suggestion 2026 | এসএসসি হিসাববিজ্ঞান সাজেশন
Dear student brothers and sisters, the SSC exam of 2026 is ahead of you, which is an important study in your educational life. The task before the exam is to practice the lessons repeatedly, be confident and be free from worries. And you can be free from worries only when you have a reliable SSC Accounting Suggestion 2026. Through today’s article, we are going to give this suggestion.
We have already given several suggestions for the upcoming SSC exam. Today we brought Accounting. We believe that through suggestions, students can understand which chapters or questions are more important in the exam and how to prepare for them and get the maximum results in less time.
Read also: SSC Bangla 1st Paper Suggestion 2026
Following the suggestions speeds up the study during the exam, practice becomes more goal-oriented and reduces stress. Especially for those who suffer from lack of time or are a little weak, suggestions act as a guide.
SSC Accounting Suggestion 2026
সৃজনশীল অংশ
পূর্ণমান – ৭০
গুরুত্বপূর্ণ অংক
- ২য় অধ্যায় – লেনদেন
- ৩য় অধ্যায় – দু তরফা দাখিলা পদ্ধতি
- ৪র্থ অধ্যায় – মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন
- ৬ষ্ঠ অধ্যায় – জাবেদা
- ৭ম অধ্যায় – খতিয়ান
- ৯ম অধ্যায় – রেওয়ামিল
- ১০ম অধ্যায় – আর্থিক অবস্থার বিবরণী
হিসাববিজ্ঞানের এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানে তোমাদেরকে ৭০ নম্বরের উত্তর দিতে হবে। হিসাববিজ্ঞান বইয়ের বিভিন্ন অধ্যায় থেকে এখানে অংক আসবে। এটা সৃজনশীল অংশ হলেও এখানে মূলত অংক গুলোই থাকে সৃজনশীল আকারে। লেখার মত কোন প্রশ্ন এখানে থাকেনা। ২ঃ৩০ মিনিটের মধ্যে তোমাদেরকে এখান থেকে ৭ টি প্রশ্নের উত্তর দিতে হবে ১১ টির মধ্যে থেকে।
এক্ষেত্রে ক বিভাগ হতে দুইটি এবং খ বিভাগ থেকে যেকোনো ৫ টির উত্তর দিতে হবে। লেনদেন, দু তরফা দাখিলা পদ্ধতি, জাবেদা, খতিয়ান, রেওয়ামিল, আর্থিক বিবরণী তৈরি সহ অন্যান্য অধ্যায় গুলো দেখতে হবে। একইসাথে বিগত সালে যেসব প্রশ্ন এসেছিলো সেগুলো অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তবে ২০২৫ সালে যে প্যাটার্ন এ প্রশ্ন এসেছে সেই প্যাটার্ন এর বিপরীতে তোমাদেরকে পড়তে হবে। যে ধরণের অংক চলে এসেছে সেগুলো আসার সম্ভাবনা নেই বললেই চলে।
তবে সবথেকে ভালো প্রস্তুতির জন্য ২০২৫ এ চলে আসা অংক গুলোও করে রাখা ভালো। যেহেতু এই অংশে শুধু অংকই করতে হবে সেহেতু বেশি বেশি প্র্যাকটিস করা প্রয়োজন। আমাদের সাজেশন অনুসরণ করার পাশাপাশি তোমরা বোর্ড বই এবং গাইডের অংক গুলো নিয়মিত ভাবে প্র্যাকটিস করে যাবে। এছাড়া মডেল টেস্ট গুলোও প্র্যাকটিস করবে কারণ বিভিন্ন প্রশ্নে বিভিন্ন নতুন নতুন নিয়ম দেখতে পাবে, এসব নিয়মের অংক করা থাকলে ভয় অনেকটাই চলে যাবে।
বহু নির্বাচনী প্রশ্ন
পূর্ণমান – ৩০
অন্যান্য সাবজেক্টের মত এই অংশেও তোমাদেরকে ৩০ নম্বরের mcq প্রশ্নের উত্তর দিতে হবে ৩০ মিনিটের মধ্যে। প্রশ্নগুলোর প্রায় সবগুলোই সৃজনশীল আকারে আসবে। এখানে তোমরা যদি ভালো করতে চাও তাহলে বোর্ড বইয়ের প্রতিটি লাইন খুব ভালোভাবে পড়তে হবে কারণ সৃজনশীল mcqতে কখনও কখনও একাধিক উত্তর থাকে। বহু নির্বাচনী প্রশ্নে ৩০ এর মধ্যে ৩০ই পাওয়া সম্ভব যদি তোমাদের ভালো প্রস্তুতি থাকে। নিচে আমরা mcq অংশের জন্য কিছু প্রশ্ন দিচ্ছি উদাহরণ হিসেবে –
১। আধুনিক ব্যবসায়ের ভাষা বলা হয়-
i ব্যবস্থাপনাকে
ii কম্পিউটার বিজ্ঞানকে
iii হিসাববিজ্ঞানকে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও iii
২। ব্যবসায়ের লাভ-ক্ষতি ও আর্থিক অবস্থা কীভাবে জানা যায়?
ক) খরচের মাধ্যমে
খ) ক্রয়ের মাধ্যমে
গ) ব্যয় নিয়ন্ত্রনের মাধ্যমে
ঘ) ব্যয় বৃদ্ধির মাধ্যমে
৩। হিসাব সচেতনতা মানুষকে উদ্বুদ্ধ করে –
i সঞ্চয়ী ও মিতব্যয়ী হতে
ii নৈতিক চরিত্র গঠনে
iii আত্মবিশ্বাস ও আত্মনির্ভরশীলতা অর্জনে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii ও iii
গ) ii
ঘ) iii
৪। ব্যয়সায় প্রতিষ্ঠানে হিসাবরক্ষণ দ্বারা ব্যয় নিয়ন্ত্রণের পাশাপাশি রোধ করা সম্ভব হয়-
i প্রতিষ্ঠানের প্রতারণা
ii প্রতিষ্ঠানের জালিয়াতি
iii মুনাফা জাতীয় খরচ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) iii
গ) ii
ঘ) i
৫। মানুষ রশিতে গিট দিয়ে ফসল ও মজুদের হিসাব রাখা শিখল কবে?
ক) সভ্যতার সূচনাতে
খ) কৃষিকাজ আরম্ভ করার পর
গ) ব্যবসায়-বাণিজ্যে শুরুর পর
ঘ) বিনিময় প্রথা চালুর পর
৬। হিসাববিজ্ঞানের কর্মক্ষেত্রকে কী বলা হয়?
ক) আওতা
খ) পরিধি
গ) সীমা
ঘ) ক্ষেত্র
৭। ফলাফল নির্ণয় কী?
ক) হিসাববিজ্ঞানের উদ্দেশ্য
খ) হিসাববিজ্ঞানের আওতা
গ) হিসাববিজ্ঞানের প্রয়োজনীয়তা
ঘ) হিসাববিজ্ঞানের বিষয়বস্তু
৮। লুকা প্যাসিওলি পেশায় ছিলেন একজন-
ক) কৃষিবিদ
খ) হিসাব বিজ্ঞানী
গ) গণিতবিদ
ঘ) অর্থনীতিবিদ
৯। ব্যবসায়ের গতিপ্রকৃতি বোঝা যায় কোনটি নির্ণয়ের ফলে?
ক) ক্রয়বিক্রয় কাজ সমাধা করার মাধ্যমে
খ) লাভ-লোকসান নির্ণয়ের মাধ্যমে
গ) কর্মচারীদের বেতন বৃদ্ধি করার মাধ্যমে
ঘ) আর্থিক অবস্থা নিরূপণ করার মাধ্যমে
১০। হিসাবরক্ষণ দ্বারা বিকশিত হয়-
i সততা
ii প্রযুক্তি
iii দায়িত্ববোধ
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও iii
গ) ii
ঘ) iii
১১। আয়কর, মূল্য সংযোজন কর ও ব্যক্তিগত আয়কর প্রদানের জন্যে ব্যবহার করা হয় কোনটি?
ক) হিসাববিজ্ঞানের জ্ঞান
খ) আমদানি-রপ্তানির নীতি
গ) ব্যবসা-বাণিজ্য নীতিমালা
ঘ) সাধারণ শিক্ষার জ্ঞান
১২। ইতালির কোন শহরে সর্বপ্রথম দুতরফা দাখিলা পদ্ধতির প্রচলন করা হয়?
ক) রোম
খ) ভেনিস
গ) ভ্যাটিক্যান সিটি
ঘ) ফ্লোরেন্স
১৩। হিসাববিজ্ঞান-
i দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ কারণ এটি মানুষের মধ্যে মূল্যবোধ সৃষ্টি করে
ii ব্যবসায় প্রতিষ্ঠান ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার
iii বাংলাদেশ সরকার সকল ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য বাধ্যতামূলক করেছে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও ii
ঘ) iii
১৪। কারবারের ভবিষ্যত পরিকল্পনা প্রণয়ন করেন-
i মালিক
ii ব্যবস্থাপক
iii সরকার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
১৫। কিসে ব্যবসায় প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সম্ভব?
ক) সম্পদ ক্রয়ের ফলে
খ) সঠিক সিদ্ধান্ত নিলে
গ) ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে
ঘ) পণ্য ক্রয়ের দ্বারা
১৬। হিসাবের স্বচ্ছতা বৃদ্ধি দ্বারা কর্তব্যরত ব্যক্তির কোনটি বিকশিত হয়?
ক) দক্ষতা
খ) কর্মস্পৃহা
গ) যোগ্যতা
ঘ) দায়িত্ববোধ
১৭। আধুনিক হিসাববিজ্ঞানের প্রবর্তক কে?
ক) এল. সি. ক্রুপার
খ) এ. ডব্লিউ. জনসন
গ) লুকা প্যাসিওলি
ঘ) আর. এন. কার্টার
শুধুমাত্র প্রশ্নের ধরণ বুঝানোর জন্য এই প্রশ্নগুলো দেয়া হলো। তোমরা এগুলোও পড়ে রাখতে পারো। এগুলোর প্রতিটিই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিগত সালের mcq প্রশ্ন গুলো দেখলেই বুঝতে পারবে যে এগুলো একাধিকবার পরীক্ষার এসেছে।
Read also: SSC English 1st Paper Suggestion 2026
এসএসসি হিসাববিজ্ঞান সাজেশন ২০২৬ PDF
এসএসসি পরীক্ষার্থীরা, তোমরা এই সাজেশনের PDF পেয়ে যাবে। আমরা প্রতিটি সাজেশনেরই একটি করে পিডিএফ কপি দিয়ে থাকি যাতে শিক্ষার্থীরা এটি ডাউনলোড করে যেকোনো সময় এই অনুযায়ী পড়াশুনা করতে পারে। নিচে PDF এর লিঙ্কটি দিয়ে দিচ্ছি, তোমরা এটিতে ক্লিক করে ডাউনলোড করে নাও।
Download SSC Accounting Suggestion 2026
Conclusion
There is no substitute for practice to get good results in accounting. You have to do a lot of math. You have to make your hand fast by doing math. Apart from that, you have to prepare well for creative questions. To get A+, you have to answer all the questions in the exam and for this, follow our SSC Accounting Suggestion 2026. And 80% of students in accounting cannot do all the math. So the more you practice, the better you will be.
