HSC Chemistry 2nd Paper Suggestion 2026 (রসায়ন ২য় পত্র সাজেশন)
One of the most important subjects in the science department is chemistry. Many of you are afraid of the chemistry subject. Because chemistry is a relatively difficult subject compared to other subjects in the science department. Today’s article is very important for those who are HSC examinees and are worried about the chemistry subject in the exam. From this article, you can collect HSC Chemistry 2nd Paper Suggestion 2026. If you read this suggestion,
then you can achieve A+ in the exam with guarantee because all the questions that you are slow in the exam, in today’s article we will share that secret suggestion. Let’s not delay, let’s first see the importance of studying chemistry.
Read also: HSC Chemistry 1st Paper Suggestion 2026
However, if you study this subject with your heart, I hope you can achieve very good results in the exam. Chemistry is a subject where you can achieve good results even with very little study. If you study with a little intelligence, then there is no need to study much. You can download the pdf of the suggestion from here.
HSC Chemistry 2nd Paper Suggestion 2026
সৃজনশীল অংশ
পূর্ণমান – ৫০
গুরুত্বপূর্ণ অধ্যায়সমূহঃ
- ১ম অধ্যায়ঃ পরিবেশ রসায়ন
- ২য় অধ্যায়ঃ জৈব রসায়ন
- ৩য় অধ্যায়ঃ পরিমাণগত রসায়ন
- ৪র্থ অধ্যায়ঃ তড়িৎ রসায়ন
- ৫ম অধ্যায়ঃ অর্থনৈতিক রসায়ন
এইচএসসি রসায়ন পরীক্ষায় প্রতিবারই লক্ষ্য করা যায় যে কিছু নির্দিষ্ট অধ্যায় থেকে প্রশ্ন আসার হার অন্য অধ্যায়গুলোর তুলনায় অনেক বেশি। তাই অযথা পুরো বইয়ের প্রতিটি অধ্যায়ে সমান সময় না দিয়ে, যদি কৌশলগতভাবে শুধু গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো বেছে নিয়ে পড়াশোনা করা যায়, তবে তুলনামূলকভাবে কম সময় ব্যয় করেও ভালো ফলাফল অর্জন করা সম্ভব।
রসায়ন দ্বিতীয় পত্র পরীক্ষায় মোট ৮টি সৃজনশীল প্রশ্ন দেওয়া হবে, কিন্তু শিক্ষার্থীদের সেখানে উত্তর দিতে হবে মাত্র ৫টির। অর্থাৎ প্রশ্নপত্রে কিছুটা বেছে নেওয়ার সুযোগ থাকে। তাই যদি একজন শিক্ষার্থী যদি আমাদের দেয়া এই ৫টি অধ্যায় খুব ভালোভাবে প্রস্তুত করে রাখে, তবে সে সহজেই ওই ৫টি প্রশ্ন কমন পেয়ে উত্তর দিতে পারবে। এতে অন্য অধ্যায়গুলোতে খুব বেশি সময় না দিলেও পরীক্ষায় কাঙ্ক্ষিত নম্বর পাওয়া সম্ভব হবে।
পুরো বই মুখস্থ করার প্রয়োজন নেই; বরং সঠিক অধ্যায় বাছাই করে সেগুলো গভীরভাবে অনুশীলন করলেই অল্প পড়াশোনায় পরীক্ষায় কাঙ্ক্ষিত সাফল্য নিশ্চিত করা যায়। এভাবেই পরিকল্পিত পড়াশোনা পরীক্ষার প্রস্তুতিকে সহজ, কার্যকর এবং ফলপ্রসূ করে তোলে।
বহুনির্বাচনী অংশ
পূর্ণমান – ২৫
১। পর্যায় সারণিতে একই গ্রুপের উপাদানগুলোর বৈশিষ্ট্য কেন প্রায় একই হয়?
ক. একই ভর সংখ্যা থাকার কারণে
খ. একই ভ্যালেন্স ইলেকট্রন থাকার কারণে
গ. একই আয়নন শক্তি থাকার কারণে
ঘ. একই পারমাণবিক ভর থাকার কারণে
২। কোন মৌলের আয়নন শক্তি সবচেয়ে বেশি?
ক. Na
খ. K
গ. Cl
ঘ. F
৩। বয়েলের সূত্র অনুসারে, একটি গ্যাসের আয়তন অর্ধেক করলে তার চাপ হবে—
ক. দ্বিগুণ
খ. অর্ধেক
গ. চারগুণ
ঘ. অপরিবর্তিত
৪। স্ফটিক পদার্থের একটি বৈশিষ্ট্য হলো—
ক. অনিয়মিত গঠন
খ. নির্দিষ্ট গলনাঙ্ক
গ. অসীম আকার
ঘ. সংকুচনীয়
৫। পানি যখন বরফে পরিণত হয় তখন এর ঘনত্ব—
ক. বৃদ্ধি পায়
খ. হ্রাস পায়
গ. অপরিবর্তিত থাকে
ঘ. প্রথমে কমে পরে বাড়ে
৬। তাপ রসায়নের একক হলো—
ক. জুল
খ. নিউটন
গ. ক্যালোরি
ঘ. উভয় ক ও গ
৭। যদি ∆H ঋণাত্মক হয় তবে বিক্রিয়াটি—
ক. অন্তঃতাপীয়
খ. বহিঃতাপীয়
গ. নিরপেক্ষ
ঘ. স্বতঃস্ফূর্ত নয়
৮। রাসায়নিক সাম্যাবস্থা কেমন অবস্থা?
ক. শুধুই গতি স্থির থাকে
খ. সামনের ও পশ্চাৎ বিক্রিয়ার হার সমান থাকে
গ. পদার্থের ঘনত্ব সমান থাকে
ঘ. কোনো বিক্রিয়া আর ঘটে না
৯। যদি একটি সাম্য অবস্থায় গ্যাসীয় বিক্রিয়ার উপর চাপ বৃদ্ধি করা হয়, তবে সাম্য—
ক. বেশি অণু উৎপন্ন দিকে সরবে
খ. কম অণু উৎপন্ন দিকে সরবে
গ. অপরিবর্তিত থাকবে
ঘ. বিক্রিয়া বন্ধ হয়ে যাবে
১০। পারমাণবিক সংখ্যা ১৭ বিশিষ্ট মৌলটি হলো—
ক. অক্সিজেন
খ. ক্লোরিন
গ. সালফার
ঘ. আর্গন
১১। একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে—
ক. আয়নন শক্তি বৃদ্ধি পায়
খ. পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়
গ. ধাতব চরিত্র বৃদ্ধি পায়
ঘ. ইলেকট্রন সংখ্যা হ্রাস পায়
১২। STP তে ১ মোল গ্যাসের আয়তন কত?
ক. 22.4 L
খ. 1 L
গ. 2.24 L
ঘ. 0.224 L
১৩। ধাতব স্ফটিকের বৈশিষ্ট্য হলো—
ক. উত্তম বিদ্যুৎ পরিবাহী
খ. ভঙ্গুর
গ. উচ্চ দ্রাব্যতা
ঘ. স্বচ্ছ
১৪। যে বল অণুগুলোকে তরলে ধরে রাখে তা হলো—
ক. হাইড্রোজেন বন্ধন
খ. আয়নিক বন্ধন
গ. সমযোজী বন্ধন
ঘ. ধাতব বন্ধন
১৫। একটি বহিঃতাপীয় বিক্রিয়ায় ∆H এর মান কেমন হয়?
ক. ধনাত্মক
খ. ঋণাত্মক
গ. শূন্য
ঘ. পরিবর্তনশীল
১৬। 1 ক্যালোরি ≈ কত জুল?
ক. 2.18
খ. 3.14
গ. 4.18
ঘ. 10
১৭। কোন বিক্রিয়াটি সাম্য অবস্থায় পৌঁছাতে পারে না?
ক. N₂ + 3H₂ ⇌ 2NH₃
খ. H₂ + Cl₂ ⇌ 2HCl
গ. CaCO₃ → CaO + CO₂
ঘ. SO₂ + ½O₂ ⇌ SO₃
১৮। Le Chatelier’s Principle অনুযায়ী, তাপমাত্রা বৃদ্ধি করলে সাম্য—
ক. বহিঃতাপীয় বিক্রিয়ার বিপরীতে সরে
খ. অন্তঃতাপীয় বিক্রিয়ার বিপরীতে সরে
গ. সব বিক্রিয়ায় অপরিবর্তিত থাকে
ঘ. সব সময় বামদিকে সরে
১৯। মৌলের ভরসংখ্যা হলো—
ক. প্রোটন + নিউট্রন
খ. প্রোটন + ইলেকট্রন
গ. নিউট্রন + ইলেকট্রন
ঘ. প্রোটন সংখ্যা
২০। বাস্তব গ্যাস আদর্শ গ্যাস থেকে বিচ্যুত হয় কেন?
ক. গ্যাস কণার ভর নেই
খ. অণুগুলোর পারস্পরিক ক্রিয়া আছে
গ. আয়তন সর্বদা অপরিবর্তিত
ঘ. চাপ সর্বদা কম থাকে
২১। বরফ পানির উপর ভাসে কেন?
ক. কম তাপধারণ ক্ষমতা
খ. কম ঘনত্ব
গ. বেশি দ্রাব্যতা
ঘ. উচ্চতর স্ফুটনাঙ্ক
২২। স্ফটিক জালে আয়নগুলোকে ধরে রাখে কোন বল?
ক. সমযোজী
খ. আয়নিক
গ. ধাতব
ঘ. ভ্যান ডার ওয়ালস
২৩। যখন কোনো রাসায়নিক বিক্রিয়া থেকে তাপ শোষিত হয় তখন তাকে বলে—
ক. বহিঃতাপীয়
খ. অন্তঃতাপীয়
গ. সাম্যাবস্থা
ঘ. নিরপেক্ষ
২৪। Hess এর সূত্র কী নির্দেশ করে?
ক. তাপমাত্রা ধ্রুবক
খ. বিক্রিয়ার তাপ পথ নিরপেক্ষ
গ. চাপ ধ্রুবক
ঘ. আয়তন অপরিবর্তিত
২৫। সাম্য ধ্রুবকের মান কিসের উপর নির্ভর করে?
ক. চাপ
খ. আয়তন
গ. তাপমাত্রা
ঘ. অনুঘটক
প্রতিটি অধ্যায়ই মনোযোগ দিয়ে পড়তে হবে এবং বিশেষভাবে MCQ অংশে ভালো প্রস্তুতি নিতে হবে। লিখিত প্রশ্নের জন্য মোট ৫০ নম্বর থাকলেও এর পাশাপাশি ২৫ নম্বরের MCQ থাকবে। যদি MCQ অংশে অন্তত ২২ বা তার বেশি নম্বর অর্জন করা না যায়, তাহলে ভালো ফল করা কঠিন হয়ে যাবে। যদি তোমরা ভালো করে প্রিপারেশন নাও তাহলে ২৫ এ ২৫ ই পেতে পারো।
তাই প্রথমেই MCQ কে অগ্রাধিকার দিয়ে বাড়িতে ভালোভাবে অনুশীলন করতে হবে এবং প্রতিটি প্রশ্ন গভীরভাবে বুঝে পড়তে হবে। আশা করি এখন তোমরা বুঝতে পেরেছো এইচএসসি রসায়ন দ্বিতীয় পত্র পরীক্ষায় সীমিত পড়াশোনা করেও কীভাবে সঠিক কৌশল মেনে ভালো ফলাফল করা সম্ভব।
এরপর আছে ২৫ নম্বরের ব্যবহারিক।
HSC Chemistry 2nd Paper Suggestion 2026 PDF Download
তোমরা চাইলে এখনই আমাদের এই সাজেশনটি ডাউনলোড করে নিতে পারো। আমরা সব সাজেশনের ক্ষেত্রেই এটি করে থাকি শিক্ষার্থীদের সুবিধার্থে। এতে করে তাঁরা ডাউনলোড করা সাজেশনটি যেকোনো সময় যেকোনো জায়গায় বসেই পড়তে পারে। নিচে ডাউনলোড লিঙ্কটি দিয়ে দেয়া হলোঃ
Download HSC Chemistry 2nd Paper Suggestion PDF
Final Words
Dear students, today’s HSC Chemistry 2nd Paper Suggestion 2026 is shared for those who are students of the science department. I hope that through the above discussion you have understood about the chemistry 2nd paper suggestion. In today’s article, we have shared the HSC science department chemistry 2nd paper exam suggestion.
Earlier we shared the chemistry 1st paper suggestion. This website discusses suggestions for various subjects, so those who are students of the HSC 2026 batch should visit this website regularly. Download this suggestion quickly and start reading it quickly after seeing the suggestion.
