Economics Suggestion SSC 2026 (অর্থনীতি সাজেশন এসএসসি)
Good news for students of the humanities department! One of the requests of those of you who are going to sit for the 2026 SSC exam was the suggestion of Economics subject. So today Eassignment BD has come up with an Economics suggestion SSC 2026. Through this article, we will publish simple and short suggestions for the Economics exam. This suggestion has been prepared by analyzing the questions of the previous year’s board exams. So it is a very reliable suggestion for any board candidate.
Our suggestion is so simple and short that students can finish reading it in a short time. We have included only the important chapters in it. So you don’t have to worry about reading all the chapters, you will only have to read the specified few.
Read also: SSC History Suggestion 2026
If students read and practice this suggestion well, then you will definitely be able to achieve good results in the exam. We will also provide the PDF file of the suggestion here for you. So, without further delay, download the suggestion in PDF form and start preparing! We will also have important suggestions here.
Economics Suggestion SSC 2026
সৃজনশীল অংশ
পূর্ণমান – ৭০ (৫০ + ২০)
গুরুত্বপূর্ণ অধ্যায় সমূহ:
- অধ্যায় ২য়ঃ অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ
- অধ্যায় ৩য়ঃ উপযোগ, চাহিদা, শ্লোগান ও ভারসাম্য
- অধ্যায় ৪র্থঃ উৎপাদন ও সংগঠন
- অধ্যায় ষষ্ঠঃ জাতীয় আয় ও এর পরিমাপ
- অধ্যায় ৭মঃ অর্থ ও ব্যাংক ব্যবস্থা
- অধ্যায় ১০মঃ বাংলাদেশ সরকারের অর্থব্যবস্থা
এখানে তোমরা দেখতে পাচ্ছো যে আমরা অর্থনীতির মোট অধ্যায় থেকে মাত্র ৬ টি অধ্যায় দিয়েছি। তোমরা যারা A+ টার্গেট করেছো, তোমাদের এই কয়েকটি অধ্যায় থেকে প্রশ্ন পড়লেই যথেষ্ট হবে। এই অধ্যায় গুলোর প্রতিটিতে যতগুলো টপিক আছে তাঁর সবই পড়তে হবে। তোমরা হয়তো জানো যে এখন সৃজনশীল অংশের নম্বরও দুই ভাগে বিভক্ত থাকে। ৮ টি সৃজনশীল প্রশ্ন দেয়া থাকবে, তাঁর মধ্যে থেকে তোমাদেরকে ৫ টি প্রশ্ন লিখতে হবে।
এরপর থাকবে ১৫ টি সংক্ষিপ্ত প্রশ্ন। এখান থেকে ১০ টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান ০২। এই হচ্ছে তোমাদের সৃজনশীল অংশের ৭০ নম্বর। গাইড বই থেকে সৃজনশীল প্রশ্ন গুলো বেশি বেশি করে পড়তে হবে। তবে আমরা আশা করছি, এই কয়টি অধ্যায় থেকেই তোমরা সব প্রশ্ন কমন পেয়ে যাবে। যেহেতু আমরা অধ্যায় কমিয়ে দিয়েছি তাই এই অধ্যায় গুলোর কোনোটিই বাদ দেয়া যাবেনা।
বহুনির্বাচনী অংশ
পূর্ণমান – ৩০
১। ব্যবসায়ের সাফল্য নির্ভর করে কোনটির ওপর?
ক. সাংগঠনিক কাঠামো
খ. শ্রমিকের দক্ষতা
গ. ব্যবসায়ের প্রকৃতি
ঘ. ব্যবসায়ের আয়তন
২। ব্যবসায়ের মৌলিক ও প্রধান বিষয় কোনটি?
ক. সংগঠন
খ. ভূমি
গ. শ্রমিক
ঘ. মূলধন
৩। উপকরণ বাবদ ব্যয়ের অপর নাম কী?
ক. আর্থিক ব্যয়
খ. সামাজিক ব্যয়
গ. প্রকাশ্য ব্যয়
ঘ. প্ৰকৃত ব্যয়
৪। কোন ধরনের ব্যয় একটি মানবিক ধারণা?
ক. প্ৰকৃত
খ. আর্থিক
গ. সামাজিক
ঘ. প্রকাশ্য
৫। উৎপাদন ব্যয় সাধারণত কয় ধরনের?
ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. ছয়
৬। নিচের কোন ব্যয় টাকার অঙ্কে হিসাবযোগ্য নয়?
ক. প্রকৃত
খ. আর্থিক
গ. সামাজিক
ঘ. ব্যক্তিগত
৭। নিচের কোনটি উপকরণ ব্যয়?
ক. শ্রমিকের মজুরি
খ. মালিকের বেতন
গ. ভ্রমণের ব্যয়
ঘ. বিশ্রামের ব্যয়
৮। উৎপাদনের জন্য মানুষের ঘুম, আরাম ত্যাগ কোন ধরনের ব্যয়ের অন্তর্ভুক্ত?
ক. সামাজিক
খ. প্রকৃত
গ. আর্থিক
ঘ. প্রকাশ্য
৯। দ্রব্যের রূপ পরিবর্তনের মাধ্যমে কোন ধরনের উৎপাদন সৃষ্টি হয়?
ক. রূপগত
খ. স্থানগত
গ. সময়গত
ঘ. মালিকানাগত
১০। দুধ দিয়ে রসগোল্লা তৈরি কোন ধরনের উৎপাদন প্রক্রিয়ার উদাহরণ?
ক. রূপগত
খ. স্থানগত
গ. সময়গত
ঘ. সেবাগত
১১। ‘অর্থশাস্ত্র’ গ্রন্থের লেখক কে?
ক. এল রবিন্স
খ. স্যামুয়েলসন
গ. কৌটিলা
ঘ. অ্যাডাম স্মিথ
১২। কোন মহাদেশে ‘বাণিজ্যবাদের’ প্রসার ঘটে?
ক. এশিয়া
খ. ইউরোপ
গ. আফ্রিকা
ঘ. আমেরিকা
১৩। প্রথম দিকে অর্থনীতি বিষয় উপস্থাপন করেছে-
- অ্যাডাম স্মিথ
- রিকার্ডো
iii. জন স্টুয়ার্ট মিল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৪। মুদ্রাস্ফীতির সাথে বেকারত্বের সম্পর্ক কীরূপ?
ক. সমমুখী
খ. বিপরীতমুখী
গ. নিম্নমুখী
ঘ. উভয়মুখী
১৫ অর্থনৈতিক দ্রব্য আমরা কীভাবে পেয়ে থাকি?
ক. মূল্য প্রদান করে
খ. সময় ব্যয় করে
গ. শ্রম ব্যয় করে
ঘ. চাহিদার মাধ্যমে
১৬। যোগান বিধিটি কার দৃষ্টিকোণ হতে চিন্তা করা হয়?
ক. ক্রেতার
খ. ভোক্তার
গ. উৎপাদকের
ঘ. সঞ্চয়কারীর
১৭। অর্থনীতিতে উপযোগ সৃষ্টির প্রক্রিয়াকে কী বলে?
ক. চাহিদা
খ. ভোগ
গ. বণ্টন
ঘ. উৎপাদন
১৮। অর্থনীতিতে উৎপাদন বলতে কী বোঝায়?
ক. উপযোগ সৃষ্টি করা
খ. চাহিদা সৃষ্টি করা
গ. বিনিয়োগ সৃষ্টি করা
ঘ. যোগান সৃষ্টি করা
১৯। উৎপাদনের আদি ও মৌলিক উপকরণ কোনটি?
ক. মূলধন
খ. শ্ৰম
গ. ভূমি
ঘ. সংগঠন
২০। নিট রপ্তানিতে-
ক. আমদানি = রপ্তানি
খ. আমদানি – রপ্তানি
গ. রপ্তানি + আমদানি
ঘ. রপ্তানি – আমদানি
২১। একটি দেশ উন্নত না অনুন্নত তা কিসের ওপর নির্ভর করে?
ক. মাথাপিছু জিডিপি
খ. জিএনপি
গ. জিডিপি
ঘ. নিট জাতীয় আয়
২২। কোনটির ফলে GDP বৃদ্ধি পেতে পারে?
ক. নতুন আবিষ্কার
খ. দক্ষতার উন্নতি
গ. নতুন ডিজাইনের যন্ত্রপাতি
ঘ. সবগুলো
২৩। মুদ্রাস্ফীতির সাথে বেকারত্বের সম্পর্ক কীরূপ?
ক. সমমুখী
খ. বিপরীতমুখী
গ. নিম্নমুখী
ঘ. উভয়মুখী
২৪। অর্থনৈতিক দ্রব্য আমরা কীভাবে পেয়ে থাকি?
ক. মূল্য প্রদান করে
খ. সময় ব্যয় করে
গ. শ্রম ব্যয় করে
ঘ. চাহিদার মাধ্যমে
২৫। অর্থনৈতিক কাজ কোনটি?
ক. সন্তানের পরিচর্যা
খ. ছিনতাই করা
গ. শ্রমিকের কাজ
ঘ. শখ করে বাগান করা
২৬। যোগান বিধিটি কার দৃষ্টিকোণ হতে চিন্তা করা হয়?
ক. ক্রেতার
খ. ভোক্তার
গ. উৎপাদকের
ঘ. সঞ্চয়কারীর
২৭ অর্থনীতিতে উপযোগ সৃষ্টির প্রক্রিয়াকে কী বলে?
ক. চাহিদা
খ. ভোগ
গ. বণ্টন
ঘ. উৎপাদন
২৮ অর্থনীতিতে উৎপাদন বলতে কী বোঝায়?
ক. উপযোগ সৃষ্টি করা
খ. চাহিদা সৃষ্টি করা
গ. বিনিয়োগ সৃষ্টি করা
ঘ. যোগান সৃষ্টি করা
২৯। ‘ভিজিডি’ কর্মসূচি চালু রয়েছে কোন মন্ত্রণালয়ের অধীন?
ক. মহিলা ও শিশু বিষয়ক
খ. খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা
গ. সমাজকল্যাণ
ঘ. স্থানীয় সরকার
৩০। দারিদ্র্যের দুষ্টচক্র ধারণাটির প্রবর্তক কে?
ক. র্যাগনার নার্কস
খ. অ্যাডাম স্মিথ
গ. ডেভিড রিকার্ডো
ঘ. জে এম কেইন্স
৩০ টি বহুনির্বাচনী প্রশ্নের মধ্যে যদি তোমরা ৩০ টিরই সঠিক উত্তর দিতে চাপ তাহলে বেশি বেশি প্র্যাকটিস করার বিকল্প নেই। প্রশ্নের ধরণ বোঝাতে আমরা এখানে ৩০ টি নমুনা প্রশ্ন দিয়েছি। তোমরা বিগত সালের বোর্ড ভিত্তিক mcq প্রশ্ন গুলো বেশি বেশি প্র্যাকটিস করবে। এর আগে মূল বই খুব ভালো করে পড়ে নিবে। তাছাড়া তোমরা যখন সৃজনশীল প্রশ্ন পড়বে তখন একসাথে অনেক mcq এমনিতেই পড়া হয়ে যাবে। বহুনির্বাচনী তে ভালো করতে হলে প্রতিদিন নিয়ম করে কিছু কিছু প্র্যাকটিস করতে হবে। এভাবে দেখবে যে পরীক্ষার আগে mcq গুলো সব তোমাদের আয়ত্বের মধ্যে চলে এসেছে। মনে রাখবে প্র্যাকটিস ছাড়া mcq তে ভালো করা সম্ভব নয়।
এসএসসি অর্থনীতি সাজেশন ২০২৬ ডাউনলোড
ভালো করে প্রস্তুতি নিতে তোমাদেরকে অবশ্যই সাজেশনটি সর্বদা কাছে রাখতে হবে। যেহেতু আমরা pdf দিয়ে দিবো সেহেতু তোমরা এটি ডাউনলোড করে রাখলে যেকোনো সময়ই এটি অনুসরণ করে পড়াশুনা করতে পারবে। নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নাও।
Download Economics Suggestion SSC 2026
Final Words
Dear examinees, dear examinees, getting good marks in economics is quite easy. You can get it by studying a little carefully. There is still a lot of time for the 2026 SSC exam. So, during this time, our Economics suggestion SSC 2026 has been prepared with a combination of creative and multiple choice questions and answers for 100% preparation in economics.
If you want to do well in the economics exam, practice the questions given in this suggestion well for the final preparation at the last minute. To get A+ from the humanities department, you have to study quite carefully compared to others because everything here is theory. So, those of you who are hoping for A+, keep preparing according to our suggestion from now on. Best wishes to you all.
