class 4 admission test suggestion

৪র্থ শ্রেণির ভর্তি পরীক্ষার সাজেশন ২০২৬ ও নমুনা প্রশ্ন

প্রতিটি শিশুই সুপ্ত সম্ভাবনা নিয়ে জন্মায়, আর মানসম্মত শিক্ষা হলো সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার মূল চাবিকাঠি। বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ৫ম শ্রেণিতে ভর্তি হওয়া হাজারো শিক্ষার্থীর স্বপ্ন। ২০২৬ সালের ভর্তি পরীক্ষা এই স্বপ্ন পূরণের একটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা। এই লেখায় আমরা ৪র্থ শ্রেণির ভর্তি পরীক্ষার সাজেশন ২০২৬ ও নমুনা প্রশ্ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। আশা করি পুরো আলোচনায় আপনারা আমাদের সাথে থাকবেন যেহেতু এটি আপনার সন্তানের ভবিষ্যতের প্রশ্ন। 

আরও পড়ুনঃ ৩য় শ্রেণির ভর্তি পরীক্ষার সাজেশন ২০২৬ ও নমুনা প্রশ্ন

৪র্থ শ্রেণির ভর্তি পরীক্ষাঃ 

২০২৬ সালের ৪র্থ শ্রেণিতে ভর্তির জন্য প্রস্তুতি নেবার এখনই সময়। তাই শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদেরকে এখন থেকেই সচেতন হতে হবে এ ব্যাপারে। যথাযথভাবে প্রস্তুতি নিলেই শিক্ষার্থীরা তাঁদের কাঙ্ক্ষিত বিদ্যালয়ে ভর্তি হবার সুযোগ পাবে। তাই, এখন থেকেই সাজেশন অনুযায়ী পড়াশুনা শুরু করতে হবে। যেহেতু এখন ক্লাস ৩ এর ফাইনাল পরীক্ষা চলছে, তাই এটি শেষ হলেই ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। 

৪র্থ শ্রেণির ভর্তি পরীক্ষার সাজেশন ২০২৬ঃ 

প্রতিটি বিষয় থেকেই নিয়মিতভাবে প্রশ্ন আসে এবং ভর্তির প্রতিযোগিতায় এগিয়ে থাকতে হলে অবশ্যই বিষয়ভিত্তিক প্রস্তুতি অত্যন্ত জরুরি। তাই এখানে আমরা প্রতিটি বিষয়ের গুরুত্বপূর্ণ টপিক কীভাবে কার্যকরভাবে অনুশীলন করতে হবে সে সম্পর্কে গুরুত্বপূর্ণ সাজেশন তুলে ধরবো। 

বাংলা 

১. নিচের গদ্যাংশ পড়ে প্রশ্নের উত্তর দাও—

“রবি প্রতিদিন সকাল বেলা স্কুলে যায়। সে পড়তে খুব ভালোবাসে। ছুটির দিন সে বই পড়ে সময় কাটায়।”

ক) রবির অভ্যাস কী?

খ) রবি কোন সময়ে স্কুলে যায়?

গ) ছুটির দিনে সে কী করে?

২. সমার্থক শব্দ লিখো

আনন্দ –

দুঃখ –

৩. বাক্য গঠন করো

(ক) স্কুল

(খ) বন্ধু

ইংরেজি

Write the meanings (any 5):

– happy, small, far, book, clean, water

Fill in the blanks:

  1. a) He ___ to school every day. (go/goes)
  2. b) This is ___ apple. (a/an)

Make sentences:

– play, morning

Read the passage and answer:

“Rahim has a pet cat. The cat is very playful.”

  1. a) What does Rahim have?
  2. b) How is the cat?

গণিত 

345 + 567 = ?

900 – 456 = ?

25 × 14 = ?

96 ÷ 8 = ?

দুটি সংখ্যার গ.সা.গু নির্ণয় কর: ১২ এবং ১৮

একটি বর্গক্ষেত্রের বাহু ৬ সেন্টিমিটার। পরিসীমা কত?

একটি বইয়ের দাম ৮০ টাকা। রাহিম ৩টি বই কিনলে কত টাকা লাগবে?

সাধারণ জ্ঞান 

বাংলাদেশের রাজধানী কোথায়?

মানুষের শ্বাস নেওয়ার জন্য কী দরকার?

সৌরজগতের কেন্দ্র কোনটি?

Odd one out:

ক) গরু, ঘোড়া, মাছ

খ) লাল, নীল, কলম

৪র্থ শ্রেণির ভর্তি পরীক্ষার নমুনা প্রশ্নঃ 

ভর্তি পরীক্ষার প্রশ্নের ধরন সম্পর্কে আগেই পরিষ্কার ধারণা থাকা অত্যন্ত প্রয়োজন। আর এই প্রস্তুতিকে সফল ও বাস্তবসম্মত করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নমুনা প্রশ্ন। নিচের নমুনা প্রশ্নটি দেখে নিন। 

বাংলা (২০ নম্বর)

১। নিচের শব্দগুলো দিয়ে অর্থপূর্ণ বাক্য গঠন করো—

ক) সকাল

খ) বিদ্যালয়

৩। ‘দেশ’ শব্দটি দিয়ে একটি সুন্দর বাক্য লেখো।

সমার্থক শব্দ (২ নম্বর)

নিচের শব্দগুলোর সমার্থক লেখো—

ক) সুন্দর

খ) খুশি

৪।  বিরামচিহ্ন শুদ্ধ করো (২ নম্বর)

আমি আজ স্কুলে যাব তুমি কি যাবে

৫।  অনুচ্ছেদ রচনা (৪ নম্বর)

“আমার প্রিয় শিক্ষক” বিষয়ে ৬–৭ লাইনের একটি অনুচ্ছেদ লেখো।

ইংরেজি (২০ নম্বর)

১. Fill in the blanks (৪ নম্বর)

This is my ____ (book/banana).

He __ going to school. (is/are)

২. Make sentences (৪ নম্বর)

Write sentences with—

  1. a) Water
  2. b) Bird

৩. Opposite words (২ নম্বর)

  1. a) Big
  2. b) Happy

৪. Short composition (৪ নম্বর)

Write 5 lines about “My Best Friend.”

গণিত (৩০ নম্বর)

১. যোগ (৪ নম্বর)

456 + 289 = ?

২. বিয়োগ (৪ নম্বর)

800 – 475 = ?

৩. গুণ (৪ নম্বর)

35 × 6 = ?

৪. ভাগ (৪ নম্বর)

144 ÷ 12 = ?

৫. শব্দ সমস্যা (১০ নম্বর)

১। রনি ১৫টি কলম কিনল। তার বন্ধু তাকে আরও ১২টি কলম দিল। রনির মোট কলম কতটি?

২। একটি বাক্সে ২৪টি আপেল আছে। ৬ জন শিশুকে সমানভাবে দিলে প্রত্যেকে কয়টি আপেল পাবে?

সাধারণ জ্ঞান (১০ নম্বর)

১। বাংলাদেশের রাজধানীর নাম কী?

২। আমাদের জাতীয় ফুল কোনটি?

৩। সপ্তাহে কয় দিন?

৪। পানির রঙ কী?

৫। পৃথিবীর সবচেয়ে বড় নদীর নাম কী?

৪র্থ শ্রেণির ভর্তি পরীক্ষা শিক্ষার্থীদের শিক্ষাজীবনের প্রথম প্রতিযোগিতামূলক মূল্যায়ন। বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান—এই চারটি বিষয়ে ধারাবাহিক অনুশীলন করলে ভর্তি পরীক্ষায় সফল হওয়া শুধু সম্ভবই নয়, অনেক সহজও হয়ে যায়।

শেষ কথা

সঠিক প্রস্তুতি শুধু ভর্তিতে সফলতা এনে দেয় না, এটি ভবিষ্যতে আত্মবিশ্বাসী শিক্ষাজীবনের পথও সুগম করে। মনে রাখবেন, আজকের এই পরিশ্রম, শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা কখনোই বিফলে যায় না; বরং এখান থেকেই শুরু হয় আপনার স্বপ্নের বিদ্যালয়ে ভর্তির যাত্রা এবং একটি উজ্জ্বল ভবিষ্যতের শক্ত ভিত্তি।

Author

  • শারমিন সিমি একজন প্রতিশ্রুতিশীল শিক্ষিকা, যিনি বর্তমানে ঢাকা কলেজে শিক্ষকতা করছেন। তিনি অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন নিজ বিভাগে কৃতিত্বের সঙ্গে। শিক্ষাদানে তাঁর গভীর ভালোবাসা ও নিষ্ঠা তাঁকে শিক্ষার্থীদের প্রিয় করে তুলেছে।

    শিক্ষাক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগিয়ে তিনি ওয়েবসাইটে নিয়মিত শিক্ষাবিষয়ক তথ্য, পরামর্শ এবং অনুপ্রেরণামূলক লেখা প্রকাশ করেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *