class 3 bangla suggestion

এক কথায় প্রকাশ চতুর্থ শ্রেণি সাজেশন ২০২৫ – PDF ডাউনলোড

শিক্ষাজীবনের প্রাথমিক পর্যায় হলো চতুর্থ শ্রেণি, যেখানে শিক্ষার্থীরা প্রথমবারের মতো বড় পরিসরে ভাষা, ব্যাকরণ, গণিত, বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান বিষয়ে ভিত্তি তৈরি করে। তাই এই সময়ের পড়াশোনা যত সহজ ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায়, শিক্ষার্থীরা তত ভালোভাবে বিষয়গুলো আয়ত্ত করতে পারে।  প্রিয় শিক্ষার্থীরা, সামনেই তোমাদের বার্ষিক পরীক্ষা, তাই এখন থেকেই তোমাদের বিষয়ভিত্তিক প্রস্তুতি নিতে হবে। 

শিক্ষার্থী বা অভিভাবক যারাই আমাদের আজকের এই লেখাটি পড়ছেন তাঁদের জন্য এটি অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজ আমরা এক কথায় প্রকাশ চতুর্থ শ্রেণি সাজেশন ২০২৫সম্পর্কে এখানে জানাবো। এখানে আমরা সবথেকে গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ একত্র করেছি। আমরা আশা করছি, এই সাজেশনটি শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার পূর্বে প্রস্তুতি গ্রহণে সহায়তা করবে, যাতে তারা আত্মবিশ্বাসের সঙ্গে ভালো ফলাফল অর্জন করতে পারে।

আরও পড়ুনঃ Class 3 Book 2025 PDF | ৩য় শ্রেণীর বই

এককথায় প্রকাশ সাজেশন ২০২৫

আমাদের এই সাজেশন তৈরির প্রধান উদ্দেশ্য হলো চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনাকে সহজ ও সংক্ষিপ্ত করা। অনেক সময় শিক্ষার্থীরা পুরো বই পড়েও কোন অংশ বেশি গুরুত্বপূর্ণ তা বুঝতে পারে না। তাই সাজেশনটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে সবথেকে গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশগুলো একত্রে পাওয়া যায় এবং শিক্ষার্থী সহজেই বারবার রিভিশন দিতে পারে। ২০২৫ এর বার্ষিক পরীক্ষার জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। 

এককথায় প্রকাশঃ 

১) ছয়টি ঋতু- ষড়ঋতু

২) মধুময় যে মাস- মধুমাস

৩) যা সহ্য করা যায় না- অসহ্য

৪) ঝিরঝির করে পড়ে যে বৃষ্টি- ইলশেগুঁড়ি

৫) রূপার মতো রং যার,- রূপালি

৬) উত্তর দিক থেকে প্রবাহিত- উত্তরে

৭) দক্ষিণ দিক থেকে প্রবাহিত- দখিনা

৮) ভাগ্য সহায় যার- ভাগ্যবান

৯) লজ্জা বেশি যার- লাজুক

১০) ধূসর রং যার- ছাইরঙা

১১) দক্ষিণ দিক থেকে প্রবাহিত বাতাস- দখিনা হাওয়া

১২) হালকা ঝিরঝিরে বৃষ্টি- ইলশেগুঁড়ি

১৩) উত্তর দিক থেকে প্রবাহিত বাতাস- উত্তুরে হাওয়া

১৪) জিনিসপত্র কেনাবেচার জন্য যে হাটে যায়- হাটুরে

১৫) যিনি মিষ্টি বানান- ময়রা

১৬) ভনভন শব্দ করে ওড়া-ভনভনিয়ে

১৭) মানুষ কাঁধে বহন করে যে যান- পালকি

১৮) দ্রুত লয়ে হাঁটা- হনহন

১৯) দোকানে চাল, ডাল, তেল, লবণ বিক্রি করে যে- মুদি

২০) পরিশ্রমে কাতর যে- ক্লান্ত

২১) রাজার জন্য নির্মিত সিংহাসন- রাজসিংহাসন

২২) যিনি গোপনে খবর সংগ্রহ করেন- চর

২৩) যিনি সেনাদলের পতি (প্রধান)- সেনাপতি

২৪) মধু সংগ্রহ করে যে মাছি- মৌমাছি

২৫) যা গোচর নয় (জানা নয়)- অগোচর

২৬) যেখানে রাজার শাসন চালু আছে- রাজত্ব

২৭) নব বা নতুন অন্ন- নবান্ন

২৮) যে ঢাক জয়ের পর বাজানো হয়- জয়ঢাক

২৯) শিল্পদক্ষতাসম্পন্ন ব্যক্তি- শিল্পী

৩০) বিশেষরূপে খ্যাত বা প্রসিদ্ধ- বিখ্যাত

৩১) ভিক্ষার অভাব- দুর্ভিক্ষ।

৩২) পাখি-কীট-পতঙ্গ-জন্তু জানোয়ারের বাসস্থান- বাসা

৩৩) ঘাস বা পাতায় ছাওয়া দরিদ্রের ছোটো ঘর- কুঁড়েঘর

৩৪) ইটের তৈরি বাড়ি বা দালান -অট্টালিকা

৩৫) পরম ও গভীর সুখ -মহাসুখ

৩৬) সত্যতা নির্ণয়ে অনিশ্চয়তা -সন্দেহ

চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য একদিনে সব কিছু মুখস্থ করা বেশ কঠিন কাজ। তাই তাদের ধীরে ধীরে, নিয়মিতভাবে শেখানোই সবচেয়ে ফলপ্রসূ পদ্ধতি। প্রতিদিন সাজেশন থেকে মাত্র ৫ থেকে ৭টি এক কথায় প্রকাশ শেখানো যেতে পারে, যাতে তারা সহজে বুঝে নিতে পারে এবং মনে রাখতে পারে। পরের দিন সেই শেখা শব্দগুলো পুনরায় অনুশীলন করাতে হবে, যেন তারা ভুলে না যায়। এইভাবে নিয়মিত চর্চা করলে শব্দগুলো দীর্ঘমেয়াদে মস্তিষ্কে স্থায়ীভাবে গেঁথে থাকবে এবং পরীক্ষার সময় সহজেই মনে পড়বে।

আমাদের এই সাজেশনটি শুধু শিক্ষার্থীদের জন্য নয়, শিক্ষকদের জন্যও সহায়ক। শিক্ষকরা ক্লাসে শিক্ষার্থীদের শেখাতে এই সাজেশন ব্যবহার করে পাঠ পরিকল্পনা তৈরি করতে পারেন। শিক্ষকরা সাজেশন অনুযায়ী পাঠদান করলে তাতেও অনেকটা কম সময় লাগবে। 

এক কথায় প্রকাশ চতুর্থ শ্রেণি সাজেশন PDF 

চতুর্থ শ্রেণির এক কথায় প্রকাশ সাজেশন এর PDF ফাইলটি তাদের পড়াশোনাকে আরও সহজ ও সুশৃঙ্খল করে তুলবে। PDF আকারে সাজেশনটি থাকায় এটি মোবাইল, ট্যাব বা কম্পিউটার – যেকোনো ডিভাইসে সহজে পড়া যায় এবং প্রয়োজনমতো প্রিন্ট করে ব্যবহার করা যায়।

এক কথায় প্রকাশ চতুর্থ শ্রেণি সাজেশন ২০২৫PDF ডাউনলোড 

শেষ কথা

আশা করছি আমাদের এই এক কথায় প্রকাশ চতুর্থ শ্রেণি সাজেশন ২০২৫ শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের জন্য বেশ উপকারে আসবে। এক কথায় প্রকাশ এই প্রাইমারি লেভেল থেকেই সিলেবাসে রাখা হয়েছে কারণ এগুলো উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত নিয়মিত পরীক্ষায় আসে। এছাড়া বিভিন্ন চাকরির পরীক্ষায়ও এক কথায় প্রকাশ থেকে বেশ কয়েকটি প্রশ্ন আসে। তাই যদি ছোট থেকেই এগুলো পড়া হয় তাহলে পরবর্তী ক্লাস গুলোতেও তা সহায়ক হবে। 

Author

  • শারমিন সিমি একজন প্রতিশ্রুতিশীল শিক্ষিকা, যিনি বর্তমানে ঢাকা কলেজে শিক্ষকতা করছেন। তিনি অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন নিজ বিভাগে কৃতিত্বের সঙ্গে। শিক্ষাদানে তাঁর গভীর ভালোবাসা ও নিষ্ঠা তাঁকে শিক্ষার্থীদের প্রিয় করে তুলেছে।

    শিক্ষাক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগিয়ে তিনি ওয়েবসাইটে নিয়মিত শিক্ষাবিষয়ক তথ্য, পরামর্শ এবং অনুপ্রেরণামূলক লেখা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *