৩য় শ্রেণির ভর্তি পরীক্ষার সাজেশন ২০২৬ ও নমুনা প্রশ্ন
তৃতীয় শ্রেণিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাইলে একটি সাজেশন থাকা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ওয়েবসাইট থেকে সহজেই আপনারা খুব সহজেই এই সাজেশনটি পেয়ে যাবেন। এর মাধ্যমে পরীক্ষার্থীরা সহজেই বুঝতে পারবে যে, ভর্তি পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন আসে এবং স্কুলগুলো কোন বিষয়ে বেশি গুরুত্ব দেয়। আমরা আজ এখানে ৩য় শ্রেণির ভর্তি পরীক্ষার সাজেশন ২০২৬ ও নমুনা প্রশ্ন নিয়ে কথা বলবো। অতিরিক্তভাবে আমরা এখানে প্রয়োজনীয় কিছু পরামর্শও দিয়ে দিবো যাতে শিক্ষার্থীরা ধারনা পেতে পারে।
যদি আপনি এই সাজেশনটি সম্পূর্ণভাবে সমাধান করেন, তবে আশা করা যায় আপনার ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি সম্পূর্ণরূপে সম্পন্ন হবে। যেহেতু আপনি তৃতীয় শ্রেণিতে ভর্তি পরীক্ষার সাজেশন খুঁজছেন, তাই আমাদের আজকের এই পোস্টটি বিশেষভাবে আপনার জন্য তৈরি করা হয়েছে। আমরা এখানে সাজেশনের PDF লিঙ্কও দিয়ে দিবো যাতে আপনারা ডাউনলোড করে নিতে পারেন।
আরও পড়ুনঃ ৩য় শ্রেণির বার্ষিক পরীক্ষার সাজেশন ২০২৫
৩য় শ্রেণির ভর্তি পরীক্ষার সাজেশন ২০২৬
অনেক শিক্ষার্থী চেষ্টা করে দেশের খ্যাতনামা স্কুলগুলোতে ভর্তি হওয়ার জন্য। তবে এই স্কুলগুলোতে ভর্তি হওয়ার জন্য অবশ্যই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক। যে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় সফল হবে, কেবল তারাই এই স্কুলগুলোতে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। তাই পরীক্ষার আগে ভালোভাবে প্রস্তুতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূর্ণ মনোযোগ দিয়ে প্রস্তুতি নিলে আপনার ভর্তি পরীক্ষা ভালো হবে এবং চান্স পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।
সাজেশন – ১
বাংলা-১৫
১। শব্দার্থ লিখ:
বেলা, পোহানো, বাগ।
২। বাক্য রচনা কর।
পাহারাদার, মৌমাছি, শেফালি।
৩। যুক্তবর্ণ দিয়ে শব্দ তৈরি কর:
ষ্ট, ক্ষ, স।
৪। শূন্যস্থান পূরণ কর:
ক) বাংলাদেশ…….. দেশ।
খ) শালিকের ঝাঁক ……..করে।
গ) সুয্যি মামা জাগার আগে উঠব আমি……।
৫। প্রশ্নের উত্তর দাও:
ক) চাষি ভাই কী করেন?
খ) মা রাগ করে কী বলবেন?
গ) জলপরি কোথা থেকে উঠে এলো?
গণিত-২০
১। ক্রম অনুসারে সাজাও: ছোট থেকে বড়/বড় থেকে ছেটি:
২৩, ৩০, ২৯, ৩৭, ২১
খালি ঘর পূরণ কর:
ক) ৩৪+২৭ =
খ) ৮৪-৬৯ =
গ) ৬x৯=
ঘ) ৬৪ + ৮ =
২। একটি ঝুড়িতে ১০টি আম আছে। ৫টি বুড়িতে কয়টি আম আছে?
৩। হাসি ও সাথীর একত্রে ৩২টি মারবেল আছে। সাথী অপেক্ষা
হাসির ৮টি মারবেল কম আছে। কার কতটি মারবেল আছে?
৪। বিদ্যালয় থেকে বাড়ি যেতে মিনার ২০ মিনিট সময় লাগে।
যদি সে ৬:৩০ মিনিটে বাড়ি পৌছায় তবে কত সময়ে সে
তার বিদ্যালয় ত্যাগ করে?
ইংরেজি-১৫
- Word Meaning (শব্দার্থ লিখ):
Greetings, What, Ball.
- Make Sentences (বাক্য রচনা কর)।
What, Father, Big.
- Translate into English (ইংরেজিতে অনুবাদ কর):
- a) আমার বয়স আট বছর। b) আমি রেজা।
- c) আমি তৃতীয় শ্রেণিতে পড়ি।
- Re-arrange the Sentences (বাক্যগুলো সাজিয়ে লিখ):
- a) A boy is he. b) You who are.
- c) Blue the is sky.
- Fill in the blanks with appropriate word
(সঠিক শব্দ দ্বারা শুন্যস্থান পূরণ কর):
- a) This is —– apple.
- b) It —– a doll.
- c) I —– a boy.
সাজেশন ২
বাংলা-১৫
শব্দার্থ লিখ:
খোসা, লম্বাটে, বাঁকে বাঁকে।
■ যুক্তবর্ণ দিয়ে শব্দ তৈরি কর।
কৃ, ন্ন, চ্ছ।
■ “কাজের আনন্দ” কবিতাটির প্রথম দশ লাইন মুখস্ত লিখ।
■ “আমাদের জাতীয় কবি” সম্পর্কে ৫টি বাক্য লিখ।
গণিত-২০
■ ক্রম অনুসারে সাজাও: ছোট থেকে বড়/ বড় থেকে ছোট:
২৩, ৩০, ২৯, ৩৭, ২১
■ একটি শ্রেণিতে ৮টি বেঞ্চ আছে। প্রতিটি বেঞ্চে ৫ জন করে
বসতে পারে। তাহলে মোট কত জন বসতে পারে?
■ কোনো শ্রেণিতে ক শাখায় ৪২ জন ও খ শাখায় ৩৮ জন
ছাত্র-ছাত্রী আছে। ঐ শ্রেণিতে মোট কতজন ছাত্র-ছাত্রী আছে?
■ দাগ টেনে মিল কর:
কোণক
গোলক
ইংরেজি-১৫
১. Word Meaning (শব্দার্থ লিখ):
Cap, How, Kettle.
২. Make Sentences (বাক্য রচনা কর):
Square, Triangle, Circle.
৩. Translate into Bengali ( বাংলায় অনুবাদ কর):
- a) How old are you?
- b) I’m 8 years old.
- c) What’s your name?
- d) I’m not so fine.
৪. Re-arrange the sentences (বাক্যগুলো সাজিয়ে
লিখ):
- a) Drink water I.
- b) Red blood is.
- c) Egg this an is.
- d) This is what?
- e) Eat I meat.
এই সাজেশনটি বাংলাদেশে স্বনামধন্য স্কুলগুলোর ভর্তি পরীক্ষার সর্বশেষ প্রশ্ন কাঠামো বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে। এর মাধ্যমে আপনার সন্তান পরীক্ষার পরিবেশ এবং প্রশ্নের ধরন সম্পর্কে আগেভাগেই ধারণা পেতে পারে। তারা সীমিত সময়ের মধ্যে দ্রুত এবং সঠিকভাবে উত্তর দেওয়ার অভ্যাস গড়ে তুলতে পারে, যা ভর্তি পরীক্ষায় সফল হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
৩য় শ্রেণির ভর্তি পরীক্ষার নমুনা প্রশ্ন
৩য় শ্রেণির ভর্তি পরীক্ষার জন্য নমুনা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি শিক্ষার্থী এবং অভিভাবক উভয়ের জন্য পরীক্ষা প্রস্তুতির একটি কার্যকর হাতিয়ার হিসেবে কাজ করে। নমুনা প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থী সহজেই বুঝতে পারে যে, ভর্তি পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন আসে এবং এটি শিক্ষার্থীকে পরীক্ষার ধরন অনুযায়ী প্রস্তুতি নিতে সহায়তা করে।
নমুনা প্রশ্ন
বাংলা
১। কবির নামসহ “কাজের আনন্দ” কবিতার দ্বিতীয় স্তবকটি অবিকল লিখ।
২। শূন্যস্থান পূরণ কর।
ক) ছেলেমেয়েরা —– মাচ্ছে।
খ) গাছের মধ্যে —– বাসা।
৩। বাক্য গঠন কর।
শ্রম, সত্য, ব্যয়
৪। এলোমেলো শব্দ সাজিয়ে সঠিক বাক্য গঠন কর:
ক) শরে/ খেলবে/ তিথি/ পছন্দ।
খ) কঙ্কাবতী/ অমনি/ উঠল/ জেগে।
৫। মুক্তবর্ণ ভেঙে ২টি করে শব্দ লিখ।
প, স্ক
৬। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।
ক) কে শীতের সঞ্চয় খুঁজছে?
খ) স্কুলের পাশের দোকানির নাম কী?
গ) ‘সুন্দর’ এর বিপরীত শব্দ কী?
English-15
- Write last stanza of the rhyme “little seed”.
- Write word meaning and make sentences.
Seed, Frog, Jute, Word
- Re-arrange the letters to make word.
TAMHE, UFOR, MHTE, RATEC
- Fill in the missing letters.
B _ s _ d _ , D _ o _ , F _ r _ w _ l _ , N _ m _ _ _ _ .
- Do into English.
নৌকা, পিঁপড়া, এখন, বিদায়
- Translate into English.
ক) পাশের ছবিগুলোর নামগুলো লিখা।
খ) তুমি কী দেখ বল।
- How many people are there in the page of 15?
গণিত-২০
১৪। শূন্যস্থান পূরণ কর।
ক) +২ =৭৫১
খ) ৬৬ + = ৬৬১
গ) -১২ = ৩৮১
ঘ) ২০- = ০২১
নমুনা প্রশ্ন সমাধান করার সময় শিক্ষার্থী পরীক্ষার মতো পরিবেশে কাজ করার অভ্যাস তৈরি করতে পারে। এছাড়াও, ভর্তি পরীক্ষায় সাধারণত সময় সীমিত থাকে। নমুনা প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থী সীমিত সময়ের মধ্যে দ্রুত এবং সঠিকভাবে উত্তর দেওয়ার অভ্যাস অর্জন করতে পারে।
নমুনা প্রশ্ন সমাধান শিক্ষার্থীকে দুর্বল বিষয় চিহ্নিত করতেও সাহায্য করে। পরীক্ষার ধরণ, সময় এবং প্রশ্নের ধরন সম্পর্কে আগেভাগে ধারণা থাকায় শিক্ষার্থীর আত্মবিশ্বাস বৃদ্ধি পায়।
৩য় শ্রেণির ভর্তি পরীক্ষার সাজেশন ২০২৬ PDF
আমরা এই সাজেশনটির pdf ও দিয়ে দিতে চাই যেটা সচরাচর আমরা সব সাজেশনের ক্ষেত্রেই করে থাকি। PDF ফাইল থাকার ফলে সাজেশনটি দেখতে বা পড়তে সবসময় অনলাইনে আসার প্রয়োজন হয় না। এটি একবার ডাউনলোড করে রাখলেই বারবার দেখা যায়। যেহেতু ডিভাইসেই সাজেশনটি থাকছে সেহেতু যখন খুশি এটি দেখে পড়া সম্ভব। PDF এর লিঙ্কটি আমরা নিচে দিয়ে দিচ্ছি, এখানে ক্লিক করলেই ফাইলটি ডাউনলোড হয়ে যাবে।
ডাউনলোড ৩য় শ্রেণির ভর্তি পরীক্ষার সাজেশন ২০২৬ PDF
শেষ কথা
৩য় শ্রেণির ভর্তি পরীক্ষার সাজেশন ২০২৬ তে ধাপে ধাপে এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে শিক্ষার্থী কোন বিষয়ে কতটা সময় ব্যয় করবে এবং কোন বিষয়গুলোতে আরও প্র্যাকটিস দরকার, তা সহজে বুঝতে পারে। একইসাথে আমরা এখানে নমুনা প্রশ্নও দিয়েছি যাতে শিক্ষার্থীরা প্রশ্নের ধরন বুঝতে পারে। তাছাড়া অভিভাবক ও শিক্ষকদেরও সুবিধা হয় পরীক্ষার ধরন বুঝতে এবং তাঁরা তাঁদের সন্তানদের আরও ভালো প্রস্তুতিতে সাহায্য করতে পারে। আসছে বছর বিভিন্ন ক্লাসের ভর্তি পরীক্ষার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি শ্রেণির ভর্তির পরীক্ষার সাজেশন দিয়েছি আমাদের ওয়েবসাইট এ।
