৩য় শ্রেণির গণিত রচনা সাজেশন – বার্ষিক পরীক্ষা ২০২৫
তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গণিতের প্রশ্ন তাদের চিন্তাশক্তি, সমস্যা সমাধানের দক্ষতা এবং গাণিতিক জ্ঞানকে আরও সমৃদ্ধ করে তোলে। বার্ষিক পরীক্ষার আর বেশি দেরি নেই, তাই এখনই প্রস্তুতি নেওয়ার সঠিক সময়। তৃতীয় শ্রেণী ছোট ক্লাস হলেও এতে যে কম পড়াশুনা করতে হয় তা নয়। আজ আমরা গনিতের সাজেশন দিবো এখানে, যেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে গনিতের জন্য অনেকগুলো অংকই করতে হবে।
তবে আমরা পরিমাণে একটু কমিয়ে দিয়েছি। সাজেশন অনুযায়ী আপনি আপনার বাচ্চাকে এখন থেকেই ফাইনাল পরীক্ষার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত করতে পারবেন। আজ এখানে আমরা রচনামূলক অংশের সাজেশন দিবো।
সাজেশন তৈরি করার সময় আমরা একটি নির্দিষ্ট ক্রম অনুসরণ করেছি, যাতে শিক্ষার্থীরা ধাপে ধাপে শিখতে পারে। প্রথমে সহজ বিষয় যেমন সংখ্যা, স্থানীয় মান ও যোগ-বিয়োগ, এরপর গুণ-ভাগ, তারপর পরিমাপ ও সময়, এবং শেষে প্রয়োগমূলক ও সৃজনশীল সমস্যা অন্তর্ভুক্ত করা হয়েছে।
আরও পড়ুনঃ আমাদের বিদ্যালয় রচনা ৩য় শ্রেণি
৩য় শ্রেণির গনিত সাজেশন
৩য় শ্রেণির শিক্ষার্থীদের বয়স সাধারণত ৮ থেকে ৯ বছর। এই বয়সে তারা বাস্তব জিনিস দেখে, ছুঁয়ে এবং চিত্রের মাধ্যমে শেখায় বেশি আগ্রহী থাকে। তাই আমরা সাজেশনের প্রশ্নগুলো এমনভাবে তৈরি করেছি যাতে এগুলো বাস্তব জীবনের উদাহরণভিত্তিক এবং শিক্ষার্থীর দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত হয়। যেমন, “রিয়া প্রতিদিন ৮ পৃষ্ঠা করে পড়ে, ৫৬ পৃষ্ঠার বইটি শেষ করতে কত দিন লাগবে?” এ ধরনের প্রশ্ন শিশুদের বাস্তব জীবনের অভিজ্ঞতার সঙ্গে গণিতকে মেলাতে সাহায্য করে।
গনিত সাজেশন (রচনামূলক)
৮৪ পৃষ্ঠা
১. গুণ্য ও গুণক কি?
২. ৮৭×৫০ = কত?
৩. ৭৬ কে ২৮ দ্বারা গুণ করলে গুণফল কত হবে?
৪. ২৮৫ কে ৯২ দ্বারা গুণ করলে গুণফল কত হবে?
৫. ৭২০ ও ১৬ এর গুণফল কত?
৬. ২২৫ ও ৪৬ এর গুণফল কত?
৭. একটি সংখ্যার একক স্থানে ৩, দশক স্থানে ০ এবং শতক স্থানে ৫। সংখ্যাটিকে ৬ দ্বারা গুণ করলে গুণফল কত হবে?
৮. ১টি কলমের দাম ২০ টাকা হলে, ৩টি কলমের দাম কত?
৯. একটি বইয়ের দাম ২০ টাকা হলে, ৫টি বইয়ের দাম কত?
১০. ১টি বইয়ে ১২৫টি পৃষ্ঠা আছে। এরূপ ২৫টি বইয়ে কতটি পৃষ্ঠা আছে?
১১. একটি বাক্সে ১২০টি মার্বেল রাখা যায়। এরূপ ২৫টি বাক্সে কয়টি মার্বেল রাখা যায়?
১২. ২ হালি লেবুর দাম ২২ টাকা, ৪ হালি লেবুর দাম কত?
১৩. মাতার বয়স কন্যার বয়সের ৪ গুণ। কন্যার বয়স ১০ বছর হলে মাতার বয়স কত?
১৪. একটি শ্রেণিতে ৩০টি বেঞ্চ আছে। প্রতি বেঞ্চে ৪ জন করে শিক্ষার্থী বসলে শ্রেণিতে মোট কতজন শিক্ষার্থী আছে?
১৫. রাজিব সাহেব প্রতি মাসে ৯৫০ টাকা জমান। ১ বছরে তিনি কত টাকা জমান?
১৬. রেজা প্রতিদিন ৫৭৫ মিটার দৌড়ায়। সে ১ সপ্তাহে কত মিটার দৌঁড়ায়?
১৭. একটি পেনসিলের দাম ১২ টাকা হলে, ৫টি পেনসিলের দাম কত?
১৮. একটি কাঁঠালের দাম ১৫০ টাকা। এরূপ ১৫টি কাঁঠালের দাম কত?
১৯. ৪ টিতে ১ হালি। ৬ হালিতে কয়টি হবে?
২০. এক গুচ্ছে ৫ টি ফুল আছে। এরূপ ৮টি গুচ্ছে কয়টি ফুল থাকবে?
৯৯ পৃষ্ঠা
১. ২৭ কে ৯ দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে?
২. ৮টি আম দুইজনকে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে আম পাবে?
৩. ২০টি কলা ৫ জন শিশুকে দিলে প্রত্যেকে কয়টি করে কলা পাবে?
৪. ৫ কেজি চালের দাম ৩০০ টাকা। ১ কেজি চালের দাম কত?
৫. একটি আপেলের দাম ২৫ টাকা হলে, ২০০ টাকায় কতগুলো আপেল কেনা যাবে?
৬. ১ হালি ডিমের দাম ২৮ টাকা হলে ১ টি ডিমের দাম কত?
৭. একটি প্যাকেটে ৭টি বিস্কুট রাখা যায়। ২১৭টি বিস্কুট রাখাতে কয়টি প্যাকেট প্রয়োজন?
৮. ১ ডজন কলমের দাম ৬০ টাকা। ১টি কলমের দাম কত?
৯. ৫৫ জন শিক্ষার্থী ১১টি বেঞ্চে বসলে প্রত্যেক বেঞ্চে শিক্ষার্থীর সংখ্যা কত?
১০. দুই হালি ডিমের দাম ৮০ টাকা হলে একটি ডিমের দাম কত?
১১. ভাজক ৮, ভাগফল ৪০ ও ভাগশেষ ৫ হলে ভাজ্য কত?
১২. ভাজ্য ১৮৯, ভাজক ৫ এবং ভাগফল ৩৭ হলে ভাগশেষ কত?
১৩. রানারের বাবার কাছে ৫৪ টাকা আছে। সে তার পরিবারের প্রত্যেককে ৯ টাকা করে দিতে চাইলে কয় জনকে দেওয়া যাবে?
১৪. ২৫টি কলম ৫ জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দিতে চাইলে প্রত্যেকে কয়টি করে কলম পাবে?
১৫. ৯০ জন শিক্ষার্থীকে নিয়ে ৯টি দল গঠন করতে চাইলে প্রতি দলে কয়জন শিক্ষার্থী থাকবে?
১৬. নাহিদ ৩৬ টাকা দিয়ে কিছু ডিম কিনল। যদি ১টি ডিমের দাম ৪ টাকা হয়, তবে নাহিদ কয়টি ডিম কিনেছে?
১৭. প্রতিটি দলে ৯ জন করে শিক্ষার্থী নিয়ে দল গঠন করা হলো। যদি ৭২ জন শিক্ষার্থী থাকে, তবে কয়টি দল হবে?
১৮. মীম ৫৪ পৃষ্ঠার একটি বই পড়ছে। যদি সে এক দিনে ৯ পৃষ্ঠা পড়ে, এই বই পড়ে শেষ করতে তার কত দিন লাগবে?
১৯. ৩০ টাকা ৩ জনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলে, প্রত্যেকে কত টাকা করে পাবে?
২০. একটি বেঞ্চে ৫ জন বসে। ৪০ জনের জন্য কয়টি বেঞ্চের প্রয়োজন হবে?
২১. ৮টি কলার দাম ৭২ টাকা হলে ১টি কলার দাম কত?
২২. ৫টি চকলেটের দাম ৪০ টাকা হলে ১টি চকলেটের দাম কত?
২৩. ৭৮টি পেনসিল কিছু শিক্ষার্থীর মধ্যে এমনভাবে ভাগ করলে হবে যেন প্রত্যেকে ৬টি করে পায়। কতজন শিক্ষার্থীর মধ্যে পেনসিলগুলো ভাগ করা যাবে?
২৪. ৫৬টি আপেল ৮ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে চাইলে প্রত্যেকে কয়টি করে পাবে?
প্রতিদিন অন্তত ৩০ মিনিট করে আপনার বাচ্চাকে গনিত প্র্যাকটিস করাবেন আমাদের সাজেশন অনুযায়ী। এতে আপনার সন্তানের অনুশীলনের ধারাবাহিকতা বজায় থাকে, ভুলত্রুটি ধরা পড়ে, এবং ধীরে ধীরে আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। ফলে এটি শুধু পরীক্ষার প্রস্তুতির সাজেশন নয়, বরং শিশুদের গণিতভিত্তিক চিন্তা ও যুক্তিবোধ গঠনের একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা।
শেষ কথা
আশা করি আমাদের দেয়া ৩য় শ্রেণির গণিত রচনা সাজেশনটি আপনারা বুঝতে পেরেছেন। তৃতীয় শ্রেণীর বাচ্চারা অনলাইনে সাজেশন খুঁজতে পারেনা। তাই অভিভাবক হিসেবে আপনাকেই সাজেশন সংগ্রহ করে বাচ্চাকে সঠিক সময়ের মধ্যে প্রস্তুত করে দিতে হবে। এই সাজেশনটি অনেক কিছু বিশ্লেষণ করে প্রস্তুত করা হয়েছে, তাই এটি যথেষ্ট নির্ভরযোগ্য। আপনাকে আর কোন সাজেশন অনুসন্ধান করতে হবে না, এই একটি সাজেশনই কোমলমতি শিক্ষার্থীদের জন্য যথেষ্ট হবে বলে আমাদের বিশ্বাস।
