HSC Sociology 2nd Paper Suggestion 2026

HSC Sociology 2nd Paper Suggestion 2026 (সমাজবিজ্ঞান ২য় পত্র সাজেশন)

HSC Sociology 2nd Paper Suggestion 2026 is a very important subject for students. Sociology is a research science about human society, culture, change and development. Especially in the context of Bangladesh, studying sociology provides students with an opportunity to gain knowledge in real life.

Many times it is seen that students do not find the right direction for the exam even after reading the main textbook. Therefore, a specific and relevant suggestion makes their preparation easier. This suggestion will act as a guideline for the students, so that they can study by prioritizing important chapters, questions and topics. Students will not only have to read books, but also be aware of the contemporary social context. The right suggestions will make that path easier.

Read also: HSC Sociology 1st Paper Suggestion 2026

So in this article, we will discuss each chapter in detail step by step, highlight possible questions, give exam preparation strategies and clarify the issues with real examples from Bangladesh.

HSC Sociology 2nd Paper Suggestion 2026

সৃজনশীল অংশ

পূর্ণমান – ৭০ 

গুরুত্বপূর্ণ অধ্যায়সমূহঃ 

  • প্রথম অধ্যায়: বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার বিকাশ
  • তৃতীয় অধ্যায়: প্রত্নতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের সমাজ ও সভ্যতা 
  • চতুর্থ অধ্যায়: বাংলাদেশের নৃগোষ্ঠীর জীবনধারা 
  • পঞ্চম অধ্যায়: বাংলাদেশের অভ্যুদয়ের সামাজিক প্রেক্ষাপট
  • ষষ্ঠ অধ্যায়: বাংলাদেশের গ্রামীণ ও শহুরে সমাজ 
  • দশম অধ্যায়: বাংলাদেশের সামাজিক উন্নয়ন 

বিগত বছরের পরীক্ষা প্রশ্নপত্র পর্যালোচনা করলে বোঝা যায়, প্রশ্নের ধরনে সামান্য ভিন্নতা থাকলেও মূল লক্ষ্য একই থাকে। তাই তোমাদের প্রশ্নের ধরন নিয়ে মাথা ঘামাতে হবেনা। তোমরা শুধু সাজেশনে উল্লেখ করা অধ্যায়গুলো ভালোভাবে পড়ো। তোমরা সাজেশনটি লক্ষ্য করলেই দেখবে যে এখানে আমরা অনেক অধ্যায় কমিয়ে দিয়েছি। এই কয়েকটি অধ্যায় তোমাদের প্রস্তুতিতে আরও সহজ করে তুলবে। তোমাদের জন্য আরও ভালো খবর হচ্ছে এই অধ্যায়গুলো থেকে সব টপিক পড়ার প্রয়োজন নেই। যেমন তৃতীয় অধ্যায় থেকে আংশিক পড়লেই হবে। চতুর্থ অধ্যায় থেকেও আংশিক পড়তে হবে। একইভাবে ষষ্ঠ ও দশম অধ্যায় থেকেও সব টপিক পড়ার কোন প্রয়োজন নেই। এভাবে পড়লে তোমরা অল্প সময়ের মধ্যেই সাজেশনটি শেষ করতে পারবে এবং রিভিশনও দিতে পারবে।

বহুনির্বাচনী অংশ

পূর্ণমান – ৩০ 

১. ‘আকবরনামা’ গ্রন্থের লেখক কে?

ক. আল-বেরুনী

খ. সম্রাট আকবর

গ. আবুল ফজল

ঘ. রাজা রামমোহন রায়

২. সামাজিক বিজ্ঞানের জন্ম হয়েছে-

ক. সমাজচর্চার মাধ্যম

খ. ধর্মচর্চার মাধ্যমে

গ. জ্ঞানচর্চার মাধ্যমে

ঘ. বিজ্ঞানচর্চার মাধ্যমে

৩. সমাজবিজ্ঞানের ভিত্তি রচনায় অবদান রাখেন-

ক. জে.এস. মিল

খ. উইলসন

গ. অধ্যাপক বার্জেস

ঘ. কঁদরসে

৪. বাংলাদেশে সমাজবিজ্ঞান চালু হয়-

i. ১৯৫৬-৫৭ শিক্ষাবর্ষে

ii. ১৯৫৭-৫৮ শিক্ষাবর্ষে

iii. ১৯৫৭ সালে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. ii ও iii

গ. i ও ii

ঘ. i, ii ও iii

৫. সভ্যতা কোথায় গড়ে উঠে?

ক. একটি গোত্রে

খ. একটি নির্দিষ্ট অঞ্চলে

গ. একটি সংগঠনে

ঘ. একটি পরিবারে

৬. জাভা মানব কোন দেশে পাওয়া যায়?

ক. চীনে

খ. জাপানে

গ. মালয়েশিয়া

ঘ. ইন্দোনেশিয়া

৭. সর্বপ্রথম পাথর ঘষে আগুন আবিষ্কার করে কোন ধরনের মানুষ?

ক. নিয়ানডারথাল

খ. হাইডেলবার্গ

গ. ক্রোম্যাগনন

ঘ. পিকিং 

৮। প্রতিটি মানুষ কোন গোষ্ঠীর সদস্য?

ক. মানবীয় গোষ্ঠী

খ. জীব গোষ্ঠী

গ. নৃগোষ্ঠী

ঘ. রাজ গোষ্ঠী

৯। বিজয়গিরি ছিলেন-

ক. সেনাপতি

খ. রাজা

গ. প্রধানমন্ত্রী

ঘ. কোতোয়াল

১০। বাঙালি ও পাহাড়িদের মধ্যে দৃশ্যত পার্থক্য হলো-

i. দৈহিক

ii. প্রথাগত

iii. বাচনিক

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. ii ও iii

গ. i ও ii

ঘ. i, ii ও iii

১১। ১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে কারা বিজয়ী হয়?

ক. যুক্তফ্রন্ট

খ. মুসলিম লীগ

গ. আওয়ামী লীগ

ঘ. কংগ্রেস

১২। স্থলবাহিনীতে পশ্চিম পাকিস্তানি ছিল কত ভাগ?

ক. ৯০%

খ. ৯২%

গ. ৯৫%

ঘ. ৯৭%

১৩। কারবারির তত্ত্বাবধানে চাকমা চাকমা সদস্যরা একসাথে যেসব কাজে অংশ নেয়-

i. বৈবাহিক অনুষ্ঠান

ii. কৃষিকাজ

iii. রাজনৈতিক অনুষ্ঠান

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

১৪। ‘আচ্ছিক’ ও ‘লামদানী’ নামে গোত্র দুটি যে নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত—

ক. চাকমা

খ. রাখাইন

গ. গারো

ঘ. মনিপুরী

১৫। গারো পুরুষ ও মহিলাদের শারীরিক গঠন কী রকম?

ক. লম্বা চওড়া

খ. ছোটখাটো

গ. চ্যাপ্টা

ঘ. হালকাপাতলা

১৬। বাংলাদেশ একটি-

ক. গ্রামপ্রধান দেশ

খ. শহরপ্রধান দেশ

গ. নগরপ্রধান দেশ

ঘ. শিল্পপ্রধান দেশ

১৭। জনসংখ্যার ঘনত্ব কোন সমাজে বেশি?

ক. উপজাতি সমাজে

খ. গ্রামীণ সমাজে

গ. শহর সমাজে

ঘ. শিল্প সমাজে 

১৮। শহরের বহু তলাবিশিষ্ট একাধিক বাড়ির মলিক কোন শ্রেণির অন্তর্ভুক্ত?

ক. উচ্চবিত্ত

খ. নিম্নবিত্ত

গ. মধ্যবিত্ত

ঘ. নিম্নমধ্যবিত্ত

১৯। বাংলাদেশের শহর ক্ষমতা কাঠামোর অন্যতম প্রকৃতি কোনটি?

ক. সম্পত্তি

খ. শিক্ষাগ

গ. পেশা

ঘ. জেন্ডার

২০। বাংলাদেশের সমাজব্যবস্থার ধারা কয়টি?

ক. দুটি

খ. তিনটি

গ. চারটি

ঘ. পাঁচটি

২১। কোন বিশ্বাস গ্রামবাসীর মধ্যে অত্যন্ত প্রবল?

ক. রাজনৈতিক বিশ্বাস

খ. ধর্মীয় বিশ্বাস

গ. আত্মবিশ্বাস

ঘ. উপরের সবই সঠিক

২২। সরকারি মালিকানাধীন অর্থ ব্যবস্থাপনায় পরিচালিত হয়-

i. শিল্পকারখানা

ii. ব্যাংক

iii. বিমা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

২৩। সমাজে পুরুষের পাশাপাশি কাদের অংশগ্রহণ নারী খুবই গুরুত্বপূর্ণ?

ক. শিশুর

খ. শিক্ষকের

গ. নারীর

ঘ. কৃষকের 

২৪। সামাজিক উন্নয়ন কোনটিকে নির্দেশ করে?

ক.সমাজের সার্বিক কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক পরিবর্তনকে

খ. শিক্ষার অগ্রগতিকে

গ নারীর ক্ষমতায়নকে 

ঘ. রাজনৈতিক স্থিতিশীলতাকে

২৫। সরকারি পতিত জমিতে কোন বেসরকারি সংস্থা সবচেয়ে বেশি বৃক্ষরোপণ করেছে?

ক. আশা

খ. ব্র্যাক

গ. গ্রামীণ ব্যাংক

ঘ প্রশিকা

২৬। BARD কোন জেলায় অবস্থিত?

ক. বগুড়া

খ. রাজশাহী

গ কুমিল্লা

ঘ. রংপুর

২৭। ‘স্বনির্ভর আন্দোলন’ কোন ধরনের সংস্থা?

ক জাতীয়

খ. সাংস্কৃতিক

গ. বেসরকারি

ঘ. আন্তর্জাতিক

২৮। সরকারি সংস্থার বৈশিষ্ট্য কোনটি?

ক. জাতীয় বা আঞ্চলিকভাবে সেবামূলক

খ. উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিয়োজিত

গ সাধারণ জনগণের কাছে দায়বদ্ধতা

ঘ. স্বল্পপরিসরে কর্ম এলাকা বিদ্যমান

২৯। সামাজিক উন্নয়ন মূলত একটি—

ক. সামাজিকীকরণ প্রক্রিয়া

খ পরিবর্তন প্রক্রিয়া

গ. রাজনৈতিক প্রক্রিয়া

ঘ. ধর্মীয় প্রক্রিয়া

৩০। সমন্বিত পল্লী উন্নয়ন কর্মসূচি কবে গ্রহণ করা হয়?

ক ১৯৭০

খ. ১৯৮২

গ. ১৯৮৫

ঘ. ১৯৯০

এখানে আমরা ৩০ টি mcq প্রশ্ন উল্লেখ করেছি ঠিক যেভাবে পরীক্ষায় আসে। MCQ প্রশ্নের আসলে কোন সাজেশন হয় না, তাই এখানে তোমাদেরকে অধ্যায়গুলো খুব ভালোভাবে পড়তে হবে। এক্ষেত্রে কোন অধ্যায়ের আংশিক পড়লে হবেনা। মূল বই ভালোভাবে পড়ার পর গাইড বই থেকে প্রশ্ন আকারে থাকা সৃজনশীল প্রশ্ন গুলো পড়ে নিতে হবে। এছাড়া বিগত সালের প্রশ্ন গুলো মোটেও বাদ দেয়া যাবেনা। এভাবে পড়লে mcq প্রশ্ন কমন না আসার কোন কারণই থাকেব না। 

HSC Sociology 2nd Paper Suggestion 2026 PDF

আমরা চাই আমাদের দেয়া সাজেশনটি সর্বদা তোমরা তোমাদের কাছে রাখো, এর ফলে তোমাদের পড়ার আগ্রহ আরও বাড়বে। এজন্য আমরা প্রতিটি সাজেশনের একটি করে pdf দিয়ে রাখি। তোমরা এটি ডাউনলোড করে রাখলে যখন যেখানে খুশি বসেই এটি দেখে পড়াশুনা করতে পারবে। নিচের লিঙ্কটি থেকে ডাউনলোড করে নাও। 

Download HSC Sociology 2nd Paper Suggestion 2026 PDF

Final Words

In this article, we have highlighted all the chapters according to HSC Sociology 2nd Paper Suggestion 2026. Important topics, possible questions and real examples of Bangladesh have been highlighted for each chapter. If students study regularly according to this suggestion, prepare notes, solve previous question papers and answer by including real examples, then they will easily be able to achieve good results in the exam. 

So, this suggestion is not just a guide for students, it is absolutely necessary for exam preparation and understanding real society. To make your search easier, we have shared some important sociology chapters and MCQ questions in this post. You will benefit from reading them. So without further delay, download the question papers from below now.

Author

  • শারমিন সিমি একজন প্রতিশ্রুতিশীল শিক্ষিকা, যিনি বর্তমানে ঢাকা কলেজে শিক্ষকতা করছেন। তিনি অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন নিজ বিভাগে কৃতিত্বের সঙ্গে। শিক্ষাদানে তাঁর গভীর ভালোবাসা ও নিষ্ঠা তাঁকে শিক্ষার্থীদের প্রিয় করে তুলেছে।

    শিক্ষাক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগিয়ে তিনি ওয়েবসাইটে নিয়মিত শিক্ষাবিষয়ক তথ্য, পরামর্শ এবং অনুপ্রেরণামূলক লেখা প্রকাশ করেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *