SSC Business Entrepreneurship Suggestion 2026 (ব্যবসায় উদ্যোগ সাজেশন)
Business Entrepreneurship is considered a very important subject for commerce students. So, for the best preparation of those of you who are going to appear for the 2026 SSC exam, you have to study according to the syllabus and suggestions from now on. We have prepared a very reliable SSC Business Entrepreneurship Suggestion 2026 for you.
Apart from this, you do not need to read any other suggestions. We have made it as short as possible, so that you can finish it in less time and read it again and again. We have prepared this suggestion based on previous year questions and other topics. So, no matter which board you take the exam from, everyone can follow this one suggestion.
Read also: Islam & Moral Education Suggestion 2026
So let’s see what is in our suggestion today. Earlier, we had published some more subject suggestions for the business branch, which you can get on our website. We will try to give suggestions for all the subjects. Moreover, our most convenient feature is that we also provide PDF copies of the suggestions so that you can download them.
SSC Business Entrepreneurship Suggestion 2026
সৃজনশীল অংশ
পূর্ণমান – ৭০ (৫০+২০)
- ১ম অধ্যায়ঃ ব্যবসায় পরিচিতি
- ২য় অধ্যায়ঃ ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা
- ৪র্থ অধ্যায়ঃ মালিকানার ভিত্তিতে ব্যবসায়
- ৬ষ্ঠ অধ্যায়ঃ ব্যবসায় পরিকল্পনা
- ৮ম অধ্যায়ঃ ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা
- ৯ম অধ্যায়ঃ বিপনন
এখানে আমরা মাত্র ৬ টি অধ্যায় উল্লেখ করেছি যেগুলো তোমাদেরকে পরীক্ষার জন্য পড়তে হবে। এই অধ্যায়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আমাদের পরামর্শ থাকবে তোমরা এই অধ্যায় গুলো থেকে কনকিছু বাদ দেবে না কারণ আমরা তোমাদের সিলেবাস কমিয়ে দিয়েছি। এই অধ্যায় গুলো খুব ভালো ভাবে পড়তে হবে যেহেতু প্রশ্ন মোট তিনভাবে আসবে। সৃজনশীল প্রশ্ন লিখতে হবে ৫ টি এবং সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে হবে ১০ টি।
তাহলে এখানে তোমাদের (৫০+২০) ৭০ নম্বরের উত্তর লিখতে হবে। আর এই ৭০ নম্বরের জন্য প্রতিটি অধ্যায় খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার কোন বিকল্প নেই। গ্রুপ সাবজেক্ট গুলোতে যদি এ+ পাওয়া যায় তাহলে অন্যান্য সাবজেক্ট মিলে এ+ পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। তাই মূল বই পড়ার পর তোমাদেরকে গাইড থেকে সৃজনশীল প্রশ্ন পড়তে হবে, সাথে বিগত সালের প্রশ্নসমূহও।
বহুনির্বাচনী অংশ
পূর্ণমান – ৩০
১। ঝুঁকি আছে জেনেও লাভের আশায় কষ্টসাধ্য কাজে হাত দেওয়াকে কী বলা হয়?
ক. উদ্যোক্তা
খ. উদ্যোগ
গ. শিল্পোদ্যোগ
ঘ. ব্যবসায়
২। কোনটি ব্যবসায় উদ্যোগমূলক কর্মকাণ্ড
ক. বিনোদনের উদ্দেশ্যে গান করা
খ. জনসেবার উদ্দেশ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ
গ. শিক্ষকতার মাধ্যমে অর্থ উপার্জন
ঘ. ওষধের দোকান
৩। যেকোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে কিসের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ?
ক. উদ্যোগ ও উদ্যোক্তা
খ. ব্যবসায় উদ্যোগ
গ. অর্থ
ঘ. কৃষি
৪। ব্যবসায় উদ্যোগ এর ইংরেজি প্রতিশব্দ কী?
ক. Enterpreneurshep
খ. Entrepreneurship
গ. Entrepreneur
ঘ. Extrepreneur
৫। যিনি ব্যবসায় উদ্যোগ গ্রহণ করেন তাকে বলা হয়-
ক. উদ্যোক্তা
খ. ব্যবসায় উদ্যোক্তা
গ. কর্মঠ
ঘ. মালিক
৬। ব্যবসায় উদ্যোগ বলতে বোঝায়-
ক. ব্যবসার প্রতি আগ্রহ
খ. ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন
গ. ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপনের জন্য গৃহীত কার্যক্রম
ঘ. ব্যবসায় পরিচালনা
৭। উদ্যোগ কী?
ক. কোনো কাজ শুরু করার প্রাথমিক প্রচেষ্টা
খ. ব্যবসায় স্থাপনের কার্যক্রম গ্রহণ
গ. ব্যবসার জন্য অর্থসংস্থান
ঘ. পণ্য বাজারজাতকরণের কার্যক্রম
৮। জনাব তামিম গত ঈদে ‘তামিম ক্ল স্টোর’ নামে একটি পোশাকের দোকান দিলেন। এটি কী হিসেবে পরিচিত হবে?
ক. উদ্যোগ
খ. ব্যবসায় উদ্যোগ
গ. জনসেবা
ঘ. মৌসুমি উদ্যোগ
৯। বিদ্যালয় পরিষ্কার রাখার চেষ্টা কী?
ক. উদ্যোগ
খ. শিল্প উদ্যোগ
গ. ব্যবসায় উদ্যোগ
ঘ. সমাজসেবার উদ্যোগ
১০। বাঁশ বা বেতের সামগ্রী তৈরি করে বিক্রয়ের জন্যে দোকান স্থাপন করে লাভজনকভাবে ব্যবসায় পরিচালনা করলে তাকে কী বলে?
ক. উদ্যোগ
খ. ব্যবসায় উদ্যোগ
গ. উদ্যোক্তা
ঘ. ব্যবসায় উদ্যোক্তা
১১। নিচের কোনটি ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্য?
ক. পণ্য বা সেবা
খ. উদ্যোগ
গ. চিন্তা-ভাবনা
ঘ. ঋণ
১২ ব্যবসায় উদ্যোগের মাধ্যমে একজন উদ্যোক্তা কি উন্নয়ন করতে পারে?
ক. মানবসম্পদ
খ. শ্রমিক
গ. দক্ষতা
ঘ. প্রতিষ্ঠান
১৩। উদ্যোক্তাগণ জন্মগতভাবেই কী?
ক. শিল্পোদ্যোক্তা
খ. উদ্যোক্তা
গ. বিজ্ঞানী
ঘ. কৌতূহলী
১৪। উদ্যোক্তা কীভাবে সৃষ্টি হয়?
ক. ব্যক্তিগত নৈপুণ্যের দ্বারা
খ. জন্মগতভাবে
গ. শিক্ষা, প্রশিক্ষণ এবং সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে
ঘ. উদ্যমহীন ব্যক্তিকে অনুপ্রাণিত করে
১৫। কঠোর পরিশ্রম করা উদ্যোক্তার কী?
ক. বৈশিষ্ট্য
খ. গুণাবলি
গ. ব্যবসায় উদ্যোগ
ঘ. শিল্প উদ্যোগ
১৬। ব্যবস্থাপনার কৌশল সম্পর্কে কে গভীর জ্ঞান রাখেন?
ক. উদ্যোক্তা
খ. ব্যবসায় উদ্যোক্তা
গ. শিল্প উদ্যোক্তা
ঘ. সফল উদ্যোক্তা
১৭। ব্যবসায় থেকে প্রত্যাশিত মুনাফা অর্জনের অনিশ্চয়তাকেই ব্যবসায়ের কী বলে গণ্য করা হয়?
ক. কৃতিত্ব
খ. সাহস
গ. উদ্যম
ঘ. ঝুঁকি
১৮। কোন শক্তির বলে উদ্যোক্তা উৎপাদন প্রক্রিয়ার নতুন উন্নয়ন কৌশল গ্রহণ করেন?
ক. সৃজনশীলতা
খ. উদ্ভাবনী শক্তি
গ. ঝুঁকিগ্রহণ
ঘ. সংবেদনশীলতা
১৯। শিল্প উদ্যোগের নব দিগন্ত উন্মোচন করেন কে?
ক. উদ্যোক্তা
খ. উদ্যোগ
গ. সরকার
ঘ. ব্যাংক
২০। উদ্যোক্তা কোন ধরনের কাজ করতে বেশি আনন্দ পান?
ক. পিছিয়ে পড়া
খ. পুরোনো
গ. চ্যালেঞ্জমূলক
ঘ. নতুন
২১। ব্যবসায়ের ফলে কিসের সৃষ্টি হয়?
ক. শিল্পের
খ. চাকরির
গ. কর্মসংস্থানের
ঘ. যোগাযোগের
২২। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে উদ্যোক্তার প্রয়োজন কেন?
ক. বৈদেশিক সুনাম অর্জনের জন্য
খ. অর্থনৈতিক উন্নয়নে জন্য
গ. ব্যবসায়ের অভিজ্ঞতার জন্য
ঘ. মূলধন সংগ্রহের জন্য
২৩। জাতীয় আয় বৃদ্ধিতে সাহায্য করে কারা?
ক. উদ্যোক্তা
খ. পরিচালক
গ. ব্যবস্থাপক
ঘ. শ্রমিক
২৪। অদক্ষ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করার ক্ষেত্রে কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
ক. উদ্যোক্তা
খ. ক্রেতা
গ. ভোক্তা
ঘ. বৈদেশিক কূটনৈতিক
২৫। কোনটি জনবহুল দেশ?
ক. আমেরিকা
খ. ঘানা
গ. বাংলাদেশ
ঘ. ইংল্যান্ড
২৬। কোনটি দেশের প্রাকৃতিক ও মানবসম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে?
ক. উদ্যোগ
খ. ব্যবসায় উদ্যোগ
গ. যৌথ উদ্যোগ
ঘ. একক উদ্যোগ
২৭। বাংলাদেশের মতো দেশে কিসের উন্নয়ন প্রয়োজন?
ক. জনসংখ্যার
খ. সামাজিক
গ. অর্থনৈতিক
ঘ. দারিদ্র্য
২৮। ব্যবসায় উদ্যোগের মাধ্যমে কোনটি অনেকাংশে হ্রাস করা যায়?
ক. সন্ত্রাস
খ. অশিক্ষা
গ. পরনির্ভরশীলতা
ঘ. পরনিন্দা
২৯। ব্যবসায়ের জন্যে মারাÍক হুমকি কোনটি?
ক. বিক্রয় হ্রাস
খ. যাতায়াত সমস্যা
গ. প্রতিকূল আইন-শৃঙ্খলা
ঘ. আয়কর
৩০। যে কোনো ব্যবসায় উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করার জন্য কোনটি প্রয়োজন?
ক. পর্যাপ্ত মূলধন
খ. শ্রমিক
গ. কলাকৌশল
ঘ. স্বেচ্ছাশ্রম
বহুনির্বাচনী অংশে সাধারণ ও সৃজনশীল দুইভাবে প্রশ্ন আসবে। তাই তোমাদেরকে সেইভাবেই প্রস্তুতি নিতে হবে। ৩০ টি mcq এর জন্য তোমরা সময় পাবে ৩০ মিনিট। ৩০ টি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে হলে তোমাদেরকে প্রচুর mcq পড়তে হবে। বইয়ের ভিতরে পড়ার পর গাইড থেকে mcq প্রশ্ন আকারে পড়বে। এরপর বিগত বছর গুলোতে যেসব প্রশ্নে পরীক্ষা হয়েছিলো সেগুলোও পড়তে হবে।
এসএসসি ব্যবসায় উদ্যোগ সাজেশন ২০২৬ PDF ডাউনলোড
আমরা প্রতিটি সাজেশন PDF ডাউনলোড করার সুযোগ দিয়ে থাকি যাতে তোমরা এটি ডাউনলোড করে রেখে নিজের সময়মত পড়তে পারো। নিচে ডাউনলোড লিঙ্কটি দিয়ে দিচ্ছি যাতে তোমরা মাত্র একটি ক্লিকেই তোমাদের ডিভাইসে এটি সংরক্ষণ করতে পারো।
Download SSC Business Entrepreneurship Suggestion 2026
Final Words
If you are a 2026 SSC candidate and are from the Business Education Group, then surely you are looking for an SSC Business Entrepreneurship Suggestion 2026 on the subject of Business Entrepreneurship. And if so, then you don’t have to worry anymore because we are here to help you, so that you can score excellent results in this subject in the 2026 SSC exam.
It is really wise to follow the board questions. So we have collected the questions of different boards on this subject. Remember, the question paper of each education board may be different every year. Therefore, a single suggestion will not be equally effective for all the boards.
