HSC Chemistry 1st Paper Suggestion 2026 (রসায়ন ১ম পত্র সাজেশন)
Dear HSC candidates, best wishes to you who are going to appear for the exam in 2026. Our article today is for the students of the science department. You know that you have to read a lot of books in class 11th and 12th, so it is very convenient to read if there is a short suggestion for 2 papers of each subject. That is why today we will give you HSC Chemistry 1st Paper Suggestion 2026.
Earlier we gave suggestions for Physics. We are trying to give suggestions for the 1st and 2nd papers of each subject. However, since it takes some time to prepare the suggestions, it is not possible to give all of them at once. We will give suggestions for each subject sequentially on our website.
Read also: HSC Physics 1st Paper Suggestion 2026
We have prepared this suggestion for Chemistry based on previous year questions and several reliable suggestions. Since you have to prepare for all the subjects in a short time, you will be able to study well if the suggestions are short. We have included only the most important topics in the suggestions. I hope this will be enough for your best preparation.
HSC Chemistry 1st Paper Suggestion 2026
সৃজনশীল অংশ
পূর্ণমান – ৫০
- অধ্যায় – ২য়ঃ গুণগত রসায়ন
- অধ্যায় – ৩য়ঃ মৌলের পর্যায়বৃত্ত ধর্ম
- অধ্যায় – ৪র্থঃ রাসায়নিক পরিবর্তন
- অধ্যায় – ৫মঃ কর্মমুখী রসায়ন
সাজেশন হিসেবে আমরা মাত্র ৪ টি অধ্যায় দিলাম! এই ৪ টি অধ্যায় পড়লেই হবে। এই ৪ অধ্যায়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে, সেই প্রতিটি টপিক খুব মন দিয়ে পড়তে হবে। যেহেতু আমরা অধ্যায় কমিয়ে দিয়েছি, কাজেই টপিক কমানোর কোন সুযোগ নেই। অধ্যায় গুলো ভালোভাবে পড়লেই সৃজনশীল এবং mcq এর জন্য প্রস্তুতি নেয়া হয়ে যাবে। এখান থেকেই তোমরা সৃজনশীলের ৫ টি প্রশ্ন কমন পেয়ে যাবে।
তাই এখন তোমাদের লক্ষ্য হওয়া উচিত এই সীমিত কিন্তু গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো গভীরভাবে অধ্যয়ন করা, প্রতিটি টপিকের ব্যাখ্যা, উদাহরণ, চিত্র এবং অনুশীলনী ভালোভাবে অনুশীলন করা। এভাবে প্রস্তুতি নিলে পরীক্ষার হলে আত্মবিশ্বাসের সঙ্গে সব প্রশ্নের উত্তর দিতে পারবে এবং ভালো ফলাফল অর্জন করা সম্ভব হবে।
বহু নির্বাচনী অংশ
পূর্ণমান – ২৫
১। ল্যাবরেটরিতে গ্লাসের তৈরি যন্ত্রের সংযোগস্থল বায়ুরোধী করতে কী ব্যবহার করা হয়?
ক. স্টপ কর্ক
খ. কর্ক
গ. ছিদ্র যুক্ত কর্ক
ঘ. গ্রীজ
২। শুষ্ক AICI3 + 3H2O AI(OH)3 + B; প্রদত্ত বিক্রিয়ায় উৎপন্ন পদার্থ B থেকে রক্ষা পাবার জন্য কোনটি ব্যবহার করা যুক্তিযুক্ত?
ক. নিরাপদ চশমা
খ. হ্যান্ড গ্লাভস
গ. মাস্ক
ঘ. রাসায়নিক স্প্লাস গগলস
৩। গাঢ় এসিডকে লঘু করার নিয়ম কোনটি?
ক. এসিডে পানি ঢালতে হবে
খ. পানিতে এসিড ঢালতে হবে
গ. এসিড বোতলের মুখ খোলা রাখতে হবে
ঘ. এসিড বোতলের মুখ বন্ধ রাখতে হবে
৪। ক্ষয়কারী পদার্থের pH কত থাকে?
ক. 2.5 এর বেশি ও 12.5 এর কম
খ. 2.5 এর কম ও 12.5 এর বেশি
গ. 2.5 এর কম ও 12.5 এর
ঘ. 2.6 এর বেশি ও 12.5 এর কম
৫। পল-লুঙ্গির নিক্তিকে কাট ও কাচ নির্মিত বক্সে আবদ্ধ রাখার কারণে-
i. প্রত্যক্ষভাবে ওজন করা
ii. গসের পদ্ধতি
iii. বোর্দার প্রতিস্থাপন পদ্ধতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৬। জ্বালানি গ্যাসের সম্পূর্ণ দহন হলে কোন কণা অবশিষ্ট থাকে না?
ক. অক্সিজেন কণা
খ. ফসফরাস কণা
গ. কার্বণ
ঘ. সালফার কণা
৭। পল-বুঙ্গি ব্যালেন্সের বেদীতে কয়টি স্ক্রু থকে
ক.তিনটি
খ. দুইটি
গ. চারটি
ঘ. পাঁচটি
৮। তুলাদন্ডে থাকা ক্ষুরধারে আকৃতি কিরূপ?
ক. সুচের মতো
খ. লম্বা এবং গোল
গ. লম্বা এবং চারকোণা
ঘ. প্রিজমাকৃতি
৯। ব্যুরেটের গায়ে কোন স্কেলের দাগ কাটা থাকে?
ক. mL
খ. L
গ. cm3
ঘ. dm3
১০। ল্যাবরেটরির এসিড জলাশয়, মাটিতে মিশে pH মান-
ক. বাড়ায়
খ. কমায়
গ. সমান রাখে
ঘ. শূন্য করে
১১। মেজারিং সিলিন্ডার ব্যবহৃত হয়-
i. ওজন পরিমাপে
ii. তরলের আয়তন জানতে
iii. মিলিলিটারে আয়তন পরিমাপে
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. ii ও iii
ঘ. iii
১২। বর্জ্য রাসায়নিক পদার্থের জন্য কোন ধরনের কনটেইনার ব্যবহার করা করতে হয়?
ক. কাচের
খ.কাঠের
গ. লোহার
ঘ. মাটির
১৩। নিম্ন তাপের বিক্রিয়ার ক্ষেত্রে কোনটি ব্যবহৃত হয়?
ক. গোলতুলি ফ্লাস্ক
খ. কনিক্যাল ফ্লাস্ক
গ. টেস্টটিউব
ঘ. বিকার
১৪। বিক্রিয়া সংঘটনের পূর্বে গোলতলী ফাস্ককে বায়ুরোধী করা হয় কেন?
ক. ভেতরে বায়ুর চাপ বাড়ানোর জন্য
খ. ভেতরে বায়ুর চাপ কমানো জন্য
গ. উৎপাদ গ্যাস যেন বাহিরে আসতে না পারে
ঘ. অধিক তাপে ফাস্ক যেন ফেটে না যায়
১৫। পল-বুঙ্গি ব্যালেন্সের স্তম্ভের ভিতরে থাকে?
ক.জিঙ্ক ডাস্ট
খ. সিলিকা জেল
গ. সীসা
ঘ. ধাতব যন্ত্র
১৬। ল্যাব ব্যবহৃত চোখের গ্লাস-
i. দুই প্রকার হয়ে থাকে
ii. পাইরেক্স গ্লাস দিয়ে তৈরি
iii. NH3 গ্যাসের ক্ষতি থেকে রক্ষা করে
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. i ও iii
গ. ii
ঘ. iii
১৭। আংশিক পাতনে কোন যন্ত্রাংশ ব্যবহৃত হয়
ক. লিবিগ শীতক
খ. অংশ পাতন কলাম
গ. বায়ু শীতক
ঘ. অ্যলুডাল
১৮। ল্যাবরেটরিতে কোন পদ্ধতি অনুসরণ করা হয়?
ক. মাইক্রো অ্যানালাইটিক্যাল পদ্ধতি
খ. সেমিমাইক্রো অ্যানালাইটিক্যাল পদ্ধতি
গ. অ্যানালাইটিক্যাল পদ্ধতি
ঘ. নরমাল পদ্ধতি
১৯। আরোহীকে সঞ্চালন করার জন্য ব্যবহৃত হয় কোনটি?
ক. চুম্বক শলাকা
খ. ধাতব শলাকা
গ. কাঠি
ঘ. স্টিলের পয়েন্টার
২০। আয়তনমিতিক ফ্লাস্ক-
i. ব্যবহৃত হয় দ্রবণ উত্তপ্তকরণে
ii. প্রমাণ দ্রবণ তৈরিতে ব্যবহৃত হয়
iii. আয়তনমিতিক বিশ্লেষণ অত্যন্ত কার্যকরী
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. ii ও iii
ঘ. iii
২১। কাচপত্র বেশি ময়লাযুক্ত ও তৈলাক্ত হলে কী ব্যবহার করা হয়?
ক. গাঢ় HNO3 + গাঢ় H2SO4
খ. গাঢ় HNOC3 + গাঢ় HCI
গ. গাঢ় HCI + গাঢ় H2SO4
ঘ. ধূমায়িত HNO3 + গাঢ় H2SO4
২২। 1000 C বা তার কম তাপমাত্রায় উত্তপ্ত করতে কোনটি ব্যবহৃত হয়-
ক. কনিক্যাল ফ্লাস্ক
খ. পোর্সেলিন বাটি
গ. মর্টার
ঘ. ক্রুসিবল
২৩। তুলাদন্ডের দুপ্রান্তে থাকে-
i. স্ত্রু
ii. ক্ষুরধার
iii. পাল্লা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৪। হ্যালোজেনমুক্ত ধারণকারী ক্যানকে কী দ্বারা চিহ্নিত করা হয়?
ক. হলুদ টেপ
খ. সবুজ টেপ
গ. নীল টেপ
ঘ. লাল টেপ
২৫। টেস্টটিউব পরিষ্কারে ব্যবহার করা হয়-
ক. তরল অ্যমোনিয়া
খ. সোডিয়াম হাইড্রক্লোরাইড
গ. পানি
ঘ. গ্লাস ক্লিনার
বহু নির্বাচনী অংশে থাকবে ২৫টি mcq। এখানে ২৫ এর মধ্যে ২৫ ই পাওয়া সম্ভব যদি তোমরা প্রতিটি টপিক ধরে ধরে অধ্যায় গুলো শেষ করো। আমরা এখানে প্রশ্ন গুলো যেভাবে উপস্থাপন করেছি, তোমাদের পরীক্ষায়ও ঠিক এভাবেই আসবে। বইয়ের টপিক পড়ার পাশাপাশি গাইড বই পড়তে হবে। এছাড়া টেস্ট পেপার থেকে যত বেশি সম্ভব mcq প্র্যাকটিস করতে হবে।
ব্যবহারিক – ২৫
এইচএসসি রসায়ন ১ম পত্র সাজেশন PDF ২০২৬
এইচএসসি রসায়ন ১ম পত্র সাজেশন PDF শিক্ষার্থীদের জন্য যথেষ্ট সহায়ক হবে। কারণ PDF ফরম্যাটে সাজেশন থাকলে তা সহজে সংরক্ষণ, পড়া ও যেকোনো সময় ব্যবহার করা যায়। PDF ফাইল ইন্টারনেট সংযোগ ছাড়াই অফলাইনে পড়া সম্ভব হয়। সবচেয়ে বড় সুবিধা হলো, পিডিএফ সাজেশন প্রিন্ট করে হাতে রাখা যায়, আবার ডিজিটাল ফরম্যাটেও ব্যবহার করা যায়, ফলে একই সাজেশন বারবার ব্যবহার করা সম্ভব হয় এবং পরীক্ষার আগে দ্রুত রিভিশন দেওয়া যায়। এজন্যই আমরা প্রতিটি সাজেশনের pdf দিই। নিচের লিঙ্ক থেকে pdf টি ডাউনলোড করে নাও।
Download HSC Chemistry 1st Paper Suggestion 2026
Final Words
We have designed our HSC Chemistry 1st Paper Suggestion 2026 in such a way that you can prepare more in less time and get maximum marks in the exam. First of all, we have analyzed the entire syllabus thoroughly and observed the question paper pattern of the last few years of board exams. Then we have selected the most frequently asked topics, questions that are repeated in the board and the potentially important chapters.
