SSC Higher Math Suggestion 2026 (এসএসসি উচ্চতর গনিত সাজেশন)
Higher Mathematics is one of the most stressful subjects for science students in SSC. To master such a complex topic and do well in MCQs and CQs, students need to prepare hard according to the Higher Mathematics syllabus! This will be easy when you have a reliable SSC Higher Math Suggestion 2026 in your hands. Considering your needs, we are going to publish this suggestion today.
Higher Mathematics is a challenging but very fruitful subject for science students. It helps in solving deeper and more complex mathematical problems based on the basic concepts of general mathematics. To achieve good results in Higher Mathematics, it is necessary to pay close attention to each part of the syllabus.
Read also: SSC Math suggestion 2026
And this suggestion of ours will help you to prepare the best in less time. Dear students, we have made this suggestion as short as possible so that you can practice these repeatedly during this time and complete a good preparation. So, let’s see what is in our suggestion today.
SSC Higher Math Suggestion 2026
সৃজনশীল অংশ
পূর্ণমান – ৫০
ক বিভাগ : বীজগণিত
২য় অধ্যায়: বীজগাণিতিক রাশি
৭ম অধ্যায়: অসীম ধারা
৯ম অধ্যায়: সূচকীয় ও লগারিদমীয় ফাংশন
১০ম অধ্যায়: দ্বিপদী বিস্তৃতি
খ বিভাগ: জ্যামিতি ও ভেক্টর
১১শ অধ্যায়: স্থানাংক জ্যামিতি
১২শ অধ্যায়: সমতলীয় ভেক্টর
গ বিভাগ: ত্রিকোণমিতি ও সম্ভাবনা
৮ম অধ্যায়: ত্রিকোণমিতি – (৮.২ + ৮.৩)
১৪শ অধ্যায়: সম্ভাবনা
উচ্চতর গণিতে CQ বা লিখিত অংশে তোমাদেরকে ৫০ নম্বরের উত্তর দিতে হবে। তবে এখানে আমরা যে অধ্যায় গুলো উল্লেখ করেছি, এখান থেকেই তোমরা কাঙ্ক্ষিত প্রশ্ন পরীক্ষায় পেয়ে যাবে বলে আশা করা যায়। সৃজনশীল প্রশ্নেই থাকবে ৪০ নম্বর, অর্থাৎ ৪ টি সৃজনশীল প্রশ্ন লিখতে হবে ৭ টি থেকে। এরপর আরও ৭ টি ছোট প্রশ্ন থাকবে, সেখান থেকে ৫ টির উত্তর দিতে হবে। এখানে প্রতিটি প্রশ্নের মান ২। তাহলে সৃজনশীল অংশে এভাবে মোট ৫০ নম্বরের উত্তর করতে হবে। তবে এর জন্য আর বাড়তি কোন অধ্যায় না পড়লেও হবে। উপরে দেয়া অধ্যায়গুলো ভালো করে প্র্যাকটিস করলেই তোমরা এই অংশে অনেকটাই নম্বর তুলতে পারবে।
বহুনির্বাচনী অংশ
পূর্ণমান – ২৫
১। ঘন জ্যামিতি কোন ধরণের জ্যামিতি?
ক) শূণ্য মাত্রিক
খ) দ্বিমাত্রিক
গ) ত্রিমাত্রিক
ঘ) চতুর্মাত্রিক
২। সমতুল সেটের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
ক) বাস্তব সংখ্যা ও ধনাত্মক সংখ্যা
খ) মৌলিক সংখ্যা ও বাস্তব সংখ্যা
গ) ধনাত্মক সংখ্যা ও মূলদ সংখ্যা
ঘ) জোড় সংখ্যা ও বিজোড় সংখ্যা
৩। B = {1, 2, 3} ও C = {2, 4, 5} হলে P(B ∩ C) নিচের কোনটির সমান?
ক) P(B) U P(C)
খ) P(B) ∩ P(C)
গ) P(B U C)
ঘ) P(B\C)
৪। কোন ফাংশনের অধীনে এর ডোমেনের ভিন্ন ভিন্ন সদস্যের ছবি সর্বদা ভিন্ন হয়, তবে ফাংশনটিকে কি বলা হয়?
ক) অনটু ফাংশন
খ) এক-এক ফাংশন
গ) অন্বয়
ঘ) নাল ফাংশন
৫। পূরক সেটের উদাহরণ কোনটি।
ক) A’
খ) A”
গ) Ac
ঘ) Ao
৬। যদি f (x) = 3x + 2 এবং g(x) = x – 2 হয়, তবে gof(2) = কত?
ক) 4
খ) 6
গ) 8
ঘ) 10
৭। নিচের কোন সেটটিতে এক-এক মিল বিদ্যমান?
ক) স্বাবাবিক সংখ্যা ও জোড় সংখ্যা
খ) মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যা
গ) বাস্তব সংখ্যা ও স্বাভাবিক সংখ্যা
ঘ) মৌলিক সংখ্যা ও জোড় সংখ্যা
৮। A = {1, 2}, B = {3, 4} এবং C = {5, 6} হলে n(A U B U C) কত?
ক) 6
খ) 7
গ) 8
ঘ) 9
৯। নিচের কোন সেটটির একটি মাত্র উপসেট রয়েছে?
ক) {০}
খ) {1}
গ) {}
ঘ) {1, 2}
১০। A = {x : x ∈ N, x < 6} সেটটির শক্তি সেটের সদস্য সংখ্যা কত?
ক) 4
খ) 5
গ) 16
ঘ) 32
১১। A একটি অনন্ত সেট হলে-
- A এবং A এর একটি প্রকৃত উপসেট সমতুল হবে
- A এর অসীম সংখ্যক সদস্য রয়েছে
iii. A এর সদস্য সংখ্যা n(A)
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
১২। S = {(1, 5), (2, 10), (3, 15), (4, 20)} অন্বয়ের লেখচিত্র কীরূপ হবে?
ক) সরল রৈখিক
খ) বক্ররেখা
গ) পরাবৃত্ত
ঘ) বৃত্ত
সঠিক উত্তর: (ক)
১৩। A = {1,2,3} এবং B = {1,2,3,4} দুইটি সেট হলে নিচের কোন যুক্তিটি সঠিক?
ক) A⊃B
খ) A ⊂ B
গ) A~B
ঘ) A ⊄ B
১৪। f(x) = 3×2 একটি সূচকীয় ফাংশন হলে f-1(-3) কোনটি?
ক) 0
খ) 1
গ) 3
ঘ) অসংজ্ঞায়িত
১৫। গণিত শাস্ত্রের কোন শাখায় ঘনবস্তু সম্পর্কে আলোচনা করা হয়?
ক) ত্রিকোণমিতি
খ) ঘন জ্যামিতি
গ) জ্যামিতি
ঘ) স্থিতিবিদ্যা
১৬। একটি ক্যাপাসুলের সম্পূর্ণ দৈর্ঘ্য 15 সে. মি. ও সিলিন্ডার আকৃতির অংশের ব্যাসার্ধ 3 সে. মি. হলে সিলিন্ডার আকৃতির অংশের দৈর্ঘ্য কত?
ক) 12 সে. মি.
খ) 9 সে. মি.
গ) 6 সে. মি.
ঘ) 3 সে. মি.
১৭। সুষম চতুস্থলক কয়টি সমবাহু ত্রিভুজ দ্বারা বেষ্টিত?
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি
১৮। 3 সে. মি. ব্যাসার্ধবিশিষ্ট গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত বর্গ সে. মি.?
ক) 9π
খ) 18π
গ) 27π
ঘ) 36π
১৯। যদি, f(x) = 3x + 1/3x – 1 হয় তাহলে, f(x) + 1/f(x) – 1 মান কত?
ক) 3x
খ) 6x
গ) 3×2
ঘ) x
২০। অধিবৃত্ত অক্ষের সাপেক্ষে সর্বদাই কি?
ক) অপ্রতিসম
খ) প্রতিসম
গ) দূরে থাকবে
ঘ) কাছে থাকবে
২১। নিচের বাক্য তিনটি লক্ষ কর-
- সকল বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট একটি সান্ত সেট
- সকল বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট একটি অনন্ত সেট
iii. সকল বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট সান্ত ও অনন্ত উভয় হতে পারে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও ii
২২। যদি f (x) = ax হয় তবে f (0) = কত?
ক) 4
খ) 3
গ) 2
ঘ) 1
২৩। যদি D = {0,1,2,3} তবে D সেটের উপসেট কয়টি?
ক) 8
খ) 14
গ) 16
ঘ) 24
২৪। S⊂ A x B হলে –
- ডোম S ⊂ A
- রেঞ্জ S ⊂ B
iii. ডোম S ⊂ B এবং রেঞ্জ S ⊂ A
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
২৫। যে কোনো সার্বিক সেট U এর জন্য-
- AA = �
- A(AA) = A
iii. A(AA) = �
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা mcq অংশে ভালো প্রস্তুতি নিতে চাও তাঁদের জন্য সুখবর হচ্ছে এই কয়েকটি অধ্যায় পড়লেই তোমাদের mcq এর জন্য যথেষ্ট হবে। তোমাদের সুবিধার্থে বলে দিতে চাই যে ক এবং খ বিভাগ থেকে সর্বাধিক ১২ টি করে প্রশ্ন পাবে এবং গ বিভাগ থেকে ৫/৬ টি প্রশ্ন পাবে। মোটকথা, তোমরা এই কয়টি অধ্যায় পড়লেই ২৫ টি কমন প্রশ্ন পেয়েই যাবে। তোমরা যাতে প্রশ্নের ধরন বুঝতে পারো সেজন্য এখানে নমুনা হিসেবে কয়েকটি প্রশ্ন দিয়ে দিয়েছি।
ব্যবহারিক অংশ
পূর্ণমান – ২৫
এসএসসি উচ্চতর গনিত সাজেশন ২০২৬ ডাউনলোড
গণিতে ভালো করতে হলে প্র্যাকটিসের বিকল্প নেই। তাই তোমরা যাতে যেকোনো সময় প্র্যাকটিস করতে পারো সেজন্য আমরা সাজেশনটির pdf দিয়ে দিবো। এর আগে আমরা অন্যান্য সাজেশনেরও পিডিএফ দিয়েছিলাম। তোমরা মাত্র একবার ডাউনলোড করে মোবাইল বা কম্পিউটারে রেখে দিলে পড়ে যেকোনো সময়ই এটা দেখে প্র্যাকটিস করতে পারবে। নিচে pdf টির লিঙ্ক দিয়ে দিচ্ছি।
Download SSC Higher Math Suggestion 2026 PDF
Ending Note
To get good results in Higher Mathematics, you need to not only work hard but also study according to a proper plan. Nothing is impossible if you prepare with regular practice, error analysis, time management and confidence. Remember, Mathematics is not something to be afraid of; rather, it is a matter of understanding and practicing. Keep this SSC Higher Math Suggestion 2026 with you.
If you move forward with patience and dedication, then you will definitely succeed in Higher Mathematics. Success in Higher Mathematics requires consistency, right strategy, confidence and a mindset of learning from mistakes. Do not fear this matter, but respect it. The more you practice, the more it will become your friend.
