SSC Physics Suggestion 2026

SSC Physics Suggestion 2026 (এসএসসি পদার্থবিজ্ঞান সাজেশন)

Dear SSC 2026 candidates, Physics is a very important and interesting subject for those of you who are studying science. This subject gives us an opportunity to understand the world around us and discover the principles behind it. According to the revised syllabus published by the National Curriculum and Textbook Board, it is necessary to pay close attention to each chapter of the syllabus to achieve good results in Physics. In this blog post, we will discuss SSC physics Suggestion 2026 for SSC candidates and effective preparation strategies for each section, which will help you do well in the exam. 

Actually, Physics is an interesting subject for SSC candidates in 2026 and one with a chance of scoring high marks. To do well in this subject, you need to keep the basic concepts of each chapter clear and be skilled in solving mathematical problems. We have previously published suggestions on several subjects for those who will appear for the SSC exam next year. In this post, we will not only give suggestions for Physics but also provide it in PDF format.

Read also: SSC Chemistry Suggestion 2026

SSC Physics Suggestion 2026

সৃজনশীল অংশ

পূর্ণমান – ৫০ 

গুরুত্বপূর্ণ অধ্যায় সমুহঃ 

  • ১ম অধ্যায়ঃ ভৌত রাশি এবং তাদের পরিমাপ
  • ২য় অধ্যায়ঃ গতি
  • ৩য় অধ্যায়ঃ বল
  • ৪র্থ অধ্যায়ঃ কাজ, ক্ষমতা ও শক্তি
  • ৭ম অধ্যায়ঃ তরঙ্গ ও শব্দ
  • ৮ম অধ্যায়ঃ আলোর প্রতিফলন 
  • ১০ম অধ্যায়ঃ স্থির বিদ্যুৎ

এখানে আমরা যে অধ্যায়গুলো উল্লেখ করেছি সেগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং তোমরা এগুলো পড়লেই পরীক্ষার জন্য যথেষ্ট হবে। তোমরা জানো যে পদার্থ বিজ্ঞানে অসংখ্য সূত্র রয়েছে যেগুলো বাদ দেয়ার কোন সুযোগ নেই। সৃজনশীল অংশে তোমাদেরকে মোট ৫০ নম্বরের উত্তর দিতে হবে। এই অধ্যায়গুলো থেকে মোট ৭ টি বড় প্রশ্ন আসবে যেখান থেকে তোমাদেরকে ৪ টির উত্তর দিতে হবে। এরপর আরও ৭ টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাদেরকে ৫ টির উত্তর দিতে হবে; এই ৫ টিতে রয়েছে মোট ১০ নম্বর। যাইহোক, এই অধ্যায়গুলোর খুঁটিনাটি ভালো করে পড়লেই তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে এবং এখানে ৫০ এর মধ্যে ভালো নম্বরও তুলতে পারবে। 

বহু নির্বাচনী প্রশ্ন 

পূর্ণমান – ২৫ 

১।  আদর্শ এক কিলোগ্রাম ভরের সিলিন্ডারের উচ্চতা ও ব্যাস কত?

ক ৬.৯ সে. মি.

খ. ৬.৩ সে. মি.

গ. ৩.৯ সে. মি.

ঘ. ৩.৬ সে. মি.

২। দীপন তীব্রতার একক কোনটি?

ক কেলভিন

খ. অ্যাম্পিয়ার

গ. ক্যান্ডেলা

ঘ. মোল

৩। পদার্থবিজ্ঞানের মূল ভিত্তি কোন নীতিকে বলা হয়?

ক. শক্তির সংরক্ষণশীলতা নীতি

খ. বল বৃদ্ধিকরণ নীতি

গ. লিভারের নীতি

ঘ. উপরের সবগুলো

৪। কোন সূত্র ব্যবহার করে আর্কিমিডিস ধাতুর ভেজাল নির্ণয় করেন?

ক. লিভারের নীতি

খ. জ্যামিতিক উপপাদ্য

গ. পরমাণু তত্ত্ব

ঘ. তরলে নিমজ্জিত বস্তুর উপর ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী বল

৫।  আলোর প্রতিসরণের সূত্র আবিষ্কার করেন কে?

ক. হাইগেন

খ. স্নেল

গ. রবার্ট হুক

ঘ. ভন গুয়েরিক

৬। ত্বরণ কী ধরনের রাশি?

ক. অদিক রাশি

খ. স্কেলার রাশি

গ. মৌলিক রাশি

ঘ. ভেক্টর রাশি

৭। নিচের কোনটি পর্যাবৃত্ত গতির উদাহরণ?

ক. সোজা রাস্তায় গাড়ির গতি

খ. টেবিলের উপর বইয়ের গতি

গ. ঘড়ির কাঁটার গতি

ঘ. সুর শলাকার গতি

৮। কোন গতির ক্ষেত্রে গতিসম্পন্ন বস্তুটি গতিপথের কোন বিন্দুকে বার বার একই দিক থেকে অতিক্রম করে?

ক. রৈখিক গতি

খ. চলনগতি

গ. পর্যাবৃত্ত গতি

ঘ. স্পন্দন গতি

৯। নিচের কোনটি একই সাথে পর্যাবৃত্ত ও ঘূর্ণন গতির উদাহরণ?

ক. বৈদ্যুতিক পাখার গতি

খ. সোজা পথে সাইকেলের গতি

গ. সুর শলাকার গতি

ঘ. সরল দোলকের গতি

১০। সূর্যের চারদিকে পৃথিবীর গতি

ক. রৈখিক গতি

খ. চলন গতি

গ. স্পন্দন গতি

ঘ. পর্যাবৃত্ত গতি

১১। কোনো বস্তুতে ক্রিয়াশীল দুটি বলের মান সমান ও দিক বিপরীতমুখী হলে তাদেরকে বলে-

ক. স্পর্শ বল

খ. অস্পর্শ বল

গ. সাম্য বল

ঘ. অসাম্য বল

১২। গাড়ি চালানোর সময় গাড়ির চালকগণ নিরাপত্তার জন্য সিটবেল্ট বাঁধার কারণ হচ্ছে-

ক. বল

খ. জড়তা

গ. ত্বরণ

ঘ. গতি

১৩। অসাম্য বল যখন বস্তুর উপর ক্রিয়াশীল থাকে তখন বস্তুর কিসের পরিবর্তন ঘটে?

ক. বেগ

খ. দিক

গ. বেগ অথবা দিক

ঘ. বেগ এবং দিক

১৪। 500 N বল প্রয়োগে কোন বস্তুর বলের দিকে সরণ 50 m হলে কৃত কাজের পরিমাণ কত?

ক 25 x 104 J

খ. 5 x 104 J

গ. 25 x 104 J N

ঘ. 2.5 x 103 J

১৫। m ভরের একটি বস্তুকে 20 m, 30 m, 40 m ও 50 m উপরে রাখা হলো। কোন অবস্থানে তার বিভব শক্তি সবচেয়ে বেশি?

ক. 20 m

খ. 30 m

গ. 40 m

ঘ. 50 m

১৬। 100 N বল 1 m2 ক্ষেত্রের উপর ক্রিয়া করলে, চাপ কত?

ক. 100 Pa

খ. 10 Pa

গ. 1000 Pa

ঘ. 200 Pa

১৭। 5 m2 ক্ষেত্রফলের বস্তুর উপর 10 Pa চাপ সৃষ্টি করতে কী পরিমাণ বল প্রয়োগ করতে হবে?

ক. 50 N

খ. 2 N

গ. 500 N

ঘ. 20 N

১৮। বল 100 N এবং চাপ 5 Pa হলে ক্ষেত্রফল কত?

ক. 2 m2

খ. 20 m2

গ. 500 m2

ঘ. 10 m2

১৯। কুকুরের শ্রাব্যতার ঊর্ধ্বসীমা কত?

ক. 2000 Hz

খ. 35000 Hz

গ. 45000 Hz

ঘ. 1000 Hz

২০। যে শব্দের কম্পাঙ্ক 20 Hz এর কম তাকে কী বলে?

ক. আলট্রাসনিক

খ. সুপারসনিক

গ. ইনফ্রাসনিক

ঘ. হারমোনিক

২১। শব্দের তীব্রতার প্রচলিত একক কোনটি?

ক. ডেসিবেল

খ. সেন্টিবেল

গ. কিলোবেল

ঘ. মেগাবেল

২২। একটি সমতল দর্পণকে কত কোণে ঘুরালে প্রতিফলিত রশ্মি ৬০° কোণে ঘুরে যায়?

শ ৩০°

খ ৮০°

গ ৯০°

ঘ ১২০°

২৩। একটি সমতল দর্পণে প্রতিফলক পৃষ্ঠের সাথে ৬০° কোণে আলোক রশ্মি আপতিত হলে প্রতিফলন কোণের মান কত হবে?

ক ৬০°

খ ৯০°

গ ০°

শ ৩০°

২৪। গোলীয় দর্পণ যে গোলকের অংশ বিশেষ সেই গোলকের কেন্দ্রকে কী বলে?

ক. মেরু

খ. বক্রতার কেন্দ্র

গ. প্রধান ফোকাস

ঘ. ফোকাস তল

২৫। একটি গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব 30 cm। এর বক্রতার ব্যাস কত?

ক. 30 cm

খ. 40 cm

গ. 60 cm

ঘ. 120 cm

এই অংশে তোমাদেরকে ২৫ টি mcq প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে আমরা নমুনা হিসেবে কিছু mcq প্রশ্ন দিয়েছি। সাধারণত প্রশ্ন গুলো এভাবেই থাকবে। তোমরা যদি প্রতিটি অধ্যায় ভালো ভাবে পড় তাহলে সব প্রশ্ন গুলোই তোমাদের কাছে ইজি মনে হবে। রিটেন এবং mcq অংশে ভালো নম্বর তুলতে পারলেই ব্যবহারিকের নম্বর মিলিয়ে পদার্থ বিজ্ঞানে ৯০+ নম্বর পাওয়া কোন ব্যাপার না। 

ব্যবহারিক অংশ 

পূর্ণমান – ২৫

খাতা ঠিকঠাক উপস্থাপন করতে পারলে এবং মৌখিক পরীক্ষা ভালো হলেই তোমরা এখানে পূর্ণ নম্বর পেয়ে যাবে। 

এসএসসি পদার্থবিজ্ঞান সাজেশন PDF ডাউনলোড 

অন্য বিষয়ের মতোই পদার্থ বিজ্ঞানের জন্যও আমরা তোমাদের সহজ প্রস্তুতির সুবিধার্থে একটি সাজেশন পিডিএফ ফাইল তৈরি করেছি। এই ফাইলটি ডাউনলোড করে তোমরা খুব সহজেই মোবাইল বা কম্পিউটারে যেকোনো সময় অনুশীলন করতে পারবে, ফলে প্রস্তুতি হবে আরও গুছানো ও ফলপ্রসূ। নিচে পিডিএফ লিঙ্কটি দিয়ে দিচ্ছি, এখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবে। 

Download SSC Physics Suggestion 2026

Last Words

Physics is not just a subject, it is a method of understanding the natural phenomena around us through logic. We hope that our SSC physics Suggestion 2026 will definitely help you achieve your desired results. Physics is mainly dependent on mathematical problems. So try to solve every mathematical problem in the book examples and exercises yourself. Where necessary, draw pictures and diagrams to clarify the concepts. 

Give more time to the chapters that you find difficult. Try to overcome your weaknesses with the help of teachers or experts. By solving the physics question papers of the previous year’s SSC exam, you will get an idea about the type of questions and important chapters. Give more model tests before the exam. This will increase your time management skills and eliminate the fear of exams.

Author

  • শারমিন সিমি একজন প্রতিশ্রুতিশীল শিক্ষিকা, যিনি বর্তমানে ঢাকা কলেজে শিক্ষকতা করছেন। তিনি অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন নিজ বিভাগে কৃতিত্বের সঙ্গে। শিক্ষাদানে তাঁর গভীর ভালোবাসা ও নিষ্ঠা তাঁকে শিক্ষার্থীদের প্রিয় করে তুলেছে।

    শিক্ষাক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগিয়ে তিনি ওয়েবসাইটে নিয়মিত শিক্ষাবিষয়ক তথ্য, পরামর্শ এবং অনুপ্রেরণামূলক লেখা প্রকাশ করেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *