class 3 final suggestion

৩য় শ্রেণির বার্ষিক পরীক্ষার সাজেশন ২০২৫ – বার্ষিক পরীক্ষা

তৃতীয় শ্রেণির বার্ষিক পরীক্ষা শিশুদের শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই স্তরে শিক্ষার্থীরা প্রথম ও দ্বিতীয় শ্রেণির অর্জিত জ্ঞানের ভিতের ওপর নতুন করে ভাষা, গণিত এবং পরিবেশ ও সমাজ সম্পর্কে ধারণা লাভ করে। বার্ষিক পরীক্ষার জন্য শুধুমাত্র মুখস্থনির্ভর না হয়ে, অর্থ বুঝে পড়া এবং নিয়মিত অনুশীলন সবচেয়ে বেশি জরুরি। তাই বছরের শেষ সময়ে, অর্থাৎ বার্ষিক পরীক্ষার আগে একটি সুসংগঠিত ৩য় শ্রেণির বার্ষিক পরীক্ষার সাজেশন ২০২৫ শিক্ষার্থীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় হয়ে ওঠে। আজকে আমরা ৩য় শ্রেণির বার্ষিক পরীক্ষার সাজেশন ২০২৫ উপস্থাপন করবো যাতে আপনার বাচ্চাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিতে সহজ হয়। 

আরও পড়ুনঃ তৃতীয় শ্রেণির বাংলা পরীক্ষার সাজেশন ২০২৫

কেন ৩য় শ্রেণির বার্ষিক পরীক্ষার সাজেশন প্রয়োজন? 

শিক্ষাজীবনে সাফল্য অর্জন এবং মানসিক চাপ কমানোর জন্য নিয়মিত ও সুশৃঙ্খল রুটিন অত্যন্ত জরুরি। প্রতিদিন অন্তত এক ঘণ্টা নির্দিষ্ট সময়ে পড়াশোনা করার অভ্যাস গড়ে তুললে কঠিন বিষয়গুলো সহজে আয়ত্ত করা সম্ভব হয় এবং পরীক্ষার আগে অযথা মানসিক চাপ তৈরি হয় না।

এছাড়াও, সাজেশনের ভিত্তিতে নিয়মিত মডেল টেস্টে অংশগ্রহণ করা একটি ফলপ্রসূ পদ্ধতি। এর মাধ্যমে শিক্ষার্থীরা প্রকৃত পরীক্ষার পরিবেশ সম্পর্কে ধারণা পায় এবং নিজের দুর্বলতাগুলো চিহ্নিত করে আত্মবিশ্বাস বৃদ্ধি করতে পারে।

স্মরণ রাখতে হবে, পড়াশোনার মাঝে দীর্ঘ বিরতি নেওয়া উচিত নয়। বরং, অল্প সময় একটানা পড়ার পর সংক্ষিপ্ত বিরতি নিয়ে পুরোনো পড়াগুলো ঝালিয়ে নিলে শেখা বিষয়গুলো দীর্ঘমেয়াদে মনে থাকে। ছোট শিক্ষার্থীদের সফলতার জন্য অভিভাবকের সহায়তা অপরিহার্য। তাঁদের উৎসাহ, সহযোগিতা এবং সঠিক দিকনির্দেশনা শিক্ষার্থীর আগ্রহ বৃদ্ধি করে এবং পুরো শেখার প্রক্রিয়াটিকে আরও আনন্দময় করে তোলে।

৩য় শ্রেণির বার্ষিক পরীক্ষার সাজেশন ২০২৫

বাংলা সাজেশনঃ 

১. শব্দার্থ লিখ:

চাবুক, গ্যালারি, স্বচ্ছ, হিজরত, ক্রুদ্ধ, রীতি, পুঁথি, কুস্তি, হেলা, আগুয়ান

২. বাক্য রচনা কর:

৩. ‘আমার পণ’ কবিতাটির কবির নামসহ প্রথম ৮ লাইন লিখ।

৪. শুদ্ধ বানানটি খাতায় লেখ:

পোষ্টার, সন্দ্যা, কল্যান, জন্ত্র, মরণ, সাংস্কৃতিক

৫. শূন্যস্থান পূরণ কর:

আজান, ৬ই ডিসেম্বর, কানা পালোয়ান। পুলিশের, মসলিন

ক. মুক্তিযুদ্ধে____পাশাপাশি নানা পেশার মানুষ অংশ নেয়।

খ. রবীন্দ্রনাথ ঠাকুরের ওস্তাদের নাম ছিল____

গ. বেলাল (রা.)- এর সুললিত কণ্ঠে প্রথম____ধ্বনিত হলো।

ঘ.____তৈরির জন্য বিখ্যাত ছিল ঢাকার সোনারগাঁ অঞ্চল।

ঙ. পৃথিবীর অনেক দেশে____ ‘নিকোলাস ডে’ হিসেবে পালন করা হয়।

৬. যুক্তবর্ণ বিভাজন কর ও একটি করে শব্দ তৈরি কর:

স্থ্য, স্প, কৃ, থ, ক্ত 

৭. বিপরীত শব্দ লিখ:

শহিদ, সঞ্চয়, গ্রহণ, উত্তপ্ত, কল্যাণ

৮. এক কথায় প্রকাশ কর:

সতর্ক করার ঘণ্টা, বিজ্ঞান বিষয়ে জ্ঞানী ব্যক্তি, যিনি বাণিজ্য করেন, অতিশয় তপ্ত, গোলা নিক্ষেপ করার যন্ত্র, নিজের সবকিছু ত্যাগ

৯. সঠিক উত্তরটি খাতায় লিখ :

১. তপ্ত বালুর পাশ দিয়ে হেঁটে চলেছেন-

ক) হজরত মুহাম্মদ (স)

খ) হজরত আবু বকর (রা)

গ) হজরত ওমর (রা)

ঘ) হজরত বেলাল (রা)

২. নিকোলাসের গ্রামের নাম কি?

ক) কাবুল

খ) ইস্তানবুল

গ) বাগদাদ

ঘ) পাতারা

৩. ১৯৭১ সালের কত তারিখ রাতে পাকিস্তান মিলিটারি রাজারবাগে আক্রমণ চালায়?

ক) ২৬শে মার্চ

খ) ২৪শে মার্চ গ) ২৫শে মার্চ ঘ) ২৭শে মার্চ

৪. রবীন্দ্রনাথ কবিতার জন্য কত সালে নোবেল পুরুষ্কার পেয়েছেন?

ক) ১৯১৩

খ) ১৯৪১

গ) ১৯১১

ঘ) ১৮৮৭

৫. ‘আজিকার শিশু’ কবিতাটির কবির নাম কী?

ক) কাজী নজরুল ইসলাম

খ) রবীন্দ্রনাথ ঠাকুর

গ) সুফিয়া কামাল

ঘ) মদনমোহন তর্কালঙ্কার

৬. ক্রীতদাস অর্থ-

ক) কেনা গোলাম খ) মনিব

গ) মুয়াজ্জিন ঘ) খলিফা

১০. সংক্ষেপে উত্তর দাও:

ক. রাজারবাগ পুলিশ লাইন কীসের স্মৃতি বহন করে?

খ. পৃথিবীকে কীভাবে সুন্দর করা যায়?

গ. ঘাসফড়িং কেন পিঁপড়ার বাসায় গেল?

১১. নিচের প্রশ্নগুলোর উত্তর দাও : (যেকোনো ২টি)

ক. হজরত আবু বকর (রা) মৃত্যুর আগে মেয়েকে কী বলেছিলেন?

খ. অসুখ হওয়ার জন্য রবীন্দ্রনাথ কী কী করতেন? রবীন্দ্রনাথের মা ভয় পেতেন কেন?

গ. নিকোলাস কীভাবে দয়ালু হিসেবে পরিচিতি পান?

১২. অনুচ্ছেদ লিখ :

ক. রাষ্ট্রভাষা

১৩. উত্তম হস্তাক্ষর ও পরিষ্কার পরিচ্ছন্নতা

গনিত সাজেশনঃ 

১. বহুনির্বাচনি প্রশ্নের উত্তর দাওঃ

(১) ১১৫ টাকায় কতটি ৫ টাকার মুদ্রা হবে?

(ক) ১৯ (খ) ২০ (গ) ২১ (ঘ) ২৩

২. ১৫টি ৫ পয়সা ও ১টি ২৫ পয়সায় কত টাকা?

(ক) ১ টাকা (খ) ২ টাকা (গ) ৩ টাকা (ঘ) ৪ টাকা

৩. ৪০০ পয়সায় কত টাকা?

(ক) ৩ টাকা (খ) ৪ টাকা (গ) ৫ টাকা (ঘ) ৭ টাকা

৪. ১০ টাকার ৫ টি নোটে কত টাকা?

(ক) ৫০ টাকা (খ) ৬০ টাকা (গ) ৭০ টাকা (ঘ) ৮০ টাকা

৫. আড়াই টাকায় কত পয়সা?

(ক) ১০০ পয়সা (খ) ১৫০ পয়সা (গ) ২০০ পয়সা (ঘ) ২৫০ টাকা

২. শূন্যস্থান পূরণ করঃ 

(১) ৫ টাকার ২০টি নোট = ____টাকা

(২) ৫০ টাকার ৪টি নোট = ____টাকা

(৩) ২০ টাকার ১০টি নোট =____ টাকা

(৪) ১০ টাকার ৫টি নোট = ____টাকা

(৫) ১ টাকার ১০০টি নোট = _____টাকা

(৬) ২ টাকার ৫০টি নোট = _____টাকা

৭) ১০০ টাকার ৫টি নোট = _____টাকা

(৮) ৫০০ টাকার ২টি নোট = _____টাকা

(৯) ১০ টাকার____টি নোট = ২০০ টাকা

(১০) ১০০ টাকার___টি নোট = ১০০০ টাকা

(১১) ৫ টাকার___ টি নোট = ১০০ টাকা

(১২) ২০ টাকার____ টি নোট = ২০০ টাকা   

৩. সংক্ষেপে উত্তর দাওঃ 

(১) ৮৫ টাকা ৭৫ পয়সার জিনিস কিনে দোকানদারকে ১০০ টাকা দিলে

দোকানদার কত টাকা ফেরত দিবে?

(২) ১০০ টাকা = কত পয়সা?

(৩) ২ টাকার মুদ্রায় কত জন শিশুর ছবি দেখা যায়?

(৪) ১৬টি কত টাকার নোটে ৮০ টাকা হবে?

(৫) ২৫ পয়সার কয়টি মুদ্রায় ৪ টাকা হয়?

৪. যোগ ও বিয়োগ কর (যেকোনো ৩টি)

(১) ৯৫ টাকা ৬০ পয়সা – ৪২ টাকা ২০ পয়সা

(২) ৮০ টাকা – ৩৭ টাকা ৫০ পয়সা

(৩) ৩৫ টাকা ৫৫ পয়সা + ২৮ টাকা ৩৪ পয়সা

(৪) ৭৭ টাকা ৪৯ পয়সা + ৪২ টাকা ৮৫ পয়সা

৫. গাণিতিক সমস্যাগুলো সমাধান করো: (যেকোনো ৫টি) 

(ক) জুবায়ের ৭৮ টাকা ২৫ পয়সা দিয়ে একটি খেলনা কিনল। সে দোকানদারকে ১০০ টাকা

দিলে দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে?

(খ) শিমুল ৮৫ টাকা ৭৫ পয়সার চাল এবং ৪৫ টাকা ৫৫ পয়সার সবজি কেনে। সে মোট কত

টাকা খরচ করে?

(গ) মিতুর ১৩৫ টাকা ২৫ পয়সা ছিল। তার বাবা তাকে ৬৫ টাকা ৭৫ পয়সা দিলেন। তার কত

টাকা হলো?

(ঘ) লিলি ৩০০ টাকা নিয়ে দোকানে গেল। সে ১২০ টাকা ৯৫ পয়সা দিয়ে একজোড়া জুতা

কিনল। তার কাছে কত টাকা রইল?

(ঙ) ডেভিডের ৫৪২ টাকা ৭৮ পয়সা আছে। তার মামা তাকে আরও ৩০০ টাকা ৫৫ পয়সা

দিলো। এখন ডেভিডের মোট কত টাকা হলো?

(চ) রাফির কাছে ২২৫ টাকা ২৫ পয়সা আছে। সে ১০৫ টাকা ৭৫ পয়সা দামের একটি বল

কিনল। তার কাছে কত টাকা অবশিষ্ট থাকল?

(ছ) রতন ৪৫ টাকা ৫০ পয়সা দিয়ে একটি চানাচুরের প্যাকেট কিনল। সে দোকানদারকে ১০০

টাকার নোট দিলো। দোকানদার রতনকে কত টাকা ফেরত দিলো?

বাংলাদেশ ও বিশ্বপরিচয় সাজেশনঃ 

সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখোঃ

১. বাড়িতে কোন বিপদ হলে কারা সবার আগে এগিয়ে আসেন?

ক.শিক্ষক খ. প্রতিবেশী গ. আত্নীয় ঘ. সহপাঠী

২. সাহায্য পেতে দ্রুত যোগাযোগ করার জন্য কোন নম্বরটি চালু

রয়েছে?

ক.১১১ খ.৩৩৩ গ.৭৭৭ ঘ.৯৯৯

৩. কোনো অপরিচিত লোেক আমাকে কিছু দিতে চাইলে কী করব?

ক. নেব না খ.নিয়ে নিব গ.পরে দিতে বলব ঘ.লুকিয়ে নেব

৪. কোনটি শিল্পজাত পণ্য?

ক.চিনি খ. আখ গ.মসলা ঘ. তুলা

৫. কোন পেশাজীবি সেবা প্রদান করে?

ক. দোকানদার খ. তাঁতি গ.জেলে ঘ. খামারি

২. সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি:

১. শ্রেণিতে আমাদের পাঠদান করেন___।

২. প্রয়োজনের বেশি খরচ করলে___হয়।

৩. যিনি ন্যায় কাজ করেন তিনি………. পান।

৪.পরিচ্ছন্ন___স্বাস্থ্যকর।

৫. পরিবার আমাদের সবচেয়ে___আশ্রয়স্থল। 

৩. বাম পাশের সাথে ডান পাশের মিল করো:

বাম পাশ ডান পাশ
অভিভাবক চিকিৎসার অধিকার
শিক্ষাপ্রতিষ্ঠান নাম পাওয়ার অধিকার
হাসপাতাল নিরাপত্তা লাভের অধিকার
পুলিশ বাহিনী শিক্ষার অধিকার

৪. সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও:

১. আগুন লাগার কারন লিখি।

২. আমরা কীভাবে টাকা সঞ্চয় করতে পারি?

৩.যারা সেবা প্রদান করেন এমন কিছু পেশাজীবির নাম লিখি।

৪.চা কে অর্থকারী ফসল বলা হয় কেন?

৫. সড়ক দূর্ঘটনার দুইটি কারন লিখো।

৫. বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও।

১.যে দেশের মানব সম্পদ যত উন্নত সে দেশ তত উন্নত কেন?

২. আমি কীভাবে অগ্নিকান্ড প্রতিরোধ করতে পারি?

৩. পরিবারের প্রবীন সতস্যদের প্রতি দায়িত্ব পালন করা উচিত কেন?

৪. বন্যার সময় আশ্রয় কেন্দ্রে যেতে কী কী প্রস্তুতি দরকার?

৫. পরিবার কীভাবে গঠিত হয়? মানব সম্পদ বলতে কী

বোঝায়?

৩য় শ্রেণির বার্ষিক পরীক্ষার সাজেশনের উপকারিতা কী? 

শিক্ষার্থীরা পড়াশোনার চাপ কম অনুভব করে, কারণ তারা জানে কোন বিষয়গুলোতে বেশি গুরুত্ব দিতে হবে। এতে সময়ের সঠিক ব্যবহার হয় এবং অপ্রয়োজনীয় মানসিক চাপ থেকে মুক্ত থাকা যায়। দ্বিতীয়ত, সাজেশন অনুসারে পড়লে শিক্ষার্থীরা পরীক্ষার প্রশ্নের ধরণ সম্পর্কে আগাম ধারণা পায়, ফলে তারা উত্তর দেওয়ার কৌশল রপ্ত করতে সক্ষম হয়। 

এছাড়াও, নির্দিষ্ট টপিকগুলোর ওপর বেশি মনোযোগ দেওয়ায় শিক্ষার্থীরা বিষয়গুলো ভালোভাবে আয়ত্ত করতে পারে এবং পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার সম্ভাবনা বাড়ে। সবশেষে, সাজেশনভিত্তিক প্রস্তুতি শিক্ষার্থীর আত্মবিশ্বাস বৃদ্ধি করে, যার ফলে তারা পরীক্ষার হলে নির্ভয়ে ও মনোযোগ সহকারে প্রশ্নের উত্তর দিতে পারে।

শেষ কথা

আমাদের দেওয়া ৩য় শ্রেণির বার্ষিক পরীক্ষার সাজেশন ২০২৫ সম্পূর্ণভাবে নির্ভরযোগ্য ও পাঠ্যসূচি-নির্ভর। এটি NCTB কর্তৃক নির্ধারিত পাঠ্যবই ও সিলেবাস অনুযায়ী তৈরি করা হয়েছে। প্রতিটি অধ্যায় বিশ্লেষণ করে সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনুশীলনী, সংক্ষিপ্ত ও সৃজনশীল প্রশ্ন অন্তর্ভুক্ত করা হয়েছে যাতে শিক্ষার্থীরা পরীক্ষার জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারে। আমরা সাজেশন তৈরিতে পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র, শিক্ষকদের পরামর্শ এবং পরীক্ষার প্রবণতাও বিবেচনায় নিয়েছি। ফলে এই সাজেশন শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা দেয় এবং পরীক্ষায় ভালো ফলাফল অর্জনে সহায়ক ভূমিকা রাখে। 

Author

  • শারমিন সিমি একজন প্রতিশ্রুতিশীল শিক্ষিকা, যিনি বর্তমানে ঢাকা কলেজে শিক্ষকতা করছেন। তিনি অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন নিজ বিভাগে কৃতিত্বের সঙ্গে। শিক্ষাদানে তাঁর গভীর ভালোবাসা ও নিষ্ঠা তাঁকে শিক্ষার্থীদের প্রিয় করে তুলেছে।

    শিক্ষাক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগিয়ে তিনি ওয়েবসাইটে নিয়মিত শিক্ষাবিষয়ক তথ্য, পরামর্শ এবং অনুপ্রেরণামূলক লেখা প্রকাশ করেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *