SSC Math Suggestion 2022

SSC Math Suggestion 2025 PDF Download with Question

Welcome everyone to SSC Math Suggestion 2025. As the SSC exam is coming closer, it is now time to revise your syllabus for the last time. And you will find SSC Math Suggestion 2025 extremely useful for your preparation.

We have come up with SSC Math Suggestion from experienced teachers of renowned institutions that can help you prepare for the upcoming examination and it will decrease the difficulties that you face during an exam. So, let’s get started.

SSC Math Suggestion 2025

Math is the subject that most of the students fear. But if you take proper guidance from the experienced teachers and understand everything well, then it will be an easy task to do well in the math exam.

Before we get to the SSC Math suggestion 2025, we want to look at the exam highlights one more time. This will make sure that you don’t do any mistakes.

  • Exam Date: 11 February 2024
  • Exam Time: 10.00 am to 01.00 pm
  • Exam Duration: 3 Hours
  • Full Marks: 100

Check also… SSC English Suggestion 2024 and SSC Bangla Suggestion 2024

 

SSC Math Mark Distribution and Question Pattern

It will be easy for you to plan for the exam if you know the mark distribution and question pattern. So, we will give it to make your work easy. Please take a look.

https://i0.wp.com/i.imgur.com/Wo21rTl.jpg?w=1290&ssl=1https://i0.wp.com/i.imgur.com/giGf5Di.jpg?w=1290&ssl=1

  • There will be 70 marks in creative questions and 30 marks for multiple choice questions.
  • Each creative question contains 10 marks and each multiple choice question contains 1 mark.
  • Creative Question
    • There will be 3 questions from algebra, 3 questions from geometry, 3 questions from trigonometry and mensuration, and 2 questions from statistics. There will be 11 questions in total.
    • You have to answer a total of 7 questions and a minimum of 2 questions from algebra, 2 questions from geometry, 2 questions from trigonometry and mensuration, and 1 question from statistics should be answered.
  • Multiple Choice Questions
    • There will be 30 multiple choice questions.
    • You have to answer all the questions.

Download SSC Math Suggestion 2024

You can easily download the SSC Math Suggestion 2024 from here. Click on the link and you will be directed to a new page where you will find the SSC Math Suggestion 2024 PDF. Download the PDF from there.

অধ্যায় 1 বাস্তব সংখ্যা

স্বাভাবিক সংখ্যা কি?

দেখাও যে প্রদত্ত সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা।

দেখাও যে প্রদত্ত সংখ্যার বর্গ কে 8 দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে ভাগশেষ 1 হবে।

মূলদ সংখ্যা কাকে বলে?

√19 একটি অমূলদ সংখ্যা

√2 ও √3 এর মাঝে দুটি অমূলদ সংখ্যা নির্ণয় কর।

দেখাও যে √13 একটি অমূলদ সংখ্যা।

অধ্যায় 2 সেট ও ফাংশন

অধ্যায় 3 বীজগাণিতিক রাশি

***X=5-2root6 হলে

a. x+1/x নির্ণয় কর

b. (x^6-1)/x^3 এর মান নির্ণয় কর

***P=26+15root3 ও Q=x^3+1/x^3 হলে

P= x^3 হলে x = কত?

a. x এর প্রাপ্ত মান এর সাহায্যে X^6-1/x^6 এর মান নির্ণয় কর।

b. Q= 18 হলে প্রমাণ কর যে, x=(3+Root5)/2

অধ্যায় ৪ সূচক ও লগারিদম

অধ্যায় 5 এক চলক বিশিষ্ট সমীকরণ

উদ্দীপক

স্থান করার জন্য কোন এক সমিতির সদস্যরা বাজেট করলেন এবং মাথাপিছু প্রত্যেক সদস্যের চাঁদা ধার্য করা হলো মোট সদস্য সংখ্যার তিনগুণ অপেক্ষা 15 টাকা কম। কিন্তু 5 জন সদস্যা চাঁদা দিতে অসম্মতি জানালে মোট বাজেটের 1800 টাকা ঘাটতি হলো।

ক, সমিতির মোট সদস্য সংখ্যা x হলে বাজেটের ঘাটতি পূরণ করতে হলে প্রত্যেক সদস্যের মাথাপিছু চাঁদার পরিমাণ কত বৃদ্ধি পাবে?

খ, সমিতির সদস্য সংখ্যা এবং মোট চাঁদার পরিমাণ নির্ণয় কর।

গ, মোট চাঁদার 1/3 অংশ 5% হারে 3 বছরের জন্য এবং অবশিষ্ট টাকা r% হারে সরল মুনাফায় বিনিয়োগ করে সমান মুনাফা পাওয়া গেলে  r এর মান কত হবে?

SSC Math Suggestion 2019 chapter 06

অধ্যায় 6 রেখা কোণ ও ত্রিভুজ

অধ্যায় 7 ব্যবহারিক জ্যামিতি

**কোন ত্রিভুজের পরিসীমা p এবং ভূমি সংলগ্ন দুইটি কোণ <x এবং <y

ক) P সমদ্বিখণ্ডিত করো।

খ) ত্রিভুজটি আঁক। অংকন চিত্র ও বিবরণ আবশ্যক।

গ) P এর সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গ অঙ্কন কর। অংকনের চিত্র ও বিবরণ আবশ্যক।

** একটি ত্রিভুজের ভূমি x, ভূমি সংলগ্ন একটি সূক্ষ্ম কোণ 45 ডিগ্রি এবং অপর বাহুদ্বয়ের অন্তর y দেওয়া আছে। ক) একটি রেখাংশকে সমান তিন ভাগে ভাগ করো। খ) ত্রিভুজ অঙ্কন কর। অঙ্কন চিত্র ও বিবরণ আবশ্যক। গ) x কে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন একটি বাহু এবং অতিভুজ ও অপর বাহুর অন্তর ধরে ত্রিভুজটি আঁক। অংকন এর চিত্র ও বিবরণ আবশ্যক।

অধ্যায় আট বৃত্ত

** O কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বহিঃস্থ বিন্দু P থেকে PA, PB দুইটি স্পর্শক পরস্পর A & B বিন্দুতে স্পর্শ করেছে।
ক) প্রমাণ কর যে PA=PB
খ) প্রমাণ কর যে OP রেখাংশ স্পর্শ জ্যা AB এর সমদ্বি খন্ডক
** একটি ত্রিভুজের তিনটি বাহু যথাক্রমে 4 cm, 5 cm ও 6 cm
ক) তথ্যানুসারে ত্রিভুজটি অংকন করলে এর ক্ষেত্রফল নির্ণয় কর
খ) ত্রিভুজটির অর্ধ বৃত্ত অঙ্কন কর। অংকনের চিত্র ও বিবরণ আবশ্যক।
গ) ত্রিভুজটির বৃহত্তম বাহু কে ব্যা ধরে একটি বৃত্ত অঙ্কন করে বৃত্তে এমন একটি স্পর্শক আঁকা যেন তা নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল হয়।
** O কেন্দ্র বিশিষ্ট বৃত্তে AB, CD দুইটি জ্যা। O থেকে AB ও CDর ওপর OE& OF লম্ব।
ক) তথ্য অনুযায়ী চিত্রটি অাঁক
খ) AB=CD হলে দেখাও যে OE=OF
গ) যদি AB>CD হয় তাহলে প্রমাণ কর যে, OE<OF

SSC Math Suggestion 2019 chapter 09

অধ্যায় ৯ ত্রিকোণমিতিক অনুপাত

অধ্যায় ১০ দুরত্ব ও উচ্চতা
** একটি টাওয়ারের ছায়ার দৈর্ঘ্য 24 মিটার বাড়ালে টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ 60 থেকে 45 হয়।
ক) উদ্দীপক অনুসারে সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্র অঙ্কন কর
খ) টাওয়ারের উচ্চতা নির্ণয় কর
গ) উন্নতি কোণ যদি 45° এর স্থলে 30 ডিগ্রি হয় তাহলে ছায়ার দৈর্ঘ্য পূর্বের চেয়ে কতটুকু বাড়ানো লাগবে।
** একটি গাছ ঝড়ে এমন ভাবে ভেঙে গেল যেন ভাঙ্গা অংশ দন্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে গাছের গোড়া থেকে 20 রুট 3 মিটার দূরে মাটি স্পর্শ করে।
ক) উদ্দীপক অনুসারে সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্র অঙ্কন কর
খ) সম্পূর্ণ গাছ এর দৈর্ঘ্য নির্ণয় কর
গ) ভাঙ্গা অংশ ভূমির সাথে 60° কোণ উৎপন্ন করলে ভাঙ্গা অংশের দৈর্ঘ্য কত হবে?
** ঝড়ে 48 মিটার লম্বা একটি গাছ ভেঙ্গে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে দন্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে মাটির স্পর্শ করল।
ক) উন্নতি কোণ ও অবনতি কোণ কাকে বলে
খ) গাছটি কত উঁচুতে ভেঙ্গেছিল?
গ) ভাঙলে গাছটির ভাঙ্গা অংশ ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করতো?
** 21 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60° কোণ উৎপন্ন করে।
ক) উপরোক্ত তথ্যের আলোকে চিত্র আঁক
খ) খুঁটি তীর ভাঙ্গা অংশের দৈর্ঘ্য নির্ণয় কর
গ) খুঁটিতে 7 মিটার উচ্চতায় ভাঙলে ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে?
** একটি বাড়ির সামনে 150 মিটার লম্বা টাওয়ারের শীর্ষবিন্দুতে বাড়ির ছাদের ও পাদদেশের অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি।
ক) উপাত্ত টির চিত্রের মাধ্যমে প্রকাশ কর
খ) বাড়ি ও টাওয়ারের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় কর
গ) বাড়ির উচ্চতা নির্ণয় কর
অধ্যায় ১১ বীজগণিতীয় অনুপাত ও সমানুপাত

অধ্যায় 12 দুই চলকবিশিষ্ট সরল সহসমীকরণ

** কোন ভগ্নাংশের লবের সাথে 7 যোগ করলে ভগ্নাংশের মান পূর্ণ সংখ্যা দুই হয়। আবার হর হতে দুই বিয়োগ করলে ভগ্নাংশটির মান পূর্ণ সংখ্যা এক হয।
ক) ভগ্নাংশ টি x/y ধরে সমীকরণ জোট গঠন কর
খ) সমীকরণ জোটটি আড়গুণন পদ্ধতিতে সমাধান করে x,y নির্ণয় কর ভগ্নাংশটি কত?
গ) সমীকরণ জোটের লেখ অঙ্কন করে x,y এর প্রাপ্ত মানের সত্যতা যাচাই কর
** দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 14 অঙ্কদ্বয়ের স্থান বিনিময় করে সংখ্যাটি পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা থেকে 18 কম।
সংখ্যাটির অংকদ্বয় সেন্টিমিটারে কোন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ নির্দেশ করে।
ক) চলক x ধরে সংখ্যাটিও স্থান বিনিময় করে সংখ্যাটি লেখ
খ) সংখ্যাটি নির্ণয় কর।
গ) সমান বাহু বিশিষ্ট একটি বর্গের পরিসীমা ও কর্ণের দৈর্ঘ্য নির্ণয় কর।
** একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পাঁচ মিটার কম এবং প্রস্থ 3 মিটার বেশি হলে ক্ষেত্রফল 9 বর্গ মিটার কম হয়। আবার দৈর্ঘ্য 3 মিটার বেশি এবং প্রস্থ 2 মিটার বেশি হলে ক্ষেত্রফল 67 বর্গমিটার বেশি হয়।
ক) দৈর্ঘ্যকে x মিটার এবং প্রস্থ কে y মিটার ধরে সমীকরণ জোট গঠন কর।
খ) ক এ প্রাপ্ত সমীকরণ জোট সমাধান করে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় কর।
গ) দৈর্ঘ্য 10% হ্রাস এবং প্রস্থ 10% বৃদ্ধি করা হয় তবে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পাবে?

SSC Short Suggestion 2024

https://i0.wp.com/i.imgur.com/UsWZasX.png?w=1290&ssl=1https://i0.wp.com/i.imgur.com/OMezATy.png?w=1290&ssl=1https://i0.wp.com/i.imgur.com/0Fa64XL.png?w=1290&ssl=1https://i0.wp.com/i.imgur.com/39p1yV8.png?w=1290&ssl=1https://i0.wp.com/i.imgur.com/y8riM8k.png?w=1290&ssl=1

SSC Math Suggestion 2024 All Board

SSC Math Suggestion 2024 Dhaka Board

SSC Math Suggestion 2024 Rajshahi Board

SSC Math Suggestion 2024 Jessore Board

SSC Math Suggestion 2024 Sylhet Board

SSC Math Suggestion 2024 Khulna Board

SSC Math Suggestion 2024 Barisal Board

SSC Math Suggestion 2024 Rangpur Board

SSC Math Suggestion 2024 Chattagram Board

Last Words

Hope you have got everything about SSC Math Suggestion 2024. Now, this is time to concentrate on your studies and make sure that there is no lack in your preparation. Best of luck.

Similar Posts