SSC Finance and Banking Suggestion 2026 (ফিন্যান্স ও ব্যাংকিং সাজেশন)
How are you SSC 2026 candidates? Surely you are very busy with your studies now. SSC exam is an important chapter of your life. Because a lot of a student’s future depends on the results of his SSC exam. Those of you who are in commerce are surely thinking about taking a good preparation in finance and banking like other subjects! Keeping you in mind, today we have come up with SSC Finance and Banking Suggestion 2026.
I hope you will benefit from our suggestion. We have included the most important topics in our suggestion after reviewing all the previous year’s questions. We have shortened the suggestion as much as possible for you, so that you can take a good preparation by reading it repeatedly.
Read also: SSC Accounting Suggestion 2026
So come on friends, let’s see what is in our suggestion. So that you can always keep the suggestion with you, we will also give it in pdf form. Apart from the suggestion, we will also have some important suggestions in this article. So continue reading the article till the end.
SSC Finance and Banking Suggestion 2026
সৃজনশীল অংশ
পূর্ণমান – ৭০ (৫০ + ২০)
গুরুত্বপূর্ণ অধ্যায়সমুহঃ
অধ্যায় – ১মঃ অর্থায়ন ও ব্যাবসায় অর্থায়ন
অধ্যায় – ৩য়ঃ অর্থের সময় মূল্য
অধ্যায় – ৫মঃ ঝুঁকি ও অনিশ্চয়তা
অধ্যায় – ৬ষ্ঠঃ মূলধনি আয়-ব্যয়ে প্রাক্কলন
অধ্যায় – ৯মঃ ব্যাংকিং ব্যবসায় ও তার ধরণ
অধ্যায় – ১০মঃ বাণিজ্যিক ব্যাংক
অধ্যায় – ১১শঃ ব্যাংকের আমানত
তোমরা জানো যে, তোমাদের ফিন্যান্স ও ব্যাংকিং বইতে বেশ কয়েকটি অধ্যায় রয়েছে। এতগুলো অধ্যায়ের খুঁটিনাটি পড়তে গেলে অনেক কষ্ট হয়ে যাবে। এজন্য আমরা অধ্যায় ছোট করে দিয়েছি, অর্থাৎ মাত্র ৭ টি অধ্যায় আমরা এখানে দিয়েছি। এই ৭ টি অধ্যায় মন দিয়ে পড়লেই তোমরা যাবতীয় প্রশ্ন কমন পেয়ে যাবে। সৃজনশীল প্রশ্ন থাকবে ৮ টি, সেখান থেকে ৫ টির উত্তর দিতে হবে। আশা করছি তোমরা ৫ টিরও বেশি কমন পাবে এই অংশে। এরপর সংক্ষিপ্ত প্রশ্ন।
এখানে মোট ১৫ টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং তোমাদেরকে ১০ টির উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান ০২, অর্থাৎ এখানে মোট ২০ নম্বর। তো এই হচ্ছে তোমাদের সৃজনশীল অংশের ৭০ নম্বর। এজন্য আমাদের দেয়া এই অধ্যায়গুলো পড়লেই যথেষ্ট হবে। বোর্ড বই থেকে এগুলো ভালোভাবে পড়ার পর গাইড বই সৃজনশীল প্রশ্ন গুলো প্র্যাকটিস করবে। যতবেশি প্র্যাকটিস করবে ততো তোমাদের জন্য ভালো। এছাড়া বিগত সালের প্রশ্ন গুলো পড়তে ভুলবে না।
বহুনির্বাচনী অংশ
পূর্ণমান – ৩০
১। নগদ অর্থ ও মুনাফার মধ্যে সম্পর্ক কিরূপ?
ক ঊর্ধ্বমুখী
- বিপরীত
গ নিম্নমুখী
ঘ সমানুপাত
২। ব্যবসায় প্রতিষ্ঠানের মূল লক্ষ্য কী?
ক সাফল্য অর্জন
খ সুনাম অর্জন
গ সম্পদ অর্জন
- মুনাফা অর্জন
৩। অর্থায়ন কী নিয়ে কাজ করে?
ক বিনিময় ব্যবস্থাপনা
- তহবিল ব্যবস্থাপনা
গ মূলধন ব্যবস্থাপনা
ঘ মুনাফা ব্যবস্থাপনা
৪। বিশ্বব্যাংক কোন জাতীয় অর্থায়নের সাথে জড়িত-
ক অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন
খ পারিবারিক অর্থায়ন
- সরকারি অর্থায়ন
ঘ আন্তর্জাতিক অর্থায়ন
৫। নিচের কোনটি বিনিয়োগের একটি মূল্যায়ন প্রক্রিয়া?
- মূলধন বাজেটিং
খ অর্থের সময়মূল্য
গ বাট্টার হার নির্ধারণ
ঘ বিনিয়োগের ভবিষ্যৎ মূল্যনীতি
৬। পে-ব্যাক সময় নির্ণয় সূত্র কোনটি?
ক বার্ষিক নগদ প্রবাহ বিনিয়োগ
- বিনিয়োগ বার্ষিক নগদ প্রবাহ
গ বিনিয়োগ বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ
ঘ বার্ষিক নগদ বহিঃপ্রবাহ বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ
৭। নগদ আন্তঃপ্রবাহ ও নিট মুনাফার ব্যবধানকে কী বলা হয়?
ক প্রারম্ভিক বিনিয়োগ
খ নগদ বহিঃপ্রবাহ
গ মোট চলতি ব্যয়
- মোট অবচয়
৮। মূলধন বাজেটিং-এর পদ্ধতিসমূহ নিচের কোনটির জন্য গুরুত্বপূর্ণ?
- প্রকল্প নির্বাচন
খ প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ
গ বিনিয়োগের লাভজনকতা নির্ণয়
ঘ প্রকল্পের মুনাফার হার নির্ণয়
৯। মূলধন বাজেটিং প্রক্রিয়ায় জড়িত ধাপ-
- বাট্টার হার নির্ধারণ
খ মুনাফার হার নির্ধারণ
গ ঝুঁকির হার নির্ধারণ
ঘ সুদের হার নির্ধারণ
১০। গড় মুনাফার হার নির্ণয়ের সূত্র কোনটি?
ক গড় মোট মুনাফাগড় বিনিয়োগ
- গড় নিট মুনাফাগড় বিনিয়োগ
গ গড় মোট মুনাফামোট বিনিয়োগ
ঘ গড় নিট মুনাফামোট বিনিয়োগ
১১। মূলধন বাজেটিং-এর পদ্ধতি কয়টি?
ক দুইটি
খ তিনটি
- চারটি
ঘ পাঁচটি
১২। রাজশাহীর কোন অঞ্চলের রেশম উৎপাদন কার্যক্রমে কোন ধরনের ব্যাংক নিয়োজিত?
ক দেশি ব্যাংক
খ ভোক্তাদের ব্যাংক
গ জাতীয় ব্যাংক
- আঞ্চলিক ব্যাংক
১৩। বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস কোনটি?
- লকার ভাড়া
খ বিমা প্রিমিয়াম
গ শুল্ক ও কর
ঘ নিরীক্ষকের বিল
১৪। কোনটি বাণিজ্যিক ব্যাংকের পরোক্ষ উদ্দেশ্য?
- কর্মসংস্থান সৃষ্টি
খ জনকল্যাণ
গ সম্পদের সুষম বণ্টন
ঘ বিনিময়ের মাধ্যমে
১৫। কোন ব্যাংক খঈ প্রদান করে?
- বাণিজ্যিক ব্যাংক
খ কেন্দ্রীয় ব্যাংক
গ শিল্প ব্যাংক
ঘ কৃষি ব্যাংক
১৬। কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রবাজার নিয়ন্ত্রণে সাহায্য করে-
ক বিনিয়োগ ব্যাংক
খ শিল্প ব্যাংক
গ সমবায়
- বাণিজ্যিক ব্যাংক
১৭। যন্ত্রপাতি ক্রয়ে ঋণ দিয়ে থাকে কোন ব্যাংক?
- বাণিজ্যিক ব্যাংক
খ ভোক্তাদের ব্যাংক
গ শ্রমিক ব্যাংক
ঘ সঞ্চয়ী ব্যাংক
১৮। বাণিজ্যিক ব্যাংকের মূলধনের একটি গুরুত্বপূর্ণ বাহ্যিক উৎস কোনটি?
- আমানত
খ পরিশোধিত মূলধন
গ সংরক্ষিত তহবিল
ঘ লকার ভাড়া
১৯। ব্যবসায়ের প্রতিটি সিদ্ধান্তের সাথে কোনটি জড়িত থাকে?
- অর্থের আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহ
খ অভ্যন্তরীণ ও বহিস্থ উৎসের ব্যবহার
গ মাসিক ও বার্ষিক কিস্তির হার
ঘ ঋণ গ্রহণ ও পরিশোধ পদ্ধতি
২০। একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করার জন্য অন্য কোনো প্রকল্পে বিনিয়োগের সুযোগ ত্যাগ করাকে কী বলে?
- সুযোগ ব্যয়
খ প্রকল্প ব্যয়
গ প্রকল্প মূল্যায়ন
ঘ অর্থায়ন সুযোগ
২১। অর্থের সময়মূল্যের সূত্র প্রয়োগের মাধ্যমে কোনটির পরিমাণ নির্ধারণ করা যায়?
ক প্রকৃত অর্থ
- সুযোগ ব্যয়
গ মূল্য নির্ধারণ
ঘ প্রকল্প মূল্যায়ন ব্যয়
২৪। ‘রুল-৭২’ ব্যবহার করা যায় কখন?
- নির্দিষ্ট মেয়াদে অর্থ দ্বিগুণ হলে
খ নির্দিষ্ট মেয়াদে অর্থ তিনগুণ হলে
গ এক বছরে অর্থ দেড় গুণ হলে
ঘ সুদের হার পরিবর্তন হলে
২৫। নির্দিষ্ট মেয়াদে টাকা দ্বিগুণ হলে মেয়াদ নির্ণয় করতে কোনটি প্রয়োজন?
ক রুল – ৬২
খ রুল – ৭২
- রুল – ৭৩
ঘ রুল – ৭৫
২৬। দীর্ঘমেয়াদি প্রকল্প মূল্যায়নে নিচের কোনটি করতে হয়?
ক সময়ের সাথে আয়ের তুলনা
খ ভবিষ্যৎ ব্যয়ের সাথে বর্তমান আয়ের তুলনা
- বর্তমান ব্যয়ের সাথে ভবিষ্যৎ আয়ের তুলনা
ঘ বর্তমানের আয়ের সাথে অর্থনৈতিক অবস্থার তুলনা
২৭। দীর্ঘমেয়াদি প্রকল্প মূল্যায়নে বর্তমান ব্যয়ের সাথে কোনটি তুলনা করা হয়?
ক বর্তমান আয়
- ভবিষ্যৎ আয়
গ বর্তমান মুনাফা
ঘ ভবিষ্যৎ ব্যয়
২৮। দীর্ঘমেয়াদি প্রকল্প মূল্যায়নের সিদ্ধান্ত নিতে কোনটি করতে হয়?
ক বর্তমান ব্যয়ের ভবিষ্যৎ মূল্য নির্ধারণ
খ বর্তমান আয়ের ভবিষ্যৎ মূল্য নির্ধারণ
গ ভবিষ্যৎ ব্যয়ের বর্তমান মূল্য নির্ধারণ
- ভবিষ্যৎ আয়ের বর্তমান মূল্য নির্ধারণ
২৯। দীর্ঘমেয়াদি প্রকল্প মূল্যায়নে প্রকল্পের কোনটি তুলনা করতে হয়?
ক বর্তমান ব্যয়ের সাথে ভবিষ্যৎ ব্যয়
খ বর্তমান আয়ের সাথে ভবিষ্যৎ আয়
- বর্তমান ব্যয়ের সাথে ভবিষ্যৎ আয়
ঘ বর্তমান আয়ের সাথে ভবিষ্যৎ ব্যয়
৩০। অর্থের সময়মূল্য সম্পর্কে স্পষ্ট ধারণা থাকলে-
i. অর্থায়নের গ্রহণযোগ্য উৎস নির্বাচন করা যায়
ii. প্রদেয় কিস্তির পরিমাণ সঠিকভাবে নির্ণয় করা যায়
iii. বিনিয়োগের লাভজনক উৎস নির্বাচন করা যায়
নিচের কোনটি সঠিক?
ক i ও ii
খ i ও iii
গ ii ও iii
- i, ii ও iii
বহুনির্বাচনী প্রশ্নে ভালো ফল করতে হলে পাঠ্যসূচির নির্ধারিত প্রতিটি অধ্যায় নিয়মিত পড়ে যেতে হবে। ৩০টি প্রশ্নের জন্য সময় থাকে মাত্র ৩০ মিনিট, অর্থাৎ প্রতি প্রশ্নের জন্য ১ মিনিট। এই অংশে ৬০% প্রশ্ন থাকবে জ্ঞান ও অনুধাবনভিত্তিক এবং বাকি ৪০% প্রশ্ন থাকবে প্রয়োগ ও উচ্চতর দক্ষতা ভিত্তিক। তাই সংক্ষিপ্ত সিলেবাসের সব অধ্যায় গুরুত্ব দিয়ে পড়া জরুরি; কোনো অধ্যায় এড়িয়ে যাওয়া উচিত নয়। অনেক সময় অপশনগুলো কাছাকাছি মনে হতে পারে, তাই সঠিকভাবে অনুশীলন করা দরকার।
যদি কোনো প্রশ্নের উত্তর বুঝতে না পারো, তাহলে সেখানে সময় নষ্ট না করে পরবর্তী প্রশ্নে চলে যাও এবং পরে সময় থাকলে রেখে দেয়া প্রশ্ন গুলো চেষ্টা করবে। ভালো প্রস্তুতির জন্য একটি ভালো মানের বইয়ের অধ্যায়ভিত্তিক আলোচনা পড়তে হবে। এছাড়া অনুশীলনীর বহুনির্বাচনী অংশ এবং বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো নিয়মিত চর্চা করো।
এসএসসি ফিন্যান্স ও ব্যাংকিং সাজেশন ২০২৬ PDF
আমাদের সাজেশনটি যাতে তোমরা সবসময় দেখে পড়তে পারো সেজন্য আমরা এটির PDF ফাইল দিয়ে দিবো। এটি তোমরা মাত্র এক ক্লিক করেই ডাউনলোড করে রাখতে পারবে। এটি দওলয়াদ করা থাকলে তোমরা অফলাইনেও অধ্যায় গুলো দেখে দেখে পড়াশুনা করতে পারবে।
Download SSC Finance and Banking Suggestions 2026 PDF
Final Words
Hope you have understood our SSC Finance and Banking Suggestion 2026. We have made the suggestion as simple and short as possible so that you can prepare well. If you follow this suggestion very well and prepare well, you will get 100% marks in the exam, no matter which board you appear for. If you want to get suggestions for every subject of your SSC exam 2026, then we request you to visit our website daily. Best wishes to all of you.
