SSC Chemistry Suggestion 2026

SSC Chemistry Suggestion 2026 (এসএসসি রসায়ন সাজেশন)

Dear science students, Chemistry is a very important subject for those of you who are going to appear for the SSC exam in 2026. You must have seen that many students from the science department have achieved good results this year, of course there was good preparation behind these results. And to prepare well, you definitely need a reliable suggestion. So today we have brought for you SSC Chemistry Suggestion 2026. 

We have previously published several suggestions on our blog for those who will appear for the SSC exam in 2026 and will do more in phases. So, friends, without further ado, let’s take a look at the suggestion. For your convenience, we will also provide the suggestion in PDF format here.

Read also: SSC Accounting Suggestion 2026

SSC Chemistry Suggestion 2026

সৃজনশীল অংশ 

পূর্ণমান – ৫০ 

  • ৩য় অধ্যায়ঃ পদার্থের গঠন
  • ৪র্থ অধ্যায়ঃ পর্যায় সারনি
  • ৫ম অধ্যায়ঃ রাসায়নিক বন্ধন
  • ৬ষ্ঠ অধ্যায়ঃ মোলের ধারণা ও রাসায়নিক গণনা
  • ৭ম অধ্যায়ঃ রাসায়নিক বিক্রিয়া
  • ১১ম অধ্যায়ঃ খনিজ সম্পদ-জীবাশ্ম 

যেহেতু বিজ্ঞানের বিষয়গুলোতে ব্যবহারিক থাকে সেহেতু সৃজনশীল ও mcq মিলিয়ে ৭৫ নম্বরের পরীক্ষা হয়। এক্ষেত্রে সৃজনশীল অংশে ৭ টি প্রশ্ন থাকে যেখান থেকে তোমাদেরকে ৪ টি প্রশ্নের উত্তর দিতে হয় এবং এই ৪ টির মান ৪০। এরপর ছোট প্রশ্ন লিখতে হয় ৫ টি যেখানে প্রতিটির মান ২ করে। তাহলে এখানে মোট ৫০ নম্বরের উত্তর দিতে হবে তোমাদেরকে। 

এই ৫০ নম্বরের জন্য এই অধ্যায় গুলো পড়লেই যথেষ্ট হবে। এই ৬ টি অধ্যায় খুব ভালো করে পড়ো এবং অধ্যায় গুলো থেকে সৃজনশীল প্রশ্ন গুলো ভালোভাবে প্র্যাকটিস করো। এর সাথে বোর্ড বই কিন্তু আরও ভালো করে পড়তে হবে কারণ মূল তথ্য গুলো সেখানেই থাকে। রাসায়নিক সংকেত গুলো অবশ্যই অবশ্যই পড়তে হবে। 

বহুনির্বাচনী প্রশ্ন

পূর্ণমান – ২৫ 

১। কঠিন থেকে তরলে পরিণত করতে তাপমাত্রা কোথায় পৌঁছাতে হয়?

ক. হিমাঙ্কে

খ. স্ফুটনাঙ্কে

গ. গলনাঙ্কে

ঘ. শিশিরাঙ্কে

২। পানির মধ্যে তরল নীল বা কলমের কালি দিলে তা কোন প্রক্রিয়ায় মিশে যায়?

ক. অভিস্রবণ

খ. ব্যাপন

গ. অনুব্যাপন

ঘ. নিঃসরণ

৩। নিচের কোনটি ব্যাপন হারে সঠিক μম?

ক. NH3 < CO2 < Cl2

খ. Cl2 > CO2 > NH3

গ. Cl2 < CO2 < NH3

ঘ. CO2 < Cl2 < NH3

৪। ফুলের সুগন্ধ ছড়ায় কোন প্রক্রিয়ায়?

ক. নিঃসরণ

খ. অনুব্যাপন

গ. ব্যাপন

ঘ. অভিস্রবণ

৫। তাপ প্রয়োগ করলে ব্যাপনের হার-

ক. বৃদ্ধি পায়

খ. হ্রাস পায়

গ. সমান থাকে

ঘ. কোনটিই নয়

৬। পরমাণুর প্রোটন সংখ্যাকে কী বলা হয়?

ক. পারমাণবিক সংখ্যা

খ. নিউক্লিয়ন সংখ্যা

গ. ভর সংখ্যা

ঘ. নিউট্রন সংখ্যা

৭। ক্যালসিয়ামের ভরসংখ্যা কত?

ক. ২০

খ. ৪০

গ. ৮০

ঘ. ২

৮। অ্যান্টিমনির প্রতীক কোনটি?

ক. Sn

খ. Sb

গ. Au

ঘ. At

৯। নিউট্রনের প্রকৃত ভর কত?

ক. 1.675 x 10-24 g

খ. 9.11 x 10-28 g

গ. 1.67 x 1024 g

ঘ. 1.657 x 10-24 g

১০। নিচের কোনটির ইলেকট্রন ও প্রোটন সংখ্যা সমান?

ক. Na

খ. F-

গ. Mg2+

ঘ. Cl-

১১। Ar এর স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন সংখ্যা ১৮ এবং নিউট্রন সংখ্যা ২২ হলে ভরসংখ্যা কত?

ক. ১৮

গ. ৪০

গ. ২২

ঘ. ৪

১২। জন নিউল্যান্ড কত সালে অষ্টক তত্ত্ব প্রদান করেন?

ক. ১৮৬৪

খ. ১৭৮৯

গ. ১৮৬৯

ঘ. ১৭৬৪

১৩। রসায়ন ও ফলিত রসায়নের বিভিন্ন বিষয় আন্তর্জাতিকভাবে স্বীকৃতিদাতা প্রতিষ্ঠান হলো-

ক. IUPAC

খ. APEC

গ. IUPVAC

ঘ. ISO

১৪। গ্রুপ 11 তে অবস্থিত মৌলগুলোকে কী বলা হয়?

ক. ক্ষারধাতু

খ. মৃৎক্ষার ধাতু

গ. হ্যালোজেন

ঘ. মুদ্রা ধাতু

১৫। পর্যায় সারণির চতুর্থ পর্যায়ে কয়টি মৌল আছে?

ক. ৮টি

খ. ১৬টি

গ. ১৮টি

ঘ. ৩২টি

১৬। অবস্থান্তর মৌলসমূহ পর্যায় সারণির কোন গ্রুপে অবস্থিত?

ক. গ্রুপ-১ থেকে গ্রুপ-৭

খ. গ্রুপ-৮ থেকে গ্রুপ-১৭

গ. গ্রুপ-৩ থেকে গ্রুপ-১১

ঘ. গ্রুপ-৫ থেকে গ্রুপ-১১

১৭। নিকৃষ্ট ধাতু কোনটি?

ক. তামা

খ. লোহা

গ. পিতল

ঘ. পারদ

১৮। পারমাণবিক ভর অনুযায়ী সাজালে ক এর স্থান

কোথায় হবে?

ক. Ne এর পূর্বে

খ. Ar এর পূর্বে

গ. Ar এর পরে

ঘ. Kr এর পরে

১৯। মৌলের রাসায়নিক ধর্ম মূলত কী দ্বারা নির্দেশিত হয়?

ক. ইলেকট্রন বিন্যাস

খ. আন্তঃআণবিক শক্তি

গ. পারমাণবিক ভর

ঘ. সবগুলো

২০। কোন মৌলের ইলেকট্রন বিন্যাস (২, ৮, ৮, ১) হলে মৌলটির অবস্থান-

ক. ৫ম পর্যায় ১ গ্রুপ

খ. ৪র্থ পর্যায় ১ গ্রুপ

গ. ৩য় পর্যায় ১ গ্রুপ

ঘ. ৬ষ্ঠ পর্যায় ১ গ্রুপ

২১। অপধাতু কোনটি?

ক. Mg

খ. Na

গ. Si

ঘ. Al

২২। কোনো মৌলে ইলেকট্রনের বিন্যাস (২, ৮, ২) হলে এর অবস্থান কোন পর্যায়ে

ক. ২য়

খ. ৩য়

গ. ৫ম

ঘ. ৪র্থ

২৩। সক্রিয় অধাতু কোনটি?

ক. Si

খ. K

গ. N

ঘ. Cl

২৪। নিচেরর কোন্ যৌগে অকটেট অসম্পূর্ণ?

ক. NH3

খ. H2O

গ. CCl4

ঘ. BF3

২৫। কোন মৌলের যোজ্যতা ইলেকট্রন কম?

ক. Mg

খ. Li

গ. Ca

ঘ. Cl

এই ২৫ নম্বরের জন্যও ঐ ৬ টি অধ্যায় পড়লেই যথেষ্ট হবে। বোর্ড বই ভালো করে পড়ার পর গাইড থেকে mcq প্র্যাকটিস করবে যতটা পারো। তবে ভালো ফলাফলের জন্য যে অধ্যায় গুলো বাদ দেয়া হয়েছে সেখান থেকেও বহু নির্বাচনী প্রশ্ন গুলো পড়া ভালো হবে বলে আমরা মনে করি। মনে রাখবে এখানে তোমাদেরকে ২৫ এর মধ্যে ২৫ পেতে হবে। আর ২৫ পেতে হলে সব খুঁটিনাটি পড়তে হবে। এখানে আমরা নমুনা হিসেবে ২৫ টি mcq প্রশ্ন দিয়ে দিলাম যাতে তোমরা বুঝতে পারো। এমন আরও অনেক প্রশ্ন পড়তে হবে তোমাদেরকে। 

ব্যবহারিক

পূর্ণমান – ২৫

এই অংশে রয়েছে ২৫ নম্বর। এখানে খাতা মূল্যায়ন এবং মৌখিক পরীক্ষার ভিত্তিতে নম্বর ভাগ করা থাকে। খাতা ঠিকঠাক থাকলে এবং মুখে কিছু উত্তর দিতে পারলেই এখানে প্রায় সবাইই পূর্ণ নম্বর পেয়ে যায়। 

এসএসসি রসায়ন সাজেশন ডাউনলোড

তোমরা আমাদের এই সাজেশনটির PDF ডাউনলোড করে রাখতে পারো। PDF ডাউনলোড করে রাখলে পরবর্তীতে যেকোনো সময় এটি দেখে পড়তে সুবিধা হয়। এর আগেও আমরা আমাদের অন্যান্য সাজেশন গুলোর pdf দিয়েছিলাম। নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নাও পিডিএফ টি। 

Download SSC Chemistry Suggestion 2026

Last Words

Today we had this discussion about SSC Chemistry Suggestion 2026. Chemistry is a very difficult subject for those who are studying in the science group. Before the exam, everyone is seen to be tense about this difficult subject. This suggestion of ours and this one suggestion will be enough to remove your tension, regardless of which board you are appearing for the exam. Apart from this, the suggestions we have given must be followed. If you have any questions regarding the suggestion, do not forget to let us know.

Author

  • শারমিন সিমি একজন প্রতিশ্রুতিশীল শিক্ষিকা, যিনি বর্তমানে ঢাকা কলেজে শিক্ষকতা করছেন। তিনি অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন নিজ বিভাগে কৃতিত্বের সঙ্গে। শিক্ষাদানে তাঁর গভীর ভালোবাসা ও নিষ্ঠা তাঁকে শিক্ষার্থীদের প্রিয় করে তুলেছে।

    শিক্ষাক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগিয়ে তিনি ওয়েবসাইটে নিয়মিত শিক্ষাবিষয়ক তথ্য, পরামর্শ এবং অনুপ্রেরণামূলক লেখা প্রকাশ করেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *