SSC BGS Suggestion 2026

SSC BGS Suggestion 2026 (বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাজেশন)

BGS subject is very important for SSC candidates. Today we will publish SSC BGS Suggestion 2026. Here you will get chapter-wise suggestions for the creative part in the light of the short syllabus. A total of 9 chapters have been selected from Bangladesh and Global Studies for the SSC exam. Your exam will be from these chapters. Therefore, it is more important for you to practice the selected questions of this chapter.

We have made this suggestion as easy as possible for you so that you can complete it in a short time and revise it repeatedly. There are many chapters in BGS subject. If you go through so many chapters, good preparation will become difficult. We have reduced some chapters because we have reviewed the previous year’s questions. We prepare our suggestions by reviewing the previous year’s questions and various suggestions. If you follow our suggestion, you will be able to score good marks in the exam. 

Read also: SSC Geography suggestion 2026

BGS seems quite difficult to many, but if you read the limited chapters repeatedly, I hope this fear of yours will go away. Today’s suggestion will discuss which chapters are important and from which chapters questions will be asked in the Bangladesh and Global Studies exam. Let’s take a quick look at the SSC BGS suggestion without delay.

SSC BGS Suggestion 2026

সৃজনশীল অংশ

পূর্ণমান – ৭০ 

গুরুত্বপূর্ণ অধ্যায় সমূহঃ 

  • অধ্যায় ১ম: পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭-১৯৭০)
  • অধ্যায় ২য়: স্বাধীন বাংলাদেশ
  • অধ্যায় ৪র্থ: বাংলাদেশের ভূ-প্রকৃিত ও জলবায়ু
  • অধ্যায় ৫ম: বাংলাদেশের নদ-নদী ও প্রাকৃতিক সম্পদ
  • অধ্যায় ৬ষ্ঠ: রাষ্ট্র, নাগরিকতা ও আইন
  • অধ্যায় ৯ম: জাতিসংঘ ও বাংলাদেশ
  • অধ্যায় ১০ম: টেকশই উন্নয়ন অভীষ্ট (এলডিজি)
  • অধ্যায় ১১শ: জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা
  • অধ্যায় ১৬শ: বাংলাদেশের সমাজিক সমস্যা ও এর প্রতিকার

আমরা আগেই বলেছি যে তোমাদের জন্য আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের জন্য ৯ টি অধ্যায় বাছাই করেছি। এটি এমন একটি সাবজেক্ট যেখানে প্রচুর তথ্য পড়তে হয় এবং মনে রাখতে হয়। এর মধ্যে আছে সাল, সংখ্যা, দিন ইত্যাদি। এগুলো মনে রাখা বেশ কঠিন। বারবার না পড়লে এগুলো মনে থাকবেনা। তাই অধ্যায় কম থাকলে তোমাদের পড়তে সুবিধা হবে। আমাদের দেয়া অধ্যায় গুলোর ভিতরের টপিক খুব ভালোভাবে পড়ে তারপর সৃজনশীল প্রশ্ন পড়বে। মনে রাখবে এই অংশে রয়েছে ৭০ নম্বর, তাই এখানে চেষ্টা করতে যতটা বেশি নম্বর তোলা যায়। গাইড বই থেকে উক্ত অধ্যায় ভিত্তিক সৃজনশীল প্রশ্নগুলো বারবার পড়বে, এছাড়া বিগত বছর গুলোর প্রশ্নপত্র দেখতে ভুলবে না। 

বহুনির্বাচনী অংশ 

পূর্ণমান – ৩০

১। ‘তমদ্দুন মজলিস’ কোন ধরনের প্রতিষ্ঠান?

ক. সাংস্কৃতিক

খ. সামাজিক

গ. রাজনৈতিক

ঘ. অর্থনৈতিক

২। পাকিস্তানের কত শতাংশ বাঙালি ছিল?

ক. ১০%

খ. ৫৬%

গ. ২২%

ঘ. ২৭%

৩। আইয়ুব খান নিচের কোন ব্যবস্থাটি চালু করেন?

ক. সমাজতন্ত্র

খ. মৌলিক গণতন্ত্র

গ. সংসদীয় গণতন্ত্র

ঘ. রাজতন্ত্র

৪। প্রথম শহীদ মিনার উদ্বোধন করেন কে?

ক. শহীদ শফিউরের পিতা

খ. আবদুল গাফ্ফার চৌধুরী

গ. আলাউদ্দিন আল আজাদ

ঘ. শহীদ বরকতের পিতা

৫। ধীরেন্দ্রনাথ দত্ত কত সালে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলা ব্যবহারের দাবি জানান?

ক. ১৯৪৭

খ. ১৯৪৮

গ. ১৯৫১

ঘ. ১৯৫২ 

৬। ৬ দফা কোন বিষয়টি তুলে ধরে?

ক. স্বাধীন বাংলার রূপরেখা

খ. বাঙালির অধিকার

গ. জাতীয় পরিচয়

ঘ. বাঙালির চেতনা

৭। ‘তমদ্দুন মজলিশ’ কত তারিখে গঠিত হয়?

ক. ২ জানুয়ারি

খ. ১৯ ফেব্রুয়ারি

গ. ২ সেপ্টেম্বর

ঘ. ১৯ জুলাই

৮। ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত উপন্যাস কোনটি?

ক. শঙ্খনীল কারাগার

খ. আগুনের পরশমনি

গ. তালপাতার সেপাই

ঘ. আরেক ফাল্গুন

৯। যুক্তফ্রন্ট কত দিন ক্ষমতায় ছিল?

ক. ৪৫

খ. ৫৬

গ. ৬৫

ঘ. ৭১

১০। ২১ দফা জনগণের কাছে কী হিসেবে গৃহীত হয়?

ক. সংবিধান

খ. রায়

গ. স্বার্থ রক্ষার সনদ

ঘ. দলিল

১১। প্রাদেশিক পরিষদ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়?

ক. ১৯৫২

খ. ১৯৫৪

গ. ১৯৫৩

ঘ. ১৯৫৫ 

১২। প্রথম বিশ্ব নারী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

ক. বেইজিং

খ. নাইরোবি

গ. কোপেনহেগেন

ঘ. মেক্সিকো

১৩। লীগ অব নেশনস কত সালে প্রতিষ্ঠিত হয়?

ক. ১৯১৪

খ. ১৯২০

গ. ১৯২৫

ঘ. ১৯৩০

১৪। কত সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়?

ক. ১৯২০

খ. ১৯৩৯

গ. ১৯৪০

ঘ. ১৯৫০

১৫। জাতিসংঘ দিবস কোনটি?

ক. ২৪ মার্চ

খ. ২৪ জুন

গ. ২৪ আগস্ট

ঘ. ২৪ অক্টোবর

১৬। প্রথম বিশ্ব নারী সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়?

ক. ১৯১৪

খ. ১৯২০

গ. ১৯২৫

ঘ. ১৯৩০

১৭। কোনটিকে জাতিসংঘের ‘বিতর্কসভা’ বলে অভিহিত কর হয়?

ক. অছি পরিষদ

খ. আন্তর্জাতিক আদালত

গ. নিরাপত্তা পরিষদ

ঘ. সাধারণ পরিষদ

১৮। তৃতীয় বিশ্ব নারী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

ক. বেইজিং

খ. মেক্সিকো

গ. জেনেভা

ঘ. নাইরোবি 

১৯। জাতিসংঘ কত তারিখকে বিশ্ব নারীদিবস হিসেবে ঘোষণা করেছে?

ক. ৭ মার্চ

খ. ৮ মার্চ

গ. ৯ মার্চ

ঘ. ১০ মার্চ

২০। জাতিসংঘের প্রধান অঙ্গ কয়টি?

ক. তিন

খ. চার

গ. পাঁচ

ঘ. ছয়

২১। জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও শক্তিশালী শাখা কোনটি?

ক. সাধারণ পরিষদ

খ. অছি পরিষদ

গ. নিরাপত্তা পরিষদ

ঘ. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ

২২। ভেটো ক্ষমতাসম্পন্ন বৃহৎ শক্তিধর রাষ্ট্রের সংখ্যা কয়টি?

ক. ৪

খ. ৫

গ. ৬

ঘ. ১৫

২৩। প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা দেখে কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠান গঠন করা হয়?

ক. লীগ অব নেশনস

খ. জাতিসংঘ

গ. ওআইসি

ঘ. ন্যাম

২৪। শান্তির জন্য প্রতিষ্ঠিত কোন প্রতিষ্ঠানটি চূড়ান্তভাবে ব্যর্থ হয়?

ক. আরব লীগ

খ. ওআইসি

গ. ন্যাম

ঘ. লীগ অব নেশনস

২৫। লীগ অব নেশনস চূড়ান্তরূপে ব্যর্থ হওয়ার ফলে কোনটি হয়?

ক. ইরাক-ইরান যুদ্ধ

খ. প্রথম বিশ্বযুদ্ধ শুরু

গ. দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু

ঘ. ভিয়েতনাম যুদ্ধ শুরু 

২৬। ‘The Modern State’ বইটির লেখক কে?

ক. এরিস্টটল গার্নার

খ. ম্যাকাইভার

গ. গার্নার গেটেল

২৭। তথ্য অধিকার আইনে কোন স্বাধীন প্রতিষ্ঠানের সৃষ্টি হয়েছে?

ক.. তথ্য অধিকার আইন

খ. তথ্য প্রাপ্তি আইন

গ. তথ্য মন্ত্রণালয়

ঘ. তথ্য কমিশন

২৮। নাগরিক স্বাধীনতার রক্ষাকবচ কোনটি?

ক. সংবিধানের প্রাধান্য

খ. শাসন বিভাগের প্রাধান্য

গ. আইনের প্রাধান্য

ঘ. বিচার বিভাগের প্রাধান্য

২৯। রাষ্ট্রের উপাদান কয়টি?

ক. ২টি

খ. ৩টি

গ. ৪টি

ঘ. ৫টি

৩০। সার্বভৌমত্ব কী?

ক. সরকারের চূড়ান্ত ক্ষমতা

খ. রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা

গ. রাষ্ট্রপতির চূড়ান্ত ক্ষমতা

ঘ. প্রধানমন্ত্রীর চূড়ান্ত ক্ষমতা 

MCQ থাকবে ৩০ টি এবং এর জন্য তোমরা সময় পাবে ৩০ মিনিট। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের mcq মনে রাখা বেশ কঠিন কারণ আগেই বলেছি যে এতে সংখ্যা, সাল, সময় ইত্যাদি জাতীয় জিনিস বেশি মনে রাখতে হয়। এজন্য নিয়মিত mcq প্র্যাকটিস করতে হবে। একই প্রশ্ন বারবার পড়তে থাকলে বা রিভিশন দিতে থাকলে তোমরা এতে কাঙ্ক্ষিত নম্বর তুলতে পারবে। 

Read also: SSC Finance and Banking Suggestion 2026

এসএসসি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাজেশন ২০২৬ PDF ডাউনলোড 

আশা করছি, এই সাজেশন অনুযায়ী পড়লে আর অন্য কোনো সাজেশন প্রয়োজন হবে না। কারণ এখানে এমন অধ্যায়গুলোই রাখা হয়েছে যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। তোমরা যারা মনে করেছিলে ১৬টি অধ্যায় পড়া অনেক বেশি হয়ে যাবে এবং কম অধ্যায়ে প্রস্তুতি নিতে চাও, তারা নির্ভয়ে এই সাজেশনটি অনুসরণ করতে পারো। এতে অল্প অধ্যায় পড়েই ভালো প্রিপারেশন নেওয়া সম্ভব হবে। অন্যান্য প্রতিটি সাজেশনের মত আমরা BGS সাজেশনরেও একটি pdf কপি দিয়ে দিতে চাই। 

Download SSC BGS Suggestion 2026

Ending Note

Dear students, do you want to get an A plus in the SSC exam? Every student dreams of getting an A plus in the SSC exam, not just in SSC but in every exam. Many students work hard to get an A plus. I hope you have benefited from our SSC BGS Suggestion 2026. And those who are only looking for a pass mark in the exam will solve the previous year’s board questions. 

So, I am hopeful that you will get a common pass mark and those who are looking for a good number will solve the board questions. Best wishes to SSC students. If you read the very short questions from the previous year, there is a possibility of reading 80% common, so if you read from the year, you will read from both the book and suggestion.

Author

  • শারমিন সিমি একজন প্রতিশ্রুতিশীল শিক্ষিকা, যিনি বর্তমানে ঢাকা কলেজে শিক্ষকতা করছেন। তিনি অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন নিজ বিভাগে কৃতিত্বের সঙ্গে। শিক্ষাদানে তাঁর গভীর ভালোবাসা ও নিষ্ঠা তাঁকে শিক্ষার্থীদের প্রিয় করে তুলেছে।

    শিক্ষাক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগিয়ে তিনি ওয়েবসাইটে নিয়মিত শিক্ষাবিষয়ক তথ্য, পরামর্শ এবং অনুপ্রেরণামূলক লেখা প্রকাশ করেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *