SSC Bangla 2nd Paper Suggestion 2026 (বাংলা ২য় পত্র সাজেশন)
For SSC 2026, it is necessary to prepare equally for Bangla First Paper as well as Bangla Second Paper. Earlier, we published a suggestion for Bangla First Paper. The question pattern of Bangla Second Paper is completely different from Bangla First Paper, so if you study according to a reliable suggestion, it is expected that you will be able to do well in the exam. Today we are going to present a dependable short SSC Bangla 2nd Paper Suggestion 2026 for you.
We usually prepare suggestions according to previous year questions, test exam questions of various schools and board books where the chances of getting the most common are very high. Moreover, our suggestions are not very long, because we include only the most important topics in the suggestions. So if you keep our suggestion to you, then we can guarantee that you will not need any other suggestion. We will also give the suggestion here in PDF format so that you can download it and keep it. So let’s start.
Read more: SSC Bangla 1st Paper Suggestion 2026
SSC Bangla 2nd Paper Suggestion 2026
মান – ৭০
অনুচ্ছেদ রচনা
- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
- জুলাই বিপ্লব-২০২৪
- বৈশাখী মেলা
- পরিবেশ দূষণ
- বাংলা নববর্ষ
- খাদ্য ভেজাল
- বইমেলা
- যানজট
- স্বাধীনতা দিবস
- নারীশিক্ষা
- কম্পিউটার
- মোবাইল ফোন।
সারাংশ
- মানুষের মূল্য কোথায়?
- মাতৃ স্নেহের তুলনা নেই
- অতীত ভুলে যাও
- অভাব আছে বলিয়া জগত শেয়
- অভ্যাস ভয়ানক জিনিস
- তুমি জীবনকে সুন্দর করতে চাও?
- বিদ্যা মানুষের অমুল্য সম্পদ
সারমর্ম
- নিখিলের এত শোভা
- বহুদিন ধরে বহুক্রোশ দূরে
- সার্থক জনম আমার জন্মেছি এই দেশে
- বসুমতি কেন তুমি
- দৈন যদি আসে আসুক
- নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো
- কোথায় স্বর্গ কোথায় নরক।
ভাব-সম্প্রসারণ
- গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন
- আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য
- দুর্নীতি জাতীয় জীবনে অভিশাপ
- কীর্তিমানের মৃত্যু নেই
- নানান দেশের নানান ভাষা
- পরের অনিষ্ট চিন্তা করে যেই জন
- ভোগে নয়, ত্যাগেই প্রকৃত সুখ।
আবেদন পত্র
- ছুটির জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন
- দরিদ্র তহবিল থেকে সাহায্যের জন্য আবেদন
- বিজ্ঞান ক্লাব গঠনের অনুমতি চেয়ে আবেদন
- বিনা বেতনে অধ্যয়নে জন্য আবেদন
- দরিদ্র তহবিল থেকে সাহায্যের জন্য আবেদন
- সহকারি শিক্ষক পদে নিয়োগের আবেদন
- তোমার গ্রামে পাঠাগার স্থাপনের জন্য চেয়ারম্যানের নিকট আবেদন।
ব্যক্তিগত পত্র
- সদ্য পড়া একটি বই সম্পর্কে জানিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লিখ
- ঐতিহাসিক স্থানের বর্ণনা দিয়ে বন্ধুকে একটি চিঠি লিখ
- কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে বন্ধু/ছোট ভাইকে একটি পত্র লিখ
- এসএসসি পরীক্ষার পরে তোমার পরিকল্পনা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লিখ।
প্রতিবেদন
- তোমার দেখা একটি সড়ক দুর্ঘটনার বর্ণনা দিয়ে একটি প্রতিবেদন তৈরি করো।
- বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের বিবরণ দিয়ে একটি প্রতিবেদন তৈরি করো।
- তোমার এলাকায় সড়কের দুরবস্থা সংক্রান্ত
- প্রতিবেদন লিখ।
- মাতৃভাষা দিবসের অনুষ্ঠানের বিবরণ দিয়ে একটি প্রতিবেদন তৈরি করো।
- বৃক্ষরোপণের গুরুত্ব বর্ণনা করে একটি প্রতিবেদন তৈরি করো।
- ‘জঙ্গীবাদ রুখতে হবে’ শীর্ষক একটি প্রতিবেদন তৈরি করো।
প্রবন্ধ রচনা
- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
- বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য
- বাংলাদেশের পর্যটন শিল্প
- শ্রমের মর্যাদা
- জাতিগঠনে নারী সমাজের ভূমিকা
- স্বদেশপ্রেম
- মানবকল্যাণে বিজ্ঞান
- পরিবেশ দূষণ
- ইন্টারনেট।
বাংলা দ্বিতীয় পত্রের লিখিত অংশে আপনাকে ৭০ নাম্বারের উত্তর দিতে হবে। এও ৭০ নাম্বারের প্রস্তুতি নিতে হলে আপনাকে ভালোই পড়াশুনা করতে হবে। আমরা সাজেশনে যে বিষয়গুলো উল্লেখ করেছি এগুলো ছাড়াও যদি তোমাদের আগে থেকে আরও কিছু পড়া থাকে সেগুলোও রিভিশন দিতে ভুলবে না। তবে আমাদের পরামর্শ থাকবে যে আমরা যে টপিক গুলো দিয়েছি তাঁর সবগুলোই পড়ে নিবে ভালোভাবে কারণ এখান থেকে যেকোনো টপিক যেকোনো অংশে চলে আসতে পারে।
সারাংশ সারমর্ম যেহেতু ছোট আকারে লিখতে হয় সেহেতু এগুলো নির্ভুল হওয়া গুরুত্বপূর্ণ। এছাড়া আবেদনপত্র, প্রতিবেদন, চিঠি ইত্যাদি লেখার নিয়ম গুলো বারবার দেখে নিবে। বাংলা দ্বিতীয় পত্রের লিখিত অংশে নাম্বার তোলা খুব কঠিন কিছু নয় যদি তোমার প্রস্তুতি ভালো থাকে। আমাদের সাজেশনটি পড়লে আশা করি তুমি একটি চমৎকার একটি প্রস্তুতি নিতে সক্ষম হবে।
বহুনির্বাচনী প্রশ্ন
মান – ৩০
১. পারভেজ বই পড়ে— এ বাক্যের ক্রিয়াটি-
ক. সকর্মক
খ. অকর্মক
গ. দ্বিকর্মক
ঘ. সমাপিকা
২. কোনটি বাগযন্ত্র?
ক. পাকস্থলী
খ. ফুসফুস
গ. পিত্তকোষ
ঘ. যকৃৎ
৩. কোন ধ্বনিগুলো উচ্চারণের সময়ে মুখগহ্বরের কোথাও বাধা পায় না?
ক. স্বরধ্বনি
খ. ব্যঞ্জনধ্বনি
গ. মৌলিক ধ্বনি
ঘ. যুগ্মধ্বনি
৪. ‘উ’ উচ্চারণের সময়ে জিভের অবস্থান-
ক. উচ্চ-সম্মুখ
খ. নিম্ন-সম্মুখ
গ. উচ্চ-পশ্চাৎ
ঘ. নিম্ন-পশ্চাৎ
৫. নিচের কোন শব্দটিতে ‘ঞ’-এর উচ্চারণ বৈশিষ্ট্য বজায় থাকে?
ক. খঞ্জ
খ. জ্ঞান
গ. বিজ্ঞান
ঘ. সংজ্ঞা
৬. উপসর্গের কাজ কী?
ক. বর্ণ সংস্করণ
খ. যতি সংস্থাপন
গ. নতুন অর্থবোধক শব্দ গঠন
ঘ. ভাবের পার্থক্য নিরূপণ
৭. ‘আরু’ প্রত্যয় যোগে গঠিত শব্দ—
ক. ধুনারি
খ. বোমারু
গ. শুনানি
ঘ. পূজারি
৮. অর্থসংগতি বিশিষ্ট একাধিক পদের এক পদে পরিণত হওয়ার নাম –
ক. সমাস
খ. কারক
গ. বাচ্য
ঘ. বচন
৯. স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে কোন সন্ধি হয়?
ক. ব্যঞ্জন সন্ধি
খ. বিসর্গ সন্ধি
গ. অনুম্বার
ঘ. স্বরসন্ধি
১০. কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয় সেগুলোকে বলে-
ক. পদাত্মক দ্বিত্ব
খ. অনুকার দ্বিত্ব
গ. ধন্যাত্মক দ্বিত্ব
ঘ. পুনরাবৃত্ত দ্বিত্ব
১১. ক্রমবাচক সংখ্যাশব্দের এক বা একাধিক কী রয়েছে?
ক. জোড়শব্দ
খ. শব্দদ্বিত্ব
গ. প্রতিশব্দ
ঘ. সংখ্যাশব্দ
১২. যে শব্দকে বিশ্লেষণ করলে এক বা একাধিক অর্থপূর্ণ অংশ পাওয়া যায় তাকে বলে-
ক. উপসর্গ
খ. প্রত্যয়
গ. সাধিত শব্দ
ঘ. মৌলিক শব্দ
১৩. সৌরভ, তারুণ্য কোন ধরনের পদ?
ক. ভাববাচক বিশেষ্য
খ. গুণবাচক বিশেষণ
গ. গুণবাচক বিশেষ্য
ঘ. ভাব বিশেষণ
১৪. ব্যক্তি, বন্ধু বা ভাবের সমষ্টি বোঝাতে কোন সর্বনাম হয়?
ক. পারস্পরিক
খ. সকলবাচক
গ. অনির্দিষ্ট
ঘ. নির্দেশক
১৫. ‘খুব ভালো খবর’ – এই বাক্যে ‘খুব’ কোন বিশেষণ?
ক. ভাববাচক বিশেষণ
খ. প্রশ্নবাচক বিশেষণ
গ. উপাদানবাচক বিশেষণ
ঘ. অবস্থাবাচক বিশেষণ
১৬. ‘কখনো বা দেখা হবে।’- এই বাক্যে ‘বা’ কোন ক্রিয়াবিশেষণ?
ক. পদাণু
খ. ধরনবাচক
গ. কালবাচক
ঘ. স্থানবাচক
১৭. কোনটি অনুসর্গের উদাহরণ?
ক. আপন, তুমি
খ. বলে, কয়ে
গ. অভিমুখে, কাছে
ঘ. জোরে, আস্তে
১৮. ‘ও’ বর্ণটি যখন পদ বা বাক্যকে সংযুক্ত করে তখন ‘ও’- কে বলে-
ক. প্রত্যয়
খ. সন্ধি
গ. বিভক্তি
ঘ. যোজক
১৯. যে ধরনের শব্দ সংশয়, অনুরোধ, মিনতি ইত্যাদি মনোভাব প্রকাশের জন্য অলংকার হিসেবে ব্যবহৃত হয়, সেগুলোকে বলে-
ক. সম্বোধন আবেগ
খ. প্রশংসা আবেগ
গ. অলংকার আবেগ
ঘ. বিস্ময় আবেগ
২০. একটি বাক্যকে কয়টি অংশে ভাগ করা যায়?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
২১. বাক্যে গৌণকর্মের সঙ্গে কোন বিভক্তিগুলো বসে?
ক. -য়ে, -এ
খ. -য়, -অ
গ. -কে, -রে
ঘ. দ্বারা, দিয়ে
২২. ভাবী অসমাপিকা ক্রিয়াবিভক্তির উদাহরণ হচ্ছে-
ক. – ইয়ে
খ. – আতে
গ. – আলে
ঘ. – লে
২৩. এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত পূর্ণ অর্থবোধক ভাষিক একককে কী বলে?
ক. বাক্য
খ. বাক্যাংশ
গ. উদ্দেশ্য
ঘ. বিধেয়
বহুনির্বাচনী অংশে আমরা শুধুমাত্র গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন উত্তর দিয়েছি। এইভাবে তোমাদেরকে আরও অনেক প্রশ্ন পড়তে হবে। এখানে মোট ৩০ টি প্রশ্ন থাকবে। ৩০ এর মধ্যে ৩০ পেতে হলে প্রতিটা টপিক ধরে ধরে পড়তে হবে। বিশেষ করে বোর্ড বই আগে পড়বে। এরপর বিগত সালের প্রশ্নসমুহ, বিভিন্ন স্কুলের নির্বাচনী পরীক্ষার প্রশ্ন এবং মডেল টেস্টের প্রশ্ন গুলো সব সল্ভ করলেই আশা করা যায় তোমরা বেশ কিছু প্রশ্ন কমন পাবে। আর গ্রামার অংশের প্রশ্নগুলোর জন্য গ্রামার ভালোভাবে পড়লেই যথেষ্ট হবে।
এসএসসি বাংলা ২য় পত্র সাজেশন ২০২৬ PDF ডাউনলোড
তোমাদের পড়ার সুবিধার্থে এখন বাংলা ২য় পত্রের সাজেশনটি পিডিএফ আকারে দিয়ে দিচ্ছি। তোমরা এটি ডাউনলোড করে রেখে দিতে পারো। সাজেশন কাছে থাকলে প্রস্তুতি ভালোভাবে নেয়া যায়। এছাড়া বারবার সাজেশন দেখতে ওয়েবসাইট এ ঢোকা লাগবেনা। নিচের লিঙ্ক থেকে PDF ফাইলটি ডাউনলোড করে নাও।
Download SSC Bangla 2nd Paper Suggestion 2026 PDF
Final Words
If you cannot read Bangla 2nd Paper with understanding, there is a risk of losing marks easily. Therefore, a good suggestion plays an important role in organizing the preparation of the examinee and getting good results in the exam. When time is limited during the exam, if you follow the suggestion, you are likely to read more in the exam, which helps in increasing your marks. If you practice SSC Bangla 1st Paper Suggestion 2026 well, you will reduce your fear in the exam hall and have confidence while writing.
