Islam & Moral Education Suggestion 2026 | ইসলাম ও নৈতিক শিক্ষা সাজেশন
Islam and Moral Education is a very important subject for SSC candidates. Today’s article is going to be very important for those of you who are going to appear in the 2026 exam. Today we will publish Islam & Moral Education Suggestion 2026 for you. Islam and Moral Education is a subject where you can easily score 80-90 marks if you want. But for this, a reliable suggestion is definitely needed.
There are several chapters in the Islam and Moral Education book, which have many lessons. In fact, reading so much becomes quite difficult for students. The purpose of giving suggestions is to reduce your chapters a little and determine the lessons. We have prepared this suggestion after reviewing it thoroughly. So, no matter which board you take part in the exam, you will read it!
Read also: SSC BGS Suggestion 2026
We have already published suggestions for several subjects for the upcoming SSC exam. We are trying to publish suggestions for all subjects consistently. If you want, you can also download the pdf of our suggestion and keep it. So let’s see what is in our suggestion!
Islam and Moral Education Suggestion 2026
সৃজনশীল অংশ
পূর্ণমান – ৭০ (৫০+২০)
- প্রথম অধ্যায়ঃ
পাঠ: ২, ৬, ৭, ৮, ৯, ১৩, ১৪
- দ্বিতীয় অধ্যায়ঃ
পৗঠ: ১, ৫, ৮, ৯, ১০, ১২, ১৫, ১৯, ২১, ২২, ২৩, ২৪
- তৃতীয় অধ্যায়ঃ
পাঠ: ২, ৩, ৪, ৬, ৭, ৮, ১০, ১২, ১৩
- চতুর্থ অধ্যায়ঃ
পাঠ: ২, ৩, ১০, ১৫, ১৮, ২২
- পঞ্চম অধ্যায়ঃ
পাঠ: ১, ৪, ৫, ১০, ১১
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছো যে আমরা এখানে প্রতি অধ্যায় থেকে পাঠ কমিয়ে দিয়েছি। অর্থাৎ তোমাদের সব পাঠ পড়ার কোন প্রয়োজন নেই। এই নির্ধারিত পাঠ গুলো পড়লেই তোমরা যাবতীয় প্রশ্ন কমন পেয়ে যাবে বলে আমাদের বিশ্বাস। সৃজনশীল অংশে তোমাদেরকে ৭০ নম্বরের উত্তর দিতে হবে এবং তাঁর মধ্যে রয়েছে ৫০ নম্বরের ৫ টি সৃজনশীল প্রশ্ন এবং ১০ টি সংক্ষিপ্ত প্রশ্ন। তোমাদের জন্য প্রশ্নপত্রে ৮ টি সৃজনশীল প্রশ্ন দেয়া থাকবে এবং তাঁর মধ্যে থেকে ৫ টির উত্তর দিতে হবে।
এরপর থাকবে ১৫ টি ছোট প্রশ্ন, সেখান থেকে উত্তর দিতে হবে ১০ টির; প্রতিটি প্রশ্নের মান ০২। তোমরা যদি প্রতিটি অধ্যায় মূল বই থেকে ভালোভাবে পড়, তাহলে ছোট এবং বড় উভয় প্রশ্নের উত্তর খুব ভালোভাবেই দিতে পারবে বলে আমাদের বিশ্বাস। এছাড়া বিগত সালের প্রশ্ন গুলো পড়বে, দেখবে সবকিছু সহজ হয়ে গিয়েছে।
বহুনির্বাচনী অংশ
পূর্ণমান – ৩০
১। ‘জামিউল কুরআন’ অর্থ কী?
ক. কুরআন সংকলনকারী
খ. কুরআন সংরক্ষণকারী
গ. কুরআন অধ্যয়নকারী
ঘ. কুরআন পাঠকারী
২। মাদানি সূরার বৈশিষ্ট্য হলো, এতে বর্ণিত হয়েছে—
ক. তাওহিদ ও রিসালাত
খ. হালাল ও হারাম
গ. শিরক ও কুফর
ঘ. আখিরাত ও কিয়ামত
৩। শরিয়তের প্রধান উৎস কয়টি?
ক. চারটি
খ. পাঁচটি
গ. দুটি
ঘ. সাতটি
৪। পবিত্র কুরআন নাজিলের সূচনা কোন শব্দ দ্বারা?
ক. আলহামদু
খ. আলিফলামমীম
গ. ইকরা
ঘ. ইয়াসিন
৫। ইসলামের বিশ্বাসগত দিকের নামই হলো-
ক. আকাইদ
খ. ইমান
গ. তাওহিদ
ঘ. ইবাদত
৬। কোনটি মানব সমাজে অনৈতিকতার প্রসার ঘটায়?
ক. শিরক
খ. নিফাক
গ. কুফর
ঘ. হতাশা
৭। ইসলাম মানবজাতির জন্য আল্লাহ্ তায়ালার একটি বিশেষ—
ক. রহমত
ঘ. বরকত
গ. নিয়ামত
ঘ. অনুগ্রহ
৮। আল্লাহর প্রতি অনুরাগ সৃষ্টি করে কিসে?
ক. তাওহিদ
খ. ইমান
গ. ইসলাম
ঘ. রিসালাত
৯। ইমানের সুফল লাভের জন্য কী প্রয়োজন?
ক. ইসলামের অনুসরণ
খ. জনসেবা
গ. চরিত্র গঠন
ঘ. গরিব-দুঃখীদের সাহায্য প্রদান
১০। মহানবি কত বছর বয়সে নবুয়তপ্রাপ্ত হন?
ক. ৩৫ বছরে
খ. ৪০ বছরে
গ. ৪৫ বছরে
ঘ. ৬০ বছরে
১১। জাহিলি যুগের ঘোর অন্ধকারের মধ্যেও আরবদের মধ্যে কোন দিকটি প্রশংসার দাবি রাখে?
ক. অর্থনৈতিক অবস্থা
খ. সংস্কৃতি চর্চা
গ. ধর্মীয় অবস্থা
ঘ. সামাজিক ব্যবস্থা
১২। কোন খলিফার ভাষণ সকল রাষ্ট্রনায়কদের জন্য আদর্শ হিসেবে বিবেচিত হয়?
ক. হযরত আবু বকর (রা.)
খ. হযরত উসমান (রা.)
গ. হযরত উমর (রা.)
ঘ. হযরত আলি (রা.)
১৩। কোনটি আখলাকে হামিদাহ?
ক. ঠাট্টা-বিদ্রূপ
খ. হিংসা-বিদ্বেষ
গ. পরচর্চা
ঘ. মানবসেবা
১৪। ‘হিংসা’ শব্দের আরবি প্রতিশব্দ কোনটি?
ক. আল-ফিতনাতু
খ. আল-গাসসু
গ. আল হাসাদু
ঘ. আর-রিবা
১৫। তাকওয়াবানদের আল্লাহ কোন শক্তি দেবেন?
ক. জিহাদ করার
খ. সকল অন্যায় দূর করার
গ. সমাজকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার
ঘ. ন্যায়-অন্যায় পার্থক্য করার
১৬। হে ইমানদারগণ! তোমরা অঙ্গীকারসমূহ পূর্ণ কর।”- কোন সূরা থেকে সংকলিত?
ক. সূরা বাকারা
খ. সূরা নজম
গ. সূরা মায়িদা
ঘ. সূরা সাফ
১৭। “তোমাদের মধ্যে উত্তম ঐ সকল ব্যক্তি, যারা তোমাদের মধ্যে চরিত্রের বিচারে সুন্দরতম”- বাণীটি কার?
ক. আল্লাহর
খ. মহানবি (স.)-এর
গ. জিবরাইল (আ.)-এর
ঘ. ইমাম বুখারি (রা.)-এর
১৮। কুরআন মাজিদ সর্বপ্রথম কোথায় নাজিল হয়?
ক. বাইতুল ইয়্যাহ
খ. কাবা শরিফ
গ. হেরা গুহায়
ঘ. লাওহে মাহফুজ
১৯। ইয়াতিমের অধিকার আদায় কোন ইবাদতের অন্তর্ভুক্ত?
ক. হাক্কুল্লাহ
খ. হাক্কুল ইবাদ
গ. সুন্নত
ঘ. মুস্তাহাব
২০। ‘হাক্কুল ইবাদ’ অর্থ কী?
ক. আল্লাহর হক
খ. গরিব মানুষের হক
গ. রাষ্ট্রপ্রধানের হক
ঘ. বান্দার হক
২১। সালাত কোন দুটির মধ্যে পার্থক্য সৃষ্টিকারী?
ক. তাওহিদ ও শিরক
খ. ইমান ও শিরক
গ. কুফর ও নিফাক
ঘ. ইমান ও কুফর
২২। সম্পদের নিসাব বলতে কী বোঝায়?
ক. সম্পদের হিসাব নিকাশ
খ. সম্পদের একটি পরিমাণ
গ. আর্থিক লেনদেনের একটি পরিভাষা
ঘ. ন্যূনতম যে পরিমাণ সম্পদ থাকলে যাকাত ফরজ হয়
২৩। আখলাকে হামিদাহকে বলা হয়-
- আখলাকে হাসানাহ
- খুলুকুন নাস
iii. হুসনুল খুলক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৪। ইসলামকে একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা বলা হয়। কারণ এতে রয়েছে-
- সুষ্ঠু সমাজ ব্যবস্থা
- সুষ্ঠু রাষ্ট্র ব্যবস্থা
iii. সুষ্ঠু অর্থব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
২৫। হাক্কুল্লাহ হলো-
- অমুসলিমদের সাহায্য করা
- সাওম পালন করা
iii. ক্ষুধার্তকে অন্ন দেওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৬। ইসলাম কোন ধরনের জীবনব্যবস্থা?
ক. সংক্ষিপ্ত
খ. আংশিক
গ. পূর্ণাঙ্গ
ঘ. কঠোর
২৭। ইসলামের বিধিবিধান কেমন?
ক. জাতিগত
খ. সার্বজনীন ও সর্বকালীন
গ. প্রাচীন
ঘ. আধুনিক
২৮। শরিয়ত কোন ভাষার শব্দ?
ক. আরবি
খ. ফারসি
গ. বাংলা
ঘ. মান্দারিন
২৯। শরিয়ত অর্থ কী?
ক. পথ
খ. আদর্শ
গ. সুস্পষ্ট
ঘ. বাণী
৩০। “আমি আপনাকে শরিয়তের ওপর প্রতিষ্ঠিত করেছি।” কোন সূরায় বলা হয়েছে?
ক. সূরা আল-মায়িদা
খ. সূরা মূল্ক
গ. সূরা জাসিয়া
ঘ. সূরা হাশর
বহু নির্বাচনী অংশে বরাবরের মতোই ৩০টি mcq প্রশ্ন থাকবে। এখানে ৩০ নম্বরের মধ্যে ৩০ ই পাওয়া সম্ভব যদি তোমরা বইয়ের প্রতিটি লাইন মনোযোগ দিয়ে পড়ো। প্রতিটি লাইন পড়া গুরুত্বপূর্ণ কারণ কিছু mcq সৃজনশীল প্যাটার্নে আসে। তাই মূল বইটি খুব মন দিয়ে না শেষ করলে এসব প্রশ্নের উত্তর দেয়া কঠিন হবে। মূল বই পড়ার পাশাপাশি বিগত সালের বোর্ড পরীক্ষার প্রশ্ন বাদ দেয়া যাবেনা।
বিগত কয়েকটি সালের প্রশ্ন একদম তোমাদের আয়ত্বে থাকতে হবে। এছাড়া গাইডে কিছু মডেল টেস্ট দেয়া থাকতে পারে, সেগুলোও প্র্যাকটিস করবে। এখানে আমরা ৩০ টি প্রশ্ন দিয়েছি শুধু তোমাদেরকে প্রশ্নের ধরন বোঝানোর জন্য। এখানে যত বেশি নম্বর পাবে তত এগিয়ে থাকবে।
এসএসসি ইসলাম ও নৈতিক শিক্ষা সাজেশন ২০২৬ PDF ডাউনলোড
আমাদের সকল সাজেশনের একটি অন্যতম দিক হচ্ছে আমরা প্রতিটি সাজেশন PDF আকারে দিয়ে থাকি এবং একটি ডাউনলোড লিঙ্ক সংযুক্ত করে দিই এখানে। তোমরা যাতে একবার ডাউনলোড করেই অফলাইনেও তোমাদের পড়াশুনা চালিয়ে যেতে পারো সেজন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। নিচের ডাউনলোড লিঙ্কটি দেয়া আছে, তোমরা এখান থেকেই ডাউনলোড করে নিতে পারবে।
Download Islam and Moral Education Suggestion PDF
Final Words
The first condition for getting good results in the exam is that the examinee must be healthy and eat enough food regularly. One must concentrate on studying every day without wasting time. Equal importance should be given to each subject. We have given you Islam & Moral Education Suggestion 2026.
I hope this will be of great help to you in getting good marks. If you are not aware of any question in the exam hall, read the question carefully a few times and then with a little intelligence, hopefully you will be able to give the answer. If you prepare in this way, InshaAllah you will be successful.
