HSC Sociology 1st Paper Suggestion 2026

HSC Sociology 1st Paper Suggestion 2026 (সমাজবিজ্ঞান সাজেশন)

As an HSC candidate, are you looking for suggestions for sociology? Then you are in the right place. The time for the publication of the HSC exam results 2025 is approaching. At the same time, students have also started preparing for the Higher Secondary Examination 2026. So today we have brought you HSC Sociology 1st Paper Suggestion 2026. I hope the suggestion will be quite helpful for the students of the humanities department.

The HSC exam is a very important step in the life of students because they can get admission in their dream university after passing this step. So it is very important to get good results in this exam. One of the very important subjects of the humanities department is sociology, in which to get good results, you definitely need a reliable suggestion.

Read also: HSC ICT Suggestion 2026

We have prepared a suggestion that is short and you will need much less time to complete it. You will be able to cover it in a short time and revise it repeatedly. Moreover, we will also provide its PDF file here so that you can download and save it. So let’s get started.

HSC Sociology 1st Paper Suggestion 2026

সৃজনশীল অংশ

পূর্ণমান – ৭০ 

গুরুত্বপূর্ণ অধ্যায়সমূহঃ 

  • প্রথম অধ্যায়: সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ
  • চতুর্থ অধ্যায়: সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয়
  • পঞ্চম অধ্যায়: সামাজিক প্রতিষ্ঠান
  • ষষ্ঠ অধ্যায়: সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী উপাদান
  • সপ্তম অধ্যায়: সামাজিকীকরণ প্রক্রিয়া
  • অষ্টম অধ্যায়: সামাজিক স্তরবিন্যাস ও অসমতা 
  • দশম অধ্যায়: বিচ্যুতিমূলক আচরণ এবং অপরাধ 
  • একাদশ অধ্যায়: সামাজিক পরিবর্তন

এই অংশ থেকে তোমাদেরকে ৭০ নম্বরের উত্তর দিতে হবে। তাই চেষ্টা করবে এই অধ্যায়গুলোর কোনটি বাদ না দিতে। আমরা এখানে অধ্যায় বেশ কমিয়ে দিয়েছি। তবে এখানে একটু কথা না বললেই নয়। চতুর্থ অধ্যায় থেকে যে তোমাদের সব টপিক পড়তে হবে এমন না, তোমরা এখান থেকে আংশিক পড়ে রাখবে যাতে প্রশ্ন আসলে উত্তর দিয়ে আসতে পারো। একইভাবে অষ্টম এবং দশম অধ্যায় থেকেও আংশিক পড়তে হবে। তাহলে এখানেও কিছুটা কমে গেলো। এর বাইরে আর কিছুই পড়ার প্রয়োজন নেই। ৭০ নম্বরের উত্তর দিতে হলে তোমাদেরকে অবশ্যই এই অধ্যায়গুলো খুব ভালোভাবে পড়তে হবে। এই অধ্যায়গুলোর খুঁটিনাটি পড়লেই তোমরা সৃজনশীল অংশটিতে ভালো নম্বর তুলতে পারবে। 

বহুনির্বাচনী অংশ 

পূর্ণমান – ৩০

 

১। সমাজবিজ্ঞানের উদ্ভব হয়েছিল কেন?

ক. আদর্শ সমাজ গঠনের জন্য

  • মানুষের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করার জন্য

গ. সামাজিক সমস্যা দূর করার জন্য

ঘ. পৃথক একটি শাস্ত্র উদ্ভাবনের জন্য

২। সমাজবিজ্ঞানের মুখ্য আলোচ্য বিষয় কী?

ক. রাষ্ট্র

খ. পরিবার

গ. বিবাহ

  • সমাজ

৩। সমাজবিজ্ঞানের সংজ্ঞায় প্রতিষ্ঠানের ওপর জোর দিয়েছেন নিচের কোন সমাজবিজ্ঞানী?

  • এমিল ডুর্খেইম

খ. গিডিংস

গ. সামনার

ঘ. সিমেল

৪। সমাজবিজ্ঞানের সংজ্ঞা দিতে গিয়ে কোন সমাজবিজ্ঞানী মানবগোষ্ঠী এবং সামাজিক আচরণকে গুরুত্ব দিয়েছেন?

  • রিচার্ড টি. শেফার

খ. নিল জে. স্মেলসার

গ. ম্যাক্স ওয়েবার

ঘ. ডুর্খেইম

৫। সামাজিক কার্যাবলির ওপর গুরুত্বারোপ করে সমাজবিজ্ঞানের সংজ্ঞা প্রদান করেন কোন মনীষী?

  • কোভালেভস্কি

খ. নিল জে. স্মেলসার

গ. ম্যাক্স ওয়েবার

ঘ. ডুর্খেইম

৬। সামাজিক বিজ্ঞানসমূহের অন্তর্ভুক্ত বিষয়গুলোর মধ্যে সর্বকনিষ্ঠ কোনটি?

ক. অর্থনীতি

খ. নৃবিজ্ঞান

গ. রাষ্ট্রবিজ্ঞান

  • সমাজবিজ্ঞান

৭। সমাজবিজ্ঞান কোন বিষয়ের শাখা?

ক. অর্থনীতি

খ. নৃবিজ্ঞান

গ. রাষ্ট্রবিজ্ঞান

  • সামাজিক বিজ্ঞান

৮। ‘Sociology is the science of social institutions.’ সংজ্ঞাটি কে প্রদান করেছেন?

ক. কোভালেভস্কি

খ. নিল জে. স্মেলসার

গ. ম্যাক্স ওয়েবার

  • এমিল ডুর্খেইম

৯। সমাজবিজ্ঞানের প্রথম নাম কী?

  • সোশ্যাল ফিজিকস

খ. সোশ্যাল আইডিয়া

গ. সোশ্যাল নেটওয়ার্ক

ঘ. সোশ্যাল ওয়ার্ক

১০। ‘মানব সম্পর্কের বৈজ্ঞানিক জ্ঞান হলো সমাজবিজ্ঞান’ -সংজ্ঞাটি কে প্রদান করেছেন?

ক. কোভালেভস্কি

খ. নিল জে. স্মেলসার

গ. ম্যাক্স ওয়েবার

  • জন এফ কিউবার

১১। কোন বিষয়টিকে ‘The Science of Society’ বলা হয়?

ক. অর্থনীতি

খ. নৃবিজ্ঞান

গ. রাষ্ট্রবিজ্ঞান

  • সমাজবিজ্ঞান

১২। সমাজবিজ্ঞানের অধিকাংশ সংজ্ঞার মধ্যে কোন বিষয়টির ওপর গুরুত্বারোপ করা হয়েছে?

ক. সামাজিক সংগঠন

খ. সামাজিক কার্যাবলি

  • পারস্পরিক সম্পর্ক

ঘ. সমাজের গতিপ্রকৃতি

১৩। সমাজব্যবস্থা সফলভাবে পরিচালনা করতে হলে প্রয়োজন—

ক. রাষ্ট্রবিজ্ঞানের অধ্যয়ন

খ. সমাজকর্মের গবেষণা

  • সমাজবিজ্ঞানের অধ্যয়ন

ঘ. মনোবিজ্ঞান পাঠ

১৪। Logos শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

ক. ইংরেজি

খ. ল্যাটিন

গ. ফরাসী

  • গ্রিক

১৫। ‘Sociology’ শব্দটির প্রবক্তা কে?

ক. প্লেটো

খ. এরিস্টটল

গ. ইবনে খালদুন

  • অগাস্ট কোঁৎ

১৬। ‘সমাজবিজ্ঞান হচ্ছে অনুষ্ঠান-প্রতিষ্ঠানের বিজ্ঞান’ – উপ্তিটি কার?

ক. কোভালেভস্কি

খ. নিল জে. স্মেলসার

গ. ম্যাক্স ওয়েবার

  • এমিল ডুর্খেইম

১৭। ‘Socius’ কোন ভাষার শব্দ?

ক. ইংরেজি

  • ল্যাটিন

গ. ফরাসী

ঘ. গ্রিক

১৮। সমাজসম্পর্কিত বস্তুনিষ্ঠ পাঠ বা বিশ্লেষণকে কী বলে?

ক. অর্থনীতি

খ. নৃবিজ্ঞান

গ. রাষ্ট্রবিজ্ঞান

  • সমাজবিজ্ঞান

১৯। কোন বিষয়কে সামাজিক কর্মকাণ্ডের বিজ্ঞান বলা হয়?

ক. অর্থনীতি

খ. নৃবিজ্ঞান

গ. রাষ্ট্রবিজ্ঞান

  • সমাজবিজ্ঞান

২০। প্রকৃতিগত দিক থেকে সমাজবিজ্ঞানের ধরন কোনটি?

ক. ব্যবহারিক

  • বস্তুনিষ্ঠ

গ. প্রায়োগিক

ঘ. আপেক্ষিক

২১। সমাজবিজ্ঞানীদের গবেষণার মূল লক্ষ্য কী?

  • তাত্ত্বিক জ্ঞানের বিকাশ ঘটানো

খ. আদর্শ সমাজ গড়ে তোলা

গ. সমাজে বিদ্যমান নানা বিষয়ে মতামত দেয়া

ঘ. আদর্শ রাষ্ট্রের রূপরেখা তুলো ধরা

২২। সমাজের কোন বিষয়টি নির্ণয় করা সমাজবিজ্ঞানের অন্যতম লক্ষ্য?

ক. সামাজিক পরিবর্তন

খ. সমাজকাঠামো

গ. সামাজিক স্তরবিন্যাস

  • সমাজের বাস্তবতা

২৩। কোনটি সমাজকাঠামোর মূলভিত্তি?

ক. সামাজিক প্রথা

খ. সামাজিক দল

গ. সামাজিক গোষ্ঠী

  • মানব সম্পর্ক

২৪। সমাজকাঠামোর ব্যাখ্যা প্রদান করে কোন বিষয় বা অধ্যয়ন শাস্ত্র?

ক. রাজনৈতিক সমাজবিজ্ঞান

খ. সমাজকল্যাণ

  • সমাজবিজ্ঞান

ঘ. নীতিশাস্ত্র

২৫। বর্তমান সমাজে কিশোর অপরাধ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে সমাজবিজ্ঞান এটির অপকারিতা বা এটি কমানোর প্রশ্নে তাত্ত্বিক দিক থেকে কী ধরনের ভূমিকা রাখবে?

ক. সিদ্ধান্ত প্রদান করবে

  • নিরপেক্ষ থাকবে

গ. মন্তব্য করবে না

ঘ. পরামর্শ দেবে

২৬। সমাজবিজ্ঞানের নিরপেক্ষতার ক্ষেত্রে সমাজবিজ্ঞানীদের মতভেদ কয়টি দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হয়?

  • দুই

খ. চার

গ. তিন

ঘ. পাঁচ

২৭। সমাজের পাঠ হিসেবে সমাজবিজ্ঞানের ক্ষেত্রে কোন বক্তব্যটি প্রযোজ্য?

ক. আদর্শভিত্তিক পাঠ

খ. সংশ্লেষণধর্মী পাঠ

  • পূর্ণাঙ্গ পাঠ

ঘ. আংশিক পাঠ

২৮। সমাজবিজ্ঞান কোনটির মধ্যকার কার্যকারণ সম্পর্ক নিয়ে আলোচনা করে?

  • সামাজিক প্রপঞ্চ

খ. সামাজিক গতিশীলতা

গ. সামাজিক প্রসার

ঘ. সামাজিক মূল্যবোধ

২৯। কোনটি সমাজের পরিবর্তন, বিবর্তন, প্রগতি প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করে?

ক. সামাজিক প্রপঞ্চ

  • সামাজিক গতিশীলতা

গ. সামাজিক প্রসার

ঘ. সামাজিক মূল্যবোধ

৩০। কোন বিষয়টি প্রকৃতির বিভিন্ন বিষয়কে পরীক্ষা-নিরীক্ষা করে?

  • প্রাকৃতিক বিজ্ঞান

খ. জীববিজ্ঞান

গ. সমাজবিজ্ঞান

ঘ. নৃবিজ্ঞান

এখানে ৩০টি নমুনা প্রশ্ন দিয়েছি আমরা কারণ প্রশ্ন গুলো এভাবেই আসবে। তোমরা প্রতি অধ্যায় থেকে আলাদা আলাদা ভাবে mcq প্রশ্নের উত্তরগুলো পড়বে। তবে তাঁর আগে অবশ্যই মূল বই পড়তে হবে। মূল বই পড়ার সাথে গাইড থেকে নিয়মিত mcq গুলো প্র্যাকটিস করবে। এরপর বিগত সালের বোর্ড প্রশ্ন গুলো অবশ্যই পড়তে হবে। এখানে ৩০ নম্বরের মধ্যে প্রায় ৩০ পাওয়াই সম্ভব যদি তোমরা এভাবে পড়াশুনা করো। 

HSC Sociology 1st Paper Suggestion PDF Download 2026 

তোমরা চাইলে এই সাজেশনটির PDF download করে নিজের কাছে রেখে দিতে পারো। এখন তো সবার কাছেই স্মার্টফোন রয়েছে। যদি এটি তোমার ডিভাইসে ডাউনলোড করা থাকে তাহলে অফলাইনেও যেকোনো জায়গায় বসে এটি দেখে পড়তে পারবে। ডাউনলোড লিঙ্কটি নিচে দিয়ে দেয়া হলোঃ

Download HSC Sociology 1st Paper Suggestion

Final Words

Sociology 1st Paper of class XI-XII is a subject for students of the Humanities department. The concept of sociology and its expansion and complete analysis are provided to the students through the textbook of this subject. The questions in the exam come from the various information given here. We hope that by getting our HSC Sociology 1st Paper Suggestion 2026, your preparation will be completed very well. 

Author

  • শারমিন সিমি একজন প্রতিশ্রুতিশীল শিক্ষিকা, যিনি বর্তমানে ঢাকা কলেজে শিক্ষকতা করছেন। তিনি অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন নিজ বিভাগে কৃতিত্বের সঙ্গে। শিক্ষাদানে তাঁর গভীর ভালোবাসা ও নিষ্ঠা তাঁকে শিক্ষার্থীদের প্রিয় করে তুলেছে।

    শিক্ষাক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগিয়ে তিনি ওয়েবসাইটে নিয়মিত শিক্ষাবিষয়ক তথ্য, পরামর্শ এবং অনুপ্রেরণামূলক লেখা প্রকাশ করেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *