Honours book list

অনার্স ১ম বর্ষ, ২য় বর্ষ, ৩য় বর্ষ, ৪র্থ বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বইয়ের তালিকা

রাষ্ট্রবিজ্ঞান নিঃসন্দেহে একটি অত্যন্ত সম্ভাবনাময় বিষয়, যা নিয়ে অধ্যয়নের পর শিক্ষার্থীরা তাদের কর্মজীবনে বহুবিধ ক্ষেত্রে সাফল্য লাভ করতে পারে। যারা এই বিষয়ে ভালো ফলাফল করে, তাদের জন্য রাজনীতির গভীর জ্ঞান বিভিন্ন পেশায় কাজে লাগানোর সুযোগ তৈরি হয়। যারা এ বছর ইন্টার পাশ করেছেন এবং অনার্সে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে ভর্তি হতে চান, তাহলে এই লেখাটি আপনার জন্য। 

সাধারণত জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সের প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীরা প্রথমেই জানতে চান তাদের বিভাগের পাঠ্যবইগুলোর তালিকা। তাই এই আর্টিকেলে আমরা অনার্স ১ম বর্ষ, ২য় বর্ষ, ৩য় বর্ষ, ৪র্থ বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বইয়ের তালিকা তুলে ধরবো। 

আরও পড়ুনঃ অনার্স ১ম বর্ষের বইয়ের তালিকা

অনার্স ১ম, ২য়, ৩য়, ৪র্থ বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বইয়ের তালিকা কেন প্রয়োজন?

অনার্সের ১ম থেকে ৪র্থ বর্ষ পর্যন্ত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এটি শিক্ষার্থীদের পাঠ্যসূচি সম্পর্কে পরিষ্কার ধারণা দেয়, যাতে তারা কোন কোন বিষয় বা বই পড়তে হবে তা সহজে বুঝতে পারে। এছাড়া বইয়ের তালিকা থাকলে শিক্ষার্থীরা মেজর, নন-মেজর এবং compulsory বই সঠিকভাবে নির্বাচন করতে পারে। 

পরীক্ষা প্রস্তুতিতেও এটি সহায়ক, কারণ শিক্ষার্থীরা জানে কোন বই থেকে কোন বিষয় আসতে পারে। নতুন ভর্তি শিক্ষার্থীদের জন্য এটি মৌলিক নির্দেশিকা হিসেবে কাজ করে। শুধু ১ম বর্ষেরই নয়, বরং সব বর্ষের বইয়ের তালিকা পেলে আপনাকে অনার্সের অন্যান্য বর্ষেও ঠিক কী কী বই পড়তে হবে সে সম্পর্কে একটি সামগ্রিক ধারনা পাওয়া যায়।

অনার্স ১ম বর্ষ রাষ্ট্রবিজ্ঞান বইয়ের তালিকাঃ 

বর্তমানে অনার্স ১ম বর্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মোট ৬টি বই পড়তে হয়। এর মধ্যে ৪টি বই মেজর কোর্সের। এছাড়া নন-মেজর সাবজেক্টের তিনটি বই থাকে, যেখান থেকে শিক্ষার্থীরা নিজেদের পছন্দ অনুযায়ী একটি নির্বাচন করতে পারে। বাকি একটি বিষয় হলো Compulsory, যা অনার্সের প্রথম বর্ষের সকল বিভাগের শিক্ষার্থীর জন্য আবশ্যিক। নিম্নে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সকল বইয়ের তালিকা দেওয়া হলোঃ 

  • পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা (২১১৯০৩) 
  • স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস (২১১৫০১)
  • প্রধান বৈদেশিক সরকার সমূহ (২১১৯০৫)
  • রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন (২১১৯০১)
  • লোকপ্রশাসন পরিচিতি (২১১৯০৭)
  • সমাজকর্ম পরিচিতি (২১২১১১)
  • অর্থনীতি মৌলনীতি (২১২১১১)
  • সমাজবিজ্ঞান পরিচিতি (২১২০০৯)

অনার্স ২য় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান বইয়ের তালিকাঃ 

অনার্স দ্বিতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মোট ৮টি বিষয় রয়েছে। এর মধ্যে ইংরেজি একটি বাধ্যতামূলক বিষয়, যা অনার্স দ্বিতীয় বর্ষের সকল শিক্ষার্থীকে অবশ্যই পড়তে হয়। অর্থাৎ, এই বিষয়টি সকল বিভাগের শিক্ষার্থীর জন্য একইভাবে প্রযোজ্য। তালিকাটি দেখে নিনঃ 

  • ইংরেজি (আবশ্যক) (২২১১০৯)
  • প্রাচ্যের রাষ্ট্রচিন্তা (২২১৯০৭)
  • বাংলাদেশ রাজনৈতিক অর্থনীতি (২২১৯০৩)
  • রাজনীতি ও উন্নয়নে নারী (২২১৯০৫)
  • ব্রিটিশ ভারতে রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন (২২১৯০১)
  • বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি (২২২১১৫)
  • বাংলাদেশের অর্থনীতি (২২২২০৯)
  • বাংলাদেশের সমাজবিজ্ঞান (২২২০০৯)

অনার্স ৩য় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান বইয়ের তালিকাঃ 

এই বছরের জন্য অনার্স তৃতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা প্রকাশিত হয়েছে। নতুন শিক্ষার্থীদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের মোট ৮টি বই পড়তে হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বইগুলো নিম্নরূপঃ

  • আন্তর্জাতিক রাজনীতির মূলনীতি (২৩১৯০৩)
  • বাংলাদেশের লোক প্রশাসন (২৩১৯১১)
  • রাজনীতি অধ্যয়ন পদ্ধতি (২৩১৯০৭)
  • রাজনৈতিক সমাজবিজ্ঞান (২৩১৯১৫)
  • শান্তি এবং সংঘর্ষ অধ্যয়ন পরিচিতি (২৩১৯০৯)
  • গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান (২৩১৯১৩)
  • বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন (২৩১৯০১)
  • দক্ষিন এশিয়ার সরকার ও রাজনীতি (২৩১৯০৫)

অনার্স ৪র্থ বর্ষ রাষ্ট্রবিজ্ঞান বইয়ের তালিকাঃ 

অনার্সের চতুর্থ বর্ষে মোট ৯টি বিষয় রয়েছে। এটি অনার্সের শেষ বর্ষ এবং শেষ স্তর, তাই শিক্ষার্থীদের অবশ্যই সতর্কভাবে এবং মনোযোগের সঙ্গে পড়াশোনা করতে হয়। কারণ এই বর্ষে কোনো বিষয়ের ফলাফল খারাপ হলে শিক্ষার্থীকে ১ বছর হারাতে হতে পারে এবং পরের বছর পুনরায় পরীক্ষা দিতে হবে। পাশাপাশি, সকল বিষয়েই উত্তীর্ণ হতে হবে যাতে স্নাতকোত্তর পর্যায়ে কোনো সমস্যা না হয়। বই গুলো দেখে নিনঃ

  • সরকারি নীতি ও পরিচিতি (২৪১৯০৫)
  • পরিবেশ ও উন্নয়ন (২৪১৯০৯)
  • রাজনৈতিক তত্ত্ব পরিবর্তন ও ধারাবাহিকতা (২৪১৯০১)
  • বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক (২৪১৯১১)
  • পূর্ব এশিয়ার সরকার ও রাজনীতি (২৪১৯০৭)
  • বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া (২৪১৯১৩)
  • আধুনিক রাষ্ট্রচিন্তা (২৪১৯১৭)
  • বাংলাদেশের স্থানীয় সরকার ও পল্লি উন্নয়ন (২৪১৯০৩)
  • বিশ্বায়ন আঞ্চলিকতাবাদ ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান (২৪১৯১৫)

শেষ কথা

সর্বোপরি বলা যায়, অনার্স ১ম বর্ষ, ২য় বর্ষ, ৩য় বর্ষ, ৪র্থ বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বইয়ের তালিকা প্রতিটি শিক্ষার্থীর জন্য অত্যন্ত জরুরি একটি দিকনির্দেশনা। এটি শুধু পরীক্ষার প্রস্তুতিতে নয়, বরং একটি পেশাগত ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাষ্ট্রবিজ্ঞান এমন একটি বিষয় যা শিক্ষার্থীদের নেতৃত্ব, বিশ্লেষণী ক্ষমতা, প্রশাসনিক জ্ঞান এবং নীতি নির্ধারণের দক্ষতা বৃদ্ধি করে। 

তাই যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন বা করতে চান, তাদের উচিত এই বইগুলোর তালিকা ভালোভাবে জানা এবং ধাপে ধাপে মনোযোগ সহকারে অধ্যয়ন করা। বিশ্বায়নের যুগে রাষ্ট্রবিজ্ঞানের জ্ঞান একজন নাগরিককে আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় এগিয়ে রাখে। এছাড়া, বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় রাষ্ট্রবিজ্ঞানের অনেক বিষয় সরাসরি আসে, যা চাকরিপ্রস্তুত শিক্ষার্থীদের জন্য বড় সুবিধা।

Author

  • শারমিন সিমি একজন প্রতিশ্রুতিশীল শিক্ষিকা, যিনি বর্তমানে ঢাকা কলেজে শিক্ষকতা করছেন। তিনি অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন নিজ বিভাগে কৃতিত্বের সঙ্গে। শিক্ষাদানে তাঁর গভীর ভালোবাসা ও নিষ্ঠা তাঁকে শিক্ষার্থীদের প্রিয় করে তুলেছে।

    শিক্ষাক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগিয়ে তিনি ওয়েবসাইটে নিয়মিত শিক্ষাবিষয়ক তথ্য, পরামর্শ এবং অনুপ্রেরণামূলক লেখা প্রকাশ করেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *