Honors 2nd Year Suggestions

প্রাচ্যের রাষ্ট্রচিন্তা অনার্স ২য় বর্ষ সাজেশন ২০২৫ – PDF ডাউনলোড

শিক্ষার্থীদের পাঠজীবনে সাজেশন সবসময়ই একটি সহায়ক সম্পদ হিসেবে কাজ করে। পাঠ্যপুস্তক থেকে মূল ধারণা অর্জন করা অবশ্যই জরুরি, তবে সাজেশন পড়ার মাধ্যমে শিক্ষার্থীরা কোন অংশগুলো বেশি গুরুত্বপূর্ণ, কোন প্রশ্নগুলো বারবার আসছে – এসব সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পায়। 

আজকের আলোচনার মূল বিষয় হলো প্রাচ্যের রাষ্ট্রচিন্তা অনার্স ২য় বর্ষ সাজেশন ২০২৫। এই আর্টিকেলে আমরা এমন একটি পূর্ণাঙ্গ সাজেশন উপস্থাপন করেছি, যা একজন শিক্ষার্থীকে পরীক্ষায় ভালো ফলাফলের জন্য সুস্পষ্ট দিকনির্দেশনা দেবে। যারা এই কোর্সে উচ্চ নম্বর পাওয়ার লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আমাদের সাজেশন বিশেষভাবে উপকারী হবে।

সাধারণত যেসব শিক্ষার্থী ভালো ফলাফল করে থাকে, তারা নিয়মিত বিভিন্ন সাজেশন, প্রশ্নব্যাংক এবং পূর্ববর্তী বছরের প্রশ্নসমূহ পর্যালোচনা করে প্রস্তুতি গ্রহণ করে। আমাদের সাজেশনে রয়েছে পূর্ববর্তী বছরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এবং প্রতিটি অধ্যায় থেকে সম্ভাব্য কমন প্রশ্নের নির্ভুল সংগ্রহ, যা প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে।

আরও পড়ুনঃ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ডিগ্রি ১ম বর্ষ সাজেশন ২০২৫

প্রাচ্যের রাষ্ট্রচিন্তা অনার্স ২য় বর্ষ সাজেশন

কোন কোন অধ্যায় বেশি গুরুত্বপূর্ণ, কোন চিন্তাবিদ থেকে কী ধরনের প্রশ্ন সাধারণত আসে এবং কোন ধারণাগুলো পরীক্ষায় বারবার পুনরাবৃত্তি হয়। সাজেশন অনুসরণ করলে শিক্ষার্থীরা অপ্রয়োজনীয় অংশ বাদ দিয়ে মূল টপিকগুলোর ওপর বেশি মনোযোগ দিতে পারেন, যার ফলে পড়াশোনা হয় সহজ ও দ্রুত। এটি একইসাথে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং ভালো ফলাফল অর্জনে সহায়তা করে।

ক বিভাগ: জ্ঞানমূলক প্রশ্ন

১. প্রাচ্যের রাষ্ট্রচিন্তার দুটি বৈশিষ্ট্য লেখ।

২. রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?

৩. ইসলাম অর্থ কী?

৪. ইসলামি রাষ্ট্যে কার সার্বভৌমত্ব স্বীকৃত?

৫. খারাজ কী?

৬. সামাজিক সুবিচার অর্থ কী?

৭. কৌটিল্যের মতে ‘ত্রিবর্গ’ কী?

৮. কৌটিল্যের বিখ্যাত গ্রন্থের নাম কী?

৯. ‘আইন-ই- আকবরি’ গ্রন্থের লেখক কে?

১০. ‘আকবরনামা’ কার লেখা গ্রন্থ?

১১. কনফুসিয়াস কে ছিলেন?

১২. তাওদের বিখ্যাত পঞ্চশীলা নীতি কী কী?

১৩. তাওবাদীদের মূল ধর্ম গ্রন্থের নাম কী?

১৪. আল ফারাবির জন্মস্থান কোথায়?

১৫. কাকে এরিস্টটলের শ্রেষ্ঠ ভাষ্যকার বলে গণ্য করা হয়?

১৬. ইবনে রুশদের মতে আদর্শ রাষ্ট্র কোনটি?

১৭. ইবনে খালদুন রচিত গ্রন্থটির নাম কী?

১৮. আসাবিয়া কী?

১৯. ‘আসাবিয়া’ প্রত্যয়টির অর্থ কী?

২০. ইমাম গাজালির উপাধি কী ছিল?

২১. কত সালে, কোথায় রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন?

২২. মাহাত্মা গান্ধীর পুরো নাম কী?

২৩. মাহাত্মা গান্ধী কোথায় প্রথম তার রাজনীতি শুরু করেন?

২৪. ভারত ছাড় আন্দোলন শুরু করেন কে?

২৫. “Society is a creation of Man.” — উক্তিটি কার?

২৬. মুজফফর আহমদ কবে, কোথায় জন্মগ্রহণ করেন?

২৭. কত সালে মাওলানা ভাসানীর নেতৃত্বে আওয়ামি মুসলিম লীগ গঠিত হয়?

২৮. ‘অসামাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের লেখক কে?

২৯. ১৯৭০ এর নির্বাচন পরবর্তী অসহযোগ আন্দোলনের সময় বাঙালির ‘মুকুটবিহীন সম্রাট’ কে হন?

৩০. কোন সংশোধনীতে জাতির পিতার প্রতিকৃতি প্রতিস্থাপিত করার কথা বলা হয়েছে?

খ বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন

১. ইসলামি রাষ্ট্রের সংজ্ঞা দাও।

২. ইসলামি রাষ্ট্রের বৈশিষ্ট্যসমূ কী?

৩. ইসলামি রাষ্ট্রের সার্বভৌমত্ব আলোচনা কর।

৪. সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে ইসলামের শিক্ষা আলোচনা কর।

৫. পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা ও প্রাচ্যের রাষ্ট্রচিন্তার মধ্যে পাথর্ক্য সংক্ষেপে আলোচনা কর।

৬. কৌটিল্যের ‘অর্থশাস্ত্র’ সম্পর্কে লেখ।

৭. কৌটিল্যের মতানুসারে ‘ত্রিবর্গ’ কী?

৮. কনফুসিয়ানিজম কী?

৯. কনফুসিয়াসের রাষ্ট্রদর্শন সংক্ষেপে আলোচনা কর।

১০. তাওবাদী নীতি অনুযায়ী পঞ্চশীলাসমূহ কী?

১১. আল-ফারাবীকে দ্বিতীয় শিক্ষক বলা হয় কেন?

১২. রাজনীতি সম্পর্কে আল-ফারাবীর মত কী?

১৩. ইবনে রুশদের রাষ্ট্রদর্শনের বর্ণনা দাও।

১৪. রাষ্ট্রের উত্থান-পতন সম্পর্কে ইবনে খালদুনের ধারণা ব্যাখ্যা কর।

১৫. ইমাম গাজ্জালীর মতানুসারে শাসকের দৈনন্দিন জীবন সম্পর্কে আলোচনা কর।

১৬. মহাত্মা গান্ধীর অহিংস ও অসহযোগ রাজনীতি সম্পর্কে কী জান?

১৭. সমাজতন্ত্র সম্পর্কে মাওলানা ভাসানীর মতামত ব্যাখ্যা কর।

১৮. মাওলানা ভাসানীকে কেন মজলুম জননেতা বলা হয়?

১৯. ১৯৬৬ সালের ৬ দফা লেখ।

২০. ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সম্পর্কে সংক্ষেপে লেখ।

গ বিভাগ: রচনামূলক প্রশ্ন

১. ইসলামী রাষ্ট্রের বুনিয়াদি নীতিমালা আলোচনা কর।

২. পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা ও প্রাচ্যের রাষ্ট্রচিন্তার মধ্যে পার্থক্য আলোচনা কর।

৩. আবুল ফজলেরর রাজনৈতিক চিন্তাধারা আলোচনা কর।

৪. সামাজিক সুবিচার প্রসঙ্গে ইসলামের ধারণা ব্যাখ্যা কর।

৫. ‘মধ্যযুগ ছিল মূলত অরাজনৈতিক’ – উক্তিটি ব্যাখ্যা কর।

৬. কৌটিল্যের রাষ্ট্রদর্শন আলোচনা কর।

৭. কৌটিল্যের অর্থশাস্ত্র সম্পর্কে আলোচনা কর।

৮. তাওবাদ কী? তাওবাদের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।

৯. তাওবাদ ও কনফুসিয়ানিজম এর মধ্যে তুলনামূলক আলোচনা কর।

১০. আল-ফারাবীকে দ্বিতীয় শিক্ষক বলার কারণ কী? বিশ্লেষণ কর।

১১. ইবনে খালদুনের ‘আসাবিয়া’ বা গোষ্ঠীর সংহতি তত্ত্বটি ব্যাখ্যা কর।

১২. রাষ্ট্রচিন্তায় ইমাম গাজ্জালীল অবদান আলোচনা কর।

১৩. নয়া মানবতাবাদের মূল সূত্রসমূহ কী কী? কার্ল মার্কসের মতবাদ ও এমএন রায়ের ‘র‌্যাডিকাল হিউম্যানিজম’ এর ওপর একটি তুলনামূলক আলোচনা পেশ কর।

১৪. মহাত্মা গান্ধীর অহিংস ও অসহযোগ আন্দোলন সম্পর্কে লেখ।

১৫. ইমাম গাজ্জালীর মতে একজন যোগ্য শাসকের গুণাবলী আলোচনা কর।

১৬. ভারতে কমিউনিস্ট মতবাদ বিস্তারে মুজাফফর আহমদের অবদান লেখ।

১৭. মাওলানা ভাসানীর রাজনৈতিক চিন্তাধারা আলোচনা কর।

১৮. বঙ্গবন্ধু শেখ বুজিবুর রহমানের রাজনৈতিক চিন্তাধারা বিশ্লেষণ কর।

১৯. স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে বঙ্গবন্ধুর অবদান মূল্যায়ন কর।

এখানে আমরা সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলো উল্লেখ করেছি। আশা করছি এগুলো পড়লেই পরীক্ষার জন্য সবথেকে ভালো একটি প্রস্তুতি হবে। আপনি চাইলে আরও কিছু প্রশ্ন পড়তে পারেন কারণ জ্ঞানমূলক প্রশ্ন সবগুলো কমন পেতে হলে আরও বেশি পড়া ভালো। এছারা যেসব সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্ন দিয়েছি এগুলোর বাইরে আর পড়ার দরকার নেই। এগুলো পড়লেই আপনারা পরীক্ষায় প্রায় সব প্রশ্নই কমন পেয়ে যাবেন। তাই এই সাজেশনটি এখন থেকেই পড়া শুরু করুন, আশা করা যায় পরীক্ষার আগে এটি শেষ করে কয়েকবার রিভিশন দিতে পারবেন। 

প্রাচ্যের রাষ্ট্রচিন্তা অনার্স ২য় বর্ষ সাজেশন PDF

প্রাচ্যের রাষ্ট্রচিন্তা অনার্স ২য় বর্ষ সাজেশন PDF শিক্ষার্থীদের জন্য অত্যন্ত সহায়ক একটি স্টাডি রিসোর্স, যা পরীক্ষার প্রস্তুতিকে সহজ এবং সময়োপযোগী করে তোলে। PDF ফরম্যাটের সবচেয়ে বড় সুবিধা হলো এটি সহজে মোবাইল, কম্পিউটার অথবা ট্যাবলেটে সংরক্ষণ ও পড়া যায়। যেকোনো সময় পুনরায় রিভিশন করা যায় এবং প্রয়োজন অনুযায়ী হাইলাইট বা নোট নেওয়াও সহজ হয়। যারা নিয়মিত পড়াশোনার পাশাপাশি পরীক্ষার আগে দ্রুত প্রস্তুতি নিতে চান, তাদের জন্য এই সাজেশন PDF খুবই কার্যকর।

প্রাচ্যের রাষ্ট্রচিন্তা অনার্স ২য় বর্ষ সাজেশন PDF ডাউনলোড 

শেষ কথা

প্রাচ্যের রাষ্ট্রচিন্তা বিষয়ের এই সাজেশনটি শিক্ষার্থীদের সেরা প্রস্তুতির ভিত্তি হিসেবে কাজ করবে। প্রাচ্যের রাষ্ট্রচিন্তা অনার্স ২য় বর্ষ সাজেশন ২০২৫ অনুসরণ করে শিক্ষার্থীরা যেন কেবল ভালো নম্বরই না পায়, বরং প্রাচ্যের এই গভীর রাজনৈতিক প্রজ্ঞা সম্পর্কে ধারণাগত স্পষ্টতা অর্জন করতে পারে। আত্মবিশ্বাস ও সঠিক বিশ্লেষণ ক্ষমতা নিয়ে প্রস্তুতি নিলে এই বিষয়ে কাঙ্ক্ষিত ফল অর্জন করা সম্ভব।

Author

  • শারমিন সিমি একজন প্রতিশ্রুতিশীল শিক্ষিকা, যিনি বর্তমানে ঢাকা কলেজে শিক্ষকতা করছেন। তিনি অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন নিজ বিভাগে কৃতিত্বের সঙ্গে। শিক্ষাদানে তাঁর গভীর ভালোবাসা ও নিষ্ঠা তাঁকে শিক্ষার্থীদের প্রিয় করে তুলেছে।

    শিক্ষাক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগিয়ে তিনি ওয়েবসাইটে নিয়মিত শিক্ষাবিষয়ক তথ্য, পরামর্শ এবং অনুপ্রেরণামূলক লেখা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *