Honors 1st Year Physics Department book list

অনার্স ১ম বর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা

অনার্স ১ম বর্ষে পদার্থবিজ্ঞান নিয়ে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য বইয়ের তালিকা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সঠিক বই সম্পর্কে ধারণা থাকলে পাঠ্যসূচি বোঝা সহজ হয়, পড়াশোনার পরিকল্পনা করা যায় এবং পরীক্ষার প্রস্তুতিও হয় আরও সাজানো গোছানো। আর এই ধারণাগুলো স্পষ্টভাবে গড়ে ওঠে উপযুক্ত বই ব্যবহারের মাধ্যমে।

তাই আজকের আলোচনায় আমরা অনার্স ১ম বর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। কোন কোন বই কোন বিষয়ের জন্য জরুরি এসব বিষয় নিয়েই থাকবে এই লেখা। নতুন শিক্ষার্থীরা যাতে সহজেই নিজেদের পড়াশোনা শুরু করতে পারে এবং কোন বিভ্রান্তিতে না পড়ে, সেই লক্ষ্যেই বইগুলোর তালিকা তুলে ধরা হবে।

আরও পড়ুনঃ অনার্স ৪র্থ বর্ষের ব্যবস্থাপনা বিভাগের বইয়ের তালিকা

অনার্স ১ম বর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের বিষয়সমূহঃ 

মেজর সাবজেক্ট হলো সেই মূল বিষয়সমূহ, যেগুলো তোমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় নির্দিষ্ট বিভাগ অনুযায়ী নির্বাচন করেছিলে। যে বিভাগে পড়ছো, সেই বিভাগের অন্তর্ভুক্ত সব প্রধান বিষয়ই তোমাদের জন্য মেজর সাবজেক্ট হিসেবে গণ্য হয়।

নন মেজর সাবজেক্ট বলতে বোঝায় তোমরা যে বিভাগে পড়ছো, সেই বিভাগের মূল বিষয় ছাড়া অতিরিক্ত যেসব বিষয় পড়তে হয়। এগুলো তোমাদের মূল বিভাগের অন্তর্ভুক্ত না হলেও ডিগ্রির জন্য এসব বিষয় পড়তে হয়। বাধ্যতামূলক সাবজেক্ট হলো এমন বিষয়, যা বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষার্থীকেই পড়তে হয়। তুমি যে বিভাগেরই হও না কেন, এই নির্দিষ্ট বিষয়টি সবার জন্য অপরিহার্য। 

অনার্স ১ম বর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা

অনার্স ১ম বর্ষের পদার্থবিজ্ঞান বিভাগে বর্তমানে মোট ৭টি বই অধ্যয়ন করতে হয়। এই কোর্স কাঠামোর মধ্যে নন মেজর হিসেবে দুটি বিষয় নির্ধারিত আছে, যার মধ্য থেকে শিক্ষার্থীরা নিজেদের সুবিধা ও পছন্দ অনুযায়ী যেকোনো একটি বিষয় নির্বাচন করতে পারে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ একটি বাধ্যতামূলক বিষয়, যা অনার্স ১ম বর্ষের সব বিভাগের শিক্ষার্থীকেই পড়তে হয় বিভাগভেদে এতে কোনো পরিবর্তন হয় না। সুতরাং, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ১ম বর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য সব বইয়ের পূর্ণাঙ্গ তালিকা নিচে উল্লেখ করা হলোঃ 

মেজর সাবজেক্টঃ 

  • মেকানিক্স (212701)
  • পদার্থ, তরঙ্গ এবং দোলনের বৈশিষ্ট্য (212703)
  • তাপ, তাপগতিবিদ্যা এবং বিকিরণ (212705)
  • গণিতের মৌলিক বিষয় (213709)
  • ক্যালকুলাস-I (213711)

নন মেজর সাবজেক্টঃ 

  • রসায়ন-I (212807)

অথবা 

  • পরিসংখ্যানের ভূমিকা (213607) 

বাধ্যতামূলক সাবজেক্টঃ 

  • স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস (211501)

আমরা উপরে অনার্স ১ম বর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা প্রকাশ করেছি, যা নতুন এবং চলমান শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে সহায়ক। বইয়ের তালিকায় মেজর, নন মেজর এবং বাধ্যতামূলক বিষয়গুলোর বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

অনার্স ১ম বর্ষের পদার্থ বিজ্ঞান বই ডাউনলোড PDF

book list pdf download

সংক্ষেপে বলা যায়, অনার্স প্রথম বর্ষের পদার্থবিজ্ঞান শিক্ষার্থীদের জন্য PDF বই ডাউনলোড করা একটি আধুনিক সহায়ক ব্যবস্থা। সঠিক বইয়ের PDF ব্যবহার করে নিয়মিত অধ্যয়ন নিশ্চিত করলে শিক্ষার্থীরা শুরু থেকেই পদার্থবিজ্ঞানে একটি মজবুত ভিত্তি তৈরি করতে পারবে। আমরা এখানে বইগুলোর pdf দিয়ে দিচ্ছি যাতে শিক্ষার্থীরা ডাউনলোড করে রেখে পড়াশুনা করতে পারে খুব সহজে। 

ডাউনলোড অনার্স ১ম বর্ষের পদার্থ বিভাগের বইয়ের তালিকা PDF

FAQs

নন মেজর সাবজেক্ট কীভাবে নির্বাচিত হয়?

নন মেজর সাবজেক্ট হলো মূল বিভাগের বাইরে বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত এমন অতিরিক্ত বিষয়, যা শিক্ষার্থীরা নিজেদের পছন্দ অনুযায়ী বেছে নিতে পারে। সাধারণত নন মেজর হিসেবে দুই বা ততোধিক বিষয় প্রদান করা হয় এবং সেখান থেকে শিক্ষার্থীরা একটি বিষয় নির্বাচন করে।

বাধ্যতামূলক সাবজেক্ট কোনটি এবং কেন এটি সবাইকে পড়তে হয়?

বাধ্যতামূলক সাবজেক্ট এমন একটি বিষয়, যা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ বলে নির্ধারিত হয়। এই বিষয়গুলো সাধারণত দেশের ইতিহাস, নৈতিকতা, জাতীয় পরিচয়, সাধারণ জ্ঞান বা উচ্চশিক্ষায় প্রয়োজনীয় মৌলিক দক্ষতার সাথে সম্পর্কিত। তাই এই ধরনের বিষয়গুলোকে সকল বিভাগের জন্য বাধ্যতামূলক রাখা হয়।

বাধ্যতামূলক সাবজেক্ট কেন সব বিভাগের জন্য একই রাখা হয়?

বাধ্যতামূলক সাবজেক্ট সব বিভাগের জন্য একই রাখা হয় কারণ এগুলো এমন বিষয়, যা প্রত্যেক শিক্ষার্থীর জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন বিভাগে পড়লেও দেশের ইতিহাস, নাগরিক সচেতনতা, নৈতিকতা বা সাধারণ জ্ঞানের মতো কিছু মৌলিক বিষয় সবার জানা প্রয়োজন। এই বাধ্যতামূলক বিষয়গুলো শিক্ষার্থীদের সবাইকে একই ধরনের মৌলিক জ্ঞান অর্জনের সুযোগ দেয়। 

শেষ কথা 

অনার্স ১ম বর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকার মাধ্যমে শিক্ষার্থী তার পুরো বছরের পড়াশোনা সম্পর্কে স্পষ্ট ধারণা পায়। বইয়ের তালিকা জানা থাকলে শিক্ষার্থী আগেভাগেই প্রয়োজনীয় বই সংগ্রহ করতে পারে এবং সঠিকভাবে পড়াশোনার সূচি তৈরি করতে পারে। বইয়ের তালিকা জানা থাকলে পরীক্ষার প্রস্তুতি নেওয়াও সহজ হয়। সব মিলিয়ে, বইয়ের তালিকা সম্পর্কে স্পষ্ট ধারণা একজন শিক্ষার্থীকে সঠিক দিকনির্দেশনা দেয়, পড়াশোনা সহজ করে এবং ভালো ফলাফল অর্জনে সহায়তা করে।

Author

  • শারমিন সিমি একজন প্রতিশ্রুতিশীল শিক্ষিকা, যিনি বর্তমানে ঢাকা কলেজে শিক্ষকতা করছেন। তিনি অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন নিজ বিভাগে কৃতিত্বের সঙ্গে। শিক্ষাদানে তাঁর গভীর ভালোবাসা ও নিষ্ঠা তাঁকে শিক্ষার্থীদের প্রিয় করে তুলেছে।

    শিক্ষাক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগিয়ে তিনি ওয়েবসাইটে নিয়মিত শিক্ষাবিষয়ক তথ্য, পরামর্শ এবং অনুপ্রেরণামূলক লেখা প্রকাশ করেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *