Class 6 Bangla 1st Paper Suggestion | বার্ষিক পরীক্ষা ২০২৫
Dear class 6 students, your first annual examination at the secondary level will be held in a few months. Depending on the results of the annual examination, how far you will be in the next class depends on it. For this, you have to study very carefully in every subject from now on. To make your preparation easier, we will give suggestions for each important subject in stages. However, today we are going to give Class 6 Bangla 1st Paper Suggestion.
Primary and secondary level studies are completely different. And so many people do not understand how to study for the annual examination of class 6. It is not necessary to study everything for the annual examination. We have included only those topics in the suggestions from which questions will come in the examination. So you can completely rely on our suggestion.
Read also: Class 8 Bangla 1st Paper Suggestion
If you can study well from now on, then getting good results in the annual examination is not a problem. So our suggestion is to follow our suggestion correctly and prepare for the annual examination from now on. You are bound to achieve your desired results.
Class 6 Bangla 1st Paper Suggestion
সৃজনশীল অংশ
পূর্ণমান – ৭০
গদ্যাংশ
- আকাশ
- মাদার তেরেসা আমাদের লোকশিল্প
- কত কাল ধরে
- কার্টুন বাঙ্গচির ও পেস্টারের
- ভাষা
কবিতাংশ
- চিঠি বিলি
- বাচতে দাও
- পাখির কাছে ফুলের কাছে
- ফাগুন মাস
সহপাঠ
- আদু ভাই
- মারমা রুপকথা
- হলুদ টিয়া সাদা টিয়া
- একটি সুখী গল্প
- অতিথি
তোমাদের পাঠ্য বইয়ের গদ্যাংশ এবং কবিতাংশ থেকে আমরা মাত্র কয়েকটি এখানে দিয়েছি। বার্ষিক পরীক্ষা বলে যে তোমাদেরকে সব পড়তে হবে এমনটা না। মাত্র ৫ টি গদ্য দেয়া আছে এখানে। আর কবিতা দেয়া আছে ৪ টি। এছাড়া সহপাঠ থেকে ৫ টি গল্প দিয়েছি তোমাদের জন্য। তোমরা জানো যে সৃজনশীল অংশে তোমাদেরকে ৭০ নম্বরের উত্তর দিতে হবে। গদ্য, পদ্য এবং সহপাঠ থেকে বেশ কয়েকটি সৃজনশীল প্রশ্ন থাকবে, তোমাদেরকে গদ্য থেকে ২ টি, পদ্য তেকে ২ টি এবং সহপাঠ থেকে ১ টি প্রশ্নের বাধ্যতামূলক উত্তর সহ মোট ৭ টি প্রশ্নের উত্তর দিতে হবে।
বহুনির্বাচনী অংশ
পূর্ণমান – ৩০
১। মাদার তেরেসা প্রথম ঢাকায় আসেন—
ক. ১৯৭১ সালে
খ. ১৯৭২ সালে
গ. ১৯৭৪ সালে
ঘ. ১৯৭৫ সালে
২। ঢাকায় মিশনারিজ অব চ্যারিটি’র প্রথম শাখা গড়ে তোলা হয়—
ক. যাত্রাবাড়িতে
খ. মহাখালীতে
গ. ইসলামপুরে
ঘ. ধানমন্ডীতে
৩। একাশি বয়সী মাদার তেরেসা বাংলাদেশে আসেন—
ক. তহবিল সংগ্রহের জন্য
খ. ঘূর্ণি দুর্গতদের সাহায্যের জন্য
গ. মিশনারীর বার্ষিক সভায়
ঘ. চিকিৎসার জন্য
৪। মাদার তেরেসা নোবেল পুরস্কার এর অর্থ দান করেন—
ক. মসজিদে
খ. দুঃখী-জনদের সহায়তায়
গ. গীর্জায়
ঘ. লাইব্রেরিতে
৫। মাদার তেরেসা মৃত্যুবরণ করেন—
ক. ঢাকায়
খ. কলকাতায়
গ. আলবেরিয়ায়
ঘ. যুক্তরাষ্ট্রে
৬। মাদার তেরেসা মৃত্যুবরণ করেন—
ক. ১৯৯৪ সালে
খ. ১৯৯৫ সালে
গ. ১৯৯৭ সালে
ঘ. ১৯৯৯ সালে
৭। মাদার তেরেসা মানুষকে সবচেয়ে বড় করে দেখেছিলেন—
ক. সেবায়
খ. ব্যবসায়
গ. শাসনের ক্ষেত্রে
ঘ. লেনদেন
৮। আকাশের রং বিভিন্ন রকম হওয়ার কারণ হলো—
ক. সূর্যালোক
খ. বায়ুমণ্ডল
গ. জলীয়বাষ্প
ঘ. অক্সিজেন গ্যাস
৯। আকাশে আলো ছড়ায় কোনটি?
ক. মঙ্গল
খ. সূর্য
গ. চন্দ্র
ঘ. বুধ
১০। শূন্যে মহাকাশযান পাঠিয়ে বিজ্ঞানীরা কী করেন?
ক. পরীক্ষা-নীরিক্ষা
খ. ভারসাম্য রক্ষা
গ. মানসিক তৃপ্তি
ঘ. মানুষের মনোরঞ্জন
১১। পৃথিবীর উপরের অংশকে কী বলে?
ক. ভূ-ভাগ
খ. ভূ-গর্ভ
গ. ভূ-পৃষ্ঠ
ঘ. ভূতল
১২। প্রথম বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়ে-
i. ইউরোপ
ii. এশিয়া
iii. আফ্রিকা
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. iii
ঘ. i, ii ও iii
১৩। মাদার তেরেসার সেবাক্ষেত্র কোনটি?
i. ভারত
ii. বাংলাদেশ
iii. ফিলিপাইন
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. i ও ii
ঘ. iii
১৪। সূর্যালোককে কখন হাওয়ার কণা কম ডিঙাতে হয়?
ক. সকালে
খ. দুপুরে
গ. বিকালে
ঘ. সন্ধ্যায়
১৫। কোন সময়ে সূর্যের লাল আলো শুধু মেঘ আর হাওয়ার ধূলো কণার পথ পাড়ি দিতে পারে?
ক. সকালে
খ. দুপুরে
গ. রাতে
ঘ. কখনোই না
১৬। মেঘ আর হাওয়ার ধুলোর লম্বা পথ পেরোতে পারে কোন আলো?
ক. কালো
খ. সাদা
গ. নীল
ঘ. লাল
১৭। আগেকার দিনে বিজ্ঞানীরা আকাশে কী পাঠিয়ে পরীক্ষা নিরীক্ষা করতেন?
ক. বেলুন
খ. মানুষসহ মহাকাশযান
গ. টেলিফোন
ঘ. টেলিভিশন
১৮। বিজ্ঞানী আবদুল্লাহ আল-মুতী বিজ্ঞানের অনেক জটিল রহস্যময় অজানা দিককে—
i. আকর্ষণীয় ভাষায় তুলে ধরেছেন
ii. সাবলীল ভাষায় তুলে ধরেছেন
iii. শৈল্পিক ভাষায় তুলে ধরেছেন
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. i ও ii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
১৯। ছোটদের জন্য আবদুল্লাহ আল-মুতীর লেখা বই—
i. আবিষ্কারের নেশায়
ii. অবাক পৃথিবী
iii. আমাদের এই পৃথিবী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২০। কবিতায় “দারুণ বাদলা” বলতে কী বোঝানো হয়েছে?
ক. প্রচুর বৃষ্টি
খ. ঝড়ের আবহ
গ. পাখির গান
ঘ. শান্ত নদী
২১। “ছাতা মাথায় ব্যাঙ” কেমন অবস্থায় চিঠি বিলি করছে?
ক. ভালো আবহাওয়াতে
খ. বর্ষার দিনো
গ. গরমের দিনে
ঘ. শীতে
২২। “খেয়া নায়ের মাঝি” কে?
ক. মাছ
খ. ব্যাঙ
গ. চিংড়ি মাছের বাচ্চা
ঘ. ভেটকি মাছ
২৩। “ভেটকি মাছের নাতনি” কোথায় গেছে?
ক. হোস্টেলে
খ. বিদেশে
গ. শহরে
ঘ. গ্রামে
২৪। কবিতার “তাই তো নিলাম ছাতা কিনে” এর মূল উদ্দেশ্য কী?
ক. বৃষ্টির জন্য প্রস্তুতি নেওয়া
খ. ছাতা বিক্রি করা
গ. নদী পার করা
ঘ. মাছ ধরতে যাওয়া
২৫। “নামবে দারুণ বাদলা” কি ধরনের আবহাওয়া প্রকাশ করছে?
ক. শান্ত
খ. গরম
গ. ঠান্ডা
ঘ. বর্ষা
২৬। কবিতার মাধ্যমে কিসের গুরুত্ব বোঝানো হচ্ছে?
ক. নদীর শান্তি
খ. চিঠির মাধ্যমে যোগাযোগ
গ. মাছের জীবন
ঘ. বর্ষার আগমন
- ‘চিঠি বিলি’ কবিতায় ব্যাঙ কীভাবে দায়িত্ব পালন করে?
ক. বর্ষা উপেক্ষা করে চিঠি বিলি করতে যায়
খ. খেয়ানৌকা চালায়
গ. চিঠি না পেয়ে ঘরে ফিরে আসে
ঘ. ছাতা কিনে নেয়, কিন্তু চিঠি দেয় না
- ‘চিঠি বিলি’ কবিতায় চিংড়ির বাচ্চার চরিত্র কীভাবে চিত্রিত হয়েছে?
ক. দুর্বল এবং অসহায়
খ. শক্তিশালী ও দক্ষ
গ. দুঃসাহসী এবং অদক্ষ
ঘ. কোনো কাজ করতে অক্ষম
- ‘চিঠি বিলি’ কবিতায় কেন ব্যাঙ ভেটকি মাছের নাতনির কাছে চিঠি পৌঁছাতে পারেনি?
ক. চিঠি হারিয়ে গেছে
খ. ব্যাঙ ভুল ঠিকানায় গিয়ে ছিল
গ. ভেটকি মাছের নাতনি দেশের বাইরে চলে গেছে
ঘ. ব্যাঙ অসুস্থ ছিল
- ‘চিঠি বিলি’ কবিতায় ছাতা কেন ব্যবহৃত হয়েছে?
ক. বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে
খ. নতুন পোশাক কিনতে
গ. বর্ষার সুরক্ষা হিসেবে
ঘ. সুরক্ষিতভাবে চিঠি বিলি করতে
বহু নির্বাচনী অংশে তোমাদের জন্য ৩০ টি প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নের মান ০১। এই ৩০ টি প্রশ্নের উত্তর দেয়ার জন্য তোমরা সময় পাবে ঠিক ৩০ মিনিট। ৩০ টি প্রশ্ন কমন পেতে হলে তোমাদেরকে গদ্যাংশ এবং পদ্যাংশের সবগুলো খুব ভালোভাবে পড়তে হবে। প্রথমত, গদ্য বা পদ্য পড়তে হবে, এবং তারপর লেখক পরিচিতি, মূলভাব সহ যা যা আছে সবকিছু পড়তে হবে। মূলবই ভালোভাবে পড়ার পর গাইডবই থেকে mcq প্র্যাকটিস করবে। যত বেশি পড়বে পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা ততই বেড়ে যাবে। এছাড়া বিগত পরীক্ষায় যেসব mcq পড়েছো সেগুলোও রিভিশন দেবে।
৬ষ্ঠ শ্রেণির বাংলা ১ম পত্রের সাজেশন PDF
প্রিয় কোমলমতি শিক্ষার্থীরা, আমরা আমাদের সাজেশনটি তোমাদের জন্য যতটা সম্ভব সহজ করে সাজিয়েছি। আমরা চাই তোমরা প্রত্যেকে পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করো। যেহেতু এখন ডিজিটাল মাধ্যমেই পড়াশুনা বেশি হয় সেহেতু আমরা চাই তোমরা যাতে আমাদের সাজেশনটি সহজে ব্যবহার করতে পারো। এখানে আমরা একই সাজেশনের PDF ফাইল দিয়ে দিচ্ছি যাতে তোমরা ডাউনলোড করে রেখে যেকোনো সময়ই পড়তে পারো।
Download Class 6 Bangla 1st Paper Suggestion PDF
Final Words
Hope you have understood our Class 6 Bangla 1st Paper Suggestion well. Our suggestion has been prepared after a long review, so you can follow it with confidence. If you like the suggestion, then don’t forget to share it with your friends. And let us know in the comments what other topics you want suggestions for.
