৫ম শ্রেণির ভর্তি পরীক্ষার সাজেশন ২০২৬ ও নমুনা প্রশ্ন
৫ম শ্রেণির ভর্তি পরীক্ষা হলো পরবর্তী স্তরের শিক্ষাজীবনে প্রবেশের একটি দরজা। ২০২৬ সালের এই পরীক্ষায় সফল হতে হলে শিক্ষার্থীকে অবশ্যই ধারাবাহিকতা মেনে চলতে হবে। প্রতিটি দিনকে প্রস্তুতির জন্য কাজে লাগিয়ে, বোর্ডের বইকে ভিত্তি ধরে এবং নিয়মিত মডেল টেস্টের মাধ্যমে নিজেকে প্রস্তুত করে তুললে কাঙ্ক্ষিত ভালো ফলাফলের পথ সুগম হবে। এজন্য আমরা ৫ম শ্রেণির ভর্তি পরীক্ষার সাজেশন ২০২৬ ও নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করবো আজকের লেখাতে। আশা করি, এরপর আপনার সন্তানের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে আর কোন অসুবিধা হবেনা, বরং তাঁরা সহজেই নিজেদেরকে প্রস্তুত করতে পারবে।
আরও পড়ুনঃ ৩য় শ্রেণির ভর্তি পরীক্ষার সাজেশন ২০২৬ ও নমুনা প্রশ্ন
৫ম শ্রেণির ভর্তি পরীক্ষা ২০২৬
ভর্তি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় সফল হওয়ার মূল রহস্য হলো সময়মতো প্রস্তুতি শুরু করা এবং প্রতিদিন সামান্য হলেও নির্দিষ্ট সময় নিয়ে অনুশীলন করা। নিয়মিত চর্চা শিক্ষার্থীর মনে আত্মবিশ্বাস বাড়ায়, তাকে পরীক্ষার চাপ মোকাবিলায় সক্ষম করে তোলে এবং জটিল প্রশ্নের সমাধানে তার যুক্তিবোধকে তীক্ষ্ণ করে। এই ধারাবাহিক প্রস্তুতিই একজন শিক্ষার্থীকে সাধারণ মেধা থেকে অসাধারণ সফলতার দিকে নিয়ে যায়।
৫ম শ্রেণির ভর্তি পরীক্ষার সাজেশন ২০২৬
দেশের স্বনামধন্য স্কুলগুলোতে ভর্তির সুযোগ পেতে প্রতি বছর অসংখ্য শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। এই প্রতিষ্ঠানে ভর্তি হতে হলে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়াই একমাত্র পথ। যারা পরীক্ষায় ভালো করবে, তারাই কাঙ্ক্ষিত বিদ্যালয়ে পড়ার সুযোগ নিশ্চিত করতে পারবে। ৫ম শ্রেণির ভর্তি পরীক্ষার সাজেশন টি নিচে দেখে দিন।
বাংলা
১। ‘সংবাদ’ শব্দের সন্ধি বিচ্ছেদ করো।
২। ‘জল’ শব্দের দুটি সমার্থক শব্দ লেখ।
৩। ‘দুর্জন’ শব্দের বিপরীত শব্দ কী?
৪। যিনি বিদ্যা দান করেন— এক কথায় প্রকাশ করো।
৫। ‘অন্ধের যষ্টি’ বাগধারাটির অর্থ কী?
৬। ‘কঠিন’ শব্দটির বিশেষ্য রূপ লেখ।
৭। বাংলা ব্যাকরণ অনুযায়ী ক্রিয়াপদ কাকে বলে?
৮। ‘মনুষ্যত্ব’ শব্দটি কোন প্রকার পদ?
৯। ‘আকাশ’ শব্দের একটি যুক্তবর্ণ বিশ্লেষণ করো।
১০। ‘গরিব’ শব্দের চলিত রূপ লেখ।
১১। কোন কারকে ‘কে’ বা ‘রে’ বিভক্তি যুক্ত হয়?
১২। ‘নদী’ শব্দটি কোন লিঙ্গ?
১৩। ‘শিক্ষক’ শব্দের স্ত্রীলিঙ্গ রূপ কী?
১৪। ‘বৃষ্টিতে মাঠ ডুবেছে’— এখানে কোন কারকে কোন বিভক্তি?
১৫। ‘মা’কে নিয়ে লেখা একটি কবিতার নাম লেখ
১৬। ‘ইঁদুর কপালে’ বাগধারাটির অর্থ কী?
১৭। ‘প্রতিদিন’ শব্দটি কোন সমাসের উদাহরণ?
১৮। বিশেষ্য পদ কত প্রকার?
১৯। ‘বাংলাদেশ একটি সুন্দর দেশ’— এই বাক্যের বিশেষণ পদ কোনটি?
২০। ‘আকাশ ভেঙে পড়া’— কথাটির অর্থ কী?
২১। ‘উত্তম পুরুষ’ কাকে বলে?
২২। ‘সূর্য’ শব্দের একটি প্রতিশব্দ লেখ।
২৩। ‘ভবিষ্যৎ’ বানানে কোন দুটি যুক্তবর্ণ আছে?
২৪। ‘গল্প বলা’ কোন ধরনের ক্রিয়া?
২৫। একটি মৌলিক স্বরধ্বনি লেখ।
ইংরেজি
The opposite word of ‘Hard’ is ______.
Write the plural form of ‘Baby’.
Write the present form of ‘Did’.
He ______ a good student. (Fill in the blank with the correct verb)
What is the noun form of the word ‘Kind’?
Which kind of noun is ‘Dhaka’?
I have a book. (Identify the Adjective)
Write the past form of ‘Go’.
What is the Synonyms of ‘Huge’?
Write the Antonyms of ‘Expensive’.
Which word is a preposition? (and, but, on, quick)
The sun rises ______ the east. (Use a suitable preposition)
Change the voice: ‘He reads a book.’
Change the number: ‘Mouse’
Change the gender: ‘Sister’
What is the full form of ‘Can’t’?
Write the contracted form of ‘I am’.
Rearrange the word: oolsch
What is the adjective form of ‘Bangladesh’?
How many kinds of Tense are there?
What is the spelling of ‘বৃহস্পতিবার’?
Write the meaning of ‘Patient’.
Write the meaning of ‘Village’.
What is the suitable article for ‘Orange’?
He is sitting ______ the table. (Use a suitable preposition)
গণিত
১। এক ব্যক্তির দৈনিক আয় ২৫০ টাকা। তার এক মাসের আয় বের করতে হলে কী করতে হবে?
উত্তর : ১ দিনের আয়কে ৩০ দ্বারা গুণ করতে হবে।
২। চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে ৯৯ দ্বারা গুণ করলে কত হবে?
উত্তর : ১০০০ ✕ ৯৯ = ৯৯০০০।
৩। গুণ্য তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং গুণক তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলে গুণফল কত?
উত্তর : ৯৯৯ ✕ ১০০ = ৯৯৯০০।
৪। এক বান্ডিলে ১০০ নোট থাকলে, ৫ টাকার ৫টি বান্ডিলে কত টাকা থাকবে?
উত্তর : (১০০ ✕ ৫ ✕ ৫) = ২৫০০ টাকা।
৫। একটি সাইকেলের দাম ৪৮৫০ টাকা হলে, ১০টি সাইকেলের দাম কত?
উত্তর : (৪৮৫০ ✕ ১০) = ৪৮৫০০ টাকা।
৬। ১ ডজন কলার দাম ১৫০ টাকা হলে ১ হালি কলার দাম-
উত্তর : ৫০ টাকা।
৭। ৬৩৫০০ কে ১০০ দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে?
উত্তর : ৬৩৫।
৮। ভাজক ৩২৫, ভাগফল ৭২ ও ভাগশেষ ৯। ভাজ্য কত?
উত্তর : ২৩৪০৯।
৯। একজন লোকের প্রতিদিন ৭৫০ গ্রাম চাল লাগে। ২২.৫০ কেজি চাল শেষ করতে তার কতদিন লাগবে?
উত্তর : ২২৫০০ ÷ ৭৫০ = ৩০ দিন।
১০। একটি ঝুড়িতে ৫৪০টি লিচু আছে। ৫৪০০টি লিচুর জন্য কয়টি ঝুড়ি লাগবে?
উত্তর : ১০টি।
১১। ১ ডজন কলার দাম ১৫০ টাকা হলে ১ হালি কলার দাম কত?
উত্তর : ৫০ টাকা।
১২। পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অঙ্কের বৃহত্তম সংখ্যার মধ্যে পার্থক্য কত?
উত্তর : ১।
১৩। ১০টি কলমের দাম ৪০ টাকা। এরূপ ১৫টি কলমের দাম কত?
উত্তর : ৬০ টাকা।
১৪। ১২ জন লোকের ১ সপ্তাহে ২৪ কেজি চাল লাগে। ২৪ জন লোকের ১ সপ্তাহে কত কেজি চাল লাগবে?
উত্তর : ৪৮।
১৫। ৯টি আপেলের ওজন ৫৪ গ্রাম হলে, ১টি আপেলের ওজন কত?
উত্তর : ৬ গ্রাম।
১৬। ৩ ✕ ক + ২ = ১৪ হলে ক এর মান কত?
উত্তর : ৪
১৭। প্রতীকের সাহায্যে প্রকাশ কর : একটি সংখ্যার সাথে দুই যোগ করে যোগফলকে তিন দ্বারা গুণ করলে গুণফল ত্রিশের চেয়ে বড় হয়।
উত্তর : (ক + ২) ✕ ৩ > ৩০
১৮। বন্ধনী প্রতীক ব্যবহার করে নির্দেশিত সংখ্যা রাশি গঠন কর : ৭২ কে ৮ দিয়ে ভাগ করে ভাগফলকে ৩ দিয়ে গুণ করা হলো।
উত্তর : (৭২ ÷ ৮) ✕ ৩
১৯। কোন সংখ্যাকে ৭ দ্বারা ভাগ করলে ভাগফল ১৫ হবে?
উত্তর : ১০৫
২০। ৪০ – (১৩ + ১২); এটি কী?
উত্তর : গাণিতিক বাক্য
২১। ২, ৩, ৫ ও ৭ এর গসাগু কত?
উত্তর : ১।
২২। ১৫ এর মৌলিক উৎপাদক কয়টি?
উত্তর : ২টি।
২৩। ১৮ এর তিনটি গুণিতক লেখ।
উত্তর : ৩৬, ৫৪, ৭২।
২৪। কোন ক্ষুদ্রতম সংখ্যা ৬, ১৮, ২৪ ও ৩০ দ্বারা নিঃশেষে বিভাজ্য?
উত্তর : ৩৬০।
২৫। ১৫ এর গুণনীয়কগুলো লেখ।
উত্তর : ১, ৩, ৫ ও ১৫।
২৬। ১/৩ এবং ১/৪ কে সম্পর্ক প্রতীক দিয়ে লিখ।
উত্তর : ১/৩ > ১/৪
২৭। ২/৫ + ৩/৫ = কত?
উত্তর : ১
২৮। ৮৯/১৭ কে মিশ্র ভগ্নাংশে প্রকাশ কর।
উত্তর : ৫ ৪/১৭
২৯। ৩/৭ কী ধরনের ভগ্নাংশ?
উত্তর : প্রকৃত ভগ্নাংশ
৩০। ৮ ৭/১১ ও ৫ ৪/১৩ মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ কর।
উত্তর : ৯৫/১১, ৬৯/১৩
৩১। ৬.৪৩ ✕ ১০ = কত?
উত্তর : ৬৪.৩।
৩২। ০.১ ✕ ০.২ ✕ ০.০১ = কত?
উত্তর : ০.০০০২।
৩৩। ০.১ ✕ ০.০১ ✕ ০.০০১ = কত?
উত্তর : ০.০০০০০১।
৩৪। ০.২ ✕ ২.২ ✕ ২.২২ = কত?
উত্তর : ০.৯৭৬৮।
৩৫। ০.২ ✕ ০.০২ ✕ ০.০০২ = কত?
উত্তর : ০.০০০০০৮।
৩৬। ১২, ০ ও ১৮ এর গড় কত?
উত্তর : ১০।
৩৭ ১১, ৬ ও ১৩ এর গড় কত?
উত্তর : ১০।
৩৮। ৮৫ এবং ১৩ এর গড় কত?
উত্তর : ৪৯।
৩৯। তেরোটি সংখ্যার যোগফল ১৯২৪। সংখ্যাগুলোর গড় কত?
উত্তর : ১৪৮।
৪০। একজন ক্রিকেট খেলোয়াড়ের তিন ম্যাচের সিরিজে গড় রান ৫১। ঐ সিরিজে তিনি মোট কত রান করেছিলেন?
উত্তর : ১৫৩
৪১। অপু ও দীপুর গড় বয়স ২২ বছর। দীপু ও টিপুর গড় বয়স ২৪ বছর। অপুর বয়স ২১ বছর হলে টিপুর বয়স কত?
উত্তর : ২৫ বছর।
৪২। এক কেজি আম ১০০ টাকায় ক্রয় করে ৯৫ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
উত্তর : শতকরা ৫ টাকা ক্ষতি হবে।
৪৩। ১০০ টাকায় ১ বছরের যে মুনাফা হয় তাকে কী বলে?
উত্তর : শতকরা মুনাফার হার।
৪৪। ৪ টাকার ৭৫% = কত টাকা?
উত্তর : ৩ টাকা।
৪৫। ৩৫% কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ কর।
উত্তর : ৭/২০।
৪৬। ৩/৫ কে শতকরায় প্রকাশ কর।
উত্তর : ৬০%।
৪৭। চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত ডিগ্রী?
উত্তর : ৩৬০ ডিগ্রী।
৪৮। একটি চতুর্ভুজের কয়টি কৌণিক বিন্দু থাকে?
উত্তর : ৪টি।
৪৯। ব্যাস ব্যাসার্ধের কত গুণ?
উত্তর : দ্বিগুণ।
৫০। চতুর্ভুজ কাকে বলে?
উত্তর : চারটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে চতুর্ভুজ বলে।
৫ম শ্রেণির ভর্তি পরীক্ষার নমুনা প্রশ্ন


ভর্তি পরীক্ষায় ভালো করার টিপসঃ
নির্ধারিত সময়ে সব প্রশ্নের উত্তর লেখার জন্য সময় বণ্টন অনুশীলন করা অত্যন্ত জরুরি। মডেল টেস্টের মাধ্যমে ঘড়ি ধরে পরীক্ষা দেওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। একটি সুনির্দিষ্ট দৈনিক বা সাপ্তাহিক রুটিন তৈরি করুন এবং সেই অনুযায়ী প্রতিটি বিষয়ের জন্য পর্যাপ্ত সময় বরাদ্দ করা প্রয়োজন। ভর্তি পরীক্ষা স্ট্যান্ডার্ডের প্রশ্নপত্র অনুযায়ী নিয়মিত মডেল টেস্ট দিতে হবে।
এটি শিক্ষার্থীকে তাঁর দুর্বলতা চিহ্নিত করতে এবং পরীক্ষার হলে আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে। যে বিষয়ে কম নম্বর আসছে, সেখানে বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন।পরীক্ষার চাপ না নিয়ে, ইতিবাচক মানসিকতা নিয়ে প্রস্তুতি চালিয়ে যেতে শিক্ষার্থীকে উৎসাহিত করতে হবে। মনে রাখবেন, ভর্তি পরীক্ষা একটি সুযোগ, যা আপনার সন্তানকে প্রাথমিক পর্যায়ের এই শেষ শ্রেণিতে সুযোগ পেতে সাহায্য করবে।
শেষ কথা
প্রতিটি শিশুর মধ্যেই জন্মগতভাবে সম্ভাবনা ও মেধার একটি অমূল্য ভাণ্ডার লুকিয়ে থাকে। দেশের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভর্তির মাধ্যমে সেই মেধার পূর্ণাঙ্গ বিকাশ নিশ্চিত করার সুযোগ তৈরি হয়। কিন্তু শুধু মেধা থাকলেই যথেষ্ট নয়, এই প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষায় সফলতার জন্য প্রয়োজন উপযুক্ত পরিবেশ, সঠিক নির্দেশনা এবং ধারাবাহিক অনুশীলন।
যখন একটি শিক্ষার্থী নিয়মিত পড়াশোনার অভ্যাস তৈরি করে, পাঠ্যক্রমের মৌলিক বিষয়গুলো গভীরভাবে আয়ত্ত করে, নিজের দুর্বলতা দূর করতে সচেতন থাকে এবং সময়মতো প্রয়োজনীয় সহায়তা পায়, তখন তার সুপ্ত মেধা আরও উজ্জ্বল হয়ে ওঠে এবং সে ভর্তি পরীক্ষার কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হয়। এক্ষেত্রে, ৫ম শ্রেণির ভর্তি পরীক্ষার সুনির্দিষ্ট সাজেশন ও মানসম্পন্ন নমুনা প্রশ্ন অনুশীলন করা একজন শিক্ষার্থীর প্রস্তুতির জন্য অত্যন্ত সহায়ক হয়।
