১ম শ্রেণির বার্ষিক পরীক্ষার সাজেশন – ২০২৫
প্রাথমিক শিক্ষার প্রথম ধাপ হলো ১ম শ্রেণি। এই শ্রেণির শিক্ষার্থীরা সদ্য শিক্ষা জীবনে প্রবেশ করে এবং তাদের শেখার যাত্রা শুরু হয় সবচেয়ে বুনিয়াদি জ্ঞান অর্জনের মাধ্যমে। প্রথম শ্রেণিতে শিশুরা মূলত অভিভাবকদের সাহায্যেই পড়ালেখা করে। সাজেশনের মাধ্যমে অভিভাবকরা জানতে পারেন, কোন কোন বিষয়ে তাদের সন্তানেরা দুর্বল এবং কোন ক্ষেত্রে বেশি সময় দিতে হবে। যদিও ১ম শ্রেণির পরীক্ষাকে অধিকাংশ সময় খুব কঠিন মনে করা হয় না, তারপরও শিশুদের ব্যাপারে আরও যত্নশীল হওয়া প্রয়োজন।
প্রথম শ্রেণির শিশুরা সবেমাত্র প্রথাগত শিক্ষার কাঠামোতে প্রবেশ করে। এই সময় তাদের ওপর যেন পরীক্ষার অতিরিক্ত চাপ না পড়ে এবং তারা যেন সুনির্দিষ্ট লক্ষ্যে মনোযোগ দিতে পারে, সেজন্যই ১ম শ্রেণির বার্ষিক পরীক্ষার সাজেশন এর প্রয়োজনীয়তা অনস্বীকার্য।
আরও পড়ুনঃ ৩য় শ্রেণির বার্ষিক পরীক্ষার সাজেশন ২০২৫
১ম শ্রেণির বার্ষিক পরীক্ষার সাজেশন – ২০২৫
বাংলাঃ
১। কবিতা:
১ ভোর হলো
২ ছুটি
২। শব্দের অর্থ:
যুদ্ধ, আক্রমন, গুঁড়িয়ে দিল, রেসকোর্স ময়দান, বঙ্গবন্ধু
৩। যুক্তবর্ণ ভেঙে লিখঃ
কু, দ্ধ, ধ, দ, প্ত, ট্র, গ, স্প, ক্র,
৪। ফাঁকা ঘর পূরর্ণ কর:-
তিন _____পাঁচ_____সাত_____নয়_____এগারো_____তেরো
৫। বানান লিখঃ-
১
৮
১৩
২০
২৭
৯
১৫
১৯
৬। সংখ্যা লিখ-
পাঁচ দশ- বারো, পনেরো
সাত নয় আঠারো, উনিশ
৭। শূন্যস্থান পূরণঃ
ক মেঘের কোলে – হেসেছে।
খ পথ হারিয়ে কোন যাই।
গ আমাদের জাতীয় পাখির নাম
ঘ আমাদের দেশের নাম
ঙ এ দেশের আকাশ
৮। প্রশ্নের উত্তর লিখঃ
ক) স্বাধীনতার কথা কে বললেন?
খ) কারা পরাজিত হলো?
গ) নতুন দেশটির নাম কী?
ঘ) রোদে পুড়ে যুদ্ধ করল কারা?
ঙ) কেমন দিন তোমার ভালো লাগে?
চ) ঝড়ের দিনে কি হয়?
৯। তোমার ঠিকানা লিখঃ-
তোমার নামঃ
তোমার বাবার নামঃ
তোমার মায়ের নামঃ
তোমার গ্রামের নামঃ
ইংরেজিঃ
- Word meaning:
Draw, Hen, Water, Dot, From, Trace, Yoke,
X-ray, Sound, Each, Make, Now
- Make sentence:
Look, Say, Sing, Put, Close, Pick, Lay
- Answer to the questions:
- a) Who is on amat ?
- b) Who is in a hat ?
- c) Can you draw ?
- d) Do you know a be ?
- e) Can you sing a song ?
- f) Can you count ?
- g) What is your name ?
- h) How are you ?
- Translate in to Bengali:
- a) Put on your shoe.
- b) Close the door.
- c) Pick up sticks.
- d) Lay them straight.
- e) Draw a hen.
- f) Join the dots.
- g) Write the missing numbers.
- Re-arrangement word.
ays, alphaetb, etterl, hitew, act, utB, ings, cunto
- Translate in to English:
লাঠি, সোজা, ছড়া, চিন্তা করা, জাতীয়, তাদের, শ্রেণী
- Grammar writing:
Article, Number, Tense
- Paragraph writing:
Our school, My friend
- Write the name of 5 Days/ 6 Seasons/ 5 Birds
- Write the Rhyme: “Family” 10
গনিতঃ
১। কথায় লিখঃ
৫১,৫৯,৬৩, ৬৭,৯৩,৮০,৪০,৭৭,৮৭,৯৯
২। অঙেক লিখঃ
একচল্লিশ, পঞ্চান্ন, আটাশি, ঊনসত্তর, চুরাশি,
তিরাশি, বিয়াল্লিশ, একাশি, একঘট্টি, সত্তর।
৩। ক্রম অনুসারে খালি ঘর পূরণ করঃ-
৪৫, ৪৭, ৪৯, ৫১, ৫৩, ৫৫, ৫৬, ৫৮
৪। যোগ কর:-
ক) ৪৩+৬
খ) ৩+৪৪
গ) ৬০ + ২৯
গ) ৬২+৪৩
৫। বিয়োগ কর।
ক) ৯৯-৩৩
খ) ৯৯-৩০
গ) ৬৯-১৭
গ) ৮৯ – ৩৪
ঘ) ২৭ – ২৫
৬। কথার অংক:
ক) বিদ্যালয়ের একটি শ্রেনিতে ২৩ জন ছাত্র এবং ২৫ জন
ছাত্রী আছে। ঐ শ্রেনিতে মোট শিক্ষার্থী কত জন?
খ) সাদির নিকট ২৭ টাকা আছে। সে ৪৭ টাকা দিয়ে
একটি খেলনা কিনলো। তার কাছে আর কত টাকা
আছে।
গ) ফাহাদের ৩৩ টাকা ছিল। তার বাবা তাকে কিছু
টাকা দিল। এখন তার ৭৫ টাকা হলো। তার
বাবা তাকে কত টাকা দিল?
ঘ একটি ক্রিকেট ম্যাচে রাফি ৩৭ রান এবং অভি
২২ রান করেছে। রাফি অভির চেয়ে কত রান
বেশি করেছে?
৭। ৩৫-১৭ বিয়োগ দিয়ে একটি গল্প তৈরি কর?
শিক্ষার্থীদের সেরা প্রস্তুতিতে অভিভাবকে ভূমিকা কী?
অভিভাবকের ভূমিকা ১ম শ্রেণির শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বয়সে শিশুরা পড়াশোনার বিষয়বস্তু নিজে নিজে পুরোপুরি বুঝে নিতে পারে না। তাই অভিভাবকদের স্নেহ, ধৈর্য ও সঠিক দিকনির্দেশনা তাদের শেখার অগ্রগতিকে সহজ ও আনন্দদায়ক করে তোলে। শিশুকে চাপ না দিয়ে শান্তভাবে পড়ানো, নিয়মিত পড়ার একটি রুটিন তৈরি করে দেওয়া এবং গল্প শোনানোর মাধ্যমে ভাষা দক্ষতা গড়ে তোলা – এসবই শেখার পরিবেশ তৈরি করতে সাহায্য করে। পরীক্ষার আগে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা তাদের মনোযোগ ও স্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।
শিক্ষকের ভূমিকা কেমন হতে পারে?
একজন দক্ষ শিক্ষকই ছোট শিক্ষার্থীদের শেখার প্রতি আগ্রহ ও সঠিক অভ্যাস গড়ে তুলতে সাহায্য করেন। পরীক্ষার আগে শিক্ষকরা নিয়মিত পুনরাবৃত্তি ক্লাসের মাধ্যমে পাঠগুলো আবার বুঝিয়ে দেন। শিক্ষকের এই যত্নশীল ভূমিকা এবং পরিবারের নিয়মিত উৎসাহ মিলেই একটি শিশুর শিক্ষাজীবনে সবচেয়ে বড় প্রভাব ফেলে, যা তাকে আত্মবিশ্বাসী হতে সাহায্য করে।
শিক্ষার্থীর কীভাবে মানসিক প্রস্তুতি নিবে বার্ষিক পরীক্ষার জন্য?
১ম শ্রেণির শিক্ষার্থীর এ বয়সের শিশুদের বুঝিয়ে বলতে হয় যে পরীক্ষা হলো শেখার স্বাভাবিক ধাপ, ভয় পাওয়ার কিছু নয়। ভুল করা কোনো অপরাধ নয়, বরং ভুল থেকে শেখাই সবচেয়ে বড় বিষয় – এ কথাটি তাদের মনে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করা প্রয়োজন। পাশাপাশি শিশুকে জানাতে হবে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো চেষ্টা করা, ফল নয়। এতে তাদের মনে চাপ কমে এবং পরীক্ষার প্রতি ইতিবাচক মানসিকতা তৈরি হয়।
শেষ কথা
১ম শ্রেণির বার্ষিক পরীক্ষার সাজেশন ২০২৫ শিক্ষার্থীদের সহজভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে সাহায্য করবে। এই সাজেশনটি যদি তাঁরা নিয়মিত অনুশীলন করে এবং সেই অনুযায়ী পড়তে থাকে তাহলে পরীক্ষায় ভালো ফল নিশ্চিত। এই সাজেশন অনুযায়ী প্রতিদিন অল্প অল্প করে পড়লে কোনো বিষয়ই কঠিন মনে হবে না এবং পরীক্ষার হলে আত্মবিশ্বাস নিয়ে প্রশ্নের উত্তর লিখতে পারবে। তাই বলা যায়, সঠিক পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে এই সাজেশন শিক্ষার্থীদের জন্য অত্যন্ত উপকারী হবে বলে আমাদের বিশ্বাস।
